রুকইয়াহ ট্রিটমেন্ট- RuqyahTreatment.

রুকইয়াহ ট্রিটমেন্ট- RuqyahTreatment. জ্বিন যাদু, কালো যাদু, বদনজর সহ শারীরিক ও মানসিক সমস্যার জন্য কোরআন-সুন্নাহ মোতাবেক রুকইয়াহ ও হিজামা চিকিৎসা করা হয়।

শরীয়াহ্ ভিত্তিক রুকইয়া চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় ।

15/07/2025

জ্বীন-যাদুতে আক্রান্ত অনেক ভাই বোনেরাই আজকাল ইউটিউব থেকে খুঁজে খুঁজে নিজের ইচ্ছে মতো রুকইয়াহ শোনে। এতে করে তাদের উপকারের পরিবর্তে যে ক্ষতি হচ্ছে সেটা বুঝতে পারছেন না। মনে রাখবেন, ঔষধের দোকানে কিন্তু সবই ঔষধ কিন্তু আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো ঔষধ কিনে খান না। এক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের প্রেসক্রিপশন অনুসরণ করে ঔষধ কিনেন। ঠিক তেমনি, ইউটিউবে থাকা সকল রুকইয়াহ আপনি আপনার মন মতো শুনতে পারবেন না। এক্ষেত্রেও অবশ্যই একজন অভিজ্ঞ রাক্বীর পরামর্শ অনুযায়ী শুনতে হবে। তা নাহলে,আপনি সুস্থ হবেন তো দূরের কথা বরং আপনার সমস্যা আরো জটিল হয়ে যাবে।

বি:দ্র: অনেক অসাধু লোকেরা ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন অডিও আপলোড করে থাকে আর চমকপ্রদ থাম্বমেইল ইউজ করে আকর্ষণ করে। থাম্বনেইলগুলো অনেকটা এমন হয় যে, "এই রুকইয়াহ শুনলে কয়েক মিনিটেই সকল যাদু ধ্বংস হয়ে যাবে এবং জ্বীনের বাদশা সহ চৌদ্দ গুষ্টি ধ্বংস পালাবে।" আর অবুঝ পেশেন্টরা হুমড়ি খেয়ে পড়ে সেই অডিও শুনে নিজেদের বারোটা বাজিয়ে ফেলে।

আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমীন।

14/07/2025

জ্বিন, জাদু ও বদনজরে আক্রান্ত হওয়ার উল্লেখযোগ্য কিছু লক্ষণ।

১) মাথা যন্ত্রণা করা,
২) অদ্ভুত স্বপ্ন দেখা,
৩) ফিজিক্যাল টাইপ স্বপ্ন দেখা,
৪) স্বপ্নে উপর থেকে পড়ে যেতে দেখা,
৫) কালো সাপ, কালো বিড়াল, কালো কুকুর স্বপ্ন দেখা,
৬) ঘুম থেকে ওঠার পর শরীর দুর্বল লাগা,
৭) ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা করা,
৮) নির্জনতা বেশি পছন্দ করা,
৯) মেজাজ অনেক খারাপ থাকা,
১০) রাগ করে কিছু করার পর
অনেক অনেক অনুশোচনা বোধ হওয়া,
১১) গরু অথবা হিংস্র প্রাণী স্বপ্ন দেখা,
১২) প্রায় সপ্নে খাবার খেতে দেখা।
১৩) প্রায় সব কিছুতে'ই বাঁধা তৈরি হওয়া।
১৪) কোনো কারণ ছাড়াই অতিরিক্ত চুল পড়া।
১৫) অতিরিক্ত বদহজম এর সমস্যা, ইত্যাদি।

উপরে উল্লিখিত লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে এখনই সাবধান হোন এবং অতিদ্রুত একজন অভিজ্ঞ রাক্বীর পরামর্শ গ্রহণ করে চিকিৎসা শুরু করুন।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

12/07/2025

জ্বিন বা জাদুর সমস্যা পরের বিষয়, শুধুমাত্র বদনজর ই আমাদের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট।

আল্লহু আকবারু কাবীরা!আজকে রুকইয়াহ করা অবস্থায় পেশেন্টের হঠাৎ পেট ব্যাথা শুরু হয় এবং একটা সময় পেট থেকে এগুলো বের হয়ে আসে।...
11/07/2025

আল্লহু আকবারু কাবীরা!
আজকে রুকইয়াহ করা অবস্থায় পেশেন্টের হঠাৎ পেট ব্যাথা শুরু হয় এবং একটা সময় পেট থেকে এগুলো বের হয়ে আসে। আমার রুকইয়াহ লাইফে এই পেশেন্টের মাধ্যমে আল্লাহ অনেক কুদরত দেখিয়েছেন। ওনার ঘটনাগুলো পরবর্তীতে পর্ব আকারে লিখবো ইনশাআল্লাহ!

"রুকইয়াহ ট্রিটমেন্ট সেন্টার"খান ভিলা,হোল্ডিং- খ-১০০/৬/২, আবুল হোসেন সড়ক, নামাপাড়া পানির পাম্পের পাশে বোডঘাট মসজিদের একটু...
11/07/2025

"রুকইয়াহ ট্রিটমেন্ট সেন্টার"
খান ভিলা,
হোল্ডিং- খ-১০০/৬/২, আবুল হোসেন সড়ক, নামাপাড়া পানির পাম্পের পাশে বোডঘাট মসজিদের একটু আগে, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

➖➖➖➖➖➖➖

আপনি জানেন কী ⁉️সমস্ত মাথা জুড়ে ব্যথা হওয়া, অত্যাধিক পরিমাণে কল্পনা প্রবনতা, অতীতে ঘটে যাওয়া একেবারেই সামান্য কিছু বিষ...
10/07/2025

আপনি জানেন কী ⁉️

সমস্ত মাথা জুড়ে ব্যথা হওয়া, অত্যাধিক পরিমাণে কল্পনা প্রবনতা, অতীতে ঘটে যাওয়া একেবারেই সামান্য কিছু বিষয় নিয়ে অস্বস্তি, দুশ্চিন্তা ও ভয় ভয় কাজ করা, বারবার ভুলে যাওয়া, নাক ও গলা সর্বদা শ্লেষ্মা কফে ভর্তি হয়ে থাকা, মুখস্ত করতে না পারা, স্বরনশক্তি কমতে থাকা, কোন কিছুতে স্থিরভাবে মনোযোগ দিতে না পারা, একটুতেই মেজাজ বিগড়ে ওঠা, প্রচন্ড দুশ্চিন্তায় মাথা হ্যাং হয়ে থাকা, চোখের ফোকাস ধরে রাখতে না পারা, না চাইতেও প্রচন্ড অহংকার সুলভ ব্যক্তিত্বের প্রকাশ ঘটা, সন্দেহ প্রবণতা দেখা দেয়া, ঘন ঘন উচ্ছলতা ও উচ্ছৃংখল আচরন, নাক মুখ দিয়ে ব্লিডিং হওয়া সহ অসংখ্য মাথা কেন্দ্রীক সমস্যার প্রধান কারন হচ্ছে,"মাথায় লুকিয়ে থাকা বদনজর, হাসাদ বা যাদুর খাদেম জ্বিন শয়তান।"

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

09/07/2025

অনেকেই আছেন যাদের বিয়ে হচ্ছে না বলে হতাশাগ্রস্থ।তারা নিজেরা নিম্নোক্ত আমলগুলো চ্যালেঞ্জ হিসেবে নিন কমপক্ষে ৪০ দিনের জন্য যাতে আমলগুলো অভ্যাসে পরিণত হয়।

১) ৫ ওয়াক্ত নামাজ (আওয়াল ওয়াক্তে),

২) তাহাজ্জুদ,

৩) সালাতুল হাজত ( সালাত নিষিদ্ধ সময় ব্যতীত যেকোনো সময় পড়তে পারেন),

৪) কোরআন তেলাওয়াত ( সুরা বাকারাহ কমপক্ষে ৪০ মিনিট তেলাওয়াত করবেন),

৫) ইস্তেগফার (১ -১০) হাজার,

৬) দরুদ ইব্রাহিম - ১০০বার,

৭) যেকোনো ছোট দরুদ - কমপক্ষে ১ হাজার,

৮) সুরা মুলক (মাগরিব থেকে পড়তে পারেন),

৯)সূরা ওয়াকিয়া (মাগরিবের পর তেলাওয়াত করতে পারেন),

৯) ঘুমানোর পূর্বে -ওযু, তিন কুল ও আয়াতুল কুরসি পাঠ করবেন।

১০) সূরা ফুরকান ৭৪ নং ও সূরা কাছাসের ২৪নং আয়াত (কমপক্ষে ১০০ বার পড়বেন),

১২) اللَّهُمَّ خِرْ لِي وَاخْتَرْ لِي ‏ এই আয়াতটি কমপক্ষে ১০০ বার (বিয়ের উদ্দেশ্য),

১৩) সকাল -সন্ধ্যা হেফাজতের আমল করবেন।

১৪)যারা অবিবাহিত তাদের মধ্য থেকে কমপক্ষে ৫ জনের জন্য দোয়া করবেন।

১৫)গোপনে কিছু সাদাকা করবেন।

সর্বোপরি, আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। নিশ্চয়ই আল্লাহ মহান ক্ষমতাধর।

রব,অবিবাহিত ভাই-বোনদের জন্য আফিয়া,খইর ও বরকতের সাথে উত্তমরূপে বিবাহ কবুল করূক, আমীন।

সংগৃহীত
➖➖➖

08/07/2025

আমরা রাক্বী'রা শুধুমাত্র রবের কাছে সাহায্য চেয়ে রুকইয়াহ করি। রাক্বীর রুকইয়াহ করার মানে এই নয় যে রাক্বীরা সুস্থতা বিক্রি করে। সুস্থ থাকা এবং সুস্থতা দেয়ার মালিক তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা। আমরা রাক্বীরা তো শুধু মহান আল্লাহ তা'য়ালার দরবারে রুকইয়াহর মাধ্যমে পেশেন্টের সুস্থতা ভিক্ষা চাই। মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা'র দরবারে সাহায্য চাই।

সবাইকে মনে রাখতে হবে যে, রুকইয়াহর পাশাপাশি যদি দৈনিক সকাল, সন্ধ্যা এবং রাতে ঘুমানোর আগের নিরাপত্তা/হেফাজতের মাসনুন আমলগুলো স্থায়ীভাবে না করা হয় তাহলে নজর, হিংসা বা জ্বিন ও যাদুর সমস্যার সমাধান হবেনা। তাছাড়া অন্যের হক, হারাম থেকে বেঁচে থাকা, মিউজিক শুনা, টিভি বা মোবাইলে নাটক সিনেমা দেখা এসব থেকে বেঁচে না থাকলে শুধু রুকইয়াহ করে ফায়দা হবেনা এটাই স্বাভাবিক। কারন যে মহান রাব্বে কারিম মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা'র এর কাছে সাহায্য প্রার্থনা করা হচ্ছে সুস্থতা পাওয়ার জন্য, সেই মহান সত্তা আল্লাহর অপছন্দের কাজে জড়িয়ে থাকলে সুস্থতা আসবে কোত্থেকে???

আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন, আমীন।

Raqi Kamrul Haider
➖➖➖➖➖➖➖

হিজামা/কাপিং থেরাপি চিকিৎসা কী?হিজামা এমন একটি চিকিৎসা পদ্ধতি যা অন্যান্য মেডিকাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই আলহামদ...
08/07/2025

হিজামা/কাপিং থেরাপি চিকিৎসা কী?

হিজামা এমন একটি চিকিৎসা পদ্ধতি যা অন্যান্য মেডিকাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই আলহামদুলিল্লাহ। কেবল নিরাময় আছে (সুবাহনাল্লাহ)

রাসূল সাল্লাল্লাহু আলায়হি সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন। হিজামা একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং),বাংলাতে শিংগা লাগানো বলা হয়।

হিজামা কিভাবে কাজ করে?

শরিরের বিভিন্ন স্থান থেকে নেগেটিভ সাকশনের মাদ্ধমে চামড়ার নিচে ছড়িয়ে থাকা অপ্রয়োজনীয় রক্ত বের করে আনা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।

হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা:) বলেছেন-

জিবরীল আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হল সর্ব উত্তম।

[আল-হাকিম, হাদিস নাম্বারঃ ৭৪৭০]

হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।

[সহীহ মুসলিম, হাদীছ নাম্বার: ২২০২]

হিজামা/কাপিং থেরাপি দ্বারা যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকে। এবং জ্বীন যাদু বদনজর হাসাদ ইত্যাদিতে আক্রন্ত রোগীর জন্য হিজামা অনেক উপকারী-

🩺 দীর্ঘমেয়াদী মাথাব্যথা(মাইগ্রেনসহ)

🩺 রক্তদূষণ।

🩺 উচ্চরক্তচাপ।

🩺 চুল পড়া।

🩺 ঘুমের ব্যাঘাত।

🩺 পায়ে ব্যথা।

🩺 বাতের ব্যথা।

🩺 নার্ভের সমস্যা।

🩺 আথর্রাইটিস।

🩺 পেটে বাত

🩺 ত্বকের বর্জ পরিস্কার।

🩺 ঘাড়ে ব্যথা।

🩺 দীর্ঘ মেয়াদী চর্ম রোগ।

🩺 কিডনী রোগ।

🩺 মাংস পেশীর ব্যথা।

🩺 হাড়ের স্হানচু্তি জনিত ব্যথা।

🩺 সাইনুসাইটিস।

🩺 অবস (প্যরালাইসিস)

🩺 গ্যাস্ট্রিক পেইন,এসিডিটি।

🩺 হাঁপানি (Asthma)

🩺 হৃদরোগ।

🩺 থাইরয়েড।

🩺 শারিরিক দুর্বলতা।

🩺 গোড়ালি ব্যাথা।

🩺 ব্লাক ম্যাজিক বা কালো জাদুর সমস্যা।

🩺 বমির সমস্যা।

🩺 হাটু ব্যাথা।

🩺 কোমর ব্যাথা।

🩺 হাড় ক্ষয়জনিত ব্যাথা।

🩺 লিভার ডিজিজ।

🩺 মিসক্যারেজের সমস্যা।

🩺 ইরেগুলার প্রিয়োড।

🩺 হরমনাল সমস্যা।

🩺 ডিপ্রেশন ইত্যাদি।

অভিজ্ঞতা সম্পন্ন হিজামা থেরাপিক্স দিয়ে হিজামা করুন। ইনশাআল্লাহ আপনার সমস্যা গুলা দ্রত নির্ণয় হবে। তবে অজ্ঞদের কাছে হিজামা করবেন না এতে আপনার সমস্যা দিগুন হতে পারে।

আলহামদুলিল্লাহ আমার সেন্টারে অভিজ্ঞতা সম্পূর্ণ ও ট্রেডিং প্রাপ্ত পুরুষ ও মহিলা থেরাপিক্স রয়েছে অত্যন্ত দক্ষতার সাথে হিজামা করে থাকেন।

সরাসরি রুকইয়াহ হিজামা ও কাউন্সেলিং এর জন্য যোগাযোগ করুনঃ
☎️+88 01981-681952 হোয়াটসঅ্যাপ।
যোগাযোগ করার সময়: [সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত]

সেন্টারের এড্রেস:
খাঁন ভিলা,হোল্ডিং- খ-১০০/৬/২,আবুল সড়ক,নামাপাড়া,বোডগাট মসজিদের একটু আগে। খিলক্ষেত,ঢাকা-১২২৯।

⛔জরুরী বার্তা:
হোয়াটসঅ্যাপে কল না করে অনুগ্রহ করে আপনার প্রয়োজনীয় কথাগুলো এখানে সংক্ষিপ্ত ভয়েস দিয়ে বলে রাখুন অথবা লিখে রাখুন। খুব শীঘ্রই আপনার মেসেজের উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ।

Raqi Abrar Hosen
Senior Raqi & Ruqyah Consultant, রুকইয়াহ ট্রিটমেন্ট- RuqyahTreatment.

জ্বীন শরীরে কিভাবে থাকে?সাধারনত আক্রান্ত ব্যক্তির শরীরে যাদু বা নজরের প্রভাবে জ্বীন প্রবেশ করে থাকে। এই যাদু বা নজর তার ...
07/07/2025

জ্বীন শরীরে কিভাবে থাকে?

সাধারনত আক্রান্ত ব্যক্তির শরীরে যাদু বা নজরের প্রভাবে জ্বীন প্রবেশ করে থাকে। এই যাদু বা নজর তার উদ্দেশ্য ও ধরণের উপর ভিত্তি করে শরীরে বিভিন্ন স্থানে ভাবে অবস্থান করে। যেমন আশিক জীনের যাদু, গিটের অবস্থান আর বিচ্ছেদের যাদু ও গিটের অবস্থান একই রকম হবে না।

যাদু/ নজরের প্রভাবে প্রবেশকারী জ্বীন এই যাদু/ নজরের দ্বারা শরীরে আটকে থাকে। শরীরে বন্দী জ্বীন শরীরে দুভাবে আটকে থাকেঃ

১। শরীরের ভেতরে স্বাধীনভাবে ছুটোছুটি করা জ্বীন। এই ধরনের জ্বীনগুলো শরীরের গিটে গিটে দৌড়ে বেড়ায়। আক্রান্ত রোগীদের আচরনগত লক্ষণ, এমন রাগ জেদ, আসক্তি, অস্থিরতা বা আচরনগত অস্বাভাবিকতা যা রোগী নিজেও ধরতে পারে না। এই সমস্যাগুলোর পেছনে এই ধরনের জ্বীনের সমস্যা বেশি দা'য়ী। এই ধরনের জ্বীনে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তি খুব বেশি বিচক্ষন বা সিরিয়াস না হলে তিনি বুঝতেও পারেন না যে, তিনি জ্বীন শয়তান দ্বারা পদে পদে প্রভাবিত হচ্ছেন/ বাধাগ্রস্থ হচ্ছেন। দ্বিতীয় প্রকার থেকেও এই প্রকারের জ্বীন অধিক শক্তিশালী। এই ধরনের জ্বীনে আক্রান্ত ব্যক্তিরা অনেকক্ষেত্রেই নিজের অজান্তে প্রচুর ঝামেলার কারন হয়ে দাড়ান,যদি তিনি নিজে থেকে সচেতন না হোন। পুরুষের শরীরে এই ধরনের জ্বীনের আক্রমন বেশি হওয়ার কারনে অনেক পুরুষই জ্বীন আক্রান্ত হওয়া সত্তেও নিজেকে সুস্থ ভাবেন।

২। শরীরের বিভিন্ন অংগে যাদু/ নজর/ গিট দ্বারা যেই জ্বীনকে আটকে (locked) দেওয়া হয়েছে। এই ধরনের প্যাটার্নের রোগীদের শারীরিক সমস্যা/ শরীরের বিভিন্ন স্থানে অস্বাভাবিক অনুভুতি বেশি থাকে। জ্বীন যেসকল স্থানে আটকে আছে সেসকল স্থানে রোগী সর্বক্ষন ব্যথা/ ভার/ যন্ত্রনা/ অস্থিরতা/ দুর্বলতা/ অবশভাব ইত্যাদি অনুভব করতে থাকেন। এই অনুভূতি সর্বক্ষন থাকে, এটা কমবেনা যতক্ষন না রুকইয়াহর মাধ্যমে সেই গিটগুলোতে প্রতিক্রয়া হয়ে ওই স্থান থেকে জ্বীন মুক্ত না হচ্ছে। যেমন ডানাওয়ালা জ্বীনে আক্রান্ত যাদুগ্রস্থদের অনেকের সবসময় ঘাড় ভার বা ব্যথা হয়ে থাকে, দুই হাত সর্বক্ষন অবশ দুর্বল লাগে। এ ধরনের স্থানে নিয়মিত রুকইয়াহ বেজড হিজামা করলে যাদু/ গিট দ্রুত দুর্বল হয়।

উভয় ধরনের আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রুকইয়াহর বিভিন্ন মেথড ও ভিন্ন ভিন্ন সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরন করা গেলে দ্রুত সুস্থতা আসে। ©

সরাসরি রুকইয়াহ করতে যোগাযোগ করুন।
☎️+88 01981-681952 হোয়াটসঅ্যাপ।
যোগাযোগ করার সময়: [সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত]

সেন্টারের এড্রেস:
খাঁন ভিলা,হোল্ডিং- খ-১০০/৬/২,আবুল সড়ক,নামাপাড়া,বোডগাট মসজিদের একটু আগে। খিলক্ষেত,ঢাকা-১২২৯।

⛔জরুরী বার্তা:
হোয়াটসঅ্যাপে কল না করে অনুগ্রহ করে আপনার প্রয়োজনীয় কথাগুলো এখানে সংক্ষিপ্ত ভয়েস দিয়ে বলে রাখুন অথবা লিখে রাখুন। খুব শীঘ্রই আপনার মেসেজের উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ।

Raqi Abrar Hosen Imran Mazhari.
Senior Raqi & Ruqyah Consultant, রুকইয়াহ ট্রিটমেন্ট- RuqyahTreatment.

07/07/2025

জ্বিন আক্রান্ত হওয়ার সর্বপ্রথম লক্ষণ হলো হারামের প্রতি আসক্তি আর ভালো কাজের প্রতি অনীহা।

বাচ্চাদের উপর সিহরুল মাউরুসের প্রভাব:সিহরুল মাউরুসে আক্রান্ত বাচ্চাদের মধ্যে সাধারণত দুইটা সমস্যা পরিলক্ষিত হয়। এক মাথা ...
05/07/2025

বাচ্চাদের উপর সিহরুল মাউরুসের প্রভাব:
সিহরুল মাউরুসে আক্রান্ত বাচ্চাদের মধ্যে সাধারণত দুইটা সমস্যা পরিলক্ষিত হয়। এক মাথা কেন্দ্রীক এবং দ্বিতীয় হলো পেট কেন্দ্রীক।

মাথা: সিহরুল মাউরুসে আক্রান্ত বাচ্চাদের মাথা কেন্দ্রীক সমস্যা থাকে। মাথা কেন্দ্রীক সমস্যার ফলে বাচ্চাদের মানসিক বিকাশে এবং কোন কোন বাচ্চাদের ক্ষেত্রে শারিরীক বিকাশে ব্যঘাত ঘটে, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং পাশাপাশি অনেক বাচ্চাদের কথা বলার সমস্যা দেখা দেয়। যেমন: বাচ্চা দেরিতেই কথা বলে বা শুরুতে কথা বলতে পারলেও ধীরে ধীরে বাক-প্রতিবন্ধী হওয়ার দিকে এগিয়ে যায়।

পেট: সিহরুল মাউরুসে আক্রান্ত বাচ্চাদের পেট কেন্দ্রীক সমস্যা থাকে। যেমন: পেটে ইনফেকশন হওয়া, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, পেটে অতিরিক্ত গ্যাস হওয়া, ক্ষুধামন্দা দেখা দেওয়া ইত্যাদি।

বি:দ্র: শারীরিক বিকাশে বাঁধাটা মূলত মাথা এবং পেটের সমন্বিত সমস্যার কারণে হয়ে থাকে। পেটের সমস্যার কারণে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়না এবং মাথার সমস্যার কারণে বিভিন্ন হরমোনাল ইম-ব্যালেন্স তৈরি হয় যা শারীরিক বিকাশে বাঁধা তৈরি করে।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 08:00 - 23:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801688309115

Website

Alerts

Be the first to know and let us send you an email when রুকইয়াহ ট্রিটমেন্ট- RuqyahTreatment. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রুকইয়াহ ট্রিটমেন্ট- RuqyahTreatment.:

Share