Farazy Morning Health Club
নিয়ম সমুহঃ
_______________________
১.সময়ঃ ভোর(৫.৩০-৭.০০) টার মধ্যে group এ পোস্ট দিতে হবে।
২.যে, যেখানেই থাকুন, নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্ট দিতে হবে।(এটাই হাজিরা হিসেবে কাউন্ট হবে।)
৩.Morning walk এবং Exercise ছাড়া অন্য কোন পোস্ট এ পেজে দেওয়া যাবেনা।তবে স্বাস্থ সম্পর্কীত কিছু দেওয়া যাবে।অন্য কিছু দেওয়া যাবেনা।
৪.সপ্তাহে ৩ (তিন) দিন হাজিরা দেওয়া বাধ্যতামূলক।
৫.প্রতিমাসে স
র্বোচ্চ হাজিরা দারীকে পুরষ্কৃত করা হবে এবং কম হাজিরা দারীকে group থেকে বহিষ্কার করা হবে এবং punishment এর আওতায় আসবে।(আদেশক্রমে -স্বাস্থ বন্ধু,ডাঃ আনোয়ার ফরাজী ইমন-চেয়ারম্যান ফরাজী হাসপাতাল লিঃ, ফরাজী ডেন্টাল হাসপাতাল & রিচার্স সেন্টার ।)
আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি
দেশরত্ন, সরকার প্রধান, জননেত্রী শেখ হাসিনার প্রতি। যার নেতৃত্বে করোনা মহামারি সুন্দর ভাবে মোকাবেলা করা হয়েছে এবং এখন মানুষ সহজেই ভ্যাকসিন পাচ্ছেন। অথচ আমার বয়সের অনেক উন্নত দেশের মানুষ এখনও টীকা পায়নি।
শুকরিয়া, একজন বাঙ্গালী হিসাবে...