Dr. Shoyeb Mahamud's Pediatric and Geriatric Care

Dr. Shoyeb Mahamud's Pediatric and Geriatric Care নবজাতক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক

আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫"জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত"      "Healthy beginnings, hopeful future."
07/04/2025

আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫
"জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত"
"Healthy beginnings, hopeful future."

"দানবাক্স মাজারে নয় বরং হাসপাতালে রাখা উচিত। টাকা আসলে মৃতমানুষের নয়, বরং অসুস্থ মানুষেরই বেশি প্রয়োজন। অসুস্থ মানুষের প...
28/03/2025

"দানবাক্স মাজারে নয় বরং হাসপাতালে রাখা উচিত। টাকা আসলে মৃতমানুষের নয়, বরং অসুস্থ মানুষেরই বেশি প্রয়োজন। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মৃতমানুষদের প্রতি হক আদায় করা সম্ভব।"

চাইলে আপনার যাকাতের অব্যবহৃত অংশ বা অন্য যেকোন অনুদান হাসপাতালের অস্বচ্ছল ও অসহায় শিশু রোগীদের মাঝে দান করতে পারেন।

📞 তথ্য ও সহযোগীতাঃ (ডা: শোয়েব মাহমুদ)
WhatsApp & Bkash: 01711-132076
(সহকারী অধ্যাপক, শিশু বিভাগ,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।)

"Donation boxes should be kept in hospitals, not shrines. Money is actually needed more by sick people, not dead people. It is possible to repay the dead by standing by the sick."

If you wish, you can donate the unused portion of your zakat or any other donation to the indigent and helpless child patients in the hospital.

📞 Information and Donation:
WhatsApp & Bkash: 01711-132076
Dr. Shoyeb Mahamud
Assistant Professor, Department of Pediatrics,
Shaheed Suhrawardy Medical College Hospital, Dhaka.

মহোদয়,আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, সমাজসেবা ...
28/03/2025

মহোদয়,

আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত অন্যতম জনকল্যানমূলক সেবা কার্যক্রম। অস্বচ্ছল রোগীদের ঔষধ, পথ্য, রক্ত, অপারেশন খরচ, পরীক্ষা-নিরীক্ষা, ক্যান্সারের কেমোথেরাপি, কিডনী ডায়ালাইসিস, যাতায়াত ভাড়া, চিকিৎসা সহায়তা সামগ্রী যেমনঃ হইল চেয়ার, কৃত্রিম অঙ্গ ইত্যাদি প্রদান, এমনকি লাশ পরিবহন, মৃতের সৎকারের মতো মানবিক কাজ করে যাচ্ছে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতাধীন "রোগী কল্যাণ সমিতি"। পদাধিকারবলে "রোগী কল্যাণ সমিতি” সভাপতির দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসার। সরকারের নিবিড় তত্ত্বাবধানে গঠিত কার্যকরি কমিটির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা ও "রোগী কল্যাণ সমিতি'র গঠনতন্ত্র অনুযায়ী এ তহবিলের অর্থ রোগীদের কল্যাণে ব্যয় করা হয়।

আপনাদের মতো মহৎ ব্যক্তিদের দান। অনুদান। যাকাতের মাধ্যমে প্রাপ্ত "রোগী কল্যাণ সমিতি'র তহবিলের মাধ্যমে গরীব রোগীদের ঔষধ, পথ্য, রক্ত, অপারেশন খরচ, পরীক্ষা-নিরীক্ষা, ক্যান্সারের কেমোথেরাপি, কিডনী ডায়ালাইসিস, মৃতের সৎকারসহ আর্থিক সহযোগিতা করা হয়। বর্তমানে রোগীদের আর্থিক সেবাদানের জন্য বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে যে পরিমান সরকারি অনুদান বরাদ্দ পাওয়া যায় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিধায় অধিক সংখ্যক গরীব ও দুস্থ অসহায় রোগীদের সাহায্য করা সম্ভব হচ্ছে না।

এই বৃহৎ ও মানবিক কর্মযজ্ঞে আপনাদের মত দানশীল মহৎপ্রাণ ব্যক্তিদের দান। অনুদান। যাকাত প্রধান প্রাণশক্তি। সরকারি এই মহতি চিকিৎসা সেবা কার্যক্রমে সহোযোগিতা করার মাধ্যমে আপনারাও দেশের স্বাস্থ্য সুরক্ষায় হতে পারেন গর্বিত অংশীদার। যাকাত আদায়ের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তষ্টি অর্জনের নিমিত্তে আপনার যাকাতের একটি অংশ "রোগী কল্যাণ সমিতি" এর তহবিলে দান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

রোগী কল্যাণ সমিতি (যাকাত) হিসাব নং- ১৬৩৩১০০০২২৯৪৬, কলেজ গেইট শাখা, ঢাকা।

রোগী কল্যাণ সমিতি (দান-অনুদান) হিসাব নং- ০৫৪১০২০০০৪৪৮৭, রিং রোড, শ্যামলী, ঢাকা।

বিকাশ নম্বরঃ ০১৭১২-৪৪২৬২৮, সমাজসেবা অফিসার

____রাজিয়া সুলতানা, সমাজসেবা অফিসার
সাধারণ সম্পাদক, রোগী কল্যাণ সমিতি
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৭১২-৪৪২৬২৮ অফিস:০২৫৫০২৬৭৪৩
ssuhrawardymc@gmail.com

গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বহির্বিভাগে 'জাতীয় ভিটামিন এ প্লাস  ২০২৫ ক্যাম্পেইন' আয়োজনে আমরা ...
16/03/2025

গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বহির্বিভাগে 'জাতীয় ভিটামিন এ প্লাস ২০২৫ ক্যাম্পেইন' আয়োজনে আমরা শিশু পরিবার।

আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক!পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য এক মহান ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস। আসুন এ পবিত...
01/03/2025

আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক!
পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য এক মহান ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস। আসুন এ পবিত্র মাসে আত্মসংযম, ধৈর্য ও ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের সুযোগ। পবিত্র রমজানের বরকত ও রহমত আমাদের জীবনে পরিবর্তন আনুক এবং আমাদের রমজান কবুল করুন!

পবিত্র রমজান মাস উপলক্ষে পরিবর্তিত চেম্বারের সময়সূচি – প্রতিদিন
👉 দুপুর ২:৩০- বিকেল ৫:৩০টা

(নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ এবং শিশু কার্ডিওলজি প্রশিক্ষণপ্রাপ্ত)

ডাঃ এএসএম. মাহমুদুজ্জামান।
এমডি (পেডিয়াট্রিক্স),
ডিসিএইচ (শিশু স্বাস্থ্য)
সহকারী অধ্যাপক, শিশু বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

👉 অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুন:
📞10662 অথবা 09610001277

🌐 https://hdclbd.com/

🏥 হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭
(শিশুমেলার বিপরীতে, ফুটওভারব্রীজ সংলগ্ন)

🚩
https://maps.app.goo.gl/BhzYVS3S2w1XRiPJ9

 #সবার_আগে_সুস্থতা গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জিয়া উদ্যানের সামনের সড়কে ‘শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবি’ শী...
28/02/2025

#সবার_আগে_সুস্থতা

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জিয়া উদ্যানের সামনের সড়কে ‘শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবি’ শীর্ষক মিনি ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন। ম্যারাথনটি জিয়া উদ্যানের সামনের সড়ক থেকে শুরু হয়ে গণভবন সংলগ্ন সড়কে প্রদক্ষিণ করে পুনরায় জিয়া উদ্যানের সামনে এসে শেষ হয়। ম্যারাথনে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে মিনি ম্যরাথনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। বক্তারা বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে প্রতিবছর দেশে ১ লাখ ৬১ হাজার ২৫৩ জন মানুষ অকালে মারা যায়। একই সাথে তামাকজনিত রোগের চিকিৎসায় বছরে ৪২ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে শক্তিশালী করা হলে প্রতিরোধযোগ্য মৃত্যু ও এ সংক্রান্ত রোগের চিকিৎসা ব্যয়ও কমে আসবে। বক্তারা আরও বলেন, দেশে প্রাপ্তবয়স্কদের ৩৫ দশমিক ৩ শতাংশ মানুষ তামাক ব্যবহার করে, যার মধ্যে ১৮ শতাংশ ধূমপান এবং ২০ দশমিক ৬ শতাংশ ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য সেবন করে। একই সাথে ১৩-১৫ বছর বয়সী শিক্ষার্থীদের ৬ দশমিক ৯ শতাংশ তামাক ব্যবহার করছে। যা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে হলে আইনের প্রয়োজনীয় ধারা সংশোধন করা প্রয়োজন। ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, সুস্থ থাকতে হলে আমাদের জীবনাচরণে পরিবর্তন আনতে হবে। আর এই পরিবর্তন আনার জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে।


••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

#জনসচেতনতায়ঃ
ডা: এএসএম.মাহমুদুজ্জামান।
সহকারী অধ্যাপক, শিশু বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

#চেম্বার:
হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭
(শিশুমেলার বিপরীতে, ফুটওভারব্রীজ সংলগ্ন)

👉 রোগী দেখার সময়ঃ
প্রতিদিন দুপুর ২:৩০- বিকেল ৫:০০ টা

👉 অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুন:
📞10662 অথবা 09610001277

25/02/2025

#সবার_আগে_সুস্থতা

#নিয়মিত সাইক্লিংয়ের উপকারিতাঃ-

• শারীরিক ও মানসিক— উভয় দিক থেকে সুস্থ থাকতে সাহায্য করে সাইক্লিং। প্রতিদিন তিন কিলোমিটার সাইকেল চালালে মানুষের শারীরিক সুস্থতা বজায় থাকে।

• সাইকেল চালালে স্থূলতা হ্রাস পায়। স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে।

• সাইক্লিং ঘুমের সময় ও মান বাড়ায়।

• সাইক্লিং করলে শ্বাসের সঙ্গে প্রায় ১০ গুণ বেশি অক্সিজেন ফুসফুসে যায়। ফুসফুস ও হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

• সাইক্লিংয়ের ফলে শরীরের নিচের অংশের পেশি যেমন ঊরুর পেশি, নিতম্বের পেশিসহ পায়ের পেশিগুলো আরও শক্তিশালী হয়।

• সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ধীরগতির সাইক্লিং করলে শরীরের চর্বি পুড়ে। এতে সহনশীল মনোভাব বাড়ে, শরীরের শক্তি ও বিপাকক্রিয়া উন্নত হয়।

• সাইক্লিংয়ের ফলে পেটের গ্যাসভাব ও কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং অন্ত্রের ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

• নিয়মিত সাইক্লিং মস্তিষ্কের করটেক্স অঞ্চলে নতুন নতুন স্নায়ুকোষীয় সংযোগ ঘটায়। ফলে মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়ে।

• অন্তত ১০ মিনিট করে নিয়মিত সাইক্লিং করলে আপনার শরীরে এন্ডরফিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ হবে, যা আপনার মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশা কমাতে সাহায্য করে এবং কাজে উদ্যম ও প্রেরণা বাড়ায়।

• সাইক্লিংয়ের ফলে শব্দদূষণ ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ ও বায়ুদূষণ হ্রাস পায়। এর ফলে হাঁপানি, হৃদ্‌রোগসহ অন্যান্য রোগ হ্রাস পায়।

• নিয়মিত সাইক্লিং করলে উচ্চ রক্তচাপ, টাইপ-২ ডায়াবেটিস ইত্যাদি প্রতিরোধ করা যায়।

• রক্তের কোলেস্টেরল নিরাপদ মাত্রায় নিয়ে আসে সাইক্লিং। ফলে হৃৎপিণ্ড ও রক্তনালি সুস্থ থাকে। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। সপ্তাহে ২০ মাইল সাইক্লিং করলে হৃদ্‌রোগের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ কমে যায়।

• সাইক্লিংয়ের ফলে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ বাড়ে। বৃদ্ধ বয়সে যা আলঝেইমার রোগ প্রতিরোধে সাহায্য করে।

• সাইক্লিং পুরুষের যৌন আকাঙ্ক্ষা বাড়ায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা মতে, ৫০ বয়সের ঊর্ধ্ব যেসব পুরুষ সপ্তাহে অন্তত ৩ ঘণ্টা সাইক্লিং করেন, তাঁদের যৌন অক্ষমতার ঝুঁকি ৩০ শতাংশ কমে যায়।

• নারীদের জন্য সাইক্লিং খুবই উপকারী। ২০১৯ সালের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত সাইক্লিং করলে শরীর রোগা পাতলা ও সুস্থ থাকে, যা স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি ৩৪ শতাংশ কমাতে পারে। এ ছাড়া স্তন ক্যানসারে আক্রান্ত ব্যক্তিরা সাইক্লিং করে সক্রিয় জীবন যাপন করলে তা ক্যানসার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে ও সার্বিক জীবনমান বাড়াতে সাহায্য করে।

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

#জনসচেতনতায়ঃ
ডা: এএসএম.মাহমুদুজ্জামান।
সহকারী অধ্যাপক, শিশু বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

#চেম্বার:
হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭
(শিশুমেলার বিপরীতে, ফুটওভারব্রীজ সংলগ্ন)

👉 রোগী দেখার সময়ঃ
প্রতিদিন দুপুর ২:৩০- বিকেল ৫:০০ টা

👉 অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুন:
📞10662 অথবা 09610001277

শিশুটি জন্মগত হার্টের ছিদ্রের কারণে নিউমোনিয়া নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। সাতদিন চিক...
11/02/2025

শিশুটি জন্মগত হার্টের ছিদ্রের কারণে নিউমোনিয়া নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। সাতদিন চিকিৎসার পর নিউমোনিয়া সেরে গেলেও আরকিছু দিন হার্টের ছিদ্রের জন্য চিকিৎসা ও ফলোআপে থাকতে হবে। শিশুর সুস্থতায় বাবা-মায়ের পর চিকিৎসকের আনন্দও কিন্তু কম নয়!

(নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ এবং শিশু কার্ডিওলজি প্রশিক্ষণপ্রাপ্ত)

ডাঃ এএসএম. মাহমুদুজ্জামান।
এমডি (পেডিয়াট্রিক্স),
ডিসিএইচ (শিশু স্বাস্থ্য)
সহকারী অধ্যাপক, শিশু বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

[*এখানে ১৮ বছরের বড় রোগী দেখা হয় না*]

👉 রোগী দেখার সময়ঃ
প্রতিদিন দুপুর ২:৩০- বিকেল ৫:০০ টা

👉 অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুন:
📞10662 অথবা 09610001277

🌐 https://hdclbd.com/

🏥 হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭
(শিশুমেলার বিপরীতে, ফুটওভারব্রীজ সংলগ্ন)

🚩
https://maps.app.goo.gl/BhzYVS3S2w1XRiPJ9

আলহামদুলিল্লাহ, আজ থেকে রাজধানী ঢাকার শ্যামলীতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর নতুন চেম্বারে রোগী দেখা শুরু করলা...
06/02/2025

আলহামদুলিল্লাহ, আজ থেকে রাজধানী ঢাকার শ্যামলীতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর নতুন চেম্বারে রোগী দেখা শুরু করলাম।

(নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ)
ডাঃ এএসএম. মাহমুদুজ্জামান।
এমডি (পেডিয়াট্রিক্স),
ডিসিএইচ (শিশু স্বাস্থ্য)
সহকারী অধ্যাপক, শিশু বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

[*এখানে ১৮ বছরের বড় রোগী দেখা হয় না*]

👉 রোগী দেখার সময়ঃ
প্রতিদিন দুপুর ২:৩০- বিকেল ৫:০০ টা

👉 অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুন:
📞10662 অথবা 09610001277

🌐 https://hdclbd.com/

🏥 হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭
(শিশুমেলার বিপরীতে, ফুটওভারব্রীজ সংলগ্ন)

🚩
https://maps.app.goo.gl/BhzYVS3S2w1XRiPJ9

 #সবার আগে সুস্থতাপ্যানিক অ্যাটাক কি? এটি হলে আপনি কি করবেন?   প্রতি ১০ জনের মধ্যে একজন জীবনে কোনো না কোনো সময়ে প্যানিক...
09/11/2024

#সবার আগে সুস্থতা

প্যানিক অ্যাটাক কি? এটি হলে আপনি কি করবেন?

