01/01/2024
সুখবর। সুখবর সুখবর
বন্ধাত্বের মানুষের জন্য বিশেষ সুখবর।
বেবি কন্সিভ ট্রাই করা কিম্বা প্রেগন্যান্সি চেক আপ আলোচনার জন্য তোমরা এমন কমার্শিয়াল ডাক্তার বেছে নিও না, যেখানে তোমার ক্ষতি ছাড়া কোনো লাভ নেই!
নামের পেছনে ৫-৬ ডিগ্রী।
দিনে ২০০/৪০০ রোগী দেখেন।
একসাথে ৫ জন রোগী দেখেন, কথা বলেন, আলোচনা করেন।
তিনি তোমার সমস্যা কতোটুকু সময়, গুরুত্ব নিয়ে শুনবেন। রিপোর্ট, সমাধান বুঝিয়ে বলবেন। কাউন্সিলিং করবেন...
বুঝে নেবার জন্য তোমাদের অল্প কিছু বুদ্ধিমত্তা যথেস্ট!
রোগ ডায়গনোসিস এর চেষ্টা করা।
রোগী ও তার পরিবারকে রোগ সম্পর্কে অবহিত করা। ভালো খারাপ বুঝিয়ে কাউন্সিলিং করা।
প্রয়োজন এ ভিন্ন ডাক্তার এর কাছে রেফার করা।
এসব একজন দায়িত্বশীল ও ভালো মানুষের গুন।
PCOS, থাইরয়েড কিম্বা অন্য হরমোন সমস্যা, অনিয়মিত পিরিওড, অতিরিক্ত ওজন, ওভারি সিস্ট, জরায়ু টিউমার, ইনফেকশন।
এসব কিছু থাকা মানেই তুমি "বন্ধ্যা" হয়ে যাওনি!
এসব কিছুর সঠিক, সময়সাপেক্ষ চিকিৎসা আছে।
অধিকাংশ ক্ষেত্রে সঠিক পরামর্শ, চিকিৎসা, রেফারাল এ সমস্যা সমাধান হয়।
প্রেগন্যান্সিকালীন বিভিন্ন সময়ের সমস্যা, সমাধান, রিস্ক ফ্যাক্টর বুঝিয়ে না বলাতে যেমন ডেলিভারি জটিলতা বাড়ে।
ঠিক তেমনি সঠিক চিকিৎসক খুজে না নেবার কারনে বেবি ট্রাই এর জন্য বৃথা চেষ্টা করে করে মানসিক যন্ত্রণাও বাড়ে!
দিনের পর দিন কমার্শিয়াল নামী ডাক্তারদের পেছনে ছুটে, জীবনের জরুরি ৫-১০-১৫ বছর নষ্ট করে, লাখ লাখ টাকার অপ্রয়োজনীয় (বন্ধ্যাত্ব চিকিৎসা) করে বিফল হয়ে যখন তোমরা আসো... IVF treatment করতে।
আর আমি "গোড়ায় গলদ" খুজে পাই,
নিজের'ও খারাপ লাগে!
আর কতো এই অসচেতনতা ও অন্ধ দৌড়?
এবার কিছু সচেতন হও নিজে।
পাশের মানুষকে সচেতন করো।
তোমরা যখন তথাকথিত ব্যবসায়িক চিকিৎসক এর পেছনে ছোটা বন্ধ করবে, তাদের ভুল অথবা অনৈতিক প্র্যাক্টিস ও বন্ধ হতে বাধ্য হবে!
প্রতিদিন চেম্বারে বসে এক'ই দুঃখের, আফসোসের গল্প শুনি।
আর ভালো লাগে না!
শুভকামনা ও ভালোবাসা < Ms.Rebeka Sharmin and Md.Munna hoshin
IVF corrdinator and CEO
এডমিন
Indian Urvaraa IVF fertility center bangladesh
(যারা সরাসরি চেম্বারে এসে আমার সাথে আলোচনা করতে চাচ্ছেন --
ইন্ডিয়ান উরভরা IVF ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ
ঠিকানা:
ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ ।
এপয়েন্টমেন্ট ও সিরিয়াল --
এপয়েন্টমেন্ট ও সিরিয়ালের জন্য কল করুন-- Whatsapps
01619998692
01718979847
★ চেম্বারে জন্য সকাল ৯ টা থেকে রাত ১১ টা পরযন্ত কল করতে পারেন।