প্রিয় রামপুরা বনশ্রী Priyo Rampura Banasree "Cumilla Group"

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রিয় রামপুরা বনশ্রী Priyo Rampura Banasree "Cumilla Group"

প্রিয় রামপুরা  বনশ্রী Priyo Rampura Banasree "Cumilla Group" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রিয় রামপুরা বনশ্রী Priyo Rampura Banasree "Cumilla Group", Health & Wellness Website, Rampura Banasree, Dhaka.

11/06/2025

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বিষয়: এবারের বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন-৬

ভ্যাট আইনের ধারা ৪৬ এ রেয়াত সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। রেয়াত নেয়ার সময়সীমা ৪ কর মেয়াদ থেকে বৃদ্ধি করে ৬ কর মেয়াদ নির্ধারণ করা হয়েছে। ব্যাংক গ্যারান্টি দাখিল করে সাময়িক শুল্কায়নের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি অবমুক্তি বা চূড়ান্তভাবে শুল্ক-কর পরিশোধের তারিখ থেকে ৬ কর মেয়াদের মধ্যে রেয়াত নেয়া যাবে মর্মে বিধান করা হয়েছে। সেবা প্রদানকারীর রেয়াত নেয়ার ক্ষেত্রে মূসক-৪.৩ দাখিল করতে হবে না মর্মে অধিকতর স্পষ্টিকরণ করা হয়েছে। তাছাড়া, উপকরণ মূল্য ৭.৫ শতাংশ হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত বিষয়টিও অধিকতর স্পষ্টিকরণ করা হয়েছে।

ধন্যবাদ এবং শুভেচ্ছা।

ড. মোঃ আব্দুর রউফ
১০ জুন, ২০২৫।

11/06/2025

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বিষয়: এবারের বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন-৭

আইনের ধারা ৪৭ এ মৌলিক পরিবর্তন করা হয়েছে। এই ধারা আংশিক উপকরণ কর রেয়াত গ্রহণ সংক্রান্ত। প্রথমে এই ধারার গঠন বিদঘুটে, অবাস্তব ধরনের ছিল যা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায়নি। তাই, আংশিক উপকরণ কর রেয়াতের ক্ষেত্রে কোনো ইউনিফর্ম প্রয়োগ ছিল না। ২০২২ সনের অর্থ আইনের মাধ্যমে এই ধারায় উপ-ধারা (১ক) সন্নিবেশ করা হয়। তখন অনেকটা শৃঙ্খলা ফিরে আসে। এবার অন্য সব উপ-ধারা বিলুপ্ত করে দিয়ে এই (১ক) উপ-ধারাটি ধারা ৪৭ হিসাবে রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।

মূল কথা হলো, প্রথমে সব উপকরণের বিপরীতে রেয়াত নিয়ে নিতে হবে। প্রতি মাসের দাখিলপত্রে রেয়াতযোগ্য নয় এমন সরবরাহের বিপরীতে আগে নেয়া রেয়াত বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। প্রতি মাসে এভাবে বৃদ্ধিকারী সমন্বয় করে যেতে হবে। তাহলে সব শেষে আংশিক উপকরণ কর রেয়াত নেয়া হবে।

ধন্যবাদ এবং শুভেচ্ছা।

ড. মোঃ আব্দুর রউফ
১১ জুন, ২০২৫।

11/06/2025
সংশোধিত ব্যাগেজ রুলস, (বিদেশ থেকে আসার সময় কি কি পণ্য আনা যাবে, কি পরিমান মালামাল   Duty/Tax ফ্রি আনা যাবে, আর কি পরিমা...
03/06/2025

সংশোধিত ব্যাগেজ রুলস,
(বিদেশ থেকে আসার সময় কি কি পণ্য আনা যাবে, কি পরিমান মালামাল Duty/Tax ফ্রি আনা যাবে, আর কি পরিমান মালামাল Duty/Tax দিয়ে আনা যাবে তার বিবরণ)

যারা ইউনুস কে ভারত বিরোধী মনে করেন তাদের কাছে প্রশ্ন থাকলো যে, ভারত বাংলাদেশের সাথে করা বিভিন্ন চুক্তি বাতিল করলেও ভারতে...
02/06/2025

যারা ইউনুস কে ভারত বিরোধী মনে করেন তাদের কাছে প্রশ্ন থাকলো যে, ভারত বাংলাদেশের সাথে করা বিভিন্ন চুক্তি বাতিল করলেও ভারতের সাথে করা দেশবিরোধী চুক্তি কেন বাতিল করল না ইউনুস সরকার?