প্রতি ১০ জনের মধ্যে একজন জীবনে কোনো না কোনো সময়ে প্যানিক অ্যাটাকের শিকার হন। যে কোন সময় কোন ধরনের উপসর্গ ছাড়াই প্যানিক অ্যাটাক হতে পারে, এটি যে কারোই হতে পারে।

#প্যানিক অ্যাটাক আসলে কি?

প্যানিক অ্যাটাক হচ্ছে সেই পরিস্থিতি যখন আমাদের শরীরে একই সাথে মানসিক এবং শারীরিক তীব্র উপসর্গের আক্রান্ত হয় এবং এর ফলে প্রচন্ড ভীত হয়ে পড়ে। প্যানিক অ্যাটাক হলে মানুষের শ্বাস-প্রশ্বাসের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সে দ্রুত নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করতে থাকে এবং এই অবস্থায় অনেকের মনে হতে পারে যে তার হার্টঅ্যাটাক হচ্ছে।

#প্যানিক অ্যাটাক কেন হয়?

অন্যান্য মানসিক সমস্যার মত প্যানিক অ্যাটাকের সুনির্দিষ্ট কোন কারণ এখনও বোঝা সম্ভব হয়নি, তবে প্রাথমিকভাবে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে।এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- জীবনের কোনো মারাত্মক দুঃখজনক ঘটনা বা বিয়োগাত্মক কোন ঘটনা যেমন গুরুত্বপূর্ণ কোনো বস্তু বা কাছের কোন ব্যক্তিকে হারানো, পরিবারের ঘনিষ্ঠ কোন ব্যক্তি প্যানিক অ্যাটাক এ আক্রান্ত হলে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার বা বার্তাপ্রদানকারী রাসায়নিকের ভারসাম্য নষ্ট হলে প্যানিক অ্যাটাক হতে পারে।

#কিভাবে বুঝবেন প্যানিক অ্যাটাক হচ্ছে?

প্যানিক অ্যাটাক ভীষণ ভীতিকর এবং যন্ত্রণাময় হতে পারে। বৃটেনের জাতীয় স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্যানিক অ্যাটাকের লক্ষণ গুলো হচ্ছে –
• হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে যাওয়া,
• অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতি হওয়া,
• প্রচন্ড ঘাম,
• বমিবমি ভাব,
• বুকে ব্যথা,
• শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়া,
• শরীর কাঁপতে থাকা,
• জ্বরজ্বর অনুভব হওয়া,
• শরীর হঠাৎ করে ঠান্ডা হয়ে যাওয়া,
• হাত-পা কাঁপতে থাকা,
• মাথা ঘোরা, অসারতা বা সূঁচ বাঁধার মতো অনুভব হওয়া,
• মুখ শুকিয়ে যাওয়া,
• মলত্যাগের চাপ অনুভব হওয়া,
• কানে শব্দ হওয়া,
• মৃত্যুর ভয় হওয়া,
• পেটে অস্বস্তি হওয়া,
• মনে হবে যে শরীর নিয়ন্ত্রণে নেই।

বেশিরভাগ প্যানিক অ্যাটাক ৫ থেকে ২০ মিনিট দীর্ঘ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি একঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। কতবার হবে সেটি নির্ভর করে আপনার মানসিক অবস্থা কতটা খারাপ তার উপর। অনেকের সারা জীবনে মাত্র একবার হয়, অনেকের মাসে একবার দুইবার হয়, আবার অনেকের সপ্তাহে কয়েকবার হতে পারে।

তবে প্যানিক অ্যাটাক ভীতিকর হলেও এটি বিপদজনক নয়। প্যানিক অ্যাটাকে শারীরিক কোনো ক্ষতি হয় না, যার কারণে হাসপাতালে ভর্তি করারও দরকার হয়না। তবে অনেক সময় এ ধরনের উপসর্গ অন্য কোন রোগের জন্য হতে পারে, যেমন- রক্তচাপ কমে গেলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক একাডেমিক মেডিকেল সেন্টার ক্লিভল্যান্ড ক্লিনিক এর তথ্য অনুযায়ী- যদি কারো কোনো কারণ ছাড়াই অনাকাঙ্ক্ষিতভাবে অনবরত প্যানিক অ্যাটাক হতে থাকে তাহলে সে অবস্থাকে 'প্যানিক ডিজঅর্ডার' বলা হয়। 'প্যানিক ডিজঅর্ডার' আক্রান্তদের অনেকেই বিভিন্ন ধরনের ফোবিয়াতেও আক্রান্ত হতে পারেন। এক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া উচিত।

#কিভাবে প্যানিক এটাক হয়?

প্যানিক অ্যাটাক হওয়ার সময় মানুষ তার শ্বাস-প্রশ্বাস এর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মানুষের দ্রুত গভীর শ্বাস নেয়ার চেষ্টা করে। অতিরিক্ত শ্বাস নেওয়ার প্রচেষ্টা বা হাইপারভেন্টিলেশন এর কারণে রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা অত্যন্ত কমে যায়, অন্যদিকে অক্সিজেনের মাত্রা বেশি বেড়ে যায়। এতে মাথা ঘোরার অনুভূতি হয়, অতিরিক্ত গভীর শ্বাস নেয়ার কারণে বুকে ব্যথা শুরু হতে পারে, কারণ এতে দেহের রক্তনালি সংকচিত হয়ে যায়। এসময় অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয় যা হৃদপিন্ডের রক্ত সঞ্চালন এর কাজ বাড়িয়ে দেয়। আর এ কারণেই প্রচন্ড বুকে ব্যথা হয় বা হার্ট অ্যাটাকের মত অনুভূতি হয়। এর ফলে উদ্বেগ আরো বেশি বেড়ে যায়।

#প্যানিক অ্যাটাকে আক্রান্ত হলে যা করবেন –

• আপনার অনুভূতির কথা আপনি কারো সাথে শেয়ার করুন, বিশেষ করে কোনো বন্ধু বা পরিবারের কোনো সদস্য কিংবা স্বাস্থ্যসেবা প্রদানকারী কোন ব্যক্তি অথবা কাউন্সিলরের সাথে শেয়ার করতে পারেন।

• নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন।

• নিয়মিত শারীরিক ব্যায়াম করুন যেমন- হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, ইয়োগা করা ইত্যাদি। এগুলো আপনাকে স্বাভাবিক সাহায্য করবে।

• নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে।

• প্রতিদিনের খাবারের স্বাস্থ্যকর খাবার যুক্ত করতে হবে যাতে এনার্জি লেভেল ভালো থাকে।

• একই ধরনের অভিজ্ঞতায় ভাবছে অর্থাৎ প্যানিক অ্যাটাক এ আক্রান্ত অন্য মানুষদের সাথে মিশুন, তাদের অভিজ্ঞতার শুনুন।

• মানসিক প্রশান্তি আনে এমন বক্তব্য শুনতে পারেন।

#প্যানিক অ্যাটাকে আক্রান্ত হলে যা করবেন না –

• সব টার্গেট একসাথে পূরণ করার লক্ষ্য ঠিক করবেন না বরং ছোট ছোট টার্গেট নির্ধারণ করুন যা সহজেই অর্জন করা যায়।

• যে অবস্থার পরিবর্তন আপনি করতে পারবেন না তার উপর ফোকাস করবেন না, বরং আপনি যাতে ভাল বোধ করেন সেটির উপর ফোকাস করুন।

• যে পরিস্থিতি আপনার উদ্বেগ বাড়ে এমন পরিস্থিতি পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করবেন না, বরং সেগুলোর প্রতি ধীরে ধীরে মানিয়ে নেয়ার সক্ষমতা বাড়ান।

• কখনোই নিজেকে বলবেন না যে এমন অভিজ্ঞতা শুধু আপনার হচ্ছে বরং প্রতিটা মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে উদ্বেগ বা ভীতি অনুভব করেন।

• এলকোহল, সিগারেট, জুয়া বা মাদক পরিহার করতে হবে। এর কারণে মানসিক অবস্থার অবনতি হয়।

• আপনার যদি ঘন ঘন প্যানিক অ্যাটাক হতে থাকে এবং কোন ধরনের চেষ্টাতেই কোনো উন্নতি না হয- তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

#অন্যকারো প্যানিক অ্যাটাক হলে আপনি কিভাবে সাহায্য করবেন?

• কেউ প্যানিক অ্যাটাক এ আক্রান্ত হলে তাকে সাহায্য করতে হলে তার সাথে কথা বলতে থাকতে হবে, নিশ্চিত হতে হবে যে তিনি আপনার কথা শুনতে পাচ্ছেন।

• তাকে তার শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে বলতে হবে। মুখ দিয়ে হা করে দম নিতে থাকলে তাকে মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নিতে বলতে হবে। দরকার হলে ঠোটের উপর আঙ্গুল রেখে ধীরে ধীরে শ্বাস নিতে বলুন।

• মনোযোগ অন্য কোন দিকে আকর্ষণ করতে বলতে পারেন, যেমন- তার নিজের পায়ের পাতার দিকে মনোনিবেশ করতে বলা যেতে পারে।

• প্যানিক অ্যাটাকের সময় কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে তাকে বসিয়ে দিতে হবে। এসময় হয়তো সে বেশ ক্লান্ত থাকতে পারে, সেক্ষেত্রে তাকে পানি খেতে দেয়া বা তার নিজের মতো করে থাকতে দেয়া, কিছুটা বিশ্রাম নেয়ার সুযোগ দেয়া কিংবা এক কাপ চা খেতে দেওয়াটাও তাকে শান্ত রাখতে সাহায্য করতে পারে।

#সূত্র: এনএইচএস (ইংল্যান্ড)

 #শিশুদের 'ইম্পোস্টার সিনড্রোম'-  নিজের মেধা ও যোগ্যতায় অর্জন থাকা সত্ত্বেও নিজেকে ছোট করে দেখার প্রবণতাই হল– 'ইম্পোস্ট...
01/11/2024

#শিশুদের 'ইম্পোস্টার সিনড্রোম'-

নিজের মেধা ও যোগ্যতায় অর্জন থাকা সত্ত্বেও নিজেকে ছোট করে দেখার প্রবণতাই হল– 'ইম্পোস্টার সিনড্রোম'। সাধারণত দুই ধরনের পরিস্থিতি শিশুদের মধ্যে ইম্পোস্টার সিনড্রোম তৈরি করতে পারে-
১. শিশুর ক্রমাগত সমালোচনা
২. শিশুর অতিরিক্ত প্রশংসা।

যেসব বাবা মায়েরা বাচ্চাদের কেবল সমালোচনা করেন- রেজাল্ট ভাল করলে বলেন আরো ভাল কেন করনি? সেই শিশুর আত্মবিশ্বাস ভেঙে যায়। তারা প্রাপ্তবয়স্ক হবার পরও নিজের প্রতি বিশ্বাস আনতে পারে না। আবার যে বাবা মায়েরা বাচ্চাদের অতিরিক্ত প্রশংসা করেন, যেমন- তুমি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান, তুমি বেষ্ট - এই মন্তব্যগুলো শিশুদের মধ্যে প্রত্যাশার চাপ তৈরি করতে পারে, তারা বেষ্ট হবার জন্য মরিয়া হয়ে যায়।বেষ্ট হতে না পারলে তারা ভেঙে পড়ে। এক্ষেত্রে অভিবকদের উচিত- শিশুদের কাজের ফলাফলকে নয়, বরং ভালো কিছু করতে সে যে চেষ্টাটা করেছে সেটার প্রশংসা করা। তাদের শক্তি ও দুর্বলতার দিকগুলো বাস্তব সম্মতভাবে বুঝতে সাহায্য করা, যেন তারা সফলতা অর্জনে আত্মবিশ্বাসী হয়, আবার ব্যর্থতাকেও স্বাভাবিক ভাবে মেনে নিতে শিখে।

ইম্পোস্টার সিনড্রোম একবার কাটিয়ে উঠতে পারলে শিশুরা নিজের অসীম সম্ভবনা পরখ করতে পারবে, যেকোন চ্যালেঞ্জ গ্রহণ করার, সুযোগের সদ্ব্যবহারের সাহস পাবে।

(সূত্র: এনএইচএস, ইংল্যান্ড)

#বিস্তারিত লিংক:
https://www.facebook.com/share/p/rtEVHfte1pabB98g/

Address

Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801531971048

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shoyeb Mahamud's Pediatric and Geriatric Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shoyeb Mahamud's Pediatric and Geriatric Care:

Share

Category