
12/05/2025
এই ছোট্ট বেবিটাকে দেখছেন আপনারা বয়স তিন বছর আমার কাছে তিন সপ্তাহ চুলকানি ও একজিমার জন্য চিকিৎসা জন্য আসে এখন প্রায় ভালোর দিকে আশা করি পুরোটা ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ।আজ আবার দ্বিতীয় বার ওষুধ নেওয়ার জন্যে আমার চেম্বার আসে। পরে জানতে পারলাম বাচ্চার বাবা ও মার কাছে এই সেই বাচ্চা ১১ বছর পর আল্লাহর রহমতে আমরা পেয়েছি (তাদের বাচ্চা হতো না তাদের দুজনের কিছু সমস্যা ছিল আমার কাছে দেড় মাস চিকিৎসা নেওয়ার পরে কনসেপ্ট হয়। এই সেই বাচ্চার আজকে ছবি তুলে পোস্ট করলাম)