ডাল মে কুচ কালা হে!

মূলত ইউনুস সরকার পুরাপুরি আমেরিকা পন্থী। এই উপদেষ্টা সরকারের অধিকাংশ উপদেষ্টারা বিভিন্ন এনজিও থেকে উঠে আসা। যারা জিও-পলেটিক্স নিয়ে ভালোভাবে খোঁজখবর রাখেন তারা জেনে থাকবেন যে, আমাদের দেশের বিভিন্ন এনজিও গুলো মূলত বিদেশি ফান্ডিং এ চলে থাকে। এনজিওগুলোর পলিসি মেকিং থেকে শুরু করে এক্সিকিউশন সবকিছু পশ্চিমাদের প্রেসক্রিপশনে হয়ে থাকে। এই এনজিও গুলোর যারা প্রধান, কর্মকর্তা-কর্মচারী থাকে তারা কেউ-ই আমেরিকা বা বিদেশি পলিসির বাহিরে যেতে পারে না। তাকে ওই এনজিওর টপ লেভেলে যেতে হলে প্র-আমেরিকা, প্র-ওয়েস্টার্ন হতে হয়। দিনশেষে তারা একেক জন হয়ে ওঠে পশ্চিমাদের খাস লোক।

এই খাস গোলামরা কখনোই পশ্চিমাদের এঁকে দেওয়া ছকের বাহিরে যেতে পারে না। তাদের মন মস্তিষ্ক সব জায়গায় পশ্চিমা ধ্যান-ধারণা, চিন্তা-ভাবনা বিরাজ করে।

রাশিয়ার মিখাইল গর্বাচেভকে কেন নোবেল পুরস্কার দেওয়া হয় এটা সবাই জানে। সে আমেরিকার খাস এজেন্ট ছিল। সে রাশিয়াকে ভেঙ্গে টুকরো টুকরো করেছে। আপনি দেখবেন না পৃথিবীর কাউকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে আর সে পশ্চিমাদের বিরুদ্ধে যায়। যাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তারা সবাই পশ্চিমাদের খাস লোক।

এখন আসেন দক্ষিণ-এশিয়াতে পশ্চিমাপন্থী হলে কেন তাকে ভারতের পক্ষে যেতে হবে সেই বিষয়গুলো ক্লিয়ার করি:

আমেরিকা মূলত চাই ইন্দোপ্যাসিফিক স্ট্রাটেজির অনুকূলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে কাছে টেনে চীনের বিরুদ্ধে ব্যবহার করতে। কেননা চীন হচ্ছে উদীয়মান অর্থনীতির বাতিঘর। আগামী কয়েক বছরের ভিতরেই চীন আমেরিকার অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। চীনের উদীয়মান সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক স্ট্রাটেজি আমেরিকার বৈশ্বিক পরাশক্তিকে চ্যালেঞ্জ করতেছে। যা আমেরিকার বৈশ্বিক অর্থনীতি, সামরিক, রাজনৈতিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে মারাত্মক হুমকিস্বরূপ।

এখন আমেরিকা চাই চীনকে মোকাবেলা করার জন্য দক্ষিণ এশিয়ায় ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো ও চীনের সারাউন্ডিং দেশগুলো আমেরিকান বলয়ে থেকে চীনের বিরোধিতা করুক। এজন্য অতি সম্প্রতি অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা ও ভারত মিলে কোয়াড নামক সামরিক জোট গঠন করেছে। যেখানে তারা চাচ্ছে বাংলাদেশও এটার অন্তর্ভুক্ত হয়ে চীন বিরোধী কার্যক্রমে শরিক হোক।

অন্যদিকে দক্ষিণ এশিয়ায় ভারত একটি বড় অর্থনৈতিক শক্তি হওয়ার কারণে আমেরিকা চাচ্ছে ভারতের ঘাড়ে ভর করে চীনের বিরোধিতা করতে। এজন্য আমেরিকা ভারতকে নিজের লাঠিয়াল হিসেবে নিয়োগ দিয়েছে। আপনারা জেনে থাকবেন তুরস্কের মত ন্যাটোভুক্ত দেশ হওয়ার পরেও রাশিয়া থেকে এস৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের উপরে আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। যার ফলে তুরস্কের লিরার পতন হয় এবং তুরস্কের অর্থনীতি মারাত্মক চাপের ভিতরে পড়ে যায়। যা তুরস্ক আজও বয়ে বেড়াচ্ছে।
অন্যদিকে ভারত রাশিয়া থেকে এস৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরেও আমেরিকা ভারতের উপর কোন নিষেধাজ্ঞা দেয় নাই। এটার মূল কারণ হচ্ছে নিজের লাঠিয়ালর উপরে সে নিষেধাজ্ঞা দিলে বৈশ্বিক পরাশক্তি হিসেবে আবির্ভূত চীনকে তার মোকাবেলা করা কঠিন হবে। এজন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে ভারতকে নিজের দলে রেখেছে।

তাছাড়া চীনের স্ট্রিং অব পার্ল পলিসি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এগুলোর বিপক্ষে শক্ত পদক্ষেপ নিতে হলে ভারতকে আমেরিকার খুব দরকার।

অতএব, আমেরিকার এই লাঠিয়ালের বিরুদ্ধে আমেরিকার স্বপক্ষের শক্তি চলে যাক এটা আমেরিকা কখনো চাইবে না। আমেরিকার যে পালিত লোকজন আছে তারা যতই ভারত বিরোধিতা করুক দিনশেষে তাদের ভারতের পক্ষে কাজ করতে হবে।

সুতরাং বাংলাদেশের যে সমস্ত লোকজন ভাবছিলেন অমুক ভারতের বিপক্ষে তারা দেখে নিক এই লোকজন গুলো কখনোই ভারতের বিরুদ্ধে যাবে না। শুধু শুধু মুখেই ভারত বিরোধিতা করবে। কেননা তাদের সস্তা জনপ্রিয়তা দরকার!

© Asaduzzaman Shobuj

14/05/2025
14/05/2025
14/05/2025

Momo’s Sweet Bites
Best cakes I have ever tasted 💗💗💗super tasty and delicious 😋💓💗

15/12/2024

আসসালামু আলাইকুম

জানেন কি এই মেলায় ফেইসবুক পোস্ট দেখে আসলেই পাবেন একটা উপহার বক্স """"

সাথে যদি থাকে লিফলেট 🥰তাহলে তো কথাই নাই

সাথে সাথে ডিসকাউন্ট এবং স্পেশাল উপহার।

মেলায় যা যা পাবেন:-

স্পেশালি হচ্ছে ৫ টাকার কিচেন আইটেম থাকবে একটা স্টলে"

একটা কিনলে একটা ফ্রি থাকবে আরেকটা স্টলে'

আপনার লুচ্নি থেকে বাথরুম ব্রাশ ও পেয়ে যাবেন এই শপে।

খাবার আইটেম - বার্গার, স্যান্ডউইচ, চকলেট, চটপটি, পুডিং, চাউমিং, নুডলস, সালাদ ,কেক, আচার, ফুচকা, কফি, ফ্রোজেন বা রেডি খাবার আইটেম, লাঞ্চ আইটেম, জুস আইটেম, হোম মেইড কেক, হাতে বানানো পিঠার সমাহার।

মেহেদী স্টলে পাবেন :-

অর্গানিক মেহেদী 'অর্গানিক মেহেদী স্টিক "

২০ টাকার স্টিক ' ক্যানভাস '

নতুন কালেকশন - দেশি- বিদেশি (থ্রি -পিস), ওয়েস্টার্ন ড্রেস,

শাড়ি, জুয়েলারি, আতর -পারফিউম,অর্গানিক পন্য, কসমেটিক্স, কিচেন আইটেম, ফার্নিচার আইটেম, ব্যান্ড, জুতা, হোম ডেকোর, কিডস আইটেম, বিভিন্ন পোশাক, বাচ্চাদের খেলনা, শীতের কালেকশন সহ আরো অনেক কিছু।

দেশি -বিদেশি সব ধরনের গহনা কালেকশন, ইন্ডিয়ান -পাকিস্তানি এবং দেশীয় বুটিক শপ থাকবে।

সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেলায় আসার জন্য!

এড্রেস হচ্ছে :-

ব্লু অলিভ রেস্টুরেন্টে তৃতীয় তলায়

সি ব্লক মেইন রোড আইডিয়াল স্কুল"

সেন্টাল মসজিদের অপজিটের বিল্ডিংয়ে।

বনশ্রী রামপুরা ঢাকা

যোগাযোগ :- 01782762921

08/12/2024
08/12/2024

Address

Rampura Banasree
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় রামপুরা বনশ্রী Priyo Rampura Banasree "Cumilla Group" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to প্রিয় রামপুরা বনশ্রী Priyo Rampura Banasree "Cumilla Group":

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram