তুমি সুন্দর - Tumi Shundor

তুমি সুন্দর - Tumi Shundor তুমি সুন্দর
সুস্থ মানেই সুন্দর।

আমাদের দেশের মেয়েদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সুস্বাস্থ্য নিয়ে সচেতন করাই "তুমি সুন্দর" প্লাটফর্মটির প্রধান লক্ষ্য। "তুমি সুন্দর" উন্মোচন করবে সৌন্দর্যের সত্যিকারের সংজ্ঞা, সুস্থ মানেই সুন্দর।

মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাক করলে শরীর ও মনের অবস্থা বুঝতে অনেক সহজ হয়। কোন দিনে এনার্জি কম, কোন সময়ে মুড বদলায় বা ব্যথা ...
27/11/2025

মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাক করলে শরীর ও মনের অবস্থা বুঝতে অনেক সহজ হয়। কোন দিনে এনার্জি কম, কোন সময়ে মুড বদলায় বা ব্যথা বাড়ে ,এসব আগেই জানা যায় ফলে প্রস্তুতি নেওয়া সহজ হয়। হরমোনের ওঠানামা কীভাবে শরীরকে প্রভাবিত করে তাও পরিষ্কার বোঝা যায়। অনিয়ম, অতিরিক্ত ব্যথা বা অন্য সমস্যা হলে দ্রুত ধরাও পড়ে। ফলে জীবনযাত্রা ঠিক রাখা, ব্যায়াম, খাবার ও বিশ্রামের পরিকল্পনা করা সহজ হয় যা সামগ্রিক সুস্থতা উন্নত করে।

23/11/2025

পিরিয়ডের সময় অনেকের ধারণা আছে যে ব্যায়াম করা যাবে না কিন্তু এটি ভুল। হালকা ব্যায়াম যেমন হাঁটা বা যোগাভ্যাস পিরিয়ডের সময়ে উপকারী হতে পারে। আবার, পিরিয়ড চলাকালীন সাঁতার কাটাও নিরাপদ। তাই পিরিয়ডের সময় এসব কাজ থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই।

পিরিয়ডের আগে বা চলাকালীন সময়ে শারীরিক ব্যথা, মুড সুইং ও ফোলাভাব অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে। হালকা ব্যায়াম, পর্যাপ্ত...
16/11/2025

পিরিয়ডের আগে বা চলাকালীন সময়ে শারীরিক ব্যথা, মুড সুইং ও ফোলাভাব অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে। হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও গভীর শ্বাসের অনুশীলন মুড ভালো রাখতে সাহায্য করে। লবণ ও ক্যাফেইন কমিয়ে বেশি পানি পান করুন এবং ফল, শাকসবজি ও ফাইবারযুক্ত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মানসিক প্রশান্তির জন্য মেডিটেশন বা রিল্যাক্সেশন চর্চাও কার্যকর উপায়।

নিরাপদ গর্ভাবস্থার জন্য প্রথম ৩ মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় অতিরিক্ত রক্তপাত বা তীব্র পেটব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের...
11/11/2025

নিরাপদ গর্ভাবস্থার জন্য প্রথম ৩ মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় অতিরিক্ত রক্তপাত বা তীব্র পেটব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। বারবার বমি হয়ে শরীরে পানিশূন্যতা দেখা দিলে সতর্ক হোন। ১০১°F (৩৮°C)-এর বেশি জ্বর বা সংক্রমণের লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসা নিন। সবচেয়ে জরুরি বিষয় হলো চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না কারণ এতে মা ও শিশুর জন্য ঝুঁকি তৈরি হতে পারে।

হরমোনের ভারসাম্যহীনতা হলো শরীরে নির্দিষ্ট হরমোন খুব বেশি বা খুব কম থাকা। যা বয়ঃসন্ধি বা মেনোপজের মতো স্বাভাবিক কারণেও হ...
10/11/2025

হরমোনের ভারসাম্যহীনতা হলো শরীরে নির্দিষ্ট হরমোন খুব বেশি বা খুব কম থাকা। যা বয়ঃসন্ধি বা মেনোপজের মতো স্বাভাবিক কারণেও হতে পারে। অনেকে মনে করেন সামান্য ক্লান্তি বা মেজাজ পরিবর্তন হলেই হরমোনের গুরুতর সমস্যা হয়েছে, যা সবসময় সঠিক নয়; প্রায়শই এটি স্ট্রেস বা অন্যান্য কারণে হয়। দীর্ঘস্থায়ী সমস্যা বা লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

নারীদের মধ্যে জেনেটিক, পরিবেশগত এবং জীবনধারার কারণে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে। পরিবারের মধ্যে হৃদরোগ বা ডায়াবেটিস...
29/10/2025

নারীদের মধ্যে জেনেটিক, পরিবেশগত এবং জীবনধারার কারণে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে। পরিবারের মধ্যে হৃদরোগ বা ডায়াবেটিসের ইতিহাস থাকলে জেনেটিকভাবে ঝুঁকি বেশি থাকে। বায়ুদূষণ বা বিষাক্ত পরিবেশ ফুসফুস ও সামগ্রিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ধূমপান, অতিরিক্ত মদ্যপান এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও রোগের পথ তৈরি করে। তবে স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করলে বেশিরভাগ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে নিয়মিত জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন এবং ওজন নিয়ন্...
26/10/2025

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে নিয়মিত জীবনযাপনে কিছু পরিবর্তন আনা জরুরি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন। পুষ্টিকর খাবার খান। বিশেষ করে ফল, শাকসবজি ও আঁশযুক্ত খাবার। অ্যালকোহল ও ধূমপান থেকে দূরে থাকুন। সন্তান জন্মের পর কিছুদিন বুকের দুধ খাওয়ানোও ঝুঁকি কমায়। পাশাপাশি প্রতি মাসে নিজে পরীক্ষা করা ও নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া তাড়াতাড়ি শনাক্তকরণে সহায়তা করে।

23/10/2025

ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও সময়মতো পরীক্ষা অনেক জরুরি। নিয়মিত স্ব-পরীক্ষা আপনাকে নিজের শরীর সম্পর্কে সচেতন রাখে এবং অস্বাভাবিকতা দ্রুত শনাক্ত করতে সাহায্য করে। বছরে অন্তত একবার স্ক্রিনিং করলে ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, যা চিকিৎসাকে সহজ ও কার্যকর করে তোলে। ভয় নয়, নিয়মিত চেকআপ হোক আত্মবিশ্বাস ও জীবনের নিরাপত্তার অঙ্গীকার। সচেতন থাকুন, সুস্থ থাকুন।

ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে লাইফস্টাইল পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করা শরীরকে সক্রিয় রাখে এবং ঝুঁক...
20/10/2025

ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে লাইফস্টাইল পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করা শরীরকে সক্রিয় রাখে এবং ঝুঁকি কমায়। স্বাস্থ্যকর ওজন বজায় রাখা ও স্থূলতা এড়িয়ে চলা ফ্যাটি টিস্যু সংক্রান্ত সমস্যার সম্ভাবনা কমায়। খাদ্যতালিকায় বেশি করে ফল, সবজি, লিন প্রোটিন ও গোটা শস্য রাখুন। পাশাপাশি ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা ঝুঁকি আরও কমাতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে।

গর্ভকালীন ও নবজাতকের মৃত্যু স্মরণ দিবস উপলক্ষে আমরা হারানো সন্তানদের স্মরণ করি। গর্ভের সন্তান হারানো বেদনা একটি অদৃশ্য শ...
15/10/2025

গর্ভকালীন ও নবজাতকের মৃত্যু স্মরণ দিবস উপলক্ষে আমরা হারানো সন্তানদের স্মরণ করি। গর্ভের সন্তান হারানো বেদনা একটি অদৃশ্য শোক। যা শুধু মা-বাবার নয়, পুরো পরিবারের ওপর প্রভাব ফেলে। এই দিনটি সমবেদনা ও সহমর্মিতার বার্তা বহন করে। আমরা একসাথে দাঁড়াই শোকগ্রস্ত পরিবারদের পাশে, তাদের মানসিক সমর্থন দেই এবং সমাজে সচেতনতা সৃষ্টি করি। হারানো ছোট প্রাণের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ১৫ অক্টোবর আমরা মানবিক সংবেদনশীলতা বৃদ্ধি করি।

month

গর্ভপাতের ঝুঁকি বাড়াতে নানা রকম শারীরিক ও জীবনধারা জনিত কারণ জড়িত। এর মধ্যে রয়েছে ভ্রূণের ক্রোমোজোম ত্রুটি, প্লাসেন্টার ...
14/10/2025

গর্ভপাতের ঝুঁকি বাড়াতে নানা রকম শারীরিক ও জীবনধারা জনিত কারণ জড়িত। এর মধ্যে রয়েছে ভ্রূণের ক্রোমোজোম ত্রুটি, প্লাসেন্টার সমস্যা, মায়ের অসুস্থতা (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি বা থাইরয়েডের সমস্যা), সংক্রমণ (রুবেলা, এইচআইভি, সিফিলিস ইত্যাদি), বয়সজনিত ঝুঁকি, হরমোনের ভারসাম্যহীনতা, জরায়ুর ত্রুটি, একাধিক সন্তান গর্ভধারণ, জিনগত ইতিহাস, বিষাক্ত খাবার বা ওষুধ গ্রহণ, অতিরিক্ত মদ্যপান, ধূমপান, মাদক, স্থূলতা ও অস্বাস্থ্যকর জীবনযাপন। এ কারণগুলো মিলে গর্ভপাত বা মিসক্যারেজের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

month

স্তন ক্যানসার জয় করতে হলে শুধু সচেতনতা নয়, স্তন ক্যানসার নিয়ে আমাদের মধ্যে থাকা সব গোপনীয়তা, লজ্জা, ভয় ও মনের মধ্যে দীর্...
12/10/2025

স্তন ক্যানসার জয় করতে হলে শুধু সচেতনতা নয়, স্তন ক্যানসার নিয়ে আমাদের মধ্যে থাকা সব গোপনীয়তা, লজ্জা, ভয় ও মনের মধ্যে দীর্ঘদিনের পুষিয়ে রাখা বিভিন্ন ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। তাহলে স্তন ক্যানসারকে সহজে, সবাইকে সঙ্গে নিয়ে জয় করা সম্ভব। তাহলে স্বাভাবিক জীবন ফিরে পাবেন হাজারো জীবন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when তুমি সুন্দর - Tumi Shundor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram