Doctor Nazmul Bappi

Doctor Nazmul Bappi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctor Nazmul Bappi, Medical and health, Dhaka.
(3)

ডক্টর|মেন্টাল হেলথ|নিউরো সাইকিয়াট্রি|স্কিন| সেক্সুয়াল হেলথ |হেলথ এডুকেটর | সোশ্যাল এক্টিভিস্ট
MBBS(DMC),BCS(Health),CCD(Birdem),
PGT(Medicine),MD Resident Phase-B ,Psychiatry,BMU(PG Hospital )
Member Bangladesh Association of Psychiatrist (BAP) Hi This is Dr Nazmul Huda Bappi
MBBS(DMC),BCS(HEALTH)
CCD(BIRDEM),PGT(MEDICINE)
MD Resident,Psychiatry,BSMMU
This page if for Heath related medical tips and etc

রাত ১ টা বেজে ৩০ মিনিট।একজন মহিলা রোগী আসলো।আমি: রোগীর কী সমস্যা?রোগীর স্বামী: স্যার,পুরো শরীর শক্ত হয়ে গেছে,আর হাত আর প...
26/09/2025

রাত ১ টা বেজে ৩০ মিনিট।একজন মহিলা রোগী আসলো।

আমি: রোগীর কী সমস্যা?

রোগীর স্বামী: স্যার,পুরো শরীর শক্ত হয়ে গেছে,আর হাত আর পা বেকে গেছে।

আমি রোগীকে ভালভাবে পর্যবেক্ষণ করে দেখলাম,Carpopedal spasm.

আমি: কতক্ষন ধরে এরকম?

রোগীর স্বামী: প্রায় ২ ঘন্টা হবে স্যার।

আমি: এরকম হওয়ার আগে কি উনি খুব জোরে আর দ্রুত শ্বাস নিচ্ছিলেন?

রোগীর স্বামী: জ্বি স্যার।অনেক জোরে জোরে শ্বাস নিছিলো।

হিস্ট্রি আর পর্যবেক্ষণ মিলিয়ে আমার Clinical Diagnosis-

Tetany due to psychogenic hyperventilation.

তারপর রোগীর স্বামীকে ভালভাবে কাউন্সিলিং করে ছবিতে দেখানো উপায়ে রোগীকে বদ্ধ পলিথিনে শ্বাস নেয়াতে বললাম।

কিছু সময়ের মধ্যে Carpopedal spasm(হাত-পা শক্ত হয়ে বাকা হয়ে যাওয়া) ভাল হয়ে গেলো।

ব্যাখ্যা:

এখানে রোগীর Psychogenic hyperventilation ছিল।মানে রোগী কোনো কারণে খুব দ্রুত আর জোরে লম্বা লম্বা শ্বাস প্রশ্বাস ফেলতেছিলো। যার ফলে তার শরীর থেকে CO2 বেশি পরিমাণে বের হয়ে গেছে।আমরা জানি,CO2 হলো এসিডিক।বেশি পরিমাণে CO2 বের হয়ে যাওয়ার অর্থ হলো এসিড বের হয়ে যাওয়া।এসিড বের হয়ে যাওয়াতে শরীরে Alkalosis develop করেছে।আর যেহেতু এটা Respiration এর মাধ্যমে develop করেছে।তাই এটা হবে Respiratory Alkalosis.

আমাদের রক্তে থাকা Albumin বিভিন্ন Ion কে bind করে পরিবহন করে।Albumin এর সাথে H+ Ionও bind হয়ে থাকে।শরীরে Alkalosis develop করলে Alkalosis কে Compensate করতে H+ Ion Albumin থেকে সরে প্লাজমাতে চলে যায়।আর H+ আয়নের সেই ফাকা জায়গাগুলো দখল করে Ca++ Ion.Calcium ion albumin এর সাথে bind হওয়াতে Free calcium ion এর ঘাটতি দেখা দেয়।free calcium না থাকায় রক্তে পরিমাপযোগ্য calcium কমে গিয়ে রক্তে hypocalcaemia হয়।

Ionised Calcium কমে যাওয়ায় Nerve Membrane এর স্থিতিশীলতা নষ্ট হয়, Threshold potential নিচে নেমে আসে এবং সামান্য উদ্দীপনাতেই Neuromuscular junction বিশেষ করে হাত ও পা এর পাতার Muscle গুলো উত্তেজিত হয়। এর ফলে Tetany অর্থাৎ Carpopedal spasm দেখা দেয়।

বদ্ধ পলিথিনে শ্বাস নেয়ার ফলে বদ্ধ জায়গাতে নিজের ছেড়ে দেয়া CO2 আবার নিজেই Inhale করে নেয়।যার ফলে উপরের বর্ণিত প্রক্রিয়ার উলটো প্রক্রিয়া ঘটে।Hypocalcaemia corrected হয়।Carpopedal spasm disappear হয়।

যারা মুড়ি মুড়কির মতো মন্টেলুকাস্ট(বাজারে মোনাস, মনটিন, মোকাস্ট,এমকাস্ট, টেলুকাস্ট সহ আরো অনেক নামে পাওয়া যায়) খান তাদের ...
22/09/2025

যারা মুড়ি মুড়কির মতো মন্টেলুকাস্ট(বাজারে মোনাস, মনটিন, মোকাস্ট,এমকাস্ট, টেলুকাস্ট সহ আরো অনেক নামে পাওয়া যায়) খান তাদের ডিপ্রেশান, সুইসাইডাল আইডিয়েশান সহ আরো অনেক মেন্টাল ডিস অর্ডার এর প্রমান পেয়েছে FDA.

02/09/2025

ঔষধ সম্পর্কিত তথ্য
১। এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ না খাওয়াই ভালো। ঔষধ এর সাইড ইফেক্ট খুব খারাপ। ঔষধের কারনে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে।
২। হাইপ্রেসার, ডায়াবেটিস, হার্ট, কিডনী, ষ্ট্রোক, মৃগী ইত্যাদি রোগের ঔষধ নিয়মিত খেতে হবে। হঠাত করে এসব রোগের ঔষধ বন্ধ করলে মারাত্নক সমস্যা দেখা দিতে পারে।
৩। ব্যাথার ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। দীর্ঘদিন ব্যাথার ঔষধ খেলে কিডনী, লিভার নষ্ট হয়ে যেতে পারে।
৪। চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্যাসের বড়ি খাওয়া উচিত নয়। ২ মাসের বেশি গ্যাসের বড়ি খেলে-কিডনী নষ্ট, রক্ত কমে যাওয়া, হাড় ক্ষয় যাওয়া, খাদ্য নালীতে ইনফেকশন ও ক্যান্সার হতে পারে।
৫। এন্টিবায়োটিক একটি অতি প্রয়োজনীয় ঔষধ, এসব ঔষধ যত্র-তত্র খাওয়া উচিত নয়। যত্র-তত্র এই ঔষধ খেলে যিনি খাবেন তার শরীরে পরবর্তীতে এন্টিবায়োটিক কাজ নাও করতে পারে। সবসময় এন্টিবায়োটিকের ডোজ সম্পন্ন করতে করতে হবে।
কপি রাইটঃ ডাক্তারখানা।

A small gift from one of my patients. For me its precious.
31/08/2025

A small gift from one of my patients. For me its precious.

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে । সম্প্রতি আলট্রাসনোগ্রা...
28/08/2025

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে । সম্প্রতি আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই এসব রেডিওলোজী সার্ভিসের সিরয়াল অনলাইনে শুরু হয়েছে । ঝামেলা এড়াতে অনলাইনে এসব পরীক্ষার সিরিয়াল নিতে পারেন ।। আপনাদের সহযোগিতায় হতে পারে নির্বিঘ্ন সেবা ।।

বিএমইউ হাসপাতালে সকালের আউটডোর টিকেট Online বুকিং লিংক-
appointment.bmu.ac.bd/ticketing

রেডিওলজি সেবা ( X-Ray, MRI, CT Scan, Ultrasound (USG), Contrast X-Ray) এর Online সিরিয়াল লিংকঃ
appointment.bmu.ac.bd/radiology_ticketing

ঝামেলা এড়ান, সময় বাঁচান।।

ধন্যবাদ।।

৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন দিতে vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।তথ্যটি ছড়িয়ে ...
31/07/2025

৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন দিতে vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।

তথ্যটি ছড়িয়ে দিন🌍🌐

***শেয়ার করুন বেশি বেশি***মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্থের মর্মান্তিক ঘটনায়  ক্ষতিগ্রস্থদের মানসিক স্বাস্থ্য...
25/07/2025

***শেয়ার করুন বেশি বেশি***
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্থের মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্থদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (BAP) এর
উদ্যোগে জরুরি হটলাইন সেবা।
🚨

Don't hesitate to seek help.Feel free to talk. 10 Am - 10 Pm ( Except holidays)      ** ( Please share the post as much ...
22/07/2025

Don't hesitate to seek help.
Feel free to talk.
10 Am - 10 Pm ( Except holidays)





** ( Please share the post as much as possible ) **

18/07/2025

✅ আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান অভিযান। জনস্বাস্থ্য রক্ষায়, আসুন আমরা সবাই একসাথে এগিয়ে আসি।

৯ মাস থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেণি পর্যন্ত সব শিশুদের বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়া হবে।
এই ভ্যাকসিন আপনার শিশুকে টাইফয়েডের মতো প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করবে। কিন্তু মনে রাখুন— ডিজিটাল জন্মনিবন্ধন সনদ ছাড়া এই টিকা পাওয়া যাবে না।

❤️ প্রতিটি শিশুর হাসি আমাদের সবার দায়িত্ব।
প্রতিটি শিশুর জীবন আমাদের সবার অঙ্গীকার।
প্রতিটি শিশুর সুরক্ষায় আপনিও অংশ নিন।

🎯 এখনই যা করবেন —
🌱 যাদের জন্মনিবন্ধন হয়নি, দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করুন।
🌱 vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন।
📌 জাতীয় টেলিহেলথ সেবা "স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩” সহায়তা নিন - হাতে মোবাইল মানে সাথে ডাক্তার
🌱 আগে HPV ভ্যাকসিনের সময় রেজিস্ট্রেশন করা থাকলে নতুন করে করতে হবে না — শুধু লগইন করে টাইফয়েডের জন্য রেজিস্ট্রেশন করুন।
🌱 মোবাইল নম্বর ভুলে গেলে ওয়েবসাইটে “ফরগেট মোবাইল নম্বর” অপশন ব্যবহার করুন বা নতুন নম্বর দিয়ে লগইন করুন।

📌 সময়সূচী ঘোষণার পর আপনার শিশু ও জন্মনিবন্ধন সনদসহ নিকটস্থ EPI সেন্টারে আসুন।
📌 মনে রাখুন — প্রতিটি শিশুর সুরক্ষা আমাদের সমাজের সুরক্ষা।

🌟 আসুন আমরা সবাই মিলে একটি স্বাস্থ্যবান ও হাসিমুখের ভবিষ্যৎ গড়ে তুলি।
জনস্বাস্থ্য সুরক্ষায়, সবার অংশগ্রহণই জরুরি।

#শিশুর_সুরক্ষা #ভবিষ্যতের_অঙ্গীকার #জনস্বাস্থ্য_সুরক্ষায়_সকলের_অংশগ্রহণ_জরুরি #স্বাস্থ্যবাতায়ন
©

🧠 ব্রেন টিউমারঃ আগে ভাগে সচেতন হোন, সুস্থ থাকুন!ব্রেন টিউমার এমন একটি জটিল অবস্থা, যা সময়মতো চিকিৎসা না পেলে হতে পারে প্...
07/07/2025

🧠 ব্রেন টিউমারঃ আগে ভাগে সচেতন হোন, সুস্থ থাকুন!

ব্রেন টিউমার এমন একটি জটিল অবস্থা, যা সময়মতো চিকিৎসা না পেলে হতে পারে প্রাণঘাতী। তবে আধুনিক চিকিৎসা এবং দ্রুত নির্ণয়ের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

🔍 ব্রেন টিউমারের সাধারণ লক্ষণ গুলোঃ
▪️ মাথাব্যথা, বিশেষ করে সকালের দিকে
▪️ বমি ভাব বা বারবার বমি হওয়া
▪️ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া বা কমে যাওয়া
▪️ স্মৃতিশক্তি বা চিন্তা-শক্তির দুর্বলতা
▪️ শরীরের একদিকে দুর্বলতা বা অবশতা
▪️ খিঁচুনি হওয়া বা আচরণগত পরিবর্তন

©







04/07/2025

২ মিনিট এ কমিয়ে ফেলুন আপনার স্ট্রেস
হেডফোন দিয়ে শুনুন।।

জুম্মা মোবারক ❤️❤️
04/07/2025

জুম্মা মোবারক ❤️❤️

Address

Dhaka

Opening Hours

Monday 18:00 - 22:00
Tuesday 18:00 - 22:00
Wednesday 18:00 - 22:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Nazmul Bappi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor Nazmul Bappi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram