04/04/2025
জলবসন্ত বা চিকেন পক্স তীব্র ছোঁয়াচে একটি রোগ!
এটি মূলত জানুয়ারি থেকে মে, অর্থাৎ শীত ও বসন্ত ঋতুতে বেশি হয়। ১০ বছরের কম বয়সীদের আক্রান্তের হার বেশি। তবে রোগটি যে কোনো বয়সে হতে পারে, এমনকি নবজাতকেরও।
আক্রান্ত শিশুর সংস্পর্শে থাকা স্কুলের বন্ধুদের বা পরিবারের সদস্যদের প্রায় ৯০ শতাংশ আক্রান্ত হয়। রোগ ছড়ায় সরাসরি সংস্পর্শে এবং হাঁচি, কাশি, থুতু-লালার সাহায্যে। জলভরা কাঁচা ফোসকায় জীবাণু থাকে, তা ফেটে গেলে বা খুঁটে ফেললে রোগ ছড়াতে পারে। র্যাশ বেরোনোর ২৪ ঘণ্টা থেকে সব খোসা উঠে যাওয়া পর্যন্ত রোগ ছড়ায়। যা সাধারণভাবে সাত-আট দিন পর্যন্ত স্থায়ী হয়।
এজাতীয় কোনপ্রকার লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহণ করা জরুরি।
ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য সচেতন হন।
চেম্বার ১:
সময়: বৃহস্পতিবার বিকাল ০৫.০০ থেকে রাত ১০.০০টা।
ও শুক্রবার সারাদিন।
সিরিয়াল: 01786-054142
জুহানী হেলথ্ কেয়ার, ভেলুপাড়া,আই কে রোড,ঈশ্বরদী,পাবনা।
চেম্বার ২:
প্রতি রবি,সোম ও বুধবার
বিকাল ৫.০০টা থেকে রাত ৯.০০টা
এ্যাপোলো প্লাস মেডিকেল সার্ভিসেস
গোডাউন মোড়, হাসপাতাল রোড, শালগাড়ীয়া, পাবনা।
যোগাযোগের জন্যঃ 01303-667575,01334-761747