21/02/2025
আমরা যখন ওষুধ বিক্রি করি কাস্টমারের নিকট।
কাস্টমার প্রশ্ন করে : ভাই কত পারসেন্ট দিবেন?
দোকানদার : ওষুধের মূল্য একবার।
কাস্টমার : আপনার পাশের দোকানদার তো ১০% দেয় আপনি কেন দিতে পারবেন না।
দোকানদার : বিভ্রান্তিমূলক সমস্যার সম্মুখীন হয়!!?
★★আমারও কোম্পানির নিকট থেকে ১২% ডিসকাউন্টে মাল কিনি তাহলে ১০০ টাকায় ১২ টাকা মূল্যে ওষুধ কিনি। তাহলে ১০% ডিসকাউন্ট দিলে ১০০ টাকায় ২টাকা লাভ হয় এতে করে দোকানদার ঘর ভাড়া বিদ্যুৎ বিল এবং বছর শেষে দোকানে লাইসেন্স নবান্ন ট্রেড লাইসেন্স নবান্ন করতে হয় কত ধরনের খরচ বলুন তো !?
আবার এই দোকানের ওপরেই একটা দোকানদারের পরিবার চলে।
আপনারা এক দোকানদার আর এক দোকানদারের ক্ষতি করছেন (%) এর মাধ্যমে এই (%) যদি আমরা তুলে দিতে পারি
তাহলে আমারও প্রত্যেকে কমবেশ লাভবান হব + আমাদের পরিবার চালানোর খরচ আমরা নিজেদের দোকানে দোকানদারি করছি আমাদের যে একটা বেতন আছে তার একটা খরচ আমাদের আনুষ্ঠানিক সংসারের খরচ দোকান ভাড়া লাইসেন্স নবান্ন খরচ সব মিলে সমাধান করা যায়।
★★ সকল ফার্মাসিস্টগণদের নিকট আকুল আবেদন আপনার এই পার্সেনটেন্সের মাধ্যমে একজন আরেকজনের ক্ষতি করবেন না ( আপনার যেমন একটা পরিবার আছে আরেক জন মানুষেরও পরিবার আছে।
এটা মাথায় রাখবেন।
★★ আমার কথা দ্বারা যদি ভুল কোন কিছু বলে থাকি আপনাদের ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন ধন্যবাদ।
Collected.