Dhaka Gastro-liver Pharmacy

Dhaka Gastro-liver Pharmacy 24/1 Shaan Tower, Chamelibag, Shanti Nagar. Dhaka - 1217

28/08/2022

মানব সভ্যতার ক্রমবিবর্তনের এই যুগে আমাদের কর্মব্যস্তময় জীবনে খাদ্যাভ্যাস, জীবনাচরণ ও পারিপার্শ্বিক বিভিন্ন নিয়ামকের কারণে পরিপাক তন্ত্রের নানাবিধ সমস্যায় গ্যাসের ওষুধ ছোট বড় সবাইকেই গ্রহণ করতে হয়, কিন্তু

চিকিৎসকের পরামর্শ ব্যতীত দীর্ঘ মেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে নিম্নোক্ত জটিলতা দেখা দিতে পারে -

১) অ্যাক্লোরহাইড্রিয়া বা পাকস্থলী সম্পূর্ণরূপে এসিডশূন্য হয়ে পড়ে, এতে খাবারের সাথে আগত অনাকাঙ্ক্ষিত রোগ জীবাণু পরিপাকতন্ত্রে ঢুকে পড়ে।
২) দীর্ঘ মেয়াদি ডায়েরিয়া দেখা দিতে পারে;
৩) দীর্ঘ মেয়াদে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিডের নিঃসরণ বন্ধ থাকলে হাইপারগ্যাস্ট্রিনেমিয়া হয়ে গ্যাস্ট্রিক পলিপ দেখা দিতে পারে এবং সেখান থেকে পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
৪) ক্যালশিয়ামের ঘাটতি জনিত হাড় জিরজিরে হয়ে ভঙ্গুর হয়ে পড়ে ;
৫) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে ফুসফুসে নিউমোনিয়া দেখা দেয় ;
৬) ম্যাগনেশিয়ামের অভাব জনিত কারণে মাংস পেশিতে খিঁচুনি হতে পারে ;
৭) অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস হয়ে ভিটামিন বি১২-র ঘাটতি জনিত পারনিশিয়াস অ্যানিমিয়া দেখা দিতে পারে ; এতে হাত পা দুর্বল ও জ্বালা পোড়া কিংবা কামড়ানোর অনুভূতি হতে পারে ;
৮) ক্রনিক কিডনি রোগ হতে পারে ;
৯) ডিমেনশিয়া বা দীর্ঘ মেয়াদে ভুলে যাওয়া রোগ হতে পারে ;
১০) আয়রনের অভাব জনিত দেহে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে ;
১১) ভিটামিন সি এর অভাব জনিত মাড়ির রোগ, দেহের ক্ষয়পূরণ ও ক্ষত সারাইয়ের কাজে ব্যাঘাত ঘটতে পারে ;
১২) গর্ভাবস্থায় দীর্ঘ মেয়াদে গ্যাসের ওষুধ খেলে জন্মগত ত্রুটিসম্পন্ন শিশুর জন্ম নিতে পারে।

ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬

04/08/2022

কালো পায়খানা কি এবং কেন হয়?

কালো পায়খানা (Melaena)
পরিপাক তন্ত্রের কোন স্থান হতে বিশেষ করে উপরিভাগ হতে রক্তপাত হলে সেই রক্ত পরিপাক হয়ে আলকাতরার ন্যায় নরম ও কালো বর্ণ ধারণ করে দুর্গন্ধযুক্ত এবং তাতে পানি দ্বারা ফ্ল্যাশ করলে সেটা লাল ও রক্তিমাভ মল হিসেবে দেখা দেয় তা-ই কালো পায়খানা বা মেলেনা।

কালো পায়খানা হওয়ার কারণ বহুবিধঃ

১) লিভার সিরোসিস হয়ে খাদ্য নালীর ইসোফেজিয়াল ভ্যারিক্স হতে রক্তপাত;
২) নন-সিরোটিক পোর্টাল হাইপারটেনশনের কারণে খাদ্য নালীর ইসোফেজিয়াল ভ্যারিক্স হতে রক্তপাত ;
৩) খাদ্যনালী, পাকস্থলী কিংবা ডিওডেনামের আলসার, পলিপ, টিউমার বা ক্যান্সার হতে রক্তপাত;
৪) পাকস্থলীর GAVE কিংবা PHG হতে রক্তপাত;
৫) ক্ষুদ্রান্ত্র কিংবা বৃহদান্ত্রের কোন অংশে আলসার বা ঘা, টিউমার বা ক্যান্সার, পলিপ হতে রক্তপাত;
৬) ক্রনস ডিজিজ ;
৭) বেশি মাত্রায় আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ ;
৮) লাল শাক, বীটরুট খেলে;
৯) কালো চকোলেট কিংবা ব্ল্যাক ফরেস্ট জাতীয় কেক খেলে;
১০) উচ্চ রক্তচাপ কিংবা নাক ও গলার বিভিন্ন সমস্যায় রক্তপাত হলে;
১১) রক্ত রোগের কারণে ;
১২) রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে গেলে (রোগের কারণে কিংবা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়)

ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬

Address

24/1 Shaan Tower, Shanti Nagar
Dhaka
1217

Opening Hours

Monday 11:00 - 20:00
Tuesday 11:00 - 20:00
Wednesday 11:00 - 20:00
Thursday 11:00 - 20:00
Friday 11:00 - 20:00
Sunday 11:00 - 20:00

Telephone

+8801315290011

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Gastro-liver Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Gastro-liver Pharmacy:

Share