08/06/2021
আমাদের সেবা সমূহ:
- ন্যানি-বেবিসিটার সার্ভিস: ক্লায়েন্টের বাসায় বিশ্বস্ত ও প্রশিক্ষিত ন্যানি দিয়ে বাচ্চা দেখাশোনা করা হয়।
- নার্স ও অ্যাটেন্ডেন্ট সার্ভিস:সুস্থ বয়স্ক ও যেকোন অসুস্থ মানুষকে বাসায় বা হাসপাতালের সেবা যত্নের জন্য নার্স অ্যাটেন্ডেন্স দেওয়া হয়।
- থেরাপি হোম সার্ভিস: বাসায় গিয়ে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, ও অকুপেশনাল থেরাপি দেওয়া হয়।
- নার্সিং হোম সার্ভিস: ইনজেকশন পুশিং, ক্যানোলা, ড্রেসিং, ইনসুলিন, স্যালাইন, ক্যাথেটার পাল্টানো সহ সকল নার্সিং সেবা রোগীর বাসায় গিয়ে নার্সের মাধ্যমে দেওয়া হয়।
- মেডিকেল অক্সিজেন সিলিন্ডার: ক্লায়েন্টের বাসায় রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার ভাড়া দেওয়া হয়।
- ডায়াগনস্টিক হোম সার্ভিস: ক্লায়েন্টের বাসায় গিয়ে রক্ত ও মূত্র সংগ্রহ করে আন্তর্জাতিক মানের পার্টনার ল্যাবে টেস্ট করা হয়। এরপর টেস্টের রিপোর্ট ইমেইল বা হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো হয়।
এই সব ধরনের সেবা পেতে পেজের ইনবক্স অথবা ফোন নাম্বারে যোগাযোগ করুন :
Phone-01797377554, 01906318231
Gmail-alltimenursingcare20@gmail.com
Technical, Mirpur-1,Dhaka 1216