22/09/2025
এন্ডোমেট্রিওসিস এমন একটি রোগ যেখানে জরায়ুর ভেতরের আস্তরণের মতো টিস্যু জরায়ুর বাইরে, যেমন ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব বা পেলভিসের অন্যান্য অংশে বৃদ্ধি পায়। এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে পিরিয়ডের সময় তীব্র ব্যথা, ভারী বা অনিয়মিত মাসিক, যৌনমিলনের সময় ব্যথা, বন্ধ্যাত্ব এবং মলত্যাগ বা প্রস্রাবের সাথে ব্যথা। এই সমস্যায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেয়া জরুরি।