
15/02/2025
বর্তমান সময়ে দুইটা জিনিস ধরে রাখা খুব কঠিন।
এক, নিজের ফোকাস । দুই, মোটিভেশন ।
চারদিকে এতো নেগেটিভ ঘটনার ছড়াছড়ি নিজেকে মোটিভেট রাখা এই গরমে রোদে পোড়ার চেয়েও কঠিন। আপনি জীবনে যেই অর্জনই করতে চান না কেন ভেতরে মোটিভেশন থাকা লাগবেই। একটু ভাবুনতো তিনদিন না খেয়ে যদি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কি অবস্থা হবে? দৌড়ের বাশি ফু দিতেই আপনি নেতায় পড়ে যাবেন। মোটিভেশন ছাড়া স্বপ্ন পূরণের দৌড় দিলেও ঠিক এই অবস্থা হয়। ভাত মাংশ রুটি যেমন শরীরের খাবার মোটিভেশন মনের খাবার। এটা ছাড়া মন এনার্জি পায় না।
বড় কোন অর্জন লো লেবেলের মোটিভেশান এ ধরা দেয় না। যেভাবেই পারেন নিজের মোটিভেশান ধরে রাখা শিখুন। আপনার অর্জন আপনার মোটিভেশান এর সমানুপাতিক।
Your Motivation level = Your Achievement Level
মোটিভেশান ধরে রাখতে যা করা দরকার করুন। এর কোন বিকল্প নেই। মুভি দেখুন, বই পড়ুন, ইন্সপায়ারিং ভিডিও দেখুন, কোর্স করুন, সাকসেস স্টোরি স্টাডি করুন, মেন্টর এর সাথে সময় কাটান। যার সাথে সময় কাটালে মোটিভেটেড ফিল করেন তার সাথে সময় কাটান। সে আপনার মা, বাবা, ভাই বন্ধু যে কেউ হতে পারে।
নিজের ফোকাস ও মোটিভেশন ধরে রাখার সুন্দর পরিকল্পনা হাতে নিন। জীবন আপনার। পরিবর্তনের উদ্যোগটা তো আপনাকেই নিতে হবে তাইনা?