Ash Shefa Point

Ash Shefa Point Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ash Shefa Point, Alternative & holistic health service, Dhaka.

12/06/2025

🔍 ২ বছর ধরে কথা বলতে না পারা বাচ্চা — রুকইয়া ডায়াগনোসিসে রহস্য উদঘাটন!

একটি শিশু, যার বয়স ৫+ বছর, দীর্ঘ সময় ধরে কথা বলতে পারছে না। বাবা-মা অনেক চেষ্টা করেছেন—চিকিৎসক, থেরাপি, এমনকি কবিরাজি চিকিৎসাও নিয়েছেন। কিন্তু কোথাও কোনো স্পষ্ট সমস্যার খোঁজ মেলেনি।

শেষমেশ তাঁরা আমাদের রুকইয়া ডায়াগনোসিস সেশন গ্রহণের সিদ্ধান্ত নেন। সেশনের শুরুতে আমরা বাবা-মায়ের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলি। আল্লাহর রহমতে আমাদের মনে হলো—সমস্যার মূল উৎস হতে পারে বাবা-মা’র মধ্যে কেউ জাদুর প্রভাবে আক্রান্ত।

🌿 এরপর আমরা বাবা-মা দুজনেরই রুকইয়া ডায়াগনোসিস করি।
আলহামদুলিল্লাহ, খুব সহজেই আমরা সমস্যার প্রকৃত উৎস নির্ণয় করতে সক্ষম হই।

আমরা দৃঢ়ভাবে আশাবাদী—আল্লাহ তায়ালার ইচ্ছায় শিশুটি শিগগিরই কথা বলা শুরু করবে এবং পুরো পরিবার ফিরে পাবে একটি সুস্থ, স্বাভাবিক ও প্রশান্তিময় জীবন।
ইনশাআল্লাহ।
Ash Shefa Point
আপনিও আমাদের সাথে আপনার ব্যক্তিগত সমস্যা শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ।
01856-458021

সুস্থতা আপনার হাতেই — একজন অভিজ্ঞ রুকিয়াহ থেরাপিস্টের আন্তরিক পরামর্শপ্রিয় ভাই/বোন,আপনি যদি জ্বিন, জাদু কিংবা হাওয়া ল...
11/06/2025

সুস্থতা আপনার হাতেই — একজন অভিজ্ঞ রুকিয়াহ থেরাপিস্টের আন্তরিক পরামর্শ

প্রিয় ভাই/বোন,

আপনি যদি জ্বিন, জাদু কিংবা হাওয়া লাগার মতো অদৃশ্য কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে প্রথমেই জেনে রাখুন — আপনি একা নন। বহু মানুষ এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায় এবং আল্লাহর রহমতে সুস্থও হন। তবে এই ধরণের রোগ শুধুমাত্র শারীরিক চিকিৎসায় নয়, বরং আত্মিক চিকিৎসায় সুস্থতা আসে — আর এর মূল চাবিকাঠি আপনার ইচ্ছাশক্তি ও সক্রিয় অংশগ্রহণ।

🌿 কেন বলা হয়, “সুস্থতা আপনার হাতেই”?

কারণ:

🔹 এই রোগ থেকে মুক্তি পেতে সবচেয়ে বেশি প্রয়োজন — ধৈর্য, নিয়মিত রুকিয়াহ এবং আত্মবিশ্বাস।

🔹 একজন অভিজ্ঞ রুকিয়াহ থেরাপিস্ট আপনাকে পথ দেখাতে পারেন, কিন্তু সেই পথ অনুসরণ করে নিজেকে বদলানোর সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।

🔹 কুরআনের চিকিৎসা তখনই কার্যকর হয়, যখন আপনি বিশ্বাস ও আন্তরিকতার সাথে তা গ্রহণ করেন।

📌 আপনি কী কী করতে পারেন?

১. নিয়মিত রুকিয়াহ করুন এবং অডিও শুনুন ও পালন করুন
প্রতিদিন অন্তত দুইবার — সকাল ও সন্ধ্যায় — সঠিক নিয়মে রুকিয়াহ শুনুন। উত্তম হবে,নিজে পড়ে ফুঁ দিন।

২. গুনাহ থেকে তওবা ও ইস্তিগফারে অটল থাকুন
পাপ আত্মার দুর্বলতা বাড়ায়। পবিত্র থাকা এবং নিয়মিত তওবা করা আত্মিক প্রতিরোধশক্তি বাড়ায়।

৩. পাঁচ ওয়াক্ত সালাত ও যিকিরে দৃঢ় থাকুন
নামাজ ও যিকির আপনাকে রূহানী শক্তিতে বলীয়ান করে এবং অদৃশ্য ক্ষতির বিপরীতে সুরক্ষা দেয়।

৪. তাওয়াক্কুল ও দুআর চর্চা করুন
আপনি চিকিৎসা নিচ্ছেন, কিন্তু আরোগ্য কেবল আল্লাহর হাতে। হৃদয়ের গভীর থেকে দুআ করুন:
“হে আল্লাহ! আমাকে শেফা দিন; আপনার ছাড়া কেউ আরোগ্য দিতে পারে না।”

৫. শরীরের যত্ন নিন — খাদ্যাভ্যাস ও ঘুমে ভারসাম্য রাখুন
শারীরিক দুর্বলতা শয়তানের হস্তক্ষেপের সুযোগ তৈরি করে। সুস্থ শরীর মানেই আত্মিক প্রতিরোধ।

❗ যা মনে রাখা জরুরি:

কোনো প্রকার শর্টকাট, ঝাড়ফুঁক, তাবিজ বা বেদাতি পন্থা থেকে নিজেকে দূরে রাখুন

রুকিয়াহ কোনো জাদু নয় — এটি আল্লাহর কিতাব দ্বারা আত্মা ও দেহকে পরিশুদ্ধ করার একটি পবিত্র পদ্ধতি

সময় লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরে নিয়মিত চর্চা করলে আপনি নিজেই বুঝবেন —
আপনি বদলাচ্ছেন, আপনি সুস্থ হচ্ছেন

🔚 শেষ কথা:

আপনার আরোগ্য নির্ভর করছে — আপনার আন্তরিক প্রস্তুতি, রুকিয়াহর উপর অটল থাকা এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের উপর।
চিকিৎসা আছে, দোয়া আছে, আশা আছে — কিন্তু আপনি নিজে চাইলেই কেবল সত্যিকার পরিবর্তন সম্ভব।

🔸 শেফা কেবল আল্লাহর কাছ থেকেই আসে। আপনি চেষ্টা করলে, আল্লাহ কখনোই আপনাকে হতাশ করবেন না।

– আপনার রূহানী সুস্থতার প্রার্থনায়,
একজন অভিজ্ঞ রুকিয়াহ থেরাপিস্ট..
Md Kausar Ahmed
Ash Shefa Point

06/06/2025

ঈদ মোবারক

আগামীকাল ঈদ, কিন্তু এখনও ছুটি নিতে পারিনি—সম্মানিত রুগীদের সেবা দিতে ব্যস্ত আছি।Ash Shefa Point ""রুকইয়া সেশন পর বিশেষ প...
06/06/2025

আগামীকাল ঈদ, কিন্তু এখনও ছুটি নিতে পারিনি—সম্মানিত রুগীদের সেবা দিতে ব্যস্ত আছি।
Ash Shefa Point
"
"রুকইয়া সেশন পর বিশেষ পয়েন্ট গুলো তে হিজামা হচ্ছে।

03/06/2025

ঈদের ছুটিতে ধারাবাহিক অনলাইন সেশন হলে কেমন হয়?

03/06/2025

সেল্ফ রুকইয়া সময়ে আপনার মনযোগ ধরে রাখুন, এতে অসাধারণ রেজাল্ট আসবে ইনশাআল্লাহ।

28/05/2025

স্বামী-স্ত্রীর মধ্যে একজন যদি জাদুতে আক্রান্ত হন, তবে অপরজনও শান্তি ও স্বস্তিতে থাকতে পারেন না। কারণ, তাদের জীবনের বন্ধন ও প্রভাব পরস্পরের ওপরই নির্ভরশীল।
Ash Shefa Point
01856-458021

বাসা-বাড়ির নিরাপত্তা বরকতময় পরামর্শ। ১. আল্লাহর উপর ভরসা রাখা:প্রতিটি কাজের শুরুতেই আল্লাহর উপর ভরসা করা এবং তাঁর সাহায্...
27/05/2025

বাসা-বাড়ির নিরাপত্তা বরকতময় পরামর্শ।

১. আল্লাহর উপর ভরসা রাখা:

প্রতিটি কাজের শুরুতেই আল্লাহর উপর ভরসা করা এবং তাঁর সাহায্য চাওয়া উচিত।

আয়াত:
وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
“আর মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত।” (সূরা ইবরাহীম: ১১)

২. বাসা থেকে বের হওয়ার দোয়া:

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

অর্থ: “আল্লাহর নামে, আমি আল্লাহর উপর ভরসা করলাম, এবং শক্তি ও সামর্থ্য কেবল আল্লাহর দ্বারাই।”

হাদীসে আছে, এই দোয়া পড়লে শয়তান বলে: “এই ব্যক্তি হেফাজতে আছে, সে থেকে আমাকে কোনো ক্ষতি সাধন সম্ভব না।” (তিরমিজি)

৩. ঘরে প্রবেশের সময় দোয়া ও সালাম:

بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

বাসায় ঢোকার সময় সালাম দেওয়া ও আল্লাহর নাম নেওয়া শয়তানকে ঘরে প্রবেশে বাধা দেয়।

৪. সুরা বাকারা তিলাওয়াত:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “তোমরা নিজেদের ঘরে সূরা বাকারা পাঠ করো। কারণ শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না, যেখানে সূরা বাকারা তিলাওয়াত করা হয়।” (সহীহ মুসলিম)

৫. আয়াতুল কুরসি পাঠ করা:

প্রতিদিন সকালে ও রাতে, বিশেষ করে ঘুমানোর আগে এবং ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাহারাদার নিযুক্ত হন।

৬. মসনূন যিকর ও দোয়া পড়া:

সকালে ও সন্ধ্যায় যিকর করা (যেমন: ৩ বার সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি) ঘর ও পরিবারকে নিরাপত্তা দেয়।

৭. ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্র রাখা:

অপবিত্রতা শয়তানকে আকৃষ্ট করে। তাই ঘর পরিষ্কার রাখা উচিত। কুকুর, মূর্তি, বাজনা ইত্যাদি শয়তানি প্রভাব ডেকে আনে—এগুলো থেকে বিরত থাকতে হবে।

৮. কোনো দরজা-জানালা খোলা রেখে না ঘুমানো:

রাসূল (সা.) বলেছেন: “রাত্রে ঘুমানোর পূর্বে দরজা বন্ধ করো এবং ‘বিসমিল্লাহ’ বলো…” (বুখারি)

৯. রুকিয়াহ (রুহানী চিকিৎসা) করা:

ঘরে কোনো অদৃশ্য সমস্যা, ভয়, অসুস্থতা ইত্যাদি থাকলে নিয়মিত রুকিয়াহ (কুরআনের আয়াত, দুয়া) করা যেতে পারে।

১০. সদাকাহ ও ভালো কাজের মাধ্যমে আল্লাহর রহমত আহ্বান:

সাধ্যমত সদাকাহ দিলে বিপদ দূর হয়, নিরাপত্তা আসে।
Ash Shefa Point

আপনার ঘরে বা হাতে এমন (অ্যান্টি) ব্যবহার করবেন না, যা আপনার ক্ষতির কারণ হতে পারে। অনেকেই জাদুর শিকার হয়েছেন কেন ভেবে পাচ...
24/05/2025

আপনার ঘরে বা হাতে এমন (অ্যান্টি) ব্যবহার করবেন না, যা আপনার ক্ষতির কারণ হতে পারে। অনেকেই জাদুর শিকার হয়েছেন কেন ভেবে পাচ্ছে না, অথচ তাদের নিজেদের ব্যবহৃত বস্তুই আসল বিপদের উৎস।
Ash Shefa Point
01856-458021

22/05/2025

রোগী সুস্থ হওয়ার পথে মানসিক শক্তি এক অপরিহার্য সহায়ক।

19/05/2025

জ্বীন জাদু রোগীদের বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ জাদুকর খাদেম শায়ত্বনের ওয়াসওয়সা।

19/05/2025

মারাত্মক জাদুর রোগীদের বাসায় সাধারণ একটি সমস্যা হচ্ছে, বাসায় পোকামাকড় শুধু শুধু বেড়ে যাবে।
Ash Shefa Point

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 11:30
14:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801856458021

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ash Shefa Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ash Shefa Point:

Share