Hijama Treatment & Training Centre ।। হিজামা চিকিৎসা ও প্রশিক্ষণ কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Hijama Treatment & Training Centre ।। হিজামা চিকিৎসা ও প্রশিক্ষণ কেন্দ্র

Hijama Treatment & Training Centre ।। হিজামা চিকিৎসা ও প্রশিক্ষণ কেন্দ্র হাকিম মাও: শহিদুল ইসলাম কাসেমী।
হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

Mobile: 01641729304, 01706882779

আমাদের সেন্টারে রয়েছে উচ্চ প্রশিক্ষিত হিজামা থেরাপিস্ট বৃন্দ, যাদের রয়েছে অগণিত ঘন্টার অভিজ্ঞতা, যারা আপনাকে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দিতে এখানে রয়েছে।

ইন্ডিয়া থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রীপ্রাপ্ত হিজামা কাপিং এক্সপার্টের তত্বাবধানে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া মহিলাদের জন্য রয়েছে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট থেরাপিস্ট।

আমাদের সেন্টারের আকর্ষণ হচ্ছে এর অত্যাধুনিক সরঞ্জাম ও মনোরম পরিবেশ। ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

  (Irritable Bowel Syndrome), পেটের অজীর্ণতা/ক্ষুধামান্দ্য, মুখ থেকে দুর্গন্ধ (Halitosis) এবং সেক্ষেত্রে শুকনো লেবু বা "...
13/07/2025

(Irritable Bowel Syndrome), পেটের অজীর্ণতা/ক্ষুধামান্দ্য, মুখ থেকে দুর্গন্ধ (Halitosis) এবং সেক্ষেত্রে শুকনো লেবু বা "সিল্কার পাউডার" উপকারী কি না — ইউনানী ও আয়ুর্বেদ কী বলে?

আসুন আমরা বিষয়টি ইউনানী, আয়ুর্বেদ ও নববী চিকিৎসাশাস্ত্রের আলোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করি।

🔍 রোগসমূহের সংক্ষেপ পরিচয়:
রোগ ব্যাখ্যা
IBS (Irritable Bowel Syndrome) পাকস্থলির স্নায়ুবিক দুর্বলতা, পেট ফুলে থাকা, গ্যাস, অস্থির মলত্যাগ
ক্ষুধামান্দ্য (Anorexia, Loss of Appetite) খেতে ইচ্ছা না হওয়া, হজমে সমস্যা
মুখের দুর্গন্ধ (Halitosis) পাকস্থলির গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেটের অজীর্ণতা, মুখে জীবাণুর কারণে

🍋 লেবুর শুকানো খোসা (Silker Powder বা লেবু ড্রাই পাউডার)
✅ ইউনানী মতে (তিব্বে ইউনানী):
লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করা হয় — একে "Qushr-e-Laymun" (قشر ليمون) বলা হয়
এটি মীজাজে হার (গরম) ও ইয়াবিস (শুকনো) —
অর্থাৎ, এটা বদহজম, গ্যাস, আমাশয়, মুখের দুর্গন্ধ ও ক্ষুধামান্দ্য দূর করতে পারে

🧪 কার্যকারিতা:
গুণ ইউনানী ব্যাখ্যা
Mudirr al-Bawl প্রস্রাব পরিষ্কার করে
Mufattih গ্যাসের বদ্ধতা খুলে দেয়
Muqawwi al-Maida পাকস্থলি মজবুত করে
Muhallil al-Riyah বাতাস (গ্যাস) দূর করে
Muhallil al-Uram ফোলাভাব কমায়

✅ মুখের দুর্গন্ধ ও হজমজনিত মুখের গন্ধ দূর করতে এটি কার্যকর।
✅ আয়ুর্বেদ মতে:
লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করা হয়, যাকে বলা হয় “Nimbu Twak Churna” বা “Lemon Peel Powder”।

গুণ ব্যাখ্যা
Deepaniya অগ্নি জ্বালায় — হজমশক্তি বাড়ায়
Pachaniya অজীর্ণতা সরায়
Vata-Kapha Shamak গ্যাস ও সর্দিজনিত সমস্যা দূর করে
Mukhdosha Nashak মুখগন্ধ নাশ করে

🧬 হালিটোসিস ও IBS-এ কিভাবে উপকারে আসে?
লক্ষণ লেবুর পাউডারের কাজ
পেট ফুলে থাকা গ্যাস দূর করে (Muḥallil al-Riyāḥ)
ক্ষুধামান্দ্য পাকস্থলি উষ্ণ করে ক্ষুধা বাড়ায় (Muqawwi al-Maʿida)
মুখে দুর্গন্ধ পাকস্থলিজ সমস্যা ও মুখ জীবাণু নিয়ন্ত্রণ করে
IBS হালকা মীজাজ গরম করে পাচনতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়

🥄 ব্যবহারের উপায় (ইউনানী-আয়ুর্বেদ মতে):
উপাদান পরিমাণ কিভাবে খাবেন
লেবুর খোসার গুঁড়া (Qushr-e-Laymun) ১/২ চা চামচ গরম জলে ভিজিয়ে খালি পেটে অথবা খাবারের ২০ মিনিট পরে
মধু + কালোজিরা গুঁড়া ঐচ্ছিকভাবে মেশানো যায় মুখের গন্ধ ও হজমে সহায়ক
এক সপ্তাহ পরিমাণ দিনে ১–২ বার বেশি না খাওয়া উত্তম

⚠️ সতর্কতা:
যাদের অত্যধিক গ্যাস্ট্রিক (অম্লতা) রয়েছে, তারা খালি পেটে খাবেন না
গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না
বেশি পরিমাণে খেলে মুখ শুকিয়ে যেতে পারে

📚 রেফারেন্সসমূহ:
كتاب القانون في الطب – ইবনে সিনা
الادوية المفردة – দাওউদ আনতাকি
Qarabadin-e-Azam – তিব্বে ইউনানী রেফারেন্স
Charaka Samhita – আয়ুর্বেদিক মূলগ্রন্থ
Journal of Ayurveda and Integrative Medicine, 2017 – “Lemon Peel in Gastrointestinal Management”

✅ উপসংহার:
প্রশ্ন উত্তর
লেবুর খোসার পাউডার IBS, ক্ষুধামান্দ্য ও মুখের দুর্গন্ধে উপকারী কি?
✅ হ্যাঁ, ইউনানী ও আয়ুর্বেদ উভয় চিকিৎসাতেই এটি কার্যকর
এটা কিভাবে কাজ করে? পাকস্থলি উষ্ণ করে, গ্যাস দূর করে, মুখের জীবাণু নিয়ন্ত্রণ করে
কখন খাবেন? গরম পানিতে মিশিয়ে খালি পেটে বা খাওয়ার পর
আপনার SGPT/কিডনি সমস্যা থাকলেও খাবেন?
✅ হ্যাঁ, তবে পরিমাণে অল্প ও নিয়মিত পানি পান করে

🩺 সংকলন ও পরিচিতি

মাওলানা শহিদুল ইসলাম কাসেমী
📖 দাওরায়ে হাদীস (মাস্টার্স)
দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর, উত্তর প্রদেশ, ভারত।

📚 দারুল ইফতা (Specialization in Islamic Jurisprudence – Ifta)
দারুল উলুম হানাফিয়্যাহ, দেওবন্দ, সাহারানপুর, উত্তর প্রদেশ, ভারত।

🎓 ডিপ্লোমা ইন হিজামা (Cupping Therapy)
সুজা’স ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার (অল্টারনেটিভ মেডিসিন), হায়দারাবাদ, ভারত।

🔥 ফোর্স অন ফায়ার কাপিং প্রশিক্ষণ
হিজামা উইলনেস সেন্টার, বেঙ্গালুরু, ভারত।

🧬 বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত: আকুপাংচার থেরাপি

🏅 বর্তমান পদবীসমূহ:

ট্রেইনার ও অর্গানাইজিং সেক্রেটারি, বাংলাদেশ হলিস্টিক হেলথ সেন্টার

প্রতিষ্ঠাতা ও পরিচালক, Hijama Care Bangladesh: Treatment & Ruqyah Center

🔗 ফেসবুক পেইজ: https://www.facebook.com/hijama.care.bd.info

🌐 অফিসিয়াল ওয়েবসাইট:
https://hijamacarebangladesh.com

📺 ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/channel/UCbzEWdMafuu17Y5OjHGnK-g

➡️ আমাদের সেন্টারের ঠিকানা:
📍 Hijama Care Bangladesh – Treatment, Training & Ruqyah Center

🏠 হাউজ-১৫, রোড-০৪, ব্লক-এইচ, মিরপুর-২, ঢাকা-১২১৬
🚌 মিরপুর-১ / ১০ / ১১ → রিকশা → শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম (গেট ১) এর উল্টোদিকে ২০০ গজ পশ্চিমে
🗺️ Google Map: https://goo.gl/maps/wfkEFrDZfx4Q4XhV9

📞 যোগাযোগ:
📱 +8801641 729304
📲 WhatsApp: https://wa.me/8801706882779

🕐 সকাল ৭টা – রাত ১০টা (প্রতিদিন)

📢 বিশেষ নোট:

হিজামা সেবা, রুকইয়া ও প্রশিক্ষণের জন্য আজই যোগাযোগ করুন।

07/07/2025

এই মাসের #হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ।

১৩ ই জুলাই রবিবার, (১৭ই মুহাররম)
১৫ ই জুলাই মঙ্গলবার, (১৯ই মুহাররম)
১৭ ই জুলাই বৃহঃস্পতিবার , (২১ই মুহাররম)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

সুন্নাহ তারিখ উপলক্ষে থাকছে আমাদের সেন্টারে হিজামা / কাপিং থেরাপীতে স্পেশাল ডিসকাউন্ট অফার!

আমাদের স্পেশাল অফার গুলো হচ্ছে-
👉 প্যাকেজ ১:
• হিজামা কাপিং সেশন মাত্র ২০০০ টাকা
• শরীরের সর্বোচ্চ ২৫ টি পয়েন্টে।

👉 প্যাকেজ ২:
• হিজামা কাপিং সেশন মাত্র ২৫০০ টাকা
• শরীরের সর্বোচ্চ ৩০টি পয়েন্টে।

👉 প্যাকেজ ৩:
• হিজামা কাপিং সেশন মাত্র ৩০০০ টাকা
• ফুল বডি ৩৫ কাপ।

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। [বুখারী শরীফ]

🌹হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
[সহীহ তিরমিযী শরীফ, হা/৩৪৬২]

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট।
যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।

আমাদের সেন্টারের প্রধান ‌আকর্ষণ হচ্ছে হাকিম মাওঃ শহিদুল ইসলাম কাসেমী যিনি হিজামা জগতে বেশ পুরানো ও দক্ষ এবং সকল পুরুষ পেশেন্টকে তিনি নিজ হাতে খুব যত্ন সহকারে চিকিৎসা প্রদান করে থাকেন ।

আমাদের সেন্টারে প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়।
এ ছাড়া ও রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ। ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং মডান মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

হিজামাই একমাত্র চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ

রোড-০৪, বাড়ি-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

Google Map Location: https://maps.app.goo.gl/Ha9c5M1RgofCNKTZ7

29/05/2025

যেকোনো ধরনের #এলার্জি ও #ব্যথা জনিত সমস্যায় আপনিও সুস্থ হতে পারেন হিজামা কাপিং দ্বারা। ইনশাআল্লাহ।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের ঠিকানাঃ
রোড নং-০৪, বাড়ি-১৫ ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

10/05/2025

১৬ ই মে শুক্রবার, (১৭ই যিলকদ)
১৮ ই মে রবিবার, (১৯ই যিলকদ)
২০ শে মে মঙ্গলবার, (২১ই যিলকদ)

এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। [বুখারী শরীফ]

🌹হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
[সহীহ তিরমিযী শরীফ, হা/৩৪৬২]

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট।
যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।

আমাদের সেন্টারের প্রধান ‌আকর্ষণ হচ্ছে হাকিম মাওঃ শহিদুল ইসলাম কাসেমী যিনি হিজামা জগতে বেশ পুরানো ও দক্ষ এবং সকল পুরুষ পেশেন্টকে তিনি নিজ হাতে খুব যত্ন সহকারে চিকিৎসা প্রদান করে থাকেন ।

আমাদের সেন্টারে প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়।

এ ছাড়া ও রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ। ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং মডান মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

হিজামাই একমাত্র চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
রোড-০৪, বাড়ি-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

17/11/2024

স্পেশাল ডিসকাউন্ট অফার!

চলছে হিজামা/কাপিং এ স্পেশাল ডিসকাউন্ট অফার!

এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ গুলো হল:-
২০ শে নভেম্বর বুধবার, (১৭ই জমাদিউল আউয়াল)
২২ শে নভেম্বর শুক্রবার, (১৯ই জমাদিউল আউয়াল)
২৪ শে নভেম্বর রবিবার, (২১ই জমাদিউল আউয়াল)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। (বুখারী শরীফ)

🌹হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
(সহীহ তিরমিযী শরীফ, হা/৩৪৬২)

আমাদের স্পেশাল অফার গুলো হচ্ছেঃ-

👉 প্যাকেজ ১:
• হিজামা কাপিং সেশন মাত্র ২০০০ টাকা
• শরীরের সর্বোচ্চ ২৫ টি পয়েন্টে।

👉 প্যাকেজ ২:
• হিজামা কাপিং সেশন মাত্র ২৫০০ টাকা
• শরীরের সর্বোচ্চ ৩০টি পয়েন্টে।

👉 প্যাকেজ ৩:
• হিজামা কাপিং সেশন মাত্র ৩০০০ টাকা
• ফুল বডি ৩৫ কাপ।

👉 অফার গ্রহণের নিয়মাবলী:
🔹অগ্রিম সিরিয়াল নিয়ে আসতে হবে।
🔹অফারের কথা সিরিয়াল এর সময় উল্লেখ করতে হবে।
🔹চুলসহ অফারটি প্রযোজ্য নয়। সেই ক্ষেত্রে রেগুলার চার্জ মাথায় চুলসহ প্রতি কাপ ২০০ টাকা।
🔹 উল্লেখিত প্যাকেজের নিচে প্রতি কাপ ১০০ টাকা রেগুলার চার্জ প্রযোজ্য হবে।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট।
যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।
এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।
আমাদের সেন্টারের প্রধান ‌আকর্ষণ হচ্ছে হাকিম মাওঃ শহিদুল ইসলাম কাসেমী যিনি হিজামা জগতে বেশ পুরানো ও দক্ষ এবং সকল পুরুষ পেশেন্টকে তিনি নিজ হাতে খুব যত্ন সহকারে চিকিৎসা প্রদান করে থাকেন ।

আমাদের সেন্টারে প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়।
এ ছাড়া ও রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ।
ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং মডান মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

হিজামাই একমাত্র চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
রোড-০৪, বাড়ি-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

15/10/2024

অক্টোবরের হিজামা সুন্নাহ তারিখ উপলক্ষে থাকতে স্পেশাল ডিসকাউন্ট অফার!

19/08/2024

হিজামা কাপিং সুন্নাহ তারিখ উপলক্ষে চলছে স্পেশাল ডিসকাউন্ট অফার!

07/07/2024

কাতার প্রবাসী আজাদ পাটোয়ারী (৪২ বছর) ভাই প্রায় দীর্ঘ ১০ বছর যাবত ঘাড় ব্যথা, পিঠ ব্যথা ও উভয় হাতের শোল্ডার ব্যথা জনিত সমস্যায় ভুগছেন। এই দীর্ঘ দশ বছরে উনি দেশে ও বিদেশে অনেক চিকিৎসা করিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছন। ব্যথা নিরাময়ের জন্য প্রেসক্রিপশন অনুযায়ী ঔষুধ খেয়েছেন এমনকি হাই-পাওয়ারের ইঞ্জেকশনও দিয়েছেন। ফলাফল স্বরুপ উনি বছর-দুই ব্যথা মুক্ত ছিলেন।

কিন্তু এই ব্যথার চিকিৎসা করতে গিয়ে উনার আরেকটি সমস্যা দেখা দিয়েছে সেটি হলো ওনার ৬০% কিডনি বিকল হয়ে গেছে। যা খুবই দুঃখজনক এবং আমার ও আপনার জন্য একটি সতর্কবার্তা।

তাই যারা এমন ব্যথা জনিত সমস্যায় ভুগছেন এবং অনেক ঔষধ খেয়েছেন কোনো ভাবেই ব্যথা ভালো হচ্ছে না? তারা অনায়াশে কাপিং থেরাপি (হিজামা) নিয়ে সমস্যা থেকে মুক্ত হতে পারেন। কাপিং থেরাপির মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন আপনার সুস্থ সবল প্রাণবন্ত জীবন।

ব্যথা জনিত সমস্যায় হিজামা খুবই উপকারী আলহামদুলিল্লাহ প্রথম সেশানেই ৭০ থেকে ৯০% ব্যথা ভালো হয়ে যায়।

আমাদের সেন্টারে দেশ-বিদেশের অনেক গন্যমান্য ব্যক্তি থেকে শুরু করে, প্রতিদিনই অসংখ্য রোগী হিজামা / কাপিং থেরাপি নিয়ে উপকার পাচ্ছে আলহামদুলিল্লাহ।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট। যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🔵যোগাযোগ 🔵
👨‍⚕️ মাওঃ শহিদুল ইসলাম কাসেমী।
🔹দাওরায়ে হাদীস (মাস্টার্স) দারুল উলুম দেওবন্দ,ভারত।
সরাসরি ইন্ডিয়া থেকে হিজামা কাপিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রীপ্রাপ্ত।
🔹হিজামা/কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।
🔹ডিপ্লোমা ইন হিজামা।
সূজা'স ইনষ্টিটিউট মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টার।
একাডেমী অফ হেলথ এন্ড এডুকেশন অল্টারনেটিভ মেডিসিন" হায়দ্রাবাদ ,ভারত।
🔹সার্টিফিকেট কোর্স অন ফায়ার কাপিং।
হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু,ভারত।
🔹 আকুপাংচার চাইনিজ ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি এর উপর বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত।
🔹ট্রেইনার এন্ড অর্গানাইজিং সেক্রেটারি।
"বাংলাদেশ হলিস্টিক হেলথ কেয়ার সেন্টার"(BHHC)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের ঠিকানাঃ
রোড নং-০৪, বাড়ি-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

23/06/2024

২৪ শে জুন সোমবার, ২৬ শে জুন বুধবার এবং ২৮ শে জুন শুক্রবার এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের স্পেশাল অফার গুলো হচ্ছেঃ-

👉 প্যাকেজ ১:
• হিজামা কাপিং সেশন মাত্র ২০০০ টাকা
• শরীরের সর্বোচ্চ ২৫ টি পয়েন্টে।

👉 প্যাকেজ ২:
• হিজামা কাপিং সেশন মাত্র ২৫০০ টাকা
• শরীরের সর্বোচ্চ ৩০টি পয়েন্টে।

👉 প্যাকেজ ৩:
• হিজামা কাপিং সেশন মাত্র ৩০০০ টাকা
• ফুল বডি ৩৫ কাপ।

অফার গ্রহণের নিয়মাবলীঃ-
🔹অগ্রিম সিরিয়াল নিয়ে আসতে হবে।
🔹অফারের কথা সিরিয়াল এর সময় উল্লেখ করতে হবে।
🔹চুলসহ অফারটি প্রযোজ্য নয়। সেই ক্ষেত্রে রেগুলার চার্জ মাথায় চুলসহ প্রতি কাপ ২০০ টাকা।
🔹 উল্লেখিত প্যাকেজের নিচে প্রতি কাপ ১০০ টাকা রেগুলার চার্জ প্রযোজ্য হবে।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট। যিনি সরাসরি ভারত থেকে হিজামা কাপিং থেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।
আমাদের সেন্টারের প্রধান ‌আকর্ষণ হচ্ছে হাকিম মাওঃ শহিদুল ইসলাম কাসেমী যিনি হিজামা জগতে বেশ পুরানো ও দক্ষ এবং সকল পুরুষ পেশেন্টকে তিনি নিজ হাতে খুব যত্ন সহকারে চিকিৎসা প্রদান করে থাকেন ।

আমাদের সেন্টারে প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়।
এ ছাড়া ও রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত AC রুম। ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং মডান মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

হিজামাই একমাত্র চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
রোড-০৪, বাড়ি-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01706882779
01641729304

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

23/05/2024

আরবি যিলকদ মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ গুলো হল:-

২৬ শে মে রবিবার, (১৭ই যিলকদ)
২৮ শে মে মঙ্গলবার, (১৯ই যিলকদ)
৩০ শে মে বৃহস্পতিবার, (২১ই যিলকদ)

