DMB Online Shop Dhaka

DMB Online Shop Dhaka E-commerce Biussnes and Reselling
এখান থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে পারবেন!

09/08/2025

মোঃ বাহার উদ্দিন, একজন প্রবাসী। অনেক বছর পর দেশে আসবেন—নিজে ছিলেন খুশিতে আত্মহারা।
পরিবারও এই আনন্দে অনেকদিন ঘুমাতে পারেনি। স্ত্রী-সন্তানরা লিস্ট দিয়ে রেখেছিল—কি কি আনতে হবে।
সন্তানরা অপেক্ষায় ছিল—বাবা অনেক চকলেট নিয়ে আসবেন, খেলনা নিয়ে আসবেন।

বাবা কয়েক মাস ধরে কাজের ফাঁকে শপিং করতেন, হোয়াটসঅ্যাপে স্ত্রীকে দেখাতেন।
সন্তানরাও দেখত—বাবা কি দিয়ে লাগেজ ভরছেন।
প্রচণ্ড পরিশ্রমের ফাঁকে ফাঁকে শপিং করাটাই ছিল বিশাল আনন্দের।
বাবা আসবেন—বাড়িতে তখন ঈদের আমেজ।
এলাকার সবাই জানত—মোঃ বাহার উদ্দিন আসছেন।
অনেক বছর সন্তানদের নিয়ে একা থাকা স্ত্রীর আনন্দের সীমা ছিল না।

ওমান থেকে ফেরত এসেছিলেন প্রবাসী মোঃ বাহার উদ্দিন।
ঠিকই এসেছেন—বিমানে লাগেজ নিয়ে, এয়ারপোর্টের কাস্টমস পার হতে কোনো সমস্যাই হয়নি।
এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর বাবাকে দেখে সন্তানদের খুশি দেখে কে!
শুধু স্বামীকে এত বছর পর দেখে জড়িয়ে ধরে কাঁদছিলেন স্ত্রী।
মাকে আর সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছিলেন মোঃ বাহার উদ্দিন।

আড়াই বছর পরে দেশে ফেরার সময়
“স্বপ্ন যাবে বাড়ি”
—এই স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে।
অনেক লাইক-কমেন্ট হয়েছিল। এখনো হচ্ছে।

মোঃ বাহার উদ্দিনকে আনতে তাঁর পরিবারের সাতজন একসাথে এয়ারপোর্টে গিয়েছিলেন একটি গাড়ি নিয়ে।
এর মধ্যে ছিল তাঁর ছোট মেয়ে, স্ত্রী, মা এবং আরও কয়েকজন।

দেশে এসে মোঃ বাহার উদ্দিন সাহেব
কয়েক ঘণ্টার মধ্যেই যেন জীবনের সবচেয়ে বড় শাস্তি পেলেন।
বেঁচে থেকেও যেন মৃত।
মোঃ বাহার উদ্দিনের দিনগুলো এখন কাটছে কবর খুঁড়ে,
প্রিয়জনকে জানাজা দিয়ে, দাফন করে, কুলখানির অপেক্ষায়।

একসাথে এত সমুদ্র-সমান ব্যথা সহ্য করতে হবে—
এটাই কি ভাগ্য?
এর নামই কি জীবন?
এই কি আমাদের দেশ?
এটাই কি আমাদের প্রতিদান?

বাসায় যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে সাতজন প্রাণ হারালেন—
তাঁর মেয়ে, স্ত্রী, মা—সবাই মারা গেলেন।

বেঁচে গিয়েছেন আমাদের প্রবাসী মোঃ বাহার উদ্দিন ভাই।

মাইক্রোবাস চালক নিজে দরজা খুলে পালিয়ে গেছে।
তাঁরা বারবার অনুরোধ করলেও প্যাসেঞ্জার ডোর খুলে দেয়নি।

এটা একটা দুর্ঘটনা—এটা হবেই, এটাই বলবেন?
এর উপর কারও হাত নেই?
তাহলে বছরে কতটা দুর্ঘটনা হয়?

এমপি, মন্ত্রী, সচিব, ডিসি, এসপিদের গাড়িতে তো এমন হয় না!
বাংলাদেশে গড় হিসেবে, প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৫ থেকে ১৮ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়।

দেশে গাড়ির ফিটনেস নেই, বিমানের নেই, যুদ্ধবিমানের নেই,
জাহাজের নেই, চালকের নেই।
এগুলো যারা চেক করবে, তাদেরও তো ফিটনেস নেই!

গরিব এভাবে মরবে—এটাই যেন স্বাভাবিক হয়ে গেছে।

দেশে অনেক ভালো রাস্তা আছে, ব্রিজ আছে, ফ্লাইওভার আছে—
নেই শুধু জীবনের নিরাপত্তা।

আমি আরও লিখলে কি হবে?
এই দেশে সবকিছু টাকায় বেচা যায়,
সবকিছু কেনা যায়।

স্বপ্ন বাড়ি পৌঁছায়নি।
বাড়ি পৌঁছেছে খালি ব্যাগ, ছিন্ন হৃদয়, আর এক বুক অন্ধকার।
#বাংলাদেশ #প্রবাসী

01/08/2025
PAPAYA WHITENING COMBO👉যারা ফেইস এবং হাত-পা সহ পুরা শরীর ফর্সা করতে চান তাদের জন্য স্টুডেন্ট বাজেটে নিয়ে এলাম  PAPAYA  ...
29/01/2025

PAPAYA WHITENING COMBO

👉যারা ফেইস এবং হাত-পা সহ পুরা শরীর ফর্সা করতে চান তাদের জন্য স্টুডেন্ট বাজেটে নিয়ে এলাম PAPAYA WHITENING COMBO কম্বো। যারা শুধু ফরসা না, হেলদি এবং ফরসা স্কিন চাচ্ছো তারা নিশ্চিন্তে এই কম্ব টা নিতে পারো।

👉যেকোনো কালো দাগ দূর করে এই কম্বটি।
প্রথম বার ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন আপনার ত্বক কতটা ফর্সা হয়েছে। যা কোনো সাইড ইফেক্ট ছাড়া আপনার ত্বক কে ৬-৭ শেড ফর্সা করে।

উপকারিতা
🌿যে কোনো কালো দাগ দূর করবে।
🌿ত্বক উজ্জ্বল ও সুন্দর করবে।
🌿কোনো প্রকার side effect নেই।
🌿ত্বক ফর্সা করে।
🌿ব্রনের দাগ দূর করে।
🌿রোদ্রে পোড়া দাগ দূর করে।
🌿মেছতার দাগ দূর করে।
🌿ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে ।
🌿স্কীনের তৈলাক্ত ভাব দূর করে।

কম্বোতে যা যা থাকছে
🌺PAPAYA FACE WASH DR. DAVEY
🌺 PAPAYA BODY LOTION 🌺PAPAYA SOAP 🌺PAPAYA BODY WHITENING CREAM
🌺Lip Bam Free
Whatsapp no 01881646766
Price inbox

Moringa Gain Powder হলো মোরিঙ্গা বা সজিনা গাছের পাতা থেকে তৈরি একটি পুষ্টিকর পাউডার। এটি ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অ...
28/01/2025

Moringa Gain Powder হলো মোরিঙ্গা বা সজিনা গাছের পাতা থেকে তৈরি একটি পুষ্টিকর পাউডার। এটি ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ। এর কিছু উপকারিতা এবং খাওয়ার নিয়ম নিচে দেওয়া হলো:
উপকারিতা:
1. পুষ্টি বৃদ্ধিতে সহায়তা:
মোরিঙ্গা পাউডার ভিটামিন এ, সি, ই, এবং বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম এবং প্রোটিনের উৎস। এটি শরীরের দৈনিক পুষ্টির অভাব পূরণে সাহায্য করে।
2. ইমিউনিটি বৃদ্ধি:
এতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
3. শক্তি বৃদ্ধি:
এটি ক্লান্তি দূর করতে ও শরীরে শক্তি যোগাতে কার্যকর।
4. হজমশক্তি উন্নত করা:
মোরিঙ্গা পাউডার হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
5. ডায়াবেটিস নিয়ন্ত্রণ:
এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
6. ত্বক ও চুলের যত্ন:
মোরিঙ্গা স্কিন এবং হেয়ার হেলথ উন্নত করে।
খাওয়ার নিয়ম:
1. প্রতিদিন সকালে:
১ চা চামচ (প্রায় ৫ গ্রাম) মোরিঙ্গা পাউডার এক গ্লাস পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে।
2. জুস বা স্মুদি:
মোরিঙ্গা পাউডার জুস, স্মুদি বা মিল্কশেকে মিশিয়ে খাওয়া যেতে পারে।
3. খাবারের সাথে:
এটি স্যুপ, সালাদ, বা রান্না করা খাবারের উপরে ছিটিয়ে খাওয়া যেতে পারে।
4. সঠিক পরিমাণে সেবন:-দিনে ৫-১০ গ্রাম (১-২ চা চামচ) গ্রহণ করা নিরাপদ। তবে অতিরিক্ত খেলে পেট খারাপ বা অন্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
সতর্কতা:
গর্ভবতী নারীরা বা বিশেষ কোনো রোগে আক্রান্তরা এটি সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।
যেকোনো অ্যালার্জি থাকলে সাবধান থাকুন।
নিয়মিত সঠিক মাত্রায় সেবন করলে এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে।

😮UK থেকে অনুমোদি ইচ্ছা শ’ক্তি ৩/৪ গু’ন্ বৃ’দ্ধি করতে ১০০% কার্যকরী।✅ মাকা রুটের উৎপত্তি পেরুর আন্দেস পর্বতমালায়, যেখানে...
28/01/2025

😮UK থেকে অনুমোদি ইচ্ছা শ’ক্তি ৩/৪ গু’ন্ বৃ’দ্ধি করতে ১০০% কার্যকরী।
✅ মাকা রুটের উৎপত্তি পেরুর আন্দেস পর্বতমালায়, যেখানে এটি হাজার হাজার বছর ধরে সুপা’রফু’ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
✅মাকা রুট প্রাকৃতিকভাবে আপনার শরী’র ও সম্প’র্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে।
✨ উপকারিতা:
* পাতলা বী* থাকলে ঘ’ন করবে ১০০%,সম’য় বৃদ্ধি পায় ৩/৪ গু’ন্।
* লি** সতে’জ ও ‘মো’টা’ করবে বহুগুণে।”
* এনা’র্জি ও লি’বিডো বৃদ্ধি।”
* হার্মো’নাল ভার’সাম্য বজায় রাখা।”
* মান’সিক চাপ কমানো।”
💚 আবার ফিরে পান আপনার নিজের এবং আপনার সঙ্গী’র মধ্যকার সুন্দর মুহূর্ত’গুলো। মাকা রুটের সঙ্গে শু’রু করুন নতুন জী’বন।”
📞📞 01881646766 (সীমিত সময়ের জন্য অফার)মাকা পাউডার (Maca Powder) সাধারণত স্বাস্থ্য উপকারিতার জন্য খাওয়া হয়। এটি শক্তি বৃদ্ধি, হরমোন ব্যালেন্স, এবং মানসিক সুস্থতায় সহায়তা করতে পারে। মাকা পাউডার খাওয়ার কিছু সাধারণ নিয়ম নিচে দেওয়া হলো:

খাওয়ার নিয়ম:

1. পরিমাণ:
দৈনিক ১-২ চা চামচ (৫-১০ গ্রাম) থেকে শুরু করুন। শরীর অভ্যস্ত হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী বাড়ানো যেতে পারে, তবে ৩ চা চামচের বেশি না খাওয়াই ভালো।

2. মেশানোর পদ্ধতি:

পানি বা দুধে মিশিয়ে পান করুন।

স্মুদি, শেক, বা জুসে মিশিয়ে খেতে পারেন।

ওটস, গ্রানোলা, বা দইয়ের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়।
3. খাবারের সময়:
সাধারণত সকালের নাস্তার সময় খাওয়া ভালো, কারণ এটি শক্তি বাড়ায়।
খালি পেটে খাওয়া যেতে পারে, তবে যদি পেটে অস্বস্তি হয়, তাহলে খাবারের পর খান।

4. গরম পানীয়:
মাকা পাউডার চা বা কফির সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে।
5. টানা ব্যবহার না করা:
২-৩ মাস টানা ব্যবহারের পর ১-২ সপ্তাহ বিরতি নিন।
এটি শরীরকে অভ্যস্ত হতে বাধা দেয় এবং কার্যকারিতা বজায় রাখে।
সতর্কতা:
গর্ভবতী বা স্তন্যদায়ী মা, অথবা কোন স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।
বেশি পরিমাণে খেলে হরমোনাল ইমব্যালেন্স বা পেটের সমস্যা হতে পারে।
আপনার নির্দিষ্ট উদ্দেশ্যের ওপর ভিত্তি করে নিয়মিত মাকা পাউডার খেলে ভালো ফলাফল পেতে পারেন।

♥️Anti Stretch Marks Cream❤️ যে কোনো ফাটা দাগ দূর করার,প্রেগন্যান্সির ফাটা দাগের জন্য 100% কার্যকারী এই ক্রিম টা।শরীরের ...
28/01/2025

♥️Anti Stretch Marks Cream❤️

যে কোনো ফাটা দাগ দূর করার,প্রেগন্যান্সির ফাটা দাগের জন্য 100% কার্যকারী এই ক্রিম টা।
শরীরের অবাঞ্চিত ফাটা ফাটা দাগ, কাটা দাগ দূর করতে সাহায্য করবে এই ক্রিম।
১০-১৫ দিনের মধ্যেই কার্যকারী রেজাল্ট বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
✅বহু বছরের পুরনো দাগ ও একদম ভ্যানিশ করে দেয় এটি।
✅অতিরিক্ত চর্বির কারনে শরিলের ফাটা ফাটা দাগ ও মাতৃত্বজনীত দাগ দূর করে।
✅পায়ের ফাটা দাগের জন্য,ভাজ পরা চামড়াকে ঠিক করার জন্য ব্যবহার করুন herbal skin doctor stretch mark cream টা।
✅প্রতিদিন স্কিনে ব্যবহার করলে আপনার স্কিন সতেজ এবং ইয়াং থকবে।
✅এই ক্রিমটিতে রয়েছে ভিটামিন E, C, কোলাজেন, ইলাস্টিন, ও শিলা বাটার।
✅এটি কয়েকটি ন্যাচারাল প্রডাক্ট দিয়ে তৈরি কোনো সাইড ইফেক্ট নাই, নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
ব্যবহারবিধীঃ
প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে ১০/১৫মিনিট ম্যাসাজ করুন।

Whatsapp no 01881-646766

  🧏‍♀️𝐍𝐞𝐭 𝐖𝐞𝐢𝐠𝐡𝐭 - 20 𝐦𝐥🎀🎀 Episoft Permanent Hair Removal Serum 🎀🎀 ব্যবহার করে আপনার  ফেইস, হাত, পা, আপারলিপ্স সহ পুরো  ...
28/01/2025

🧏‍♀️
𝐍𝐞𝐭 𝐖𝐞𝐢𝐠𝐡𝐭 - 20 𝐦𝐥

🎀🎀 Episoft Permanent Hair Removal Serum 🎀🎀 ব্যবহার করে আপনার ফেইস, হাত, পা, আপারলিপ্স সহ পুরো শরীরের যেকোন জায়গায় অবান্ঞ্চিত লোম চিরতরে দূর করুন।
🎀 এই সিরাম আপনি শরীরের যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন।
🎀 ১০০% নিরাপদ ও প্রাকৃতিক উপাদান থেকে তৈরি পারমানেন্ট হেয়ার রিমুভার সিরাম।
🎀 এই সিরাম ৩ টি সেশনে পারমানেন্ট হেয়ার রিমুভ করবে। ৩ টি সেশন মানে প্রথমে আপনার হেয়ার রিমুভ করবেন আবার বেড়ে উঠবে তারপর আবার রিমুভ করবেন এই ভাবে ৩ বার এবং এর ভিতর সিরামটি রেগুলার ব্যবহার করতে থাকবেন। ধিরে ধিরে আপনার ওই জায়গায় পারমানেন্ট ভাবে লোম উঠা বন্ধ হয়ে যাবে।
🎀 এটি ব্যবহারে ত্বক হয়ে উঠে সুন্দর ও লবন্যময়।
👫 ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে 👫
⭕ কোন পার্শ প্রতিক্রিয়া নাই ⭕

💯% Authentic Products 💯

🧏‍♂️🧏‍♀️ ব্যবহার 🧏‍♀️🧏‍♂️
প্রথমে আপনি আপনার লোম রিমুভ বা সেভ করে নিন, তারপর লোম রিমুভের জায়গায় ৩/৫ ফোটা বা পরিমান সিরাম নিন এবং ৫ মিনিট ম্যাসাজ করুন।
এইভাবে প্রতিদিন ২ বার ব্যাবহার করতে হবে। রেগুলার ব্যবহারে আস্তে আস্তে অনাকাঙ্ক্ষিত লোম উঠা বন্ধ হয়ে যাবে।

✔অর্ডার করার 24-72 ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছে যাবে আপনার ঠিকানায় (যত দ্রুত সম্ভব)

অথবা, প্রয়োজনীয় পণ্যটির নাম / ছবি এবং আপনার ( নাম, ঠিকানা, মোবাইল নং) আমাদের পেজের মেসেজ ইনবক্সে পাঠিয়ে দিন।

‼️নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না। প্রোডাক্ট দেখে যাচাই করে কিনুন। অরিজিনাল প্রোডাক্ট ব্যাবহার করে নিজেকে সুন্দর ও সুস্থ রাখুন ‼️
Whatsapp no 01881-646766

𝟏𝟎𝟎% 𝐀𝐮𝐭𝐡𝐞𝐧𝐭𝐢𝐜 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭 𝐟𝐫𝐨𝐦



🔥পাইকারী অফার🔥🔥পাইকারী অফার🔥✅✅৩ দিনের জন্য মাত্র ১৫৯৯ টাকা।প্রতিটা স্বাস্থ্য সচেতন পরিবারে খুবই প্রয়োজনীয় ৪ টি আইটেম।১) ...
23/01/2025

🔥পাইকারী অফার🔥🔥পাইকারী অফার🔥
✅✅৩ দিনের জন্য মাত্র ১৫৯৯ টাকা।
প্রতিটা স্বাস্থ্য সচেতন পরিবারে খুবই প্রয়োজনীয় ৪ টি আইটেম।
১) ব্লাড প্রেসার মেশিন।ব্যাটারী +ক্যাবল।
২) ডাইবেটিস মেশিন।
৩) ডিজিটাল থার্মোমিটার।
৪) ঔষধ রাখার বক্স।
আমাদের মেশিন গুলো ১০০% কোয়ালিটিফুল।এবং ১০০% সঠিক রিজাল্ট দিয়ে থাকে।
সব কিছু দেখে চেক করে পেমেন্ট দিবেন।
অর্ডার করুন⬇️⬇️
Whatsapp no 01881-646766
01771860107

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DMB Online Shop Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DMB Online Shop Dhaka:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram