
06/08/2025
শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল গর্বের সাথে জানাচ্ছে যে, ০৪ আগস্ট ২০২৫ তারিখে Public Health Foundation, Bangladesh (PHFBD) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির লক্ষ্য হলো—বাংলাদেশজুড়ে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, রোগী রেফারেল প্রক্রিয়া আরও কার্যকর করা এবং জনস্বাস্থ্য শিক্ষার প্রসার ঘটানো।
অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডা. এ.এস.এম. শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের কার্ডিওভাসকুলার সার্জারির সর্বাধুনিক অগ্রগতি ও সফলতা তুলে ধরা হয়।
এছাড়া, সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের সম্মানিত পরিচালক জনাব ফুতোশি কোনো এবং প্রফেসর শারমিন ইয়াসমিন তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে একটি আরও স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আমরা বিশ্বাস করি—সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গড়ে উঠবে একটি শক্তিশালী, আধুনিক এবং মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা।