11/06/2025
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বিষয়: এবারের বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন-৬
ভ্যাট আইনের ধারা ৪৬ এ রেয়াত সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। রেয়াত নেয়ার সময়সীমা ৪ কর মেয়াদ থেকে বৃদ্ধি করে ৬ কর মেয়াদ নির্ধারণ করা হয়েছে। ব্যাংক গ্যারান্টি দাখিল করে সাময়িক শুল্কায়নের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি অবমুক্তি বা চূড়ান্তভাবে শুল্ক-কর পরিশোধের তারিখ থেকে ৬ কর মেয়াদের মধ্যে রেয়াত নেয়া যাবে মর্মে বিধান করা হয়েছে। সেবা প্রদানকারীর রেয়াত নেয়ার ক্ষেত্রে মূসক-৪.৩ দাখিল করতে হবে না মর্মে অধিকতর স্পষ্টিকরণ করা হয়েছে। তাছাড়া, উপকরণ মূল্য ৭.৫ শতাংশ হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত বিষয়টিও অধিকতর স্পষ্টিকরণ করা হয়েছে।
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ড. মোঃ আব্দুর রউফ
১০ জুন, ২০২৫।