17/09/2025
Spinal cord এর নিচের অংশের (cauda equina) টিউমার অপারেশন অনেকটা সূক্ষ্ম তারের ভেতরে বোমা নিষ্ক্রিয় করার মতোই জটিল। Bomb squad officer এর যেমন শত শত তারের ভেতর থেকে ভুল না করে সঠিক তার কেটে বোমা নিষ্ক্রিয় করতে হয়, তেমনি সার্জারির সময় Neurosurgeon কেও প্রতিটি nerve সতর্কতার সাথে বাঁচিয়ে টিউমার সরাতে হয়। একটিমাত্র ভুলে রোগী চিরতরে পঙ্গু হতে পারে। আল্লাহর রহমতে আমাদের প্রচেষ্টায় সার্জারিটি সফলভাবে শেষ হয়েছে। রোগী অস্ত্রোপচারের পরের দিনই নিজে হেঁটেছেন—কোনো support ছাড়াই।
এটাই আমাদের প্রতিশ্রুতি—ঝুঁকিপূর্ণ জায়গায়ও নিরাপদ সার্জারি, সুস্থ জীবনের আশা।