Kazi Office

Kazi Office বিবাহ ও তালাক রেজিস্ট্রি, ল' ও ফরেন মিনিস্ট্রি, ইংরেজি ও আরবি ম্যারেজ সার্টিফিকেট এর সেবা প্রদান।
(1)

02/12/2024

একটা প্রশ্ন প্রায়ই জিজ্ঞেস করা হয়। প্রশ্নটি হচ্ছে,

“রেজিস্ট্রেশন ছাড়া বিবাহ হলে সেই বিবাহ বৈধ হবে কিনা?”

উত্তর: হ্যাঁ বিয়ে বৈধ হবে যদি বিবাহের আনুষ্ঠানিকতা বৈধভাবে কার্যকর করা হয়। অর্থাৎ শুধু রেজিস্ট্রেশন না করার কারণে একটি শরিয়তসম্মত বিবাহ অবৈধ হবে না।

তবে বিবাহ রেজিস্ট্রেশন না করা একটি শাস্তিযোগ্য অপরাধ। The Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 এই আইনের ধারা ৩ অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। বিয়ের পরে ৩০ দিন বা ১ মাস সময় পাওয়া যায় রেজিষ্ট্রেশন করার জন্য।বিয়ে রেজিষ্ট্রেশন করার দ্বায়িত্ব বর বা ছেলে পক্ষের। এই আইনের ধারা ৫ অনুযায়ী যদি কেউ এই আইন অমান্য করে বিবাহ রেজিস্ট্রেশন না করে তাহলে তার ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে অথবা ৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অথবা কারাদণ্ড এবং জরিমানা দুটোই হতে পারে।
বিঃদ্রঃ ১৮৭২ খ্রিষ্টাব্দের খ্রিস্টান ম্যারেজ এ্যাক্ট অনুযায়ী খ্রিস্টানদেরও বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী হিন্দু এবং বৌদ্ধদের বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু তারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারে।

ধন্যবাদ ।

জুম্মা মোবারক.. 💚             ゚
29/11/2024

জুম্মা মোবারক.. 💚

এইসব কঠোর ভাবে দমন করা উচিৎ
25/11/2024

এইসব কঠোর ভাবে দমন করা উচিৎ

24/11/2024

খাটো মেয়েরা কেনো এতো কিউট হয় তা আজ আপনাদের বলবো!😇

খাটো মেয়েদের আদর করার সময় জড়িয়ে ধরলে তারা ছেলেদের বুকে মাথা রেখে সহজেই হার্ট বিট শুনতে পারে, যা কিনা লম্বা মেয়েরা পারে না!😊

খাটো মেয়েদের যদি সুন্দর করে সাজানো হয় তাহলে তাদের একদম পুতুলের মত লাগে, যা কিনা লম্বা মেয়েদের ক্ষেত্রে সম্ভব না!😘🥀

বিশেষ করে খাটো মেয়েগুলো বেশি রাগি প্রকৃতির হয়। আর তারা বয়ফ্রেন্ড ধরে পি/টা/তে পছন্দ করে।😁

খাটো মেয়েরা অনেক অনেক দুষ্টু হয়। তারা খুব দুষ্টুমি করতে পছন্দ করে। সারাক্ষণ তারা লাফালাফি, দৌড়াদৌড়ি, নাচানাচি, মা/রা/মা/রি আর খেলা করে বেড়ায়।যা লম্বা মেয়েরা এগুলো করতে তেমন পছন্দ করে না। ☺️

আর হ্যা, সবচেয়ে বড় কথা হলো খাটো মেয়েরা সবসময় বাচ্চা বাচ্চা টাইপের হয়!😍🌸

এরকম আরো অনেক আছে, কিন্তু বলবো না! 🤗

ইসলামের দৃষ্টিতে বিবাহ কি?ইসলামী শরীয়াহ আইন অনুযায়ী, বিবাহ হল একজন নারী ও একজন পুরুষের মধ্যে নিষ্পন্ন বৈধ বন্ধন ও সামা...
17/11/2024

ইসলামের দৃষ্টিতে বিবাহ কি?

ইসলামী শরীয়াহ আইন অনুযায়ী, বিবাহ হল একজন নারী ও একজন পুরুষের মধ্যে নিষ্পন্ন বৈধ বন্ধন ও সামাজিক চুক্তি । ইসলামে বিবাহ হল একটি সুন্নাহ বা মুহাম্মাদ এর আদর্শ এবং ইসলামে বিবাহ করার জন্য অত্যন্ত জোরালোভাবে পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি, ইসলামে সন্ন্যাসজীবন এবং কৌমার্যেরও কঠোর বিরোধিতা করা হয়েছে।

আল্লাহ তায়ালা বলেন- ‘আর তোমরা তোমাদের স্ত্রীদের মোহর দিয়ে দাও খুশি মনে। তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা ত...
16/11/2024

আল্লাহ তায়ালা বলেন- ‘আর তোমরা তোমাদের স্ত্রীদের মোহর দিয়ে দাও খুশি মনে। তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করো।’ (সূরা আন নিসা, আয়াত-৪)

দেনমোহর নারীর প্রাপ্য অধিকার। তার স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া অন্য কারো তাতে হস্তক্ষেপের সুযোগ নেই। স্বামী স্ত্রীকে দেনমোহর থেকে বঞ্চিত করতে কিংবা পরিশোধ করার পর ফেরত নিতে পারে না।

রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘সাবধান! জুলুম করো না। মনে রেখো, কারো পক্ষে অন্যের সম্পদ তার আন্তরিক তুষ্টি ব্যতীত গ্রহণ করা হালাল হবে না।’ (মুসনাদে আহমাদ, হাদিস-২০২৫৯)

দেনমোহরের পরিমাণ :
দেনমোহরের সর্বোচ্চ কোনো পরিমাণ শরিয়তে নির্ধারিত নেই। পুরুষ তার সামর্থ্যানুযায়ী যত খুশি দেনমোহর নির্ধারণ করতে পারবে। দুই পক্ষের আলাপের ভিত্তিতে দেনমোহরের পরিমাণ নির্ধারণ করা উত্তম। বরের সামর্থ্যরে দিক বিবেচনায় রেখে ঠিক করা জরুরি।

14/11/2024

ঝিনুকের মধ্যে যেমন মুক্তো সুন্দর, তেমনি নারী তার নিদিষ্ট পুরুষের কাছেই সুন্দর 🥰, এবং এই সৌন্দর্য প্রকাশের মধ্যেই রয়েছে তার জন্য জান্নাত 💚

13/11/2024

🔶🔶🔶 অল্প বয়সে বিয়ে করার উপকারিতা‍‌ :

১. লজ্জা স্থানের হেফাজত হয়।
২. বিবাহ চক্ষু নিচু করে।
৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪. ইমান পরিপূর্ণ হয়।
৫. অসুস্থতা দূর হয়।
৬. ইবাদতে মজা পাওয়া যায়।
৭. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮. মানসিক তৃপ্তি পাওয়া যায়। (এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন যিনা করতে গিয়েও তা পাবেন না।)
৯. মেজাজ ঠান্ডা থাকে।
১০. যৌবনের ক্ষুদা নিবারণ হয়।
আরো অংসখ্য উপকারিতা আছে।

এখন আপনি বলতে পারেন যে, বিয়ে করে বউকে খাওয়াব কি? আমার তো ইনকাম নাই, আমি তো এখনো ছাত্র, এমন হাজারো প্রশ্নের উত্তরঃ
আল্লাহ বলেছেন,

وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

অর্থ: বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ

তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

১. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।
২. চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।
৩. ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি)

Address

Khilkhat
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kazi Office:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram