ডাঃ বি.এম.লিমন

ডাঃ বি.এম.লিমন স্বাস্থ্যসেবা তথ্য ও চিকিৎসা পরামর্শ বিষয়ক সেবার নিমিত্তে তৈরি পেইজ।

আমার পছন্দের জব ৩টি।১) শিক্ষক২)চিকিৎসক৩)ম্যাজিস্ট্রেটযদিও সব কিছু একসাথে পাওয়া প্রায় অসম্ভব।তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ আ...
27/08/2024

আমার পছন্দের জব ৩টি।
১) শিক্ষক
২)চিকিৎসক
৩)ম্যাজিস্ট্রেট

যদিও সব কিছু একসাথে পাওয়া প্রায় অসম্ভব।তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

#চিকিৎসক আমার মেইন পেশা।
সাথে ভালোলাগা থেকে শিক্ষকতা পেশাতেও যুক্ত হতে পেরেছি কয়েক মাস আগে।আলহামদুলিল্লাহ।

22/08/2024

বাংলাদেশ ভালো নাই।😔
আল্লাহ হেফাজত করুন।🤲

অভিনন্দন প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস স্যার।💐💐Hope for the best..
06/08/2024

অভিনন্দন প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস স্যার।💐💐
Hope for the best..

18/07/2024


“When the bird is alive, it eats the ants.” When the bird dies, the ants eat the bird.  Time and circumstances can chang...
10/07/2024

“When the bird is alive, it eats the ants.” When the bird dies, the ants eat the bird. Time and circumstances can change at any time. Never devalue or hurt anyone in life. You may be strong today but remember that time is stronger than you! One tree makes a million matchsticks, and one matchstick can burn a million trees, so do not let one negative thing affect the millions of positive things in your life...
“So be good and do good.

যার ফলাফলস্ট্রোকহার্ট অ্যাটাকআরও বড় বড় বিপদহাড্ডির ভিতরের যে নরম অংশটাকে সুড়ুৎ ফুড়ুৎ করে ক্যালসিয়াম (Ca) বলে খাচ্ছেন ত...
03/07/2024

যার ফলাফল
স্ট্রোক
হার্ট অ্যাটাক
আরও বড় বড় বিপদ
হাড্ডির ভিতরের যে নরম অংশটাকে সুড়ুৎ ফুড়ুৎ করে ক্যালসিয়াম (Ca) বলে খাচ্ছেন তা আসলে প্রায় পুরোটাই চর্বি! এতে ক্যালসিয়ামের উপস্থিতি প্রায় নগন্য।

গরু বা কোনো প্রাণীর হাঁড়ের ভিতরের নরম অংশটা হলো অস্থিমজ্জা বা Bone marrow. এটির প্রধান অংশ হলো Yellow bone marrow যা প্রায় পুরোটাই চর্বি বা Fat.

আর ক্যালসিয়াম থাকে হাঁড়ের শক্ত অংশে। এটি সাধারণত খাওয়া যায়না। তাই মজার জন্য Bone marrow খান সমস্যা নাই, কিন্তু যারা ক্যালসিয়াম মনে করে চর্বি খাচ্ছেন তাদের জন্য সমবেদনা!

Dr. Zafar Sadeque স্যারের ওয়াল থেকে।

30/06/2024
জ্বরের কারনে ফার্মেসি থেকে একটা ওষুধ কিনে খাইছিলো।সেই ওষুধের রিএকশনে এমন অবস্থা হয়েছে।আর সেই এক পিস ওষুধের নাম "নাপা"!এট...
01/05/2024

জ্বরের কারনে ফার্মেসি থেকে একটা ওষুধ কিনে খাইছিলো।সেই ওষুধের রিএকশনে এমন অবস্থা হয়েছে।

আর সেই এক পিস ওষুধের নাম "নাপা"!

