05/02/2023
০৫.০২.২০২৩ রবিবার বিকেল ৩:৩০ টায় SWID Bangladesh Scout Group এর নিয়মিত সভা সুইড ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন SWID Bangladesh Scout Group এর সভাপতি ও সুইড বাংলাদেশের মহাসচিব মো: মাহবুবুল মুনির। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন এবং সুইড বাংলাদেশের সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজী। সভায় ১৯ থেকে ২৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত “স্কাউট জাম্বুরী-২০২৩” তে অংশগ্রহণকারী স্কাউট লিডারগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। সভায় স্কাউট জাম্বরীতে অংশগ্রহণকারীদের মাঝে প্রত্যয়নপত্র বিতরণ করা হয়।