26/03/2024
আমাদের এই দেশটাকে মনে হয় কেউ এখন আর ভালোবাসে না।
সবাই বাংলাদেশকে ভাবে একটা লোভনীয় মাংসের টুকরা।
সুযোগ পেলেই, যে যেখান থেকে পারে ছোবল মেরে খুবলে খুবলে খায়।
ঘরের লোক খাবে, বাহিরের লোকরা খাবে। আসলে কে কোথা থেকে খাচ্ছে সেটা আসলে কারো মাথাব্যথা নেই। মাথাব্যথা হচ্ছে কে কতটুকু খাচ্ছে, আমি কতটুকু খেতে পারছি।
দেশ গোল্লায় যাক বা হারিয়ে যাক, আমার কি এত ভাবার সময় আছে। আমারটা আমি আগে খেয়ে নেই। আমার সন্তান আমার পরিবার আমি সামলাবো। দেশ তো আমার সামলানোর দায়িত্ব না। অন্য সবাই সবটা খেয়ে ফেললে আমি খাব কি?
আমি মনে করি দেশের উন্নয়ন নির্ভর করে সে দেশের জনগণের উপরে, যতক্ষণ পর্যন্ত প্রতিটা নাগরিক দেশ এবং দেশের উন্নয়নকে ব্যক্তি স্বার্থের থেকেও বেশি গুরুত্ব দিবে না ততক্ষণ দেশে উন্নয়ন হবে না | একবার ভেবে দেখেছেন আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি ? দুর্নীতিকে না বলুন, এখনি |
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ❤️
#বাংলাদেশ