
27/09/2022
আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পরিপূর্ণ রোগ মুক্তির উপায় নিয়ে উন্নত জীবনের জন্য সর্বোত্তম চিকিৎসা👉
★★★ আরো জানতে 👉
হিজামা থেরাপি হোম সার্ভিস নিতে আজই যোগাযোগ করুন।
👉 হিজামা থেরাপি যে সকল রোগের ভালো করেঃ
হিজামা_বা_wet_Cupping Therapy দ্বারা যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১. মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়।
২. এ্যাজমা, ব্রংকাইটিস, COPD, সাইনুসাইটিস, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, নিউমোনিয়া, লাং ইনফেকশান।
৩. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হার্ট ব্লক, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।
৪. গ্যাস্ট্রাইটিস (গ্যাসের সমস্যা), বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, ফিসার, পাইলস, ফ্যাটি লিভার, IBS, ।
৫. এটি হেপাটাইটিস বি এর ভাইরাল লোড কমায়।
৬. ঘুমের সমস্যা, স্ট্রেস, পারকিনসন্স ডিজিজ, মানসিক সমস্যা।
৭. স্পোর্টস ইনজুরি
৮. Erectyle dysfunction, ejaculatory dysfunction, অন্যান্য যৌন সমস্যা।
৯. থাইরয়েডের সমস্যা।
১০. Gout
১১. রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমাতে
১২. PCOS, মাসিকের সমস্যা সহ মেয়েদের অন্যান্য সমস্যা
১৩. অস্টিওপোরোসিস, রিউমাটয়েট আর্থ্রাইটিস সহ আরও অনেক রোগে উপকারী।
★★★
✍️ আবুহুরারা (রা:) থেকে বর্নিত রাসুল(স:)বলেছেন জিবরীল (আ:) আমাকে জানিয়েছেন
# মানুষ চিকিৎসার যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হলোসর্বোত্তম ।
(আল_হাকীম-৭৪৭০)
আমাদের মহিলার জন্য আলাদা ব্যবস্থা আছে।
পর্দার সহিত মহিলাদের হিজামা করা হয়।
বিঃ দ্রঃ হোম সার্ভিস চার্জ ঢাকা-বরিশাল সিটির মধ্যে আলোচনা সাপেক্ষে।
✍️✍️আমাদের গ্যারান্টিসহ চিকিৎসা সমূহ✍️✍️
পা'র্শ্ব প্রতিক্রি'য়াহীন চিকি'ৎসা গ্রহন করুন নিরা'পদ ও সু'স্থ থাকুন ।
বিনা-অপারেশনে নাকের পলিপাস, অর্শ্ব, গেজ, পাইলস্, ফিস্টুলা, টনসিল, ব্রেইন টিউমার, ব্রেস্ট টিউমার, জরায়ু টিউমার, কিডনী পাথর, পিত্তথলি পাথর, মূত্রথলির পাথর গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয়। এবং শরিরের বিভিন্ন সমস্যা যেমন,
যৌন দুর্বলতা, স্বপ্নদোষ, স্বাস্থ্যহীনতা, আমাশয়, জন্ডিস, হেপাটাইটিস বি, গ্যাস্ট্রিক, আলসার, এলার্জি, হাঁপানি, শ্বাসকষ্ট, মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব, বন্ধাত্ব্য, বাত ব্যাথা, সাইনোসাইটিস, মাথা ব্যাথা, হিজামা থেরাপি সহ বিভিন্ন জটিল রোগের স্থায়ী সর্বাধুনিক সুচিকিৎসা প্রদান করে থাকি৷
ইনশা-আল্লাহ আমাদের চিকিৎসা ব্যবহারে ০৩-০৭ দিনের মধ্যে আপনার পরিবর্তন দেখতে পাবেন৷
★★★★
আমাদের ফেসবুক পেজঃ
১. আস-সুন্নাহ্ হিজামা সেন্টার।
২. ঢাকা হিজামা সেন্টার।
৩. বেস্টলাইফ হিজামা সেন্টার৷
★★ অ্যপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন ★★
🙋 ঢাকা হেল্থ সেন্টার 🙋
(উন্নত জীবনের জন্য সর্বোত্তম চিকিৎসা)
👉 মোবাইলঃ +8801719-778094 (WhatsApp)
https://www.facebook.com/dhakahealthcentre/
✍️ ঢাকা অফিসঃ
দিলু রোড, নিউ ইস্কাটন,
বাংলামটর, ঢাকা-১০০০.
✍️ বরিশাল অফিসঃ
নিরা-নিলয়, দক্ষিণ আলেকান্দা,
আমতলা, বরিশাল।
(বরিশালে প্রতি মাসের ১০-১৫ তারিখ)
✍️ গাজীপুর চেম্বারঃ
গাজীপুর চৌরাস্তার সাথে।