Dr. Samanta Meharin

Dr. Samanta Meharin প্রসূতিবিদ্যা, মা ও স্ত্রীরোগে বিশেষ অভিজ্ঞ।
স্তন রোগ ও পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত।

Pregnancy Tips 📝🛑🛑গর্ভাবস্থায় প্রস্রাব চেপে রাখা উচিত নয় – এতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) হওয়ার ঝুঁকি বেড়ে যায়।🛑🛑🔸...
25/09/2025

Pregnancy Tips 📝

🛑🛑গর্ভাবস্থায় প্রস্রাব চেপে রাখা উচিত নয় – এতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) হওয়ার ঝুঁকি বেড়ে যায়।🛑🛑

🔸প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন – এতে প্রস্রাব পাতলা হয় ও জীবাণু ধুয়ে যায়।
🔸প্রস্রাবের সময় সম্পূর্ণ মূত্র ত্যাগ করা জরুরি।
🔸টাইট আন্ডারগার্মেন্টস এড়িয়ে চলুন, হালকা ও সুতি কাপড় ব্যবহার করুন।
🔸যেকোনো অস্বাভাবিক জ্বালা, ব্যথা বা প্রস্রাবে রক্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

অ্যাপয়েন্টমেন্টর জন্য কল করুন-০১৩২৪৪০৪৩১৬, ০১৩০১৮০১৪০৫।
অনলাইন পরামর্শর জন্য inbox (m.me/doctorsamanta ) করুন।

যোনি স্রাব (Vaginal Discharge) নারীদের মধ্যে একটি খুবই সাধারণ স্বাস্থ্যসমস্যা। স্বাভাবিক অবস্থায় হালকা স্বচ্ছ বা দুধের ...
23/09/2025

যোনি স্রাব (Vaginal Discharge) নারীদের মধ্যে একটি খুবই সাধারণ স্বাস্থ্যসমস্যা। স্বাভাবিক অবস্থায় হালকা স্বচ্ছ বা দুধের মতো সাদা স্রাব নারীদের শরীরে হরমোনজনিত কারণে হতে পারে, যা সাধারণত চিন্তার বিষয় নয়। তবে যখন স্রাবের রঙ, গন্ধ বা ঘনত্ব পরিবর্তিত হয় এবং এর সাথে চুলকানি, জ্বালা, ব্যথা বা দুর্গন্ধ যুক্ত হয়, তখন এটি বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে।

যোনি স্রাবের সাধারণ কারণসমূহ:
🔸সংক্রমণ : চুলকানি ও দইয়ের মতো দুর্গন্ধযুক্ত সাদা স্রাব দেখা যায়।
🔸 যৌনবাহিত রোগ (STIs – ট্রিকোমোনিয়াসিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া)
🔸হরমোন পরিবর্তন: যেমন গর্ভাবস্থা, মাসিক চক্র বা মেনোপজে স্রাবের পরিবর্তন হতে পারে।
🔸অপরিষ্কার স্বাস্থ্যবিধি বা অ্যালার্জি

চিকিৎসা বিলম্ব না করার গুরুত্ব:
যোনি স্রাবকে অনেকেই ছোট সমস্যা ভেবে অবহেলা করেন, কিন্তু এটি গোপন প্রজনন অঙ্গের সংক্রমণ বা যৌনবাহিত রোগের লক্ষণ হতে পারে। চিকিৎসা বিলম্ব হলে সংক্রমণ জরায়ু, ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত ছড়াতে পারে, যার ফলে বন্ধ্যাত্ব, দীর্ঘমেয়াদি ব্যথা বা গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তাই অস্বাভাবিক স্রাব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নারীদের উচিত এই লক্ষণগুলোকে গুরুত্ব দিয়ে সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করা, যাতে ভবিষ্যতের বড় স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়।

অ্যাপয়েন্টমেন্টর জন্য কল করুন-০১৩২৪৪০৪৩১৬, ০১৩০১৮০১৪০৫।
অনলাইন পরামর্শর জন্য inbox (m.me/doctorsamanta ) করুন।

অযাচিত গর্ভধারণ নারীর জীবনে এক বিশাল মানসিক, সামাজিক ও আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। বিবাহিত কিংবা অবিবাহিত— উভয় ক্ষেত্র...
04/09/2025

অযাচিত গর্ভধারণ নারীর জীবনে এক বিশাল মানসিক, সামাজিক ও আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। বিবাহিত কিংবা অবিবাহিত— উভয় ক্ষেত্রেই এটি নানা ধরনের ঝামেলা ও দুঃখ-কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সমাজের কটূক্তি, পরিবারিক অশান্তি, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং চিকিৎসা ব্যয়ের চাপ একজন নারী ও তার সঙ্গীর মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে। এ ধরনের পরিস্থিতিতে নারীদের ন্যায়সঙ্গত, নিরাপদ ও অ-আবেগপ্রবণ কাউন্সেলিং এবং প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের মাধ্যমে ওষুধ ব্যবহার করে মাসিক নিয়ন্ত্রণ (Menstrual Regulation) অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী সমাধান হতে পারে। একই সঙ্গে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে উপযুক্ত ও নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করা অত্যন্ত জরুরি, যা শুধু অনিচ্ছাকৃত গর্ভধারণ রোধই করে না, বরং নারী ও পুরুষ উভয়ের মানসিক ও সামাজিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
অ্যাপয়েন্টমেন্টর জন্য কল করুন-০১৩২৪৪০৪৩১৬, ০১৩০১৮০১৪০৫।
অনলাইন পরামর্শর জন্য inbox (m.me/doctorsamanta ) করুন।

নবদম্পতিদের জন্য অনিচ্ছাকৃত গর্ভধারণ ও অবাঞ্ছিত গর্ভপাত প্রতিরোধে ইমপ্লান্ট একটি অত্যন্ত কার্যকর ও নিরাপদ উপায়। বিবাহের...
28/08/2025

নবদম্পতিদের জন্য অনিচ্ছাকৃত গর্ভধারণ ও অবাঞ্ছিত গর্ভপাত প্রতিরোধে ইমপ্লান্ট একটি অত্যন্ত কার্যকর ও নিরাপদ উপায়। বিবাহের শুরুতে অনেক দম্পতিই মানসিক, শারীরিক ও আর্থিকভাবে সন্তান নেওয়ার জন্য প্রস্তুত থাকেন না। এ সময় ইমপ্লান্ট ব্যবহার করলে কয়েক বছরের জন্য নিশ্চিত গর্ভনিরোধ সম্ভব হয়, যা দম্পতিকে অবাঞ্ছিত গর্ভধারণের ঝুঁকি থেকে রক্ষা করে। এর ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের মতো শারীরিক ও মানসিক কষ্টকর পরিস্থিতি এড়ানো যায়। ইমপ্লান্ট সহজ, দীর্ঘমেয়াদি এবং নিরাপদ হওয়ায় নবদম্পতিদের জন্য পরিবার পরিকল্পনায় এটি একটি গুরুত্বপূর্ণ ও বুদ্ধিমানের সিদ্ধান্ত।

আপনি এবং আপনার পরিবার সঠিক স্বাস্থ্যসেবা পেতে আমাদের সেবার জন্য যোগাযোগ করুন।। আমরা যে সেবাগুলি প্রদান করি তা হলো:

১. জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি পরামর্শ ও সরবরাহ
২. গর্ভনিরোধক ইমপ্ল্যান্ট এবং ইনজেকশন
৩. পরিবার পরিকল্পনা সম্পর্কিত স্বাস্থ্য পরীক্ষা
৪. গর্ভধারণের সময় এবং পরবর্তী সেবা
৫. যুব ও প্রজনন স্বাস্থ্য পরামর্শ

আপনার স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের অঙ্গীকার।

আমি আমার এলাকার কাছাকাছি একটি বসতিতে বেশ কয়েকজন মহিলাকে বিনামূল্যে পরিবার পরিকল্পনার গর্ভনিরোধক সামগ্রী প্রদান করেছি এব...
30/07/2025

আমি আমার এলাকার কাছাকাছি একটি বসতিতে বেশ কয়েকজন মহিলাকে বিনামূল্যে পরিবার পরিকল্পনার গর্ভনিরোধক সামগ্রী প্রদান করেছি এবং তাদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও গর্ভপাত প্রতিরোধের জন্য পরিবার পরিকল্পনা পরামর্শ সেবা দিয়েছি। এই উদ্যোগের মাধ্যমে মহিলারা পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পেরেছেন এবং নিজের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্পর্কে আরও সচেতন হতে পেরেছেন। এটি কেবল অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কমিয়ে দেয় না, বরং নারীর শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেও সহায়ক।

আমি একজন পরিবার পরিকল্পনা পরিষেবা প্রদানকারী। আমাদের সেবার মাধ্যমে আপনি এবং আপনার পরিবার গর্ভনিরোধ পদ্ধতির সঠিক জ্ঞান এবং ব্যবহার সম্পর্কে সচেতনতা পেতে পারবেন। আমরা যে সেবাগুলি প্রদান করি তা হলো:

১. জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি পরামর্শ ও সরবরাহ
২. গর্ভনিরোধক ইমপ্ল্যান্ট এবং ইনজেকশন
৩. পরিবার পরিকল্পনা সম্পর্কিত স্বাস্থ্য পরীক্ষা
৪. গর্ভধারণের সময় এবং পরবর্তী সেবা
৫. যুব ও প্রজনন স্বাস্থ্য পরামর্শ

আপনার স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের অঙ্গীকার। পরিবার পরিকল্পনা পরামর্শ সেবার জন্য যোগাযোগ করুন।

চেম্বার ঠিকানা – ৬৩/এফ, কাটাসুর, শের ই বাংলা রোড, মুহাম্মদপুর, ঢাকা।

বিশেষ প্রয়োজনে ও অ্যাপয়েন্টমেন্টর জন্য কল করুন- ০১৩২৪৪০৪৩১৬ , ০১৩০১৮০১৪০৫।

মাসিক সচেতনতা দিবস ২০২৫। এই দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর এবং Ipas Bangladesh কর্তৃক আয়োজিত রায়ের বাজার দুই...
29/07/2025

মাসিক সচেতনতা দিবস ২০২৫। এই দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর এবং Ipas Bangladesh কর্তৃক আয়োজিত রায়ের বাজার দুইটি স্কুলে (Hamim Model School এবং Mohammadpur Laboratory High School) মূল্যবান একটি সেশনে মডারেটর হিসেবে অংশগ্রহণ করি।
মাসিক একটি প্রাকৃতিক এবং স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তবে এখনো সমাজে এর সঙ্গে যুক্ত রয়েছে নানা ভুল ধারণা, লজ্জা ও কুসংস্কার।মাসিক সচেতনতা দিবসের উদ্দেশ্য হলো— মেয়েদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে সঠিক তথ্য ও সহায়ক পরিবেশ গড়ে তোলা।আমরা বিশ্বাস করি, মাসিক নিয়ে খোলামেলা আলোচনা, স্বাস্থ্যসম্মত পণ্য সহজলভ্যতা এবং সঠিক শিক্ষার মাধ্যমে আমরা একটি সচেতন ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে পারি।

আসুন, মাসিক নিয়ে লজ্জা নয়, সচেতনতা ছড়াই।

ফেসবুকে অনেক ফ্রেন্ড ইনবক্সে বলে ঠান্ডা লাগছে মোনাস ১০ খেয়েছে আর কি খাবে? জিজ্ঞেস করি মোনাস কেন ? উত্তর আসে ঠান্ডাতে এক...
16/02/2025

ফেসবুকে অনেক ফ্রেন্ড ইনবক্সে বলে ঠান্ডা লাগছে মোনাস ১০ খেয়েছে আর কি খাবে? জিজ্ঞেস করি মোনাস কেন ? উত্তর আসে ঠান্ডাতে একবার ডাক্তার খেতে দিয়েছেন তারপর থেকে ঠান্ডা লাগলে এটা খায়.. এটা ছাড়া নাকি তার ভালো হয় না। 😑😑

Stop irrational use of monteleukast....
মিসেস এক্স বয়স 55 বছর, হাইপারটেনশন ও ডায়াবেটিস এর রোগী। নিয়মিত প্রেসার ও ডায়াবেটিস এর ঔষধ খান। প্রেসার ও ডায়াবেটিস দুটোই কন্ট্রোল এ আছে। রোগীর নিজের কোন সমস্যা নেই, কিন্তু উনার বাসার লোকজন উনাকে নিয়ে আসছেন। উনার মেয়ে জানান- গত 5 মাস থেকে উনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছেন, উনি কারো সাথে কথা বলেন না, শুধু কেউ কিছু বললে উত্তর দেন, সব সময় চুপচাপ থাকেন, বাসায় কোন আত্নীয় এমনকি উনার বোন বাসায় আসলেও বসতে বলেন না, খেতে বলেন না ইত্যাদি।
উনারা ইতিমধ্যে কয়েক জায়গায় কনসালটেশন নিয়েছেন। কিন্তু কোন চেঞ্জ নেই।

আমি উনাকে জিজ্ঞাসা করলাম কি অসুবিধা, উনার উত্তর কোন সমস্যা নেই। ক্লিনিক্যাল এক্সাম এ সব কিছু নরমাল। তবে উনার ফেস দেখে মনে হয় টিপিক্যাল ডিপ্রেসড ফেস। আমি রুটিন টেস্ট, FBS, 2ABF, থাইরয়েড টেস্ট করতে দিলাম।

সব রিপোর্ট নরমাল। এবার আমি রোগীর সাথে একা কথা বলতে চাইলাম। রোগীর এক ছেলে ও এক মেয়ে ভার্সিটিতে পড়ে। রোগীর সাথে একান্ত কথা বলায় কোন ধরনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কনফ্লিক্ট নেই।

আমি রোগীর মেয়েকে ডেকে উনার সার্বিক অবস্থা জানালাম- রোগী ডিপ্রেশনে ভুগছেন, কিন্তু ডিপ্রেশনের কোন কারন পাওয়া যাচ্ছে না। আমি বললাম হয়ত উনার মেয়ে বড় হচ্ছে তার বিয়ে নিয়ে উনি চিন্তিত থাকেন, টেনশন করেন ইত্যাদি।

এবার রোগীর মেয়ে জানাল যে রোগী বিগত 5 বছর ধরে Monteleukast খান, একজন ডাক্তার এটি বন্ধ করে দেন। এরপর একদিন উনি এসি ছেড়ে রেস্ট নিচ্ছিলেন, সেই সময় উনার দম বন্ধ হয়ে আসে। উনি মনে করেন কে monteleukast বন্ধ করার কারনে এমন হয়, উনি আবারও এটি খাওয়া শুরু করেন। এরপর থেকেই তার সমস্যাগুলো শুরু হয়।

Monteleukast এর জন্য FDA black box warning দিয়েছে যে এটি ব্যবহারের পর রোগীর suicidal thought, agitation, anxiety, depression, behavioral change হতে পারে। এইজন্য যাদেরকে monteleukast দেয়া হবে তাদেরকে এগুলো মনিটর করতে হবে। কোন ধরনের চেঞ্জ পেলে বন্ধ করে দিতে হবে।

Take home message:
1. Use monteleukast only if it is absolutely indicated. Indications are asthma (as preventer), allergic rhinitis, allergic dermatitis.
2. Monitor the patient for any change of behavior and stop immediately if any.

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল

কানে ব্যাথার এক সম্মানিত রোগী কানে সাপোজিটরি দিয়ে আসছে। 😃রোগীর ভাষ্যমতে, ফার্মেসির দোকানদার তাকে দিয়েছে। কোথায় দিতে হবে ...
17/01/2025

কানে ব্যাথার এক সম্মানিত রোগী কানে সাপোজিটরি দিয়ে আসছে। 😃

রোগীর ভাষ্যমতে, ফার্মেসির দোকানদার তাকে দিয়েছে। কোথায় দিতে হবে বলে দেয়নি। 😑

যেহেতু কানে ব্যাথা,আর জিনিসটাও কানের ফুটার মত সাইজের,কানেই দিয়ে দিয়েছেন। 🫠

এদেশে ডাক্তারি করা আসলেই মজার! 🤭 ©

Address

Sherebangla Road, Katashur, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801324404316

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Samanta Meharin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Samanta Meharin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram