Dr. Shoyeb Mahamud's Pediatric and Geriatric Care

Dr. Shoyeb Mahamud's Pediatric and Geriatric Care নবজাতক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক

https://www.facebook.com/share/1AuRoxrqen/
15/11/2025

https://www.facebook.com/share/1AuRoxrqen/

☘️ Popular Diagnostic Centre Ltd., Shyamoli Branch

♻️স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত চেম্বার করছেন
শিশু রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক ডা: এএসএম. মাহমুদুজ্জামান
এমবিবিএস (ঢাকা), বিসিএস(স্বাস্থ্য), ডিসিএইচ (শিশু স্বাস্থ্য),
এমডি (শিশু বিশেষজ্ঞ)
সহকারী অধ্যাপক, শিশু বিশেষজ্ঞ
শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল,
ঢাকা

শনি থেকে বৃহস্পতি
সন্ধ্যা ৬:০০ থেকে রাত ৯:০০
ইউনিট-১, রুম নং-২১৫

🏠Address
House # 1/5, Block # B, Mohammadpur Housing State, Gajnabi Road, Mohammadpur-1207, Dhaka,
Bangladesh
⏰Working Hour
(07.00 Am – 11.00 Pm) / 7 (Seven Days)
Please call for Appointment
☎️Hotline: 09666-787806

আমার অগ্রজ ডা: ইয়ামিন শাহরিয়ার চৌধুরী (পাভেল), সহযোগী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোলজি, নিউরোসায়েন্স হাসপাতাল ও মহাসচিব...
03/11/2025

আমার অগ্রজ ডা: ইয়ামিন শাহরিয়ার চৌধুরী (পাভেল), সহযোগী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোলজি, নিউরোসায়েন্স হাসপাতাল ও মহাসচিব বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) এবং ডা: আঈনুল ইসালাম খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল শূন্যপদে অধ্যাপক (পেডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা। আজ ফুলেল শুভেচ্ছায় স্যারদের বরণ করে নেয়া হয়।

🌿 আত্মবিশ্বাস: সাফল্যের অদৃশ্য এক শক্তিআত্মবিশ্বাস এমন এক মানসিক শক্তি, যা মানুষকে সাহসী করে তোলে, ভয় ও সংশয় দূর করে এবং...
01/11/2025

🌿 আত্মবিশ্বাস: সাফল্যের অদৃশ্য এক শক্তি

আত্মবিশ্বাস এমন এক মানসিক শক্তি, যা মানুষকে সাহসী করে তোলে, ভয় ও সংশয় দূর করে এবং অসম্ভবকে সম্ভব করার প্রেরণা জোগায়। এটি নিজের যোগ্যতা ও দক্ষতার ওপর দৃঢ় বিশ্বাস—যা মানুষকে বাস্তবতা মেনে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।

🌿 আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের সম্পর্কঃ

আত্মমর্যাদা মানে নিজের সম্মানবোধ ও ব্যক্তিত্বের মূল্যবোধ ধরে রাখা। আর আত্মবিশ্বাস হলো নিজের কাজে বিশ্বাস ও সাহস রাখার মানসিক অবস্থা। আত্মবিশ্বাস থেকেই আত্মমর্যাদার জন্ম—কারণ নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস না থাকলে আত্মসম্মানও টিকে না।

🌿 আত্মবিশ্বাস কেন জরুরি?

জীবনে লক্ষ্য অর্জন ও সফলতার পথে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় সহায়ক। এটি মানুষকে কর্মঠ, দৃঢ়প্রতিজ্ঞ ও ইতিবাচক করে তোলে।
আত্মবিশ্বাস—

• কঠিন কাজকে সহজ করে,

• স্বপ্নপূরণের পথ খুলে দেয়,

• ভয় ও দুশ্চিন্তা দূর করে,

• নিজস্ব পরিচয় গড়ে তোলে,

• ভেতরের সুপ্ত শক্তি জাগিয়ে তোলে।

🌿 আত্মবিশ্বাসহীনতার কারণঃ

আত্মবিশ্বাস কমে যায় যখন আমরা নিজেদের শক্তি চিনতে ব্যর্থ হই, অন্যের সঙ্গে তুলনা করি বা ব্যর্থতার ভয়ে পিছিয়ে যাই। লক্ষ্যহীনতা, নেতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসের অভাব মানুষকে অগ্রগতিহীন করে তোলে।

🌿 আত্মবিশ্বাস বাড়ানোর ১০টি কার্যকর উপায়ঃ

০১️⃣ নিজেকে জানুন:
নিজের শক্তি, দক্ষতা ও সীমাবদ্ধতা চিনে নিন। দুর্বল জায়গায় কাজ করুন। বাস্তব ধারণা আত্মবিশ্বাস গড়ে তোলে।

০২️⃣ সাফল্য উদযাপন করুন:
ছোট-বড় যেকোনো অর্জনকে গুরুত্ব দিন। নিজের সাফল্যের তালিকা তৈরি করুন—এগুলো আপনাকে নিজের ওপর আরও বিশ্বাসী করবে।

০৩️⃣ ভয়কে চ্যালেঞ্জ করুন:
ভয়ের জায়গায় কাজ শুরু করুন। ছোট লক্ষ্য নির্ধারণ করুন ও তা অর্জন করুন। ব্যর্থতাকে ভয় নয়, অভিজ্ঞতা হিসেবে নিন।

০৪️⃣ নিজেকে প্রাধান্য দিন:
অন্যের অনুমোদনের অপেক্ষায় না থেকে নিজের মতামত ও সিদ্ধান্তকে মূল্য দিন।

০৫️⃣ ইতিবাচক চিন্তা করুন:
নিজের শক্তি ও সামর্থ্যের উপর ভরসা রাখুন। নিজেকে প্রতিদিন বলুন—“আমি পারব”, “আমি যোগ্য”। এই বিশ্বাসই সাফল্যের প্রথম ধাপ।

০৬️⃣ জ্ঞান বাড়ান:
দুর্বল ক্ষেত্রগুলোতে জানুন ও শিখুন। বই পড়া, মোটিভেশনাল ভিডিও দেখা ও নতুন কিছু শেখা আত্মবিশ্বাস বাড়ায়।

০৭️⃣ আচরণে আত্মবিশ্বাস দেখান:
সোজা হয়ে হাঁটুন, পরিষ্কারভাবে কথা বলুন, পরিপাটি থাকুন। আত্মবিশ্বাস শুধু মনের নয়, ভঙ্গিরও পরিচায়ক।

০৮️⃣ শরীর ও মনের যত্ন নিন:
পুষ্টিকর খাবার গ্রহণ করুন, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম দিন। প্রকৃতির কাছাকাছি সময় কাটান। অলসতা ও অজুহাত এড়িয়ে চলুন।

০৯️⃣ প্রতিদিন ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন:
প্রার্থনা বা মেডিটেশনে মনোযোগ দিন। মনে বলুন, “আমি মেধাবী, আমি সক্ষম, আমি পারব।”

১০⃣ ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন:
নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন। উৎসাহদায়ী ও প্রেরণামূলক মানুষের সঙ্গে সময় কাটান।

🌿 মনে রাখতে হবে– আত্মবিশ্বাস রাতারাতি আসে না; এটি গড়ে ওঠে নিয়মিত অনুশীলন, ইতিবাচক চিন্তা ও দৃঢ় অধ্যবসায়ের মাধ্যমে। আত্মবিশ্বাসী মানুষই পারে জীবনের প্রতিটি ক্ষেত্র জয় করতে।
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
✍️ ডাঃ এএসএম. মাহমুদুজ্জামান।
এমডি (পেডিয়াট্রিক্স), ডিসিএইচ (শিশু স্বাস্থ্য)
সহকারী অধ্যাপক, শিশু বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

(নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ এবং শিশু কার্ডিওলজি প্রশিক্ষণপ্রাপ্ত)

#চেম্বার:
🏥 হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭
(শিশুমেলার বিপরীতে, ফুটওভারব্রীজ সংলগ্ন)
👉 রোগী দেখার সময়ঃ
প্রতিদিন দুপুর ২:৩০- বিকেল ৭:০০ টা

🚩
https://maps.app.goo.gl/BhzYVS3S2w1XRiPJ9

👉 অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুন:
📞 10662 অথবা 09610001277

🌐 https://hdclbd.com/

♦️জীবনে চলার পথে: নিজেকে চেনার গুরুত্ব♦️  কথায় আছে, “নিজেকে না চিনলে জগৎ চেনা বৃথা।” এই কথাটি জীবনের মূল মন্ত্র হিসেবে প...
09/10/2025

♦️জীবনে চলার পথে: নিজেকে চেনার গুরুত্ব♦️

কথায় আছে, “নিজেকে না চিনলে জগৎ চেনা বৃথা।” এই কথাটি জীবনের মূল মন্ত্র হিসেবে প্রাসঙ্গিক মনে হয়। প্রতিদিন আমরা বাইরে দৌড়াই—চেনা, জানা, অর্জনের জন্য। কিন্তু প্রশ্ন হলো, নিজের ভেতরের মানুষটিকে কতটা চিনি আমরা? নিজের শক্তি, দুর্বলতা, ভাবনা ও আবেগ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে জীবনের সিদ্ধান্তগুলো প্রায়ই ভুল পথে চলে যায়। তাই নিজেকে জানার এই যাত্রা শুধু আত্মোন্নয়নের জন্য নয়— বরং পেশা ও সম্পর্কের ভারসাম্যের রক্ষার জন্যও অপরিহার্য।

♦️ আত্ম-অনুসন্ধানের সাতটি পদক্ষেপঃ-

১️⃣ আনন্দের উৎস চেনা:
আমরা যে অর্জনে সত্যিকারের আনন্দ পাই, সেটি খুঁজে বের করা দরকার। এই উপলব্ধিই আমাদের আত্মবিশ্বাস জাগিয়ে রাখে এবং নতুন সাফল্যের প্রেরণা দেয়।

২️⃣ ভয় ও উদ্বেগের শেকড়:
কোন পরিস্থিতিতে ভয় আসে বা উদ্বেগ বাড়ে— সেটি বুঝতে পারলে মানসিক চাপ কমে। এই সচেতনতা আমাদের করে তোলে আরও দৃঢ় ও স্থিতিশীল।

৩️⃣ আবেগের নিয়ন্ত্রণ:
রাগ বা হতাশার সময় আমরা কেমন আচরণ করি, তা বুঝতে পারা জরুরি। নিজের আবেগের নিয়ন্ত্রণ মানে শুধু মানসিক শান্তি নয়— বরং সম্পর্কের স্থায়িত্বও নিশ্চিত করা।

৪️⃣ সিদ্ধান্ত গ্রহণের বোধ:
সিদ্ধান্তের পেছনে যুক্তি, অভিজ্ঞতা ও অনুভূতির ভারসাম্য কতটা আছে, তা জানা প্রয়োজন। এতে ভবিষ্যতের সিদ্ধান্ত হবে আরো কার্যকর ও বাস্তবসম্মত।

৫️⃣ মূল্যবোধের ভিত্তি:
আমাদের বিশ্বাস, নীতি ও আদর্শই ব্যক্তিত্বের মূলভিত্তি। এই মূল্যবোধ দীর্ঘমেয়াদে সাফল্য ও মানসিক প্রশান্তি এনে দেয়।

৬️⃣ সময়ের বিনিয়োগ:
সময় কোথায় ব্যয় হচ্ছে— এই প্রশ্নের উত্তরই আমাদের অগ্রাধিকার নির্ধারণ করে। সচেতন সময় ব্যবস্থাপনা জীবনের সাফল্যের অন্যতম চাবিকাঠি।

৭️⃣ সুস্থ সম্পর্কের নির্বাচন:
যে সম্পর্কগুলো আনন্দ ও নিরাপত্তা দেয়, সেগুলোই মানসিকভাবে সমর্থন জোগায়। তাই বিষাক্ত সম্পর্ক এড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখা প্রয়োজন।

আমৃত্যু নিজেকে জানা এক চলমান প্রক্রিয়া। নিজের আবেগ, সীমা ও সম্ভাবনা বোঝা থেকেই আত্মোন্নয়নের শুরু। এই পথ ধরে আমরা হয়ে উঠি আরও আত্মবিশ্বাসী ও সহানুভূতিশীল মানুষ— যিনি শুধু নিজেকে নয়, আশপাশের মানুষকেও বোঝার ক্ষমতা অর্জন করেন। জীবনের প্রতিটি যুদ্ধে তাই নিজেকে চেনাই প্রকৃত বিজয়ের প্রথম শর্ত।

https://www.kalbela.com/ajkerpatrika/khobor/227524
04/10/2025

https://www.kalbela.com/ajkerpatrika/khobor/227524

বর্ষা ও শরৎকালে শিশুদের জ্বরের প্রকোপ দেখা দেয়। অভিভাবকরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ছেন। শিশুর জ্বর কি ডেঙ্.....

আজ একটি ইংরেজি দৈনিকে আমার লেখা ডেঙ্গু, চিকুঙ্গুনিয়া ও ভাইরাস জ্বর নিয়ে একটি ফিচার প্রকাশিত হয়েছে–How to Know if a Ch...
26/09/2025

আজ একটি ইংরেজি দৈনিকে আমার লেখা ডেঙ্গু, চিকুঙ্গুনিয়া ও ভাইরাস জ্বর নিয়ে একটি ফিচার প্রকাশিত হয়েছে–

How to Know if a Child’s Fever is Dengue or Chikungunya

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট...

♦️ এসময়ের শিশুর জ্বর: ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি সাধারণ ভাইরাল ফিভার?   বর্ষা ও শরৎকালে শিশুদের জ্বরের প্রকোপ বেড়ে যায়। এ...
26/09/2025

♦️ এসময়ের শিশুর জ্বর: ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি সাধারণ ভাইরাল ফিভার?

বর্ষা ও শরৎকালে শিশুদের জ্বরের প্রকোপ বেড়ে যায়। এখন ঘরে ঘরে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে অভিভাবকেরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ছেন— শিশুর জ্বর কি ডেঙ্গু? নাকি চিকুনগুনিয়া? নাকি কেবল সাধারণ ভাইরাসজনিত জ্বর?

প্রথমেই জানা দরকার- ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটোই ভাইরাসজনিত রোগ। তাই অন্য ভাইরাল জ্বরের সঙ্গে এগুলোর পার্থক্য সব সময় স্পষ্ট নয়। বেশির ভাগ ক্ষেত্রে রোগ নির্ণয় হয় উপসর্গ ও শারীরিক পরীক্ষা দেখে। পরীক্ষার ফলের ওপর নির্ভর করা যায়, তবে কেবল নেগেটিভ রিপোর্ট দেখে নিশ্চিন্ত হওয়া ঠিক নয়।

♦️ কীভাবে আলাদা করবেন?

ডেঙ্গুতে জ্বরের সঙ্গে মাথাব্যথা, চোখের চারপাশে ব্যথা এবং পেশিতে ব্যথা দেখা দেয়। তিন থেকে পাঁচ দিনের মধ্যে ত্বকে লালচে র‌্যাশ দেখা দিতে পারে। অনেক সময় নাক দিয়ে বা চোখের কনজাংটিভা থেকে সামান্য রক্তক্ষরণ হয়, রক্তচাপ কমে আসে। রক্ত পরীক্ষায় ডাবলিওবিসি (শ্বেতরক্তকণিকা) ও প্লাটিলেট কমে যাওয়া, হিমাটোক্রিট বেড়ে যাওয়া— এসব ডেঙ্গুর গুরুতর লক্ষণ।

চিকুনগুনিয়ায় জ্বরের সঙ্গে অস্থিসন্ধি বা জয়েন্টে তীব্র ব্যথা হয়, কখনো জয়েন্ট ফুলেও যায়। এ রোগের শুরুতেই ত্বকে লালচে র‌্যাশ দেখা দিতে পারে, যা ডেঙ্গুর তুলনায় দ্রুত আসে। সাধারণ রক্ত পরীক্ষায় লিম্ফোসাইট কমে যেতে পারে। তবে রক্তক্ষরণ বা প্লাজমা লিকেজের মতো জটিলতা হয় না।

চিকিৎসকেরা উপসর্গ, শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ চিহ্নিত করেন। সাধারণ রক্ত পরীক্ষায় দেখা যায়, চিকুনগুনিয়ায় লিম্ফোসাইটের (একপ্রকার শ্বেতরক্তকণিকা) সংখ্যা কমে যেতে পারে। অন্যদিকে, ডেঙ্গুতে মোট ডাবলিওবিসি (শ্বেতরক্তকণিকা) ও প্লাটিলেট (অণুচক্রিকা) হ্রাস পায়। ডেঙ্গুর ক্ষেত্রে আরও গুরুতর জটিলতা দেখা দিতে পারে- যেমন শরীরে প্লাজমা লিকেজ, হিমাটোক্রিটের পরিবর্তন। কেবল পরীক্ষার ফল নেগেটিভ এলেই নিশ্চিন্ত হওয়া যায় না। সবচেয়ে গুরুত্ব দিতে হয় রোগীর অবস্থা ও জটিলতার লক্ষণের দিকে।

♦️চিকিৎসা ও করণীয়–

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার চিকিৎসার পদ্ধতি প্রায় একই:

• যথেষ্ট বিশ্রাম নিশ্চিত করা।

• জ্বর কমাতে কেবল প্যারাসিটামল ব্যবহার করা।

• পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়ানো।

• সহজপাচ্য ও পুষ্টিকর খাবার দেওয়া।

• শিশু মায়ের দুধ খেলে তা অব্যাহত রাখা।

শিশু খেতে না চাইলে বারবার অল্প অল্প করে খাবার দিতে হবে। শরীর স্পঞ্জ করা বা ব্যথার স্থানে গরম সেঁক দেওয়া যেতে পারে। তবে প্যারাসিটামল ছাড়া অন্যকোন ব্যথানাশক ওষুধ দেওয়া যাবে না। ভাইরাসজনিত রোগ বলে অ্যান্টিবায়োটিকেরও কোনো ভূমিকা নেই।

♦️ যা খেয়াল রাখতে হবে:

• শিশুর রক্তচাপ বা পালস হঠাৎ কমে যাওয়া,

• নিস্তেজ বা অচেতন হয়ে পড়া,

• পানিশূন্যতা,

• শরীরের ভেতরে বা বাইরে রক্তক্ষরণ।

• বমি বা পেটে ব্যাথা

এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। সঠিক পরিচর্যা পেলে অধিকাংশ শিশুই জটিলতা ছাড়াই সুস্থ হয়ে ওঠে।

♦️ মনে রাখবেন–

এই মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পাশাপাশি ফ্লু–জাতীয় অন্যান্য ভাইরাল জ্বরও ছড়াচ্ছে। যদি জ্বরের সঙ্গে নাক বন্ধ, সর্দি–কাশি বা গলাব্যথা থাকে তবে তা সাধারণ ফ্লু হতে পারে। তাই শিশুর জ্বর হলে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। ডেঙ্গু, চিকুনগুনিয়া বা ফ্লু— যেটাই হোক না কেন, প্রাথমিক পরিচর্যার নিয়ম প্রায় একই। জটিলতা না থাকলে বাড়িতেই সঠিক যত্নে শিশুকে সুস্থ করা সম্ভব। তবে রক্তচাপ, পানিশূন্যতা ও জটিলতার লক্ষণগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। জটিলতা দেখা দিলে অবশ্যই এখন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে অথবা কাছের কোন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসতে হবে।

শিশুর জ্বর মানেই আতঙ্ক নয়, সচেতনতা আর যত্নই হলো সবচেয়ে বড় প্রতিরোধ।

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
♦️ জনসচেতনতায়__

__ডাঃ এএসএম. মাহমুদুজ্জামান।
এমডি (পেডিয়াট্রিক্স), ডিসিএইচ (শিশু স্বাস্থ্য)
সহকারী অধ্যাপক, শিশু বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

(নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ এবং শিশু কার্ডিওলজি প্রশিক্ষণপ্রাপ্ত)

#চেম্বার:
🏥 হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭
(শিশুমেলার বিপরীতে, ফুটওভারব্রীজ সংলগ্ন)
👉 রোগী দেখার সময়ঃ
প্রতিদিন দুপুর ২:৩০- বিকেল ৭:০০ টা

🚩
https://maps.app.goo.gl/BhzYVS3S2w1XRiPJ9

👉 অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুন:
📞 10662 অথবা 09610001277

🌐 https://hdclbd.com/

নতুন চেম্বারে, নতুন আঙ্গিকে......._____ডাঃ এএসএম. মাহমুদুজ্জামান।এমডি (পেডিয়াট্রিক্স), ডিসিএইচ (শিশু স্বাস্থ্য)সহকারী অ...
12/08/2025

নতুন চেম্বারে, নতুন আঙ্গিকে.......

_____ডাঃ এএসএম. মাহমুদুজ্জামান।
এমডি (পেডিয়াট্রিক্স), ডিসিএইচ (শিশু স্বাস্থ্য)
সহকারী অধ্যাপক, শিশু বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

(নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ এবং শিশু কার্ডিওলজিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত)

[যারা সরকারি হাসপাতালে দেখাতে ইচ্ছুক তারা ১০ টাকার সরকারি টিকেট সংগ্রহ করে প্রতি রোববার ও বুধবার শিশু বহির্বিভাগের ৭নং ব্লকে সকাল ৯:৩০- ১১:৩০ টা পর্যন্ত দেখাতে পারবেন। ]

#চেম্বার (১)
🏥 হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭
(শিশুমেলার বিপরীতে, ফুটওভারব্রীজ সংলগ্ন)
🚩
https://maps.app.goo.gl/BhzYVS3S2w1XRiPJ9

👉 সময়সূচিঃ প্রতিদিন দুপুর ২:৩০ – সন্ধ্যা ৭:০০টা
👉 অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুনঃ
📞10662 অথবা 0961 000 1277

🌐 https://hdclbd.com/

#চেম্বার (২)
🏥 পপুলার ডায়গনস্টিক সেন্টার লিঃ
শ্যামলী শাখা, ইউনিট-১
(ন্যাশানাল ইনঃ কিডনী ডিজিজ এন্ড ইউরোলজি হাসপাতালের বিপরীতে)
🚩
https://maps.app.goo.gl/u5BM12k8jqMwXPWR6?g_st=aw

👉 সময়সূচিঃ প্রতিদিন সন্ধ্যা ৭:০০টা – রাত ৯:০০টা
👉 অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুনঃ
📞 হট লাইন 0966 678 7806

🌐 populardiagnostic.com

টাইফয়েড জ্বর ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে ।দেশের ...
10/08/2025

টাইফয়েড জ্বর ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে ।

দেশের প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। তার মধ্যে প্রায় ৮ হাজার জন মৃত্যুবরণ করে যার অধিকাংশই ১৫ বছরের কম বয়সী শিশু।

১ ডোজ টিসিবি (TCV ) টিকা প্রদানের মাধ্যমে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা যায়।

টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে দেশব্যাপী ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের এক ডোজ টিসিভি (TCV )টিকা নিজ স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্ডেন অথবা এলাকার শিশু টিকা কেন্দ্রে প্রদান করা হবে।

১লা আগস্ট ২০২৫ হতে ৯ মাস থেকে ১৫ বছরের কম (১৪ বছর ১১মাস ২৯ দিন) বয়সী সকল শিশু নিম্নোক্ত লিংকে https://vaxepi.gov.bd এর মাধ্যমে নিজ জন্ম নিবন্ধন দ্বারা এই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

#আসুন_জনস্বার্থে_প্রচার_করি

Address

Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801531971048

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shoyeb Mahamud's Pediatric and Geriatric Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shoyeb Mahamud's Pediatric and Geriatric Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category