Dr-Shahadat's HijamAcu-Point BD

Dr-Shahadat's HijamAcu-Point BD Regimental Therapy (RT)& Traditional Chinese Medicine (TCM) Centre by Dr-Shahadat.
(1)

29/11/2023

শিশু কৈশোর এ বাচ্চা চোখের পলক ফেলে অবিরত, সমূহ চিকিৎসায় চেষ্টা হয়েছে শত??
আকুপাংচার এ মুক্তি মিলবে ৩ সেশনে চোখ বিরত 😇

হাঁটু ব্যথায় নাইকো ভয়,হিজামা, আকুপাংচার এর সমন্বয়ে সহজেই তা ভালো হয়।Dr-Shahdat.
16/11/2023

হাঁটু ব্যথায় নাইকো ভয়,
হিজামা, আকুপাংচার এর সমন্বয়ে সহজেই তা ভালো হয়।
Dr-Shahdat.

কুমিল্লা থেকে ৬৫ বছর বয়স্ক একজন আন্টি আসলেন আমাদের কাছে হিজামা থেরাপি নিতে, ওনার ছোট বোন জামাই এবং এলাকার ছোট ভাই, আরো ...
29/08/2023

কুমিল্লা থেকে ৬৫ বছর বয়স্ক একজন আন্টি আসলেন আমাদের কাছে হিজামা থেরাপি নিতে, ওনার ছোট বোন জামাই এবং এলাকার ছোট ভাই, আরো অনেক ই ইতোমধ্যে আমাদের কাছে হিজামা থেরাপি নিয়ে উপকৃত হয়েছেন, আলহামদুলিল্লাহ।

তাই কুমিল্লায় নিকটের সেন্টার গুলো থাকা সত্ত্বেও উনারা এতো দূর ভ্রমণ করে আসেন এবং প্যাশেন্ট রেফার।

হিজামা কন্ডাক্ট করছেন আমাদের লিড লেডি থেরাপিস্ট জান্নাতুল ফাতেমা তাশফিয়া।

আন্টির দীর্ঘ ১০ বছরের ব্যথা আল্লাহ যেন মাফ করে শান্তি দান করেন, সেই দোয়ার দরখাস্ত করছি।

Dr-Shahdat.
01911932555

কোমর ব্যথা থেকে সায়াটিকা:কিছু ক্ষেত্রে কোমরে ব্যথা এমন হয় যে তা শুধু কোমরে সীমাবদ্ধ না থেকে পায়েও ছড়িয়ে পড়ে। প্রায় ৪০ শত...
19/02/2023

কোমর ব্যথা থেকে সায়াটিকা:
কিছু ক্ষেত্রে কোমরে ব্যথা এমন হয় যে তা শুধু কোমরে সীমাবদ্ধ না থেকে পায়েও ছড়িয়ে পড়ে। প্রায় ৪০ শতাংশ মানুষের জীবনের কোনো না কোনো সময় সায়াটিকার কম বা বেশি উপস্থিতি লক্ষ করা যায়।

সায়াটিকার লক্ষণ:
যদিও কোমরের উভয় অংশ এবং দুই পায়েই সায়াটিকা হতে পারে, তবে এক পাশে ও এক পায়েই রোগটি বেশি হতে দেখা যায়। লক্ষণগুলোর মধ্যে আছে—
♦ কোমরে ব্যথা—সাধারণত নিচের দিকে এবং এক পাশে।
♦ ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যায়। উরুর দিকে বেশি অনুভূত হয়।
♦ অনেক ক্ষেত্রে কোমরে কোনো ব্যথা থাকে না; কিন্তু উরুর পেছন দিক থেকে শুরু করে হাঁটুর নিচের মাংসপেশির মধ্যে বেশি ব্যথা করে।
♦ ব্যথা সাধারণত তীব্র ধরনের হয়। সুই ফুটানোর মতো ব্যথা হয়।
♦ শুয়ে থাকলে ব্যথা কম থাকে, কিছুক্ষণ হাঁটলেও ব্যথা কমে যায়। কিন্তু বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে ব্যথা বাড়ে।
♦ অনেক সময় কিছুক্ষণ হাঁটলে আর হাঁটা যায় না। তখন কিছুটা বিশ্রাম নিলে আবার কিছু সময় হাঁটা যায়।
♦ আক্রান্ত পায়ে ঝিন ঝিন বা অবশ ভাব হয় ও দুর্বলতা অনুভূত হয়।

অপারেশন এড়িয়ে দীর্ঘমেয়াদী ব্যথার চিকিৎসা নিতে ⬇️

📞 01937-336333

বা ভিজিট করুন⬇️
Dr-Shahadat's HijamAcu-Point BD
শাহ্ কবির ইউনানী ফার্মা


#পেইন

03/02/2023

ইবনু আব্বাস (রাঃ), থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ মিরাজের রাতে আমি ফেরেশতাদের যে দলকেই অতিক্রম করেছিলাম, তাদের সকলে আমাকে বলেছেন, হে মুহাম্মাদ! আপনি অবশ্যই হিজামা করবেন।

তাহকীক আলবানীঃ সহীহ।


সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৪৭৭
হাদিসের মান: সহিহ হাদিস

মাস ঘুরে আবারো ফিরে এলো হিজামার সুন্নাতি তারিখ, হিজামার সুন্নাতি তারিখ উপলক্ষে Dr-Shahadat's HijamAcu-Point BD এর পক্ষ থ...
12/12/2022

মাস ঘুরে আবারো ফিরে এলো হিজামার সুন্নাতি তারিখ, হিজামার সুন্নাতি তারিখ উপলক্ষে Dr-Shahadat's HijamAcu-Point BD এর পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এ মাসের হিজামার সুন্নাহ তারিখ সমূহ:

প্রথম সুন্নাহ তারিখ - ১৭/০৫/৪৪ হিজরী মোতাবেক ১১/১২/২২ ইং , সময়ঃ- রবিবার মাগরিব থেকে ১২/১২/২২ইং সোমবার মাগরিব পর্যন্ত।

দ্বিতীয় সুন্নাহ তারিখ - ১৯/০৫/৪৪ হিজরী মোতাবেক ১৩/১২/২২ ইং, সময়ঃ- মঙ্গলবার মাগরিব থেকে ১৪/১২/২২ইং বুধবার মাগরিব পর্যন্ত ।

তৃতীয় সুন্নাহ তারিখ - ২১/০৫/৪৪ হিজরী মোতাবেক ১৫/১২/২২ ইং, সময়ঃ- বৃহস্পতিবার মাগরিব থেকে ১৬/১২/২২ ইং শুক্রবার মাগরিব পর্যন্ত।

পরিচালনায়: শাহ্ কবির ইউনানী ফার্মা

01/12/2022

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে জনাব ফখরুল ইসলাম স্যার এসেছিলেন، দীর্ঘদিনের লাম্বার ডিস্ক প্রলাপস জনিত ব্যাক পেইন এবং শারীরিক অস্বস্তি নিয়ে।
আসার সময় সাথে করে বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের প্রফেসর গণের প্রেসক্রিপশন পরামর্শ ইত্যাদির অতীত পেপার্স নিয়ে এসেছেন। বুয়েটের অভ্যন্তরী মেডিকেল এবং ফিজিওথেরাপি সেন্টার,
সাভারের সিআরপি সহ, শহিদুল স্যারের শশী হাসপাতাল , এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে তিনি চিকিৎসা নেননি।
এখন আমার কাছে এসে বললেন সব করেছি ভাই এবার আপনার চিকিৎসা করে দেখি আল্লাহ কি করেন!!
আমি পরিপূর্ণ আশাবাদী আগামী তিন দিনের ভিতরে স্যার 12 আনা সুস্থতা অনুভব করবেন, ইন শা আল্লাহ।

ফখরুল স্যার কে রেফার করেছেন, আমার বছর দুয়েক আগের ব্যাকপেইনের সফল রোগী Ashikul Islam

সৌদি প্রবাসী শরিফ ভাই, কুমিল্লা থেকে কালকে এসেছিলেন চার বছরের পুরনো ক্রনিক ব্যাক পেইনের চিকিৎসা নিতে।কম্বাইন্ড ইন্টারভেন...
25/11/2022

সৌদি প্রবাসী শরিফ ভাই, কুমিল্লা থেকে কালকে এসেছিলেন চার বছরের পুরনো ক্রনিক ব্যাক পেইনের চিকিৎসা নিতে।
কম্বাইন্ড ইন্টারভেনশন থেরাপি দিয়ে প্রথম সেশন পরিচালনা করলাম।
বিদায় নেওয়ার সময় বললাম ভাই আপনার টাক মাথায় একটু করে দেই, মাথায় দুটো কাপ করলাম এবং বললাম পরবর্তীতে চুলের কি অবস্থা তা নিয়ে ফিড ব্যাক জানাতে।
Dr-Shahadat.

14/10/2022

হিজামা করানোর সুন্নত তারিখ:

১৭, ১৯ এবং ২১শে রবিউল আউয়াল
১৪, ১৬ এবং ১৮ই অক্টোবর
শুক্র, রবি এবং মঙ্গল বার।

11/10/2022

Hijama Journey to Basabo

07/10/2022

Whole Body 3500 Tk Per Session.
Not Only Hijama.
We will provide.
Manipulation.
Oil Massaging.
Silicone Cupping.
Fire Touch Up.
Fire Cupping.
Acupuncture ( If Required)
Hijama.
TDP heat ( If Required)

মসজিদে অনেককেই দেখা যায় হাটু কিংবা কোমরে ব্যাথার কারণে চেয়ারে বসে সালাত আদায় করতে। এদের সিংহভাগই কিন্তু আমাদের সেবা নিয়ে...
01/10/2022

মসজিদে অনেককেই দেখা যায় হাটু কিংবা কোমরে ব্যাথার কারণে চেয়ারে বসে সালাত আদায় করতে। এদের সিংহভাগই কিন্তু আমাদের সেবা নিয়ে ব্যথামুক্ত হতে পারেন। আবার সিজদাহ্'য় অবনত হয়ে তৃপ্ত হতে পারেন।

বিস্তারিতঃ 01966038666

" মেরাজের রাত্রিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হিজামা (حِجَامَة ) এই নববী চিকিৎসা ব্যবস্থাকে অন...
14/09/2022

" মেরাজের রাত্রিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হিজামা (حِجَامَة ) এই নববী চিকিৎসা ব্যবস্থাকে অন্যান্য পয়গম্বর এবং সম্মানীত ফেরেশতাগণ প্রমোট করেন।
মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)
পরিচালনায়: শাহ্ কবির ইউনানী ফার্মা শাহ্ কবির ইউনানী ফার্মা
Dr-Shahadat Naturopathy Practitioner

02/09/2022

" মেরাজের রাত্রিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হিজামা (حِجَامَة ) এই নববী চিকিৎসা ব্যবস্থাকে অন্যান্য পয়গম্বর এবং সম্মানীত ফেরেশতাগণ প্রমোট করেন।
মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)

শাহ্ কবির ইউনানী ফার্মা
শাহ্ কবির ইউনানী ফার্মা

বয়স্কদের জয়েন্ট পেইন:-বয়স্করা সাধারণত যে সকল জয়েন্টের সমস্যায় ভোগেনঃমানুষের রোগের ভিতর ব্যথা বা যন্ত্রনা একটি অস্বস...
21/08/2022

বয়স্কদের জয়েন্ট পেইন:-

বয়স্করা সাধারণত যে সকল জয়েন্টের সমস্যায় ভোগেনঃ
মানুষের রোগের ভিতর ব্যথা বা যন্ত্রনা একটি অস্বস্থি ও কষ্টকর সমস্যা। আল্লাহতাআলা আমাদের শরীরে বিভিন্ন ধরনের জয়েন্ট বা সন্ধি আমাদের স্বাভাবিক চলাচল এবং কর্ম সম্পাদন করে জীবন নির্বাহের জন্য দিয়েছেন। সাধারনতঃ দুই বা দুইয়ের অধিক হাড় বা তরুনাহিস্থ শরীরের কোন এক জায়গায় সংযোগস্থাপনকারী টিস্যুর মাধ্যমে যুক্ত হয়ে একটি অস্থি সন্ধি বা জয়েন্ট তৈরী করে। আর এই সংযোগ স্থাপনকারী টিস্যুগুলো হচ্ছে মাংসপেশী, টেন্ডন, লিগামেন্ট, ক্যাপসুল, ডিস্ক, সাইলোভিয়াল পর্দা বা মেমব্রেন ইত্যাদি। এগুলো জয়েন্টকে শক্তি ও দৃঢ়তা প্রদান করে, জয়েন্ট এর তল বা সারফেস সমূহকে মসৃন বা পিচ্ছিল রাখে। এছাড়া মেরুদন্ডের দুটি হাড়ের মাঝে অবস্থিত ডিস্ক সক এবজরবার হিসাবে কাজ করে হাড়কে ক্ষয়ে যাওয়া করে। এই সব অস্থি বা জয়েন্টগুলোতে প্রধানত বয়স বাড়ার সাথে সাথে ক্ষয়, প্রধাহ জনিত এবং আভ্যন্তরীন পরিবর্তনের কারনে ব্যথা বেদনা সৃষ্টি করে মানুষের চলাচল কাজকর্মে বিঘ্ন ঘটায়।
বৃদ্ধ বয়সে প্রায় সকল সন্ধি বা জয়েন্টে কম বেশী ব্যথার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যেসব জয়েন্ট শরীরের ওজন বহন করে এবং অতিরিক্ত ব্যবহৃত হয় যেমনঃ ঘাড়, কোমর ব্যথা, স্কন্ধ অস্থি সন্ধি বা সোল্ডার জয়েন্ট এবং হাটুর ব্যাথা সবচেযে বেশী রোগী পাওয়া যায়।

ঘাড়ে ব্যথা:-
ঘাড়ের ব্যাথা বিভিন্ন কারনে হতে পারে মূলতঃ ঘাড়ের মেরুদন্ডে যে হাড় ও জয়েন্ট আছে তা বয়স বাড়ার সাথে সাথে ব্যবহারের ফলে তাতে ক্ষয় জনিত পরিবর্তন ঘটে তার লিগামেন্ট গুলো মোটা ও শক্ত হয়ে যায় এবং দুইটি হাড়ের মাঝে যে ডিস্ক থাকে তার উচ্চতা কমে এবং সরু হওয়া শুরু হয়। আবার অনেক সময় হাড়ের মাঝে যে ডিস্ক থাকে তার উচ্চতা কমে এবং সরু হওয়া শুরু হয়। আবার অনেক সময় হাড়ের মাঝে দুরুত্ব কমে গিয়ে পাশে অবস্থিত স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে ব্যাথার জন্ম দিতে পারে। অনেক সময় স্নায়ু রজ্জু সরু হয়ে যেতে পারে। ফলে ঘাড় ব্যাথা ও নড়াচড়া করতে অসুবিধা সহ মাথা ব্যথা কিম্বা ব্যথা হাতের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ফলে ঘাড় ব্যথা ও নড়াচড়া করতে অসুবিধা সহ মাথা ব্যাথা কিম্বা ব্যথা হাতের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। দীর্ঘদিন এই ব্যথা অব্যাহত থাকলে ঘাড়ের মেরুদন্ডের বিকৃতি বা স্পাইরাল ডিফারমিটি দেখা দিতে পারে। এই সব সমস্যা গুলোকে প্রকার ভেদে বিভিন্ন নামে নামকরন করা হয় যেমনঃ সারভাইক্যাল স্পন্ডাইলোসিস, সারভাইক্যাল স্পন্ডাইলোসথোসিস, সারভাইক্যাল রিব, স্টিফ নেক, সারভাইক্যাল ইনজুরি ইত্যাদি।

কোমর ব্যথার:-
বার্ধ্যক্য জনিত বয়সে কোমর ব্যথার প্রধান কারন হচ্ছে কোমরের হাড় ও ইন্টারভার্টিক্যাল ডিস্ক এর ক্ষয় এবং কোমরের মাংশ পেশীর দুর্বলতা। কোমর ব্যথার রোগগুলোকে আমরা, লো-ব্যক পেইন/লাম্বার স্পান্ডাইলোসিস/ প্রোলাপস্ ডিস্ক ইত্যাদি রোগ বলে থাকি। এই রোগের কারণ, প্রক্রিয়া ও চিকিৎসা ব্যবস্থা প্রায় ঘাড় ব্যথা বা সারভাইক্যাল স্পন্ডাইলোসিস এর অনুরূপ। তবে রোগীর শরীরের অবস্থান/ পোশ্চার সঠিকভাবে রক্ষার গুরুত্ব দিলে অনেক ক্ষেত্রে কোমরের ব্যথা এড়ানো সম্ভব। শক্ত বিছানায় শোয়া, কাত হয়ে বিছানায় শুতে যাওয়া, ওঠা, ভারী জিনিস বহন বা তোলা পরিহার করা, নিয়মিত কোমরের ব্যয়াম করা এবং অসমতল যায়গায়,ওঠা, ভারী জিনিস বহন বা তোলা পরিহার করা, নিয়মিত কোমরের ব্যয়াম করা এবং অসমতল যায়গায় চলাচল না করা ইত্যাদি। কোমরের ব্যায়ামের ভিতরে উল্লেখযোগ্য চীত হয়ে শুয়ে হাটু ভাজ করে পিঠ দিয়ে বিছানায় চাপ দেওয়া, একই অবস্থায় শুয়ে হাটু একত্রে এপাশ ওপাশ চাপ দেওয়া, একই অবস্থায় শুয়ে এক পা এক পা করে হাটু ভাজ করে পেটের সাথে চাপ দেওয়া ইত্যাদি। কোমরের ব্যথার রোগীরা ঔষদের সাথে সাথে থেরাপিষ্ট এর পরামর্শ মোতাবেক শর্টওয়েভ, আলট্রাসাউন্ট, আই, এফটি কোমরের ব্যায়াম ও হাইড্রোথেরাপি অর্থাৎ পানিতে সাতার কাটলে, রেজিস্ট্রার্ড চিকিৎসক দ্বারা হিজামা কাপিং থেরাপি ও ড্রাই নিডেলিং, আকুপাংচারসহ অন্যান্য ট্রাডিশনাল চাইনিজ থেরাপির মাধ্যমে উপকার পেতে পারেন।

স্কন্ধ অস্থি সন্ধি বা সোল্ডাল জয়েন্টে ব্যথা:-
স্কন্ধ অস্থি সন্ধি একটি জয়েন্ট। বয়স ও ব্যবহার জনিত কারনে এই সকল জয়েন্টের আশে পাশের মাংসপেশী, টেন্ডন, লিগামেন্ট, ক্যাপসুল ও বার্সাতে প্রদাহ হতে পারে এবং রোগী জয়েন্ট নড়াচড়া করতে ব্যথা অনুভব করে, ফলে জয়েন্ট নাড়াচাড়া করা থেকে বিরত থাকেন এবং জয়েন্টটি আস্তে আস্তে শক্ত হয়ে জমতে শুরু করে। এ অবস্থা চলতে থাকলে এক সময় জয়েন্ট এর নড়াচড়া করার ক্ষমতা হ্রাস হয় এবং স্টিফনেস ডেভলআপ করে। ডায়াবেটিস, ঘাড়ের ব্যথ ও বুকের সার্জারীর কারনেও এ জোড়ার সমস্যা দেখা দিতে পারে।

হাটুর ব্যথা:-
হাটু মানুষের একটি বড় জয়েন্ট। বয়স বাড়ার সাথে সাথে বয়সজনিত ক্ষয়ের জন্য হাটুর ভিতরের লিগামেন্ট, মিনিসকাস এবং হাড়ের প্রদাহ জনিত পরিবর্তনের ফলে হাটুতে ব্যথার সৃষ্টি হয়ে চলাচলে অসুবিদার সৃষ্টি করে এই রোগকে সাধারনত অষ্টিও আর্থাইটিস বলে বেশী পরিচিত। সাধারনতক আঘাত, শারীরিক ওজন বৃদ্ধি, হরমোন জনিত সমস্যা এই রোগ সৃষ্টির অন্যতম কারন।

Fire Cupping 🔥
13/08/2022

Fire Cupping 🔥

" মেরাজের রাত্রিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হিজামা (حِجَامَة ) এই নববী চিকিৎসা ব্যবস্থাকে অন...
03/08/2022

" মেরাজের রাত্রিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হিজামা (حِجَامَة ) এই নববী চিকিৎসা ব্যবস্থাকে অন্যান্য পয়গম্বর এবং সম্মানীত ফেরেশতাগণ প্রমোট করেন।
মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)

শাহ্ কবির ইউনানী ফার্মা

১৪ দিন পূর্বে একজন ব্যাচেলর ডেন্টিস্ট ওনার মা কে নিয়ে এসেছিলেন হিজামা করাতে। বিভিন্ন প্রকারের ব্যাথার সাথে ওনার পায়ের তা...
24/07/2022

১৪ দিন পূর্বে একজন ব্যাচেলর ডেন্টিস্ট ওনার মা কে নিয়ে এসেছিলেন হিজামা করাতে। বিভিন্ন প্রকারের ব্যাথার সাথে ওনার পায়ের তালুতে ছিল প্রচন্ড ব্যাথা অর্থাৎ Plantar Fasciitis ছিল। যে ব্যাথা থাকলে হাটা চলা করা অসম্ভব হয়ে পরে। আমাদের ফিমেইল হিজামা স্পেশালিস্ট যত্নসহকারে হিজামা করে দিয়েছিলেন। আর আমি Dr-Shahadat আকুপাংচার এবং মক্সিবাশ্চন করেছিলাম। আলহামদুলিল্লাহ ৩ দিন পর মেয়ে কল করে জানালেন ওনার মা সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ এবং ১৪ দিনের আগেই পরবর্তী সেশন নিতে চাইলেন । কিন্ত স্লট খালি না থাকায় ১৫তম দিনেই এপয়েন্টমেন্ট দিলাম। এখন তিনি বরিশাল থেকে রওনা দিচ্ছেন ২য় সেশনের জন্য। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে, ১৪ দিনের ভিতর ওনারা ৩ জন পেশেন্ট ও রেফার করেছেন।

আমাদের সফলতায় নিশ্চয়ই রয়েছে আপনাদের অবদান।।। তাই আমাদের দোয়ায় সর্বদা রয়েছেন আপনারা। আপনাদের দোয়ায় ও আমাদের রাখার আবেদন রইলো।।।
জা জাক আল্লাহ ওয়াসসালাম।

Dr-Shahadat.

Address

Dhaka Medical College And Hospital
Dhaka
1211

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801956595857

Alerts

Be the first to know and let us send you an email when Dr-Shahadat's HijamAcu-Point BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category