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, "যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে।" (আবূ দাউদ শরীফ ৩৮৬১)

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
রোড-০৪, বাড়ি-১৫, ব্লক-H, মিরপুর-২, ঢাকা।

🚌যাতায়াত: মিরপুর-২, শের-ই বাংলা ‌ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটের অপজিটে নূরানী মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ 01706882779
প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

15/04/2024

#এলার্জি ও পিঠে ব্যথা সমস্যা থেকে মুক্তি পেতে হিজামা কাপিং চলছে।

এলার্জির সমস্যায় হিজামা অনেক কার্যকরী চিকিৎসা পদ্ধতি। যারা দীর্ঘদিন ধরে এলার্জি সমস্যায় ভুগছেন তারা সঠিক এবং প্রপার হিজামার মাধ্যমে এলার্জি থেকে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

হিজামা / Cupping Treatment একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা, যা ইউনানী ও আয়ুর্বেদিক সিলেবাসের অন্তর্ভুক্ত। হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত (toxin) বের করে ফেলা হয়, ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়, শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরীর হয় সুস্থ, সবল এবং শক্তিশালী।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

হাদিসঃ
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, "নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়।" (বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)

🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।" (সুনানে তিরমিযীঃ২০৫২)

🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম। (আল হাকিম-৭৪৭০)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমরা জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে ১০ বছরের অভিজ্ঞ হিজামা থেরাপিষ্ট যিনি সরাসারি ইন্ডিয়া থেকে হিজামা ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করিয়ে থাকি। হিজামার কোন সাইড ইফেক্ট নেই। অভিজ্ঞ হাতে হিজামা/কাপিং করালে কোন পার্শপ্রতিক্রিয়া পাবেন না ইনশাআল্লাহ।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉অভিজ্ঞ হাতে কেন হিজামা করাবেন??

◾ অভিজ্ঞ হাতে হিজামা করালে প্রথম হিজামাতেই উপকার পাবেন ইনশাআল্লাহ, কারন আমরা রোগ ভিত্তিক সঠিক পয়েন্টে সঠিক পদ্ধতিতে হিজামা করে থাকি।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📌ইসলামি শরিয়াহ মোতাবেক পর্দায় আবদ্ধ থাকা রুমে মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করানো হয়।

👉বিঃদ্রঃ-সেন্টারে আসার পূর্বে দয়া করে কল করে আসবেন।
ট্রেনিং এবং ট্রিটমেন্ট নিতে যোগাযোগ করুন।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🔹 #হিজামা / #কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, এর জন্যে কোন মেডিসিন নিতে হয় না।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🔵যোগাযোগ 🔵
👨‍⚕️ মাওঃ শহিদুল ইসলাম কাসেমী।
🔹দাওরায়ে হাদীস (মাস্টার্স) দারুল উলুম দেওবন্দ,ভারত।
সরাসরি ইন্ডিয়া থেকে হিজামা কাপিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রীপ্রাপ্ত।
🔹হিজামা/কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।
🔹ডিপ্লোমা ইন হিজামা।
সূজা'স ইনষ্টিটিউট মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টার।
একাডেমী অফ হেলথ এন্ড এডুকেশন অল্টারনেটিভ মেডিসিন" হায়দ্রাবাদ ,ভারত।
🔹সার্টিফিকেট কোর্স অন ফায়ার কাপিং।
হিজামা ওয়েলনেস সেন্টার" ব্যাঙ্গালুরু,ভারত।
🔹 আকুপাংচার চাইনিজ ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি এর উপর বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত।
🔹ট্রেইনার এন্ড অর্গানাইজিং সেক্রেটারি।
"বাংলাদেশ হলিস্টিক হেলথ কেয়ার সেন্টার"(BHHC)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানা:
বাড়ি -১৫, রোড -৪, ব্লক -এইচ, মিরপুর -২, ঢাকা -১২১৬.

যাতায়াত: মিরপুর -২ শেরে-ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেটের অপজিটে।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
01641729304
01706-882779

10/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মোবারক।

Address

Dhaka

Telephone

+8801706882779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Treatment & Training Centre ।। হিজামা চিকিৎসা ও প্রশিক্ষণ কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share