24/10/2025
আমার নিউজফিডে প্রায়ই হেলদি রেসিপি আসে। আমি আসলে এখন সময় পাই না সময় নিয়ে আয়েশ করে খাবার তৈরি করার। আমার মা আগে মিষ্টি খাবার তৈরি করতেন, ভিষণ মজা করেই মিষ্টান্ন তৈরি করেন আম্মু। কিন্তু আমার বাসায় চিনি খাওয়া বারণ আর চিনি ছাড়া যেহেতু অধিকাংশ মিষ্টি খাবার তৈরি করা যায় না, আম্মু আর আগের মতন মিষ্টান্ন তৈরি করেন না।
তাহলে সন্ধ্যার নাস্তায় আমরা কি খাই??
আমি যেহেতু দিনের বেশির ভাগ সময়, সন্ধ্যার নাস্তায় স্ন্যাক্স হিসেবে ফল, সালাদ বা বাদাম রাখি, আমার বাসায়ও সবাই এখন সেভাবেই চেষ্টা করেন। আগের প্রজন্মের অভ্যাস বদলাতে একটু সময় লাগলে কিন্তু এটা অসম্ভব নয়।
আজকের অফিস স্ন্যাক্স ---
My all time favourite Watermelon 🍉