Neuro Solutions by Dr Irfan Subhan

Neuro Solutions by Dr Irfan Subhan DR. KAZI IRFAN SUBHAN
MBBS,BCS(HEALTH), MS(NEUROSURGERY)
NEUROSURGEON
DHAKA MEDICAL COLLEGE HOSPITAL.

Spinal cord এর নিচের অংশের (cauda equina) টিউমার অপারেশন অনেকটা সূক্ষ্ম তারের ভেতরে বোমা নিষ্ক্রিয় করার মতোই জটিল। Bomb...
17/09/2025

Spinal cord এর নিচের অংশের (cauda equina) টিউমার অপারেশন অনেকটা সূক্ষ্ম তারের ভেতরে বোমা নিষ্ক্রিয় করার মতোই জটিল। Bomb squad officer এর যেমন শত শত তারের ভেতর থেকে ভুল না করে সঠিক তার কেটে বোমা নিষ্ক্রিয় করতে হয়, তেমনি সার্জারির সময় Neurosurgeon কেও প্রতিটি nerve সতর্কতার সাথে বাঁচিয়ে টিউমার সরাতে হয়। একটিমাত্র ভুলে রোগী চিরতরে পঙ্গু হতে পারে। আল্লাহর রহমতে আমাদের প্রচেষ্টায় সার্জারিটি সফলভাবে শেষ হয়েছে। রোগী অস্ত্রোপচারের পরের দিনই নিজে হেঁটেছেন—কোনো support ছাড়াই।

এটাই আমাদের প্রতিশ্রুতি—ঝুঁকিপূর্ণ জায়গায়ও নিরাপদ সার্জারি, সুস্থ জীবনের আশা।

11/09/2025

ব্রেইন ও স্পাইন সমস্যার আধুনিক সমাধান এখন খুলনায়!

ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞ নিউরোসার্জন ডাঃ কাজী ইরফান সোবহান এর তত্ত্বাবধানে পাচ্ছেন বিশ্বমানের চিকিৎসা ও সফল সার্জারির নিশ্চয়তা।

-ব্রেইন টিউমার অপারেশন
- মস্তিষ্কের আঘাত এবং রক্তক্ষরণের অপারেশন
-ডিস্ক প্রলাপ্স (PLID) অপারেশন
-কোমর ও ঘাড়ের ব্যথার অপারেশন
-বাচ্চাদের মাথায় পানি জমা ও জন্মগত কোমরের টিউমারের অপারেশন
-হাত অবশ হয়ে যাওয়া (Carpal tunnel syndrome)
-সকল ধরনের জটিল মস্তিষ্ক ও মেরুদন্ডের অপারেশন

অভিজ্ঞতা ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমরা আছি আপনার পাশে।

📍 ঠিকানা: ৩/২ হাজী মহসিন রোড, খুলনা

🏥 Khulna Pongu & General Hospital (প্রতি শুক্রবার সকাল 9 টা থেকে বিকাল 4 টা)

📞+88001887878888

#ডাঃকাজীইরফানসোবহান

আলহামদুলিল্লাহ!রুহি ও জুহির **conjoined twin separation surgery** আমার চিকিৎসা জীবনের অন্যতম চ্যালেঞ্জিং ও ক্রিটিক্যাল স...
21/08/2025

আলহামদুলিল্লাহ!

রুহি ও জুহির **conjoined twin separation surgery** আমার চিকিৎসা জীবনের অন্যতম চ্যালেঞ্জিং ও ক্রিটিক্যাল সার্জারি ছিল। আল্লাহ্‌র রহমতে জোড়া লাগা জমজ বাচ্চা দুইটা আজ আলাদা হয়ে স্বাধীনভাবে জীবন শুরু করার পথে।

দুইটি নিষ্পাপ শিশু এত বড় অপারেশনের পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরছে—এটাই আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ ও তৃপ্তি।

এই টিমের অংশ হয়ে সক্রিয়ভাবে কাজ করতে পেরে আমি গর্বিত। 💙

Best wishes to Dr. Kazi Karim newaz.
18/08/2025

Best wishes to Dr. Kazi Karim newaz.

🏥 খুলনা পঙ্গু হাসপাতালে এখন শুক্রবারেও অর্থপেডিক সেবা!

ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ডাঃ কাজী করিম নেওয়াজ (MS, Orthopedics) এখন থেকে রোগী দেখবেন প্রতি শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালে।

খুলনা পঙ্গু হাসপাতাল প্রতি শুক্রবার প্রস্তুত বিশ্বমানের অর্থোপেডিক সেবা দিতে — এছাড়াও আমাদের অর্থোপেডিক চিকিৎসা সেবা চালু থাকে সপ্তাহের ৭ দিন।

💪 হাড় ভাঙা, হাত, পা, হাঁটু ব্যাথা ও ফোলা অথবা জয়েন্টের যেকোনো সমস্যায় আজই নিন বিশেষজ্ঞ চিকিৎসা।

📅 সাপ্তাহিক সময়সূচি: প্রতি শুক্রবার | বিকাল ৫টা – রাত ৮টা
📍 ঠিকানা: খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল

#অর্থোপেডিকসেবা #হাড়ওজয়েন্টেরযত্ন #ডাঃকাজীকরিমনেওয়াজ #খুলনাপঙ্গুহাসপাতাল #ঢাকামেডিকেল #সুস্থহাড় #জয়েন্টকেয়ার

ঘুমানোর ভঙ্গি ও কোমর ব্যথার সম্পর্ক:আপনার ঘুমানোর ভঙ্গি সরাসরি আপনার মেরুদণ্ডের ওপর প্রভাব ফেলে। ভুল ভঙ্গিতে ঘুমালে পিঠ,...
16/08/2025

ঘুমানোর ভঙ্গি ও কোমর ব্যথার সম্পর্ক:

আপনার ঘুমানোর ভঙ্গি সরাসরি আপনার মেরুদণ্ডের ওপর প্রভাব ফেলে। ভুল ভঙ্গিতে ঘুমালে পিঠ, কোমর ও ঘাড়ে চাপ পড়ে — যার ফলে দীর্ঘমেয়াদী ব্যথা হতে পারে।

✅ সঠিক ভঙ্গি কী?

চিৎ হয়ে ঘুমানো, হাঁটুর নিচে বালিশ দিয়ে রাখলে মেরুদণ্ড স্বাভাবিক অবস্থায় থাকে।

কাত হয়ে ঘুমানো, দুই পায়ের মাঝখানে বালিশ রাখলে কোমরে চাপ কমে।

❌ সবচেয়ে খারাপ ভঙ্গি?

উল্টো হয়ে (পেটের উপর) ঘুমানো — এতে ঘাড় বাঁকানো থাকে ও মেরুদণ্ড সোজা থাকে না, ফলে ব্যথা বাড়ে।

দীর্ঘদিন কোমর ব্যথা থাকলে, শুধু ঘুমানোর ভঙ্গি ঠিক করলেই অনেকটা আরাম পাওয়া যায়। আপনার মেরুদণ্ডও বিশ্রাম চায় — সেটা যেন সঠিকভাবে পায়!

13/08/2025

আতিয়ার সাহেব দীর্ঘদিন ধরে কোমরের নিচে ব্যথা ও পায়ে ঝিনঝিনে অনুভূতি নিয়ে ভুগছিলেন। অপারেশনের পর, এখন তিনি স্বাভাবিকভাবে হাঁটছেন, ব্যথা নেই।

>PLID /ডিস্ক সমস্যার সার্জারি
>স্পাইন সার্জারি
>মস্তিষ্ক ও মেরুদণ্ডের আধুনিক চিকিৎসা এবং অপারেশন সংক্রান্ত সকল পরামর্শ ও সেবার জন্য আপনার পাশে আছি।

সিরিয়াল এর জন্য কল করুন -
মোবাইল: ০১৯৯০৯৪৪৭১৫, ০১৯২২৪৪৫২৪৬

পেইজ এ লাইক এবং follow দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ











05/08/2025

গত সপ্তাহে Khulna Pongu & General Hospital এ জটিল C1-C2 টিউমারের সফল surgery এর পরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন —"অপারেশনের পরে কি রোগীর হাত-পার শক্তি ঠিক ছিল?"

এই ভিডিওতে দেখুন — অপারেশনের আগে রোগীর ডান হাত ঠিকমত নড়ত না।
আর এখন? মাত্র ২ সপ্তাহের মধ্যে রোগীর চার হাত-পায়েই পুরা শক্তি ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ! এখন রোগী আগের মতো চলাফেরা করতে পারছেন।

অসাধারণ একটা সম্মান এর বিষয়— ভারতের নিউরোলজিক্যাল সোসাইটি (NSI) আমাকে 4th NSI-YNF Chapter conference -এ Faculty হিসেবে আ...
24/07/2025

অসাধারণ একটা সম্মান এর বিষয়— ভারতের নিউরোলজিক্যাল সোসাইটি (NSI) আমাকে 4th NSI-YNF Chapter conference -এ Faculty হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। দুঃখজনকভাবে, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আমি শেষ মুহূর্তে যেতে পারিনি — তবে এই স্বীকৃতি ও আমন্ত্রণটাই আমার জন্য বিশাল সম্মান এবং আত্মবিশ্বাসের উৎস।

গত রাতে spine এর অন্যতম চ্যালেঞ্জিং একটি সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে Khulna Pongu & General Hospital এ — C1-C2 tumor।...
12/07/2025

গত রাতে spine এর অন্যতম চ্যালেঞ্জিং একটি সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে Khulna Pongu & General Hospital এ — C1-C2 tumor। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ টিউমারটি বের করতে পেরেছি। MRI-তে যেই টিউমার দেখা গেছে, সেই টিউমারটাই এখন আমার হাতে — এর মানে অপারেশন একদম সফল হয়েছে।

বিশেষ কৃতজ্ঞতা:
ডা. রেজা - সার্বক্ষণিক সহায়তা ও সমন্বয়ের জন্য
ডা. দিলীপ স্যার - অসাধারণ অ্যানেস্থেশিয়ার জন্য
খুলনা পঙ্গু হাসপাতালের সার্জারি টিম — যাঁদের পরিশ্রম ছাড়া এই সফলতা সম্ভব হতো না।

খুলনায় এমন উচ্চমানের নিউরোসার্জারি এখন আর স্বপ্ন নয় — বাস্তব।

02/07/2025

সাত্তার সাহেবের PLID (Pr*****ed Lumbar Intervertebral Disc) বা মাজার ডিস্কের অপারেশন করলাম। এই ধরনের সমস্যায় রোগীরা অনেক সময় তীব্র কোমর ব্যথা, পা অবশ হয়ে যাওয়া বা চলাফেরায় অসুবিধার মুখে পড়ে। কিন্তু অনেকেই শুধুমাত্র “অপারেশন” শব্দটা শুনেই ভয় পেয়ে যান — ভেবে নেন হয়তো পঙ্গু হয়ে যাবেন।

আধুনিক নিউরোসার্জারির মাধ্যমে এই রোগের সফল চিকিৎসা এখন খুলনাতেই সম্ভব।

আমরা নিয়মিত Khulna Pongu & General Hospital এ এই ধরনের PLID অপারেশন করছি, এবং আলহামদুলিল্লাহ রোগীরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন।

#কোমরব্যথা #ডিস্কপ্রলাপ #নিউরোসার্জারি #খুলনাপঙ্গুহাসপাতাল

25/06/2025

জুহির spinal cord রিপেয়ারের জটিল অপারেশনে নিউরোসার্জারি টিমের একজন সদস্য হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত। এটি আমার সার্জিক্যাল ক্যারিয়ারের অন্যতম ক্রিটিক্যাল একটি সার্জারি। আলহামদুলিল্লাহ আমাদের টিমের আন্তরিক প্রচেষ্টা ও মহান স্রষ্টার রহমতে দুইজন শিশুই এখন সুস্থ আছে।

https://www.facebook.com/share/v/14Dw8EfP8tK/

07/05/2025

শ্বাসকষ্ট, কাশি, বুকের ব্যথা বা খাবার গিলতে সমস্যা? দেরি না করে যোগাযোগ করুন!

ডা. মাসনুন আহমেদ নূর
বক্ষব্যাধি ও খাদ্যনালী রোগের বিশেষজ্ঞ
এমবিবিএস, এমএস (থোরাসিক সার্জারি)

খুলনা পঙ্গু ও জেনারেল হাসপাতাল-এ এখন থেকে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত রোগী দেখবেন।

Address

Dhanmondi Popular Diagnostic Centre
Dhaka

Opening Hours

Monday 16:00 - 19:00
Tuesday 16:00 - 19:00
Wednesday 16:00 - 19:00
Saturday 16:00 - 19:00
Sunday 16:00 - 19:00

Telephone

+8801711280366

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neuro Solutions by Dr Irfan Subhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Neuro Solutions by Dr Irfan Subhan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram