15/07/2025
জ্বীন-যাদুতে আক্রান্ত অনেক ভাই বোনেরাই আজকাল ইউটিউব থেকে খুঁজে খুঁজে নিজের ইচ্ছে মতো রুকইয়াহ শোনে। এতে করে তাদের উপকারের পরিবর্তে যে ক্ষতি হচ্ছে সেটা বুঝতে পারছেন না। মনে রাখবেন, ঔষধের দোকানে কিন্তু সবই ঔষধ কিন্তু আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো ঔষধ কিনে খান না। এক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের প্রেসক্রিপশন অনুসরণ করে ঔষধ কিনেন। ঠিক তেমনি, ইউটিউবে থাকা সকল রুকইয়াহ আপনি আপনার মন মতো শুনতে পারবেন না। এক্ষেত্রেও অবশ্যই একজন অভিজ্ঞ রাক্বীর পরামর্শ অনুযায়ী শুনতে হবে। তা নাহলে,আপনি সুস্থ হবেন তো দূরের কথা বরং আপনার সমস্যা আরো জটিল হয়ে যাবে।
বি:দ্র: অনেক অসাধু লোকেরা ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন অডিও আপলোড করে থাকে আর চমকপ্রদ থাম্বমেইল ইউজ করে আকর্ষণ করে। থাম্বনেইলগুলো অনেকটা এমন হয় যে, "এই রুকইয়াহ শুনলে কয়েক মিনিটেই সকল যাদু ধ্বংস হয়ে যাবে এবং জ্বীনের বাদশা সহ চৌদ্দ গুষ্টি ধ্বংস পালাবে।" আর অবুঝ পেশেন্টরা হুমড়ি খেয়ে পড়ে সেই অডিও শুনে নিজেদের বারোটা বাজিয়ে ফেলে।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমীন।