Dr. Samanta Meharin

Dr. Samanta Meharin প্রসূতিবিদ্যা, মা ও স্ত্রীরোগে বিশেষ অভিজ্ঞ।
স্তন রোগ ও পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত।

ফেসবুকে অনেক ফ্রেন্ড ইনবক্সে বলে ঠান্ডা লাগছে মোনাস ১০ খেয়েছে আর কি খাবে? জিজ্ঞেস করি মোনাস কেন ? উত্তর আসে ঠান্ডাতে এক...
16/02/2025

ফেসবুকে অনেক ফ্রেন্ড ইনবক্সে বলে ঠান্ডা লাগছে মোনাস ১০ খেয়েছে আর কি খাবে? জিজ্ঞেস করি মোনাস কেন ? উত্তর আসে ঠান্ডাতে একবার ডাক্তার খেতে দিয়েছেন তারপর থেকে ঠান্ডা লাগলে এটা খায়.. এটা ছাড়া নাকি তার ভালো হয় না। 😑😑

Stop irrational use of monteleukast....
মিসেস এক্স বয়স 55 বছর, হাইপারটেনশন ও ডায়াবেটিস এর রোগী। নিয়মিত প্রেসার ও ডায়াবেটিস এর ঔষধ খান। প্রেসার ও ডায়াবেটিস দুটোই কন্ট্রোল এ আছে। রোগীর নিজের কোন সমস্যা নেই, কিন্তু উনার বাসার লোকজন উনাকে নিয়ে আসছেন। উনার মেয়ে জানান- গত 5 মাস থেকে উনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছেন, উনি কারো সাথে কথা বলেন না, শুধু কেউ কিছু বললে উত্তর দেন, সব সময় চুপচাপ থাকেন, বাসায় কোন আত্নীয় এমনকি উনার বোন বাসায় আসলেও বসতে বলেন না, খেতে বলেন না ইত্যাদি।
উনারা ইতিমধ্যে কয়েক জায়গায় কনসালটেশন নিয়েছেন। কিন্তু কোন চেঞ্জ নেই।

আমি উনাকে জিজ্ঞাসা করলাম কি অসুবিধা, উনার উত্তর কোন সমস্যা নেই। ক্লিনিক্যাল এক্সাম এ সব কিছু নরমাল। তবে উনার ফেস দেখে মনে হয় টিপিক্যাল ডিপ্রেসড ফেস। আমি রুটিন টেস্ট, FBS, 2ABF, থাইরয়েড টেস্ট করতে দিলাম।

সব রিপোর্ট নরমাল। এবার আমি রোগীর সাথে একা কথা বলতে চাইলাম। রোগীর এক ছেলে ও এক মেয়ে ভার্সিটিতে পড়ে। রোগীর সাথে একান্ত কথা বলায় কোন ধরনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কনফ্লিক্ট নেই।

আমি রোগীর মেয়েকে ডেকে উনার সার্বিক অবস্থা জানালাম- রোগী ডিপ্রেশনে ভুগছেন, কিন্তু ডিপ্রেশনের কোন কারন পাওয়া যাচ্ছে না। আমি বললাম হয়ত উনার মেয়ে বড় হচ্ছে তার বিয়ে নিয়ে উনি চিন্তিত থাকেন, টেনশন করেন ইত্যাদি।

এবার রোগীর মেয়ে জানাল যে রোগী বিগত 5 বছর ধরে Monteleukast খান, একজন ডাক্তার এটি বন্ধ করে দেন। এরপর একদিন উনি এসি ছেড়ে রেস্ট নিচ্ছিলেন, সেই সময় উনার দম বন্ধ হয়ে আসে। উনি মনে করেন কে monteleukast বন্ধ করার কারনে এমন হয়, উনি আবারও এটি খাওয়া শুরু করেন। এরপর থেকেই তার সমস্যাগুলো শুরু হয়।

Monteleukast এর জন্য FDA black box warning দিয়েছে যে এটি ব্যবহারের পর রোগীর suicidal thought, agitation, anxiety, depression, behavioral change হতে পারে। এইজন্য যাদেরকে monteleukast দেয়া হবে তাদেরকে এগুলো মনিটর করতে হবে। কোন ধরনের চেঞ্জ পেলে বন্ধ করে দিতে হবে।

Take home message:
1. Use monteleukast only if it is absolutely indicated. Indications are asthma (as preventer), allergic rhinitis, allergic dermatitis.
2. Monitor the patient for any change of behavior and stop immediately if any.

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল

কানে ব্যাথার এক সম্মানিত রোগী কানে সাপোজিটরি দিয়ে আসছে। 😃রোগীর ভাষ্যমতে, ফার্মেসির দোকানদার তাকে দিয়েছে। কোথায় দিতে হবে ...
17/01/2025

কানে ব্যাথার এক সম্মানিত রোগী কানে সাপোজিটরি দিয়ে আসছে। 😃

রোগীর ভাষ্যমতে, ফার্মেসির দোকানদার তাকে দিয়েছে। কোথায় দিতে হবে বলে দেয়নি। 😑

যেহেতু কানে ব্যাথা,আর জিনিসটাও কানের ফুটার মত সাইজের,কানেই দিয়ে দিয়েছেন। 🫠

এদেশে ডাক্তারি করা আসলেই মজার! 🤭 ©

17/01/2025
এমএমসিএইচ-এ ২০ সপ্তাহের গর্ভধারণে অনিবার্য গর্ভপাত! 😞রোগীর হঠাৎ প্রচুর রক্তপাত এবং তীব্র তলপেটে ব্যথা হয়।দুই যমজ কন্যা ...
07/12/2024

এমএমসিএইচ-এ ২০ সপ্তাহের গর্ভধারণে অনিবার্য গর্ভপাত! 😞
রোগীর হঠাৎ প্রচুর রক্তপাত এবং তীব্র তলপেটে ব্যথা হয়।

দুই যমজ কন্যা সন্তান জন্মের সময় জীবিত ছিল। প্রথম শিশুটি জন্মের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে কাঁদছিলো; কিন্তু অন্য শিশুটি কাঁদে নি। তবে তার হৃদস্পন্দন শনাক্ত করা যায়। তাই ডাক্তাররা তাদের অভিভাবকদের এনআইসিইউতে ভর্তি করার জন্য বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু অভিভাবকরা তা করতে রাজি হননি। তাই নবজাতকদের চিকিৎসা না করায় প্রায় ১ ঘণ্টা পর মা-রা যায়! বাবা-মায়ের আগেও দুইটি মেয়ে ছিলো, তাই আরও দুই মেয়ের জীবন বাঁচাতে তারা নারাজ! এটা সত্যিই হৃদয়বিদারক ছিলো 🙂

একজন বাবা-মা কীভাবে তাদের নবজাতকের প্রতি এতোটা নিষ্ঠুর হতে পারে, শুধুমাত্র সে একটি বাচ্চা মেয়ে! কবে এই অন্যায়ের অবসান হবে? 🙂
আর অন্যদিকে কিছু মানুষ মনে প্রাণে চেষ্টা করেও কোনো ফল পাচ্ছে না... 😢

📌স্থান : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

Inevitable Abortion of 20 weeks of pregnancy at MMCH! :⁠-⁠(
Patient came with sudden profuse bleeding and severe lower abdominal pain.

Both of twin baby girls were alive during birth. The first baby was crying spontaneously since she was born; yet the other baby didn't but her heart beat could be detected. So doctors tried to convince their parents to admit them at NICU. But the parents refused to do so. Hence the neonates remained untreated and died approximately after 1 hour! The parents already had two daughters before, so they were unwilling to save lives of two daughters more! That was really heartbreaking 💔 The babies tried their best to live, cried louder and louder but failed to melt their parents heart! 🙂

How a parent can be this much cruel to their own neonate, just because she's a baby girl! When these injustices will end? 🙂
And on the other hand some people are trying heart and soul but not getting any result... 😢

📌Location : Mymensingh Medical College Hospital
Picture and incident is from Israt Tisha Rahima Khatun

ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ২০২৪ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
19/06/2024

ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ২০২৪ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আপনি কি জানেন? জন্মবিরতিকরণের নিরাপদ পদ্ধতিগুলো কী কী? আসুন জেনে নিই...
07/06/2024

আপনি কি জানেন? জন্মবিরতিকরণের নিরাপদ পদ্ধতিগুলো কী কী? আসুন জেনে নিই...

মনে রাখবেন, মাসিক বা ঋতুস্রাব কোন রোগ নয়। মাসিক চলাকালীন অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অধিকাংশ নারীই প্রস্রা...
28/05/2024

মনে রাখবেন, মাসিক বা ঋতুস্রাব কোন রোগ নয়। মাসিক চলাকালীন অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অধিকাংশ নারীই প্রস্রাবের ইনফেকশন সহ জরায়ুর ইনফেকশনে আক্রান্ত হন। যার কারণে পরবর্তীতে জরায়ু-মুখ ক্যান্সার হওয়ারও আশংকা রাখে। তাই আসুন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবসে মাসিককালীন পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলাই হোক আমাদের অঙ্গীকার।
#প্রজননস্বাস্থ্যবন্ধু

বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক আমাদের জেনারেল প্র্যাকটিশনার ডা. সামান্তা মেহেরীনের কাছ থেকে- ...
15/05/2024

বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক আমাদের জেনারেল প্র্যাকটিশনার ডা. সামান্তা মেহেরীনের কাছ থেকে-

#প্রজননস্বাস্থ্যবন্ধু

হিট স্ট্রোকে আক্রান্ত হলে কি করনীয়?
30/04/2024

হিট স্ট্রোকে আক্রান্ত হলে কি করনীয়?

যারা জন্মবিরতিকরণ পদ্ধতি হিসেবে মিশ্র খাবার বড়ি গ্রহণ করেন, তাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।  #প্রজননস্বাস্থ্যব...
29/04/2024

যারা জন্মবিরতিকরণ পদ্ধতি হিসেবে মিশ্র খাবার বড়ি গ্রহণ করেন, তাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।
#প্রজননস্বাস্থ্যবন্ধু

24/02/2024

Address

Sherebangla Road, Katashur, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801324404316

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Samanta Meharin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Samanta Meharin:

Share