ইন্ডিয়ান মেডিকেল ট্রিটমেন্ট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইন্ডিয়ান মেডিকেল ট্রিটমেন্ট

ইন্ডিয়ান মেডিকেল ট্রিটমেন্ট বাংলাদেশের সেরা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এর চিকিৎসা নিতে এই নম্বরে যোগাযোগ করুন: Whatsapp-01718979847

*আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন।*এটা তো সবে ...
19/04/2024

*আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন।

*এটা তো সবে শুরু 45°C থেকে 49°C থেকে 55°C থেকে 60°C 'হতে বেশি সময় লাগবে না। 🥵🔥*

*56°C হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে চারা গাছ রোপন করতে হবে; কারন একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত 'বছর সময় লাগে।🔥💥*

*'কিছু মাস পরে বৃষ্টি আসতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন 'সরকারের উপর সব ছেড়ে দেবেন না।*

* দয়া করে এই বিজ্ঞপ্তিটি আরো কিছুজনকে পাঠান যাতে বার্তাটি বাড়তে থাকে, গাছই জীবন...

*গাছ লাগান প্রাণ বাঁচান 🌳*

31/01/2024
 #নিঃসন্তান_দম্পতি        #এজস্পার্মিয়া  #ফ্যালোপিয়ান_টিউবে_ব্লকেজ  #এজোস্পার্মিয়া  #পলিসিস্টিক_ওভারি  #অ্যাজোস্পার্ম...
31/01/2024

#নিঃসন্তান_দম্পতি #এজস্পার্মিয়া #ফ্যালোপিয়ান_টিউবে_ব্লকেজ #এজোস্পার্মিয়া #পলিসিস্টিক_ওভারি #অ্যাজোস্পার্মিয়া #থাইরয়েড_সমস্যা #নিঃসন্তান_দম্পতি

23/01/2024
19/01/2024

Today is a Golden Day in the history of Team Urvaraa Clinics . An IVF prince was born in our Kolkata clinic today and an IVF princess took birth in our Durgapur hospital . God has been immensely kind in propagating science through our team into the lives of our patients who have been suffering from infertility for many many years and have been blessed today by the tiny divine miracles . We congratulate and bless both the families in Kolkata and Durgapur respectively.

Congratulations team Urvaraa for this astounding success. Many more to come in the future.

Here is the pic of one of our babies who is a big achiever in academics and sports in his school. I met him today in Neotia, Kolkata. He hugged me saying that I was his " Badi Mummy " and his biological mom is his " Choti Mummy" .

06/01/2024
আপনাদের মাতৃত্বের আনন্দ মানে আমাদের সফলতা।আচ্ছা আপনাদের সফলতার হার এত বেশি কেন🤔? এটা কিভাবে সম্ভব?✍️ আমরা গণহারে রোগীদের...
04/01/2024

আপনাদের মাতৃত্বের আনন্দ মানে আমাদের সফলতা।

আচ্ছা আপনাদের সফলতার হার এত বেশি কেন🤔? এটা কিভাবে সম্ভব?

✍️ আমরা গণহারে রোগীদের ইন্ডিয়া পাঠাই না। আমাদের এখানে আসার পর প্রথমত তাকে প্রয়োজন সাপেক্ষে ১/২টা টেস্ট দেয়া হয়। টেস্টের রিপোর্ট পাওয়ার পর আমরা নির্ধারণ করি:
#শুধুমাত্র মেডিসিন দিয়ে বাচ্চা কনসিভ করানো যাবে কিনা!
করলে সাকসেস কিরকম আসতে পারে! নাকি ICSI করতে হবে !
আমরা সবসময় পেশেন্টদের বাংলাদেশ থেকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে বডি রেডি করে তারপর ইন্ডিয়া পাঠাই , যেন যাওয়ার পর দিন থেকেই ট্রিটমেন্ট শুরু করতে পারে। আর সেখান (ইন্ডিয়া Urvaraa IVF Center ) থেকে বাচ্চার হার্টবিট না আসা পর্যন্ত আমরা বাংলাদেশে আসতে দেই না।
#আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ পেশেন্ট টুইন বেবি কনসিভ করে ❤️।
🙏মনে রাখবেন বাচ্চা দেয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে ডাক্তার উসিলা মাত্র।
বাংলাদেশ অফিস:
ইন্ডিয়া উরভরা IVF ফার্টিলিটি সেন্টার BD
ধানমন্ডি, ঢাকা বাংলাদেশ ।

বিস্তারিত/আসার আগে ফোন দিয়ে আসবেন প্লিজ +8801619998692
+88⁨01718-979847⁩ (WhatsApp আছে)

#এন্ডোমেট্রিওসিস #চকোলেট সিস্ট #শুক্রাণুর সংখ্যা কম
#অ্যাজোস্পার্মিয়া #ব্যাখ্যাতীত বন্ধ্যাত্ব
#পলিসিস্টিক_ওভারি
#থাইরয়েড_সমস্যা
#ফ্যালোপিয়ান_টিউবে_ব্লকেজ
#বংশগত / #জেনেটিক_সমস্যা
#নিঃসন্তান_দম্পতি
#এজোস্পার্মিয়া / #পুরুষ_বন্ধ্যাত্ব
#নিঃসন্তান #এজস্পার্মিয়া ***mia cyst s***m count ***mia infertility

সুখবর।    সুখবর      সুখবর বন্ধাত্বের জন্য বিশেষ সুখবর।মা-বাবা কে না হতে চাই । পৃথিবীতে সুখের একটা জায়গায় হলো মা-বাবা ...
03/01/2024

সুখবর। সুখবর সুখবর

বন্ধাত্বের জন্য বিশেষ সুখবর।

মা-বাবা কে না হতে চাই । পৃথিবীতে সুখের একটা জায়গায় হলো মা-বাবা হওয়া। তাই আমারা দিচ্ছি মা-বাবা না হতে পারার সকল সমস্যার সমাধান।

বেবি কন্সিভ ট্রাই করা কিম্বা প্রেগন্যান্সি চেক আপ আলোচনার জন্য তোমরা এমন কমার্শিয়াল ডাক্তার বেছে নিও না, যেখানে তোমার ক্ষতি ছাড়া কোনো লাভ নেই!

নামের পেছনে ৫-৬ ডিগ্রী।
দিনে ২০০/৩০০ রোগী দেখেন।
একসাথে ৪/৫ জন রোগী দেখেন, কথা বলেন, আলোচনা করেন।
তিনি তোমার সমস্যা কতোটুকু সময় গুরুত্ব নিয়ে শুনবেন। রিপোর্ট, সমাধান বুঝিয়ে বলবেন। কাউন্সিলিং করবেন...
বুঝে নেবার জন্য তোমাদের অল্প কিছু বুদ্ধিমত্তা যথেস্ট!

রোগ ডায়গনোসিস এর চেষ্টা করা।
রোগী ও তার পরিবারকে রোগ সম্পর্কে অবহিত করা। ভালো খারাপ বুঝিয়ে কাউন্সিলিং করা।
প্রয়োজন এ ভিন্ন ডাক্তার এর কাছে রেফার করা।

PCOS, থাইরয়েড কিম্বা অন্য হরমোন সমস্যা, অনিয়মিত পিরিওড, অতিরিক্ত ওজন, ওভারি সিস্ট, জরায়ু টিউমার, ইনফেকশন।

এসব কিছু থাকা মানেই তুমি "বন্ধ্যা" হয়ে যাওনি!
এসব কিছুর সঠিক, সময়সাপেক্ষ চিকিৎসা আছে।
অধিকাংশ ক্ষেত্রে সঠিক পরামর্শ, চিকিৎসা, রেফারাল এ সমস্যা সমাধান হয়।

প্রেগন্যান্সিকালীন বিভিন্ন সময়ের সমস্যা, সমাধান, রিস্ক ফ্যাক্টর বুঝিয়ে না বলাতে যেমন ডেলিভারি জটিলতা বাড়ে।
ঠিক তেমনি সঠিক চিকিৎসক খুজে না নেবার কারনে বেবি ট্রাই এর জন্য বৃথা চেষ্টা করে করে মানসিক যন্ত্রণাও বাড়ে!

দিনের পর দিন কমার্শিয়াল নামী ডাক্তারদের পেছনে ছুটে, জীবনের জরুরি ৫-১০ বছর নষ্ট করে, লাখ লাখ টাকার অপ্রয়োজনীয় (বন্ধ্যাত্ব চিকিৎসা) করে বিফল হয়ে যখন তোমরা আসো... IVF treatment করতে।
তখন সব কিছু শুনে নিজের কাছে খুবই খারাপ লাগে ।

তোমরা যখন তথাকথিত ব্যবসায়িক চিকিৎসক এর পেছনে ছোটা বন্ধ করবে, তাদের ভুল অথবা অনৈতিক প্র‍্যাক্টিস ও বন্ধ হতে বাধ্য হবে!

প্রতিদিন চেম্বারে বসে এক'ই দুঃখের, আফসোসের গল্প শুনি।

শুভকামনা ও ভালোবাসা < Ms.Rebeka Sharmin and Md.Munna hoshin
IVF corrdinator

ইন্ডিয়া উরভরা IVF ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ

যারা সরাসরি চেম্বারে এসে আমার সাথে আলোচনা করতে চাচ্ছেন 👉

ইন্ডিয়ান উরভরা IVF ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ

ঠিকানা:👉
ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ ।

👉এপয়েন্টমেন্ট ও সিরিয়ালের জন্য কল করুন-- Whatsapps
01619998692
01718979847

👉সকাল ৯ টা থেকে রাত ১১ টা পরযন্ত কল করতে পারেন।

সুখবর।    সুখবর      সুখবর বন্ধাত্বের মানুষের জন্য বিশেষ সুখবর।বেবি কন্সিভ ট্রাই করা কিম্বা প্রেগন্যান্সি চেক আপ আলোচনার...
01/01/2024

সুখবর। সুখবর সুখবর

বন্ধাত্বের মানুষের জন্য বিশেষ সুখবর।

বেবি কন্সিভ ট্রাই করা কিম্বা প্রেগন্যান্সি চেক আপ আলোচনার জন্য তোমরা এমন কমার্শিয়াল ডাক্তার বেছে নিও না, যেখানে তোমার ক্ষতি ছাড়া কোনো লাভ নেই!

নামের পেছনে ৫-৬ ডিগ্রী।
দিনে ২০০/৪০০ রোগী দেখেন।
একসাথে ৫ জন রোগী দেখেন, কথা বলেন, আলোচনা করেন।
তিনি তোমার সমস্যা কতোটুকু সময়, গুরুত্ব নিয়ে শুনবেন। রিপোর্ট, সমাধান বুঝিয়ে বলবেন। কাউন্সিলিং করবেন...
বুঝে নেবার জন্য তোমাদের অল্প কিছু বুদ্ধিমত্তা যথেস্ট!

রোগ ডায়গনোসিস এর চেষ্টা করা।
রোগী ও তার পরিবারকে রোগ সম্পর্কে অবহিত করা। ভালো খারাপ বুঝিয়ে কাউন্সিলিং করা।
প্রয়োজন এ ভিন্ন ডাক্তার এর কাছে রেফার করা।

এসব একজন দায়িত্বশীল ও ভালো মানুষের গুন।

PCOS, থাইরয়েড কিম্বা অন্য হরমোন সমস্যা, অনিয়মিত পিরিওড, অতিরিক্ত ওজন, ওভারি সিস্ট, জরায়ু টিউমার, ইনফেকশন।

এসব কিছু থাকা মানেই তুমি "বন্ধ্যা" হয়ে যাওনি!
এসব কিছুর সঠিক, সময়সাপেক্ষ চিকিৎসা আছে।
অধিকাংশ ক্ষেত্রে সঠিক পরামর্শ, চিকিৎসা, রেফারাল এ সমস্যা সমাধান হয়।

প্রেগন্যান্সিকালীন বিভিন্ন সময়ের সমস্যা, সমাধান, রিস্ক ফ্যাক্টর বুঝিয়ে না বলাতে যেমন ডেলিভারি জটিলতা বাড়ে।
ঠিক তেমনি সঠিক চিকিৎসক খুজে না নেবার কারনে বেবি ট্রাই এর জন্য বৃথা চেষ্টা করে করে মানসিক যন্ত্রণাও বাড়ে!

দিনের পর দিন কমার্শিয়াল নামী ডাক্তারদের পেছনে ছুটে, জীবনের জরুরি ৫-১০-১৫ বছর নষ্ট করে, লাখ লাখ টাকার অপ্রয়োজনীয় (বন্ধ্যাত্ব চিকিৎসা) করে বিফল হয়ে যখন তোমরা আসো... IVF treatment করতে।

আর আমি "গোড়ায় গলদ" খুজে পাই,
নিজের'ও খারাপ লাগে!
আর কতো এই অসচেতনতা ও অন্ধ দৌড়?
এবার কিছু সচেতন হও নিজে।
পাশের মানুষকে সচেতন করো।

তোমরা যখন তথাকথিত ব্যবসায়িক চিকিৎসক এর পেছনে ছোটা বন্ধ করবে, তাদের ভুল অথবা অনৈতিক প্র‍্যাক্টিস ও বন্ধ হতে বাধ্য হবে!

প্রতিদিন চেম্বারে বসে এক'ই দুঃখের, আফসোসের গল্প শুনি।
আর ভালো লাগে না!

শুভকামনা ও ভালোবাসা < Ms.Rebeka Sharmin and Md.Munna hoshin
IVF corrdinator and CEO
এডমিন
Indian Urvaraa IVF fertility center bangladesh

(যারা সরাসরি চেম্বারে এসে আমার সাথে আলোচনা করতে চাচ্ছেন --

ইন্ডিয়ান উরভরা IVF ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ
ঠিকানা:
ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ ।

এপয়েন্টমেন্ট ও সিরিয়াল --

এপয়েন্টমেন্ট ও সিরিয়ালের জন্য কল করুন-- Whatsapps
01619998692
01718979847

★ চেম্বারে জন্য সকাল ৯ টা থেকে রাত ১১ টা পরযন্ত কল করতে পারেন।

Address

Danmonddi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইন্ডিয়ান মেডিকেল ট্রিটমেন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ইন্ডিয়ান মেডিকেল ট্রিটমেন্ট:

Share