23/08/2025
প্রশ্ন: কেমোথেরাপি কি?
উত্তর:
কেমোথেরাপি (Chemotherapy) হলো ক্যান্সার চিকিৎসার একটি পদ্ধতি যেখানে বিশেষ ধরণের ওষুধ ব্যবহার করে ক্যান্সার কোষকে ধ্বংস বা নিয়ন্ত্রণ করা হয়।
কেমোথেরাপির কাজের পদ্ধতি:
ক্যান্সার কোষ খুব দ্রুত ভাগ হয়ে বাড়তে থাকে।
কেমোথেরাপির ওষুধগুলো মূলত দ্রুত বিভাজনশীল কোষগুলোকে আক্রমণ করে।
এতে ক্যান্সার কোষ মারা যায় বা তাদের বাড়া বন্ধ হয়ে যায়।
কেমোথেরাপি কিভাবে দেওয়া হয়?
1. শিরায় (IV injection বা drip) – সবচেয়ে সাধারণ।
2. মুখে খাওয়ার ওষুধ (oral chemotherapy)।
3. ইনজেকশন/ইনফিউশন – পেশী বা ত্বকের নিচে।
4. সরাসরি ক্যান্সারের জায়গায় (যেমন: মেরুদণ্ডে বা পেটে)।
কেন কেমোথেরাপি দেওয়া হয়?
টিউমার ছোট করতে (অপারেশনের আগে)।
অপারেশন বা রেডিওথেরাপির পর শরীরে ছড়িয়ে থাকা কোষ মেরে ফেলতে।
রোগ ছড়িয়ে পড়লে (মেটাস্টেসিস) নিয়ন্ত্রণে রাখতে।
উপসর্গ কমিয়ে রোগীর জীবনমান ভালো করতে।