এটা খুবই রেয়ার কেস এবং খুবই অল্প সংখ্যক মানুষের বডি প্যারাসিটামলের প্রতি হাইপারসেন্সিটিভ যার এক্সাক্ট কারন অদ্যোবধি অজানা।

collected from physician Dairy

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন  এবং অবশ্যই ঔষধ মনে করুন।  আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম ল...
26/04/2024

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।

আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পরশু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এর পর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

কি করতে হবে ?
👉 স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।

copy from Bangladesh medical News

অনেকেই আমরা Troll করছি। গালি গালাজ করছি মেয়ে টাকে। কিন্তু সে যে একটা Clean cut case of Psychiatry . যে ব্যাপার টা কয়জন ধ...
26/03/2024

অনেকেই আমরা Troll করছি। গালি গালাজ করছি মেয়ে টাকে। কিন্তু সে যে একটা Clean cut case of Psychiatry . যে ব্যাপার টা কয়জন ধরতে পারছি?
উনার যেটা হচ্ছে এটাকে বলে . এক্ষেত্রে সেই রোগী বিশ্বাস করে তার কোন Special identity ( যেমন ডাক্তার, Police , Model ) বা Special power আছে। এবং এই Delusion আসলে Firm একটা Belief যেটা পৃথিবীর সব Evidence দিয়েও যদি মিথ্যা প্রমাণ করা হয় তারপর ও রোগী সেই বিশ্বাসে অটল থাকবে।এগুলো সব Psychiatry এর পরিভাষা। কোন টাই আমার কথা না। কারো ইচ্ছা থাকলে Psychiatry বই অথবা Net এ গিয়েও ঘেটে দেখতে পারেন।

এই মেয়ে , যেখানে জেল খেটে আসলো এই ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে, তারপর ও দেখেন বের হয়েই সে White coat পরে Again পরিচয় দিচ্ছে publicly সবার সামনে যে সে ডাক্তার। এমন কি বারবার ভুল ধরায়ে দেবার পর ও সে তার বক্তব্যে অটল থাকছে।

এখানে দোষ হলো উক্ত টিভি সাংবাদিকদের । যে এই মানসিক ভাবে পরিশ্রান্ত মেয়ে টাকে ব্যবহার করে TRP বাড়িয়ে নিচ্ছে। আর হ্যা আইনের নজরের পাশাপাশি মেয়েটার মানসিক চিকিৎসার অতি প্রয়োজন।কারন এগুলো সিজোফ্রেনিয়ার লক্ষণ।

©️

আমাদের এই দেশটাকে মনে হয় কেউ এখন আর ভালোবাসে না। সবাই বাংলাদেশকে ভাবে একটা লোভনীয় মাংসের টুকরা। সুযোগ পেলেই, যে যেখান ...
26/03/2024

আমাদের এই দেশটাকে মনে হয় কেউ এখন আর ভালোবাসে না।

সবাই বাংলাদেশকে ভাবে একটা লোভনীয় মাংসের টুকরা।

সুযোগ পেলেই, যে যেখান থেকে পারে ছোবল মেরে খুবলে খুবলে খায়।

ঘরের লোক খাবে, বাহিরের লোকরা খাবে। আসলে কে কোথা থেকে খাচ্ছে সেটা আসলে কারো মাথাব্যথা নেই। মাথাব্যথা হচ্ছে কে কতটুকু খাচ্ছে, আমি কতটুকু খেতে পারছি।

দেশ গোল্লায় যাক বা হারিয়ে যাক, আমার কি এত ভাবার সময় আছে। আমারটা আমি আগে খেয়ে নেই। আমার সন্তান আমার পরিবার আমি সামলাবো। দেশ তো আমার সামলানোর দায়িত্ব না। অন্য সবাই সবটা খেয়ে ফেললে আমি খাব কি?

আমি মনে করি দেশের উন্নয়ন নির্ভর করে সে দেশের জনগণের উপরে, যতক্ষণ পর্যন্ত প্রতিটা নাগরিক দেশ এবং দেশের উন্নয়নকে ব্যক্তি স্বার্থের থেকেও বেশি গুরুত্ব দিবে না ততক্ষণ দেশে উন্নয়ন হবে না | একবার ভেবে দেখেছেন আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি ? দুর্নীতিকে না বলুন, এখনি |

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ❤️



#বাংলাদেশ

Address

Dhaka
1207

Telephone

+8801785902134

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ বি.এম.লিমন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ বি.এম.লিমন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category