Physio Aid Physiotherapy & Rehabilitation Point

Physio Aid Physiotherapy & Rehabilitation Point বাত, ব্যথা, স্ট্রোক ও প্যারালাইসিস রোগের ফিজিওথেরাপি সেন্টার।

আমাদের সেবা সমূহঃ
১। কোমর ব্যথা (ডিস্ক প্রোলাপস, স্পন্ডাইলসিস, স্পন্ডাইলোলিসথেসিস, সায়াটিকা)
২। ঘাড় ব্যথা,
৩। কাধ ব্যথা ( ফ্রোজেন শোল্ডার, টেন্ডিনাইটিস)
৪। কনুইব্যথা (টেনিস এলবো)
৫। হাটু ব্যথা ( অস্ট্রিওআর্থাইটিস)
৬। পায়ের গোড়ালি ব্যথা ( এঙ্কেল স্প্রেইন, প্লান্টার ফ্যাসাইটিস, গোড়ালির হাড় বৃদ্ধি)
৭। ফ্রাকচার পরবর্তী জটিলতা
৮। মুখ একদিকে বেকে যাওয়া (ফেসিয়াল পলসি)
৯। স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস ও
১০। শারীরিক প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র

সাধারণ বাংলাদেশি মানুষের জীবনযাত্রার সাথে মিলিয়ে কোমর ব্যথা বা ব্যাক পেইন (Back Pain) এড়ানোর জন্য কিছু সহজ ও কার্যকরী পর...
23/11/2025

সাধারণ বাংলাদেশি মানুষের জীবনযাত্রার সাথে মিলিয়ে কোমর ব্যথা বা ব্যাক পেইন (Back Pain) এড়ানোর জন্য কিছু সহজ ও কার্যকরী পরামর্শ দিয়েছেন ডা: মো: গওছুল আজম স্যার:

১. বসার সঠিক নিয়ম (অফিস বা বাড়িতে)
সোজা হয়ে বসা: দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করলে মেরুদণ্ড সোজা রাখুন। চেয়ারে বসার সময় পিঠের নিচের অংশে ছোট একটি বালিশ বা তোয়ালে পেঁচিয়ে দিতে পারেন (Lumbar Support)।
কুঁজো না হওয়া: সোফায় বা বিছানায় বসে টিভি দেখার সময় গা এলিয়ে দেবেন না বা কুঁজো হয়ে বসবেন না।

মোবাইল ব্যবহার: দীর্ঘসময় ঘাড় নিচু করে মোবাইল দেখবেন না। মোবাইল চোখের সমান্তরালে (Eye level) এনে ব্যবহার করুন।

মানিব্যাগ: পুরুষরা প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রেখে চেয়ারে বা শক্ত জায়গায় বসবেন না। এতে মেরুদণ্ডের ভারসাম্য নষ্ট হয়। বসার সময় মানিব্যাগ বের করে নিন।

২. গৃহস্থালি কাজের সময় সতর্কতা

ঘর ঝাড়ু দেওয়া ও মোছা: আমাদের দেশে সাধারণত কোমর ভাঁজ করে নিচু হয়ে ঝাড়ু দেওয়া বা ঘর মোছা হয়, যা কোমরের জন্য মারাত্মক। লম্বা লাঠিযুক্ত ঝাড়ু বা মপ (Mop) ব্যবহার করুন যাতে দাঁড়িয়েই কাজ করা যায়। মেঝেতে বসতে হলে মোড়ায় বসে কাজ করুন।

ভারী জিনিস তোলা: পানি ভরা বালতি বা ভারী কিছু মাটি থেকে তোলার সময় কোমর বাঁকাবেন না। প্রথমে হাঁটু ভাঁজ করে বসুন (Squat), জিনিসটি ধরুন এবং পায়ের জোরে সোজা হয়ে উঠুন। মেরুদণ্ড যেন সোজা থাকে।

কুটাবাছা করা: মাটিতে বসে বটিতে তরকারি কাটার সময় পিঠ বাঁকাবেন না। প্রয়োজনে পিঠ দেয়ালে ঠেস দিয়ে বসুন অথবা টেবিলে বসে কাটার অভ্যাস করুন।

৩. শোয়া ও ঘুম থেকে ওঠার নিয়ম

বিছানা: খুব বেশি নরম ফোম বা তোশকে শোবেন না, এতে শরীর দেবে যায়। আবার একেবারে শক্ত মেঝেও শোবেন না। মাঝারি শক্ত তোশক (Orthopaedic mattress) বা জাজিম ব্যবহার করা ভালো।

বিছানা থেকে ওঠা: চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় হুট করে সোজা হয়ে উঠবেন না। প্রথমে একপাশে কাত হোন, এরপর পা খাট থেকে নিচে নামান এবং হাতের ওপর ভর দিয়ে উঠে বসুন।

৪. যাতায়াত ও চলাফেরা

রিকশা বা গাড়ি: রিকশায় ঝাঁকুনি লাগলে মেরুদণ্ডে আঘাত লাগে। তাই রিকশায় বসলে সোজা হয়ে বসুন এবং হ্যান্ডেল ধরে রাখুন। জ্যামে দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকলে মাঝেমধ্যে ঘাড় ও পিঠ নাড়াচাড়া করুন।

বাজারের ব্যাগ: বাজার করার সময় এক হাতে অতিরিক্ত ভারী ব্যাগ বহন করবেন না। ওজন দুই হাতে ভাগ করে নিন অথবা পিঠে ঝোলানো ব্যাগ (Backpack) ব্যবহার করুন।

৫. খাদ্যাভ্যাস ও ওজন নিয়ন্ত্রণ

ভুঁড়ি কমানো: পেটে অতিরিক্ত চর্বি বা ভুঁড়ি থাকলে তা কোমরের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তাই ভাত কম খেয়ে শাক-সবজি বেশি খান এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন।

ক্যালসিয়াম ও ভিটামিন ডি: হাড় মজবুত রাখতে দুধ, ডিম এবং কাঁটাসহ ছোট মাছ (মলা-ঢেলা) খান। সুযোগ থাকলে সকালে গায়ে ১৫-২০ মিনিট রোদ লাগান (ভিটামিন ডি-এর জন্য)।
পানি পান: মেরুদণ্ডের ডিস্ক ভালো রাখতে প্রচুর পানি পান করুন।

৬. ব্যায়াম ও নামাজ

হাঁটাচলা: কোমর ব্যথা এড়ানোর সবচেয়ে সহজ ওষুধ হলো হাঁটা। প্রতিদিন অন্তত ৩০ মিনিট জোরে হাঁটুন।
নামাজ: নামাজ পড়া একধরণের চমৎকার ব্যায়াম। তবে রুকু ও সেজদায় যাওয়ার সময় তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে পিঠ সোজা রেখে করুন।

সতর্কতা:

যদি দেখেন কোমরের ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়ছে, পা ঝিনঝিন করছে বা অবশ মনে হচ্ছে—তবে কোনো টোটকা ব্যবহার না করে দ্রুত একজন Neurosurgeon বা নিউরোলজিস্ট ডাক্তার দেখান।

8th September - World Physiotherapy Day Sobaike bisswo physiotherapy dibosher shuvescha.
08/09/2025

8th September - World Physiotherapy Day
Sobaike bisswo physiotherapy dibosher shuvescha.

04/08/2025

বর্তমান সময়ের চুরি, ছিনতাই এর কবলে আমার ছোট্ট প্রতিষ্ঠানটি। বিষয়টি খুবই দু:খজনক

18/02/2025

's palsy (মুখ এক দিকে বেঁকে যাওয়া ) রোগীর অনুভূতি :

আমাদের সেবার মাধ্যমে আরও একটি সুন্দর ও ইতিবাচক অভিজ্ঞতা!
ফিজিও এইড ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন পয়েন্ট-এ আমরা প্রতিদিনই চেষ্টা করছি আপনাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আমাদের বিশেষায়িত ফিজিওথেরাপি সেবার মাধ্যমে অনেক রোগীই ফিরে পেয়েছেন স্বস্তি ও সুস্থতার অনুভূতি।

এই ভিডিওতে দেখুন, কীভাবে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা একজন রোগীর জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। রোগী ও তার পরিবারের অনুভূতির কথা শুনুন এবং জানতে পারেন আমাদের সেবার কার্যকারিতা।

✅ আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা
✅ বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধান
✅ রোগীর সুস্থতা ও স্বাচ্ছন্দ্যের প্রতিশ্রুতি

আপনার কিংবা আপনার প্রিয়জনের ফিজিওথেরাপি সংক্রান্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে!

📍 ফিজিও এইড ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন পয়েন্ট
📞 যোগাযোগ: 01687-218464
ঠিকানা: বাড়ি নং- ০১, সড়ক নং- ০৩, কুসুমবাগ, কালিবাড়ি, বাসাবো, ঢাকা।

Frozen shoulder hole kivabe bojben, ki koronio tokhon
07/12/2024

Frozen shoulder hole kivabe bojben, ki koronio tokhon

Know about Frozen Shoulder
07/12/2024

Know about Frozen Shoulder

03/12/2024
https://bangla.thedailystar.net/life-living/wellness/news-617376
28/09/2024

https://bangla.thedailystar.net/life-living/wellness/news-617376

বিস্তারিত জানিয়েছেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) চট্টগ্রাম শাখার ফিজিওথেরাপি বিভা...

বাত, ব্যথা ও প্যারালাইসিস রোগের ফিজিওথেরাপি সেন্টার "ফিজিও এইড ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন পয়েন্ট" বাড়ি নং ০১, সড়ক ন...
25/09/2024

বাত, ব্যথা ও প্যারালাইসিস রোগের ফিজিওথেরাপি সেন্টার "ফিজিও এইড ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন পয়েন্ট"
বাড়ি নং ০১, সড়ক নং- ০৩, কুসুমবাগ, কালিবাড়ি,
দক্ষিণগাও ১নং রোডের মাথার বিপরীতে।

রোগী দেখার সময়ঃ শনি থেকে বৃহস্পতিবার (বিকাল ৩টা থেকে রাত ১০টা )
মোবাইলঃ 01687-218 464, 01533-848 757

মহিলা ও পুরুষদের জন্য রয়েছে আলাদা অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট
হোম সার্ভিসের ব্যবস্থা রয়েছে


বাত, ব্যথা ও প্যারালাইসিস রোগের ফিজিওথেরাপি সেন্টার - "ফিজিও এইড ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন পয়েন্ট" বাড়ি নং ০১, সড়ক...
25/09/2024

বাত, ব্যথা ও প্যারালাইসিস রোগের ফিজিওথেরাপি সেন্টার -
"ফিজিও এইড ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন পয়েন্ট"

বাড়ি নং ০১, সড়ক নং- ০৩, কুসুমবাগ, কালিবাড়ি,
দক্ষিণগাও ১নং রোডের মাথার বিপরীতে।

রোগী দেখার সময়ঃ শনি থেকে বৃহস্পতিবার (বিকাল ৩টা থেকে রাত ১০টা )
মোবাইলঃ 01687-218 464, 01533-848 757

মহিলা ও পুরুষদের জন্য রয়েছে আলাদা অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট
হোম সার্ভিসের ব্যবস্থা রয়েছে


বাত, ব্যথা ও প্যারালাইসিস রোগের ফিজিওথেরাপি সেন্টার "ফিজিও এইড ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন পয়েন্ট" বাড়ি নং ০১, সড়ক ন...
09/09/2024

বাত, ব্যথা ও প্যারালাইসিস রোগের ফিজিওথেরাপি সেন্টার "ফিজিও এইড ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন পয়েন্ট"
বাড়ি নং ০১, সড়ক নং- ০৩, কুসুমবাগ, দক্ষিণগাও ১নং রোডের মাথার বিপরীতে রোগী দেখার সময়ঃ শনি থেকে বৃহস্পতিবার (বিকাল ৩টা থেকে রাত ১০টা ) মোবাইলঃ 01687-218 464, 01533-848 757

মহিলা ও পুরুষদের জন্য রয়েছে আলাদা অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট
হোম সার্ভিসের ব্যবস্থা রয়েছে


08/09/2024

৮ই সেপ্টেম্বর - বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৪
এবারের প্রতিপাদ্য: - কোমর ব্যথা ব্যবস্থাপনা ও প্রতিরোধে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা রয়েছে।

Address

Dhaka
1214

Opening Hours

Monday 15:00 - 22:00
Tuesday 15:00 - 22:00
Wednesday 15:00 - 22:00
Thursday 15:00 - 22:00
Friday 19:00 - 22:00
Saturday 15:00 - 22:00
Sunday 15:00 - 22:00

Telephone

+8801687218464

Alerts

Be the first to know and let us send you an email when Physio Aid Physiotherapy & Rehabilitation Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physio Aid Physiotherapy & Rehabilitation Point:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram