Natural solution

Natural solution Natural Health Care is an best natural healthy product shop in Bangladesh. All Kinds of Medicine available here.

বিসমিল্লাহির রহমানির রহিম।

Raw Natural Mix / Raw Natural Mix / Raw Natural Mix

এই প্রাকৃতিক প্রোডাক্টটি একটি খাদ্য সম্পুরক। কিছু খেতে পারিনা খেলেই পেটে প্রচুর গ্যাস হয়, হুম দাদা ভাই অনেকই এই সমস্যায় ভুগছেন, তবে আমাদের দেশে কিন্তু একটি প্রচলিত কথাও আছে , পেট ঠিক তো সব ঠিক, পেট ও ঠিক তো সব ও ঠিক। তো আপনি এখনো সেই গ্যাস্টিক বা এসিডিতে ভুগছেন, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গ্যাস্টিক বা এসিডিটি থেকে সমাধান পেতে চাইলে পা কে পাচ মিনিট কষ্ট দিয়ে হলেও কথাগুলো লখ্য করে খেয়াল করে শুনার অনুরোধ রইল।

আমাদের অনেকেরেই বুক জালা পোড়ার পাশাপাশি টক ঢেকুর ওঠা, পেট ফাপা, বমি বমি ভাব, বদহজম, পায়খানা কসা বা কোষ্ঠকাঠিন্য, বুক ও পেট ব্যথা হয়ে থাকে। এটাকে আমরা অনেকেই অনেক নাম দিই।

এসিডিটি, গ্যাস্টিক, আলসার, এসিডরিফ্লেকশন ইত্যাদি। আসুন জেনে নেই কেনো এই সমস্যা গুলো হয়।

অনিয়মিত খাদ্য অভ্যাস ও তেল চবি ভাজাপোড়া খাবার থেকে এসিডিটি হতে পারে । নিদিষ্ট কিছু খাবার থেকে এসিডিটি হতে পারে । কারো ক্ষেত্রে বেশী মসলা দ্বারা খাবার খেলে বুকে জালাপোড়া হতে পারে । কারো ক্ষেত্রে চা কফি দুধ বা দুধের তৈরী খাবার খেলেও এসিডিটি অসুবিধা হতে পারে ,যারা ধুম পান করেন তাদের এই সমস্যা হতে পারে । যদি অনেক টেনশনে থাকেন তাদের এই সমস্যা দেখা দিতে পারে । আপনার ওজন যদি স্বাভাবিক এর চেয়ে বেশী হয় তাহলে আপনার এই সমস্যা গুলো দেখা দিতে পারে।গর্ভবতী অবস্থায় সমস্যা দেখা দিতে পারে,আরো হয়ে থাকে পায়খানা কসা বা কোষ্ঠকাঠিন্য থেকে, এই পায়খানা কসা বা কোষ্ঠকাঠিন্যর কারনে আপনার এই সমস্যা গুলো সৃষ্টি হয়ে পেটের আরো বিভিন্ন রোগ হয়ে আপনার জীবনকে অতিষ্ঠ করে তোলে।

এরপর আপনি যদি দিঘদিন যাবত ব্যথা নাশক ঔষধ ও এন্টিবায়োটিক খান এই এসিডিটি সমস্যা গুলো হতে পারে। এবার আমি আলোচনা করবো । দীর্ঘদিন আপনি গ্যাস্টিকের ঔষধ খেলে আপনার কি কি সমস্যা গুলো হতে পারে। শরীরের হার নরম হয়ে যাওয়া বা হাড় ক্ষয় জনিত সমস্যা গুলো দেখা দেয়। লিভার জনিত নানা রকম সমস্যা দেখা দিতে পারে। যাদের বয়স বেশী তাদের কিডনি ডেমিস হয়ে যেতে পারে,গভবতী মায়েদের নানামুখী সমস্যা দেখা দিতে পারে।

এবার আপনারা প্রস্ন জাগতেই পারে তাহলে আপনার কি করা উচিৎ। আমাদের চারোপাসে মহান আল্লাহু তালার নেয়ামত বিশেষ গুনখমতা কিছু প্রাকৃতিক খাবার আছে। যা নিয়ম করে খেলে এই সমস্যা গুলো পুরোপুরি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।

কোন প্রাকৃতিক খাবারটি কিভাবে খেলে সমস্যা গুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন তা আমি এখন বলবো। প্রথমে আমি বলবো মৌরি নিয়ে। এভাবে এক চিমটি মৌরি নিন। তারপর চিবিয়ে পানি দিয়ে খেয়ে ফেলুন। প্রতিদিন রাতে খাওয়ার পর খান এতে আপনি ভালো উপকার পাবেন। এখন বলবো আমি মেথির কথা। আপনি কোয়াটার চামচ মেথি নেন না চিবিয়ে পানি দিয়ে গিলে খেয়ে ফেলুন।

নিয়মিত সেবনে আপনি অকল্পনীয় উপকার পাবেন। এরপর আমি বলবো থানকুনি পাতার কথা। এই থানকুনি পাতা আপনারা অনেকেই চিনেন। এটা চিবিয়ে খেতে পারেন, ভতা করে খেতে পারেন। রান্নায় বিভিন্ন শাক সবজির সাথে খেতে পারেন। এতে এসব সমস্যা ছাড়াও পেটে নানা রকম সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। এখন যেটা নিয়ে বলবো এটাও অনেকেই চিনে থাকবেন।

আমলকি, হরতকি,বহেড়া, যার নাম ত্রিফলা। এটা আপনারা চাইলে চূনো করেও খেতে পারেন।আবার ত্রিফলা ভেজানো পানিও খেতে পারেন, এর ফলে আপনি আলোচ্য সমস্যা গুলি থেকে আপনি ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আর একটি ভেষজ এর কথা না বললেই নয়।

পুদিনা পাতা এটাও আপনারা অনেকেই চিনেন। পুদিনা পাতা হজমের ভালো কাজ করে প্লাস আপনার এসিডিটিকে কমিয়ে আপনার সুস্থতা আনায়ন করবে। চাইলে আপনারা চায়ের সাথে খেতে পারেন। এবং চাইলে আপনারা যখন এসিডিটির সমস্যা হবে তখন আপনার ৪/৫ টি পাতা চিবিয়ে খাবেন ইনশাআল্লাহ এতে আপনি ভালো ফলাফল পাবেন।

এ রকম আরো প্রাকৃতিক খাবার আছে যা ধারা আপনি গ্যাস্টিক বা এসিডিতে থেকে সারা জীবন ভালো থাকতে পারবেন। তো দাদা ভাই আপনাদের কাছে এসব প্রাকৃতিক খাবার গুলো সংগ্রহ করে খেতে জামেলা মনে হতে পারে। তাই আমরা র,সেকশন এর পক্ষ থেকে আপনার সেবায় পরিপাকতন্ত্রের জন্য নিয়ে এসেছি পুদিনা পাতা, থানকুনি পাতা, মেথী, জৈন,মৌরি,বাসক সহ চব্বিশ টি উপাদানে তৈরি এই প্রডাক্টি যার নাম Raw Natural Mix ,,,আর এই Raw Natural Mix প্রডাক্টি প্রাকৃতিক উপাদানে তৈরি বিদায় সম্পূর্ণ পাশ প্রতিক্রিয়া মুক্ত এবং নিরাপদ। ছোট বড় সকলে এই র,ন্যাচারাল মিক্সটি খেতে পারিবেন। র,ন্যাচারাল মিক্স এই প্রডাক্টি নিয়মিত দুই বেলা করে এক মাস সেবনেই আপনার গ্যাস্টিক, বদহজম,পেটফাপা, পেট ও বুক ব্যথা,পায়খানা কসা বা কোষ্ঠকাঠিন্য, লিভার জন্ডিস, শরিরের বিষাক্ত টক্সিন, পায়খানার রাস্তায় রক্ত পড়া,আমাশয়, হাত পা জালাপোড়া, সহ যাবতীয় পরিপাকতন্ত্র জনিত অথবা পেটের সমস্যা থেকে আপনি ভালো হবেন ইনশাআল্লাহ। প্রথম দিন থেকেই আপনার ভালোলাগবে।

তবে মনে রাখবেন প্রডাক্টির নাম Raw Natural Mix প্রস্তুত কারক র,সেকশন ঢাকা বাংলাদেশ। প্রাকৃতিক এই প্রডাক্টি BCSIR টেস্টে পরিখিত ও সরকারী অনুমোদিত। Raw Natural Mix , এই প্রডাক্টি একটি খাদ্য সম্পূরক,, সম্পূর্ণ 100% ন্যাচারাল প্রডাক্ট ও হালাল। এটাতে কোনো কেমিক্যাল নেই। তাই আপনার জন্য নিরাপদ। Raw Natural Mix এই খাদ্য সম্পূরক প্রডাক্টি মান সম্পন্ন বিদায় আপনারা ফার্মেসি থেকেও এই প্রডাক্টি খরিদ করিতে পারিবেন। র,ন্যাচারাল মিক্স খাওয়ার নিয়ম,সকালে ও রাতে মিক্সটি হাফ চা চামচ এক গ্লাস পানিতে ৩/৪ মিনিট নারুন মিক্সটি তৈরি হয়ে গেলে খেয়ে ফেলুন ইনশাআল্লাহ আপনার আজ থেকেই ভালোলাগবে তবে মনে রাখবেন প্রডাক্টির নাম Raw Natural Mix .

29/01/2024

Address

কুড়ার ঘাট, পুরাতন ঢাকা, কামরাংগীরচর
Dhaka
1312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram