18/09/2025
হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।
হিজামা প্ল্যানেটঃ কাপিং ও রুকইয়াহ সেন্টার ডাক্তারদের দ্বারা পরিচালিত বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ হিজামা ও রুকইয়াহ সেন্টার চেইন। আমাদের সেন্টারসমূহে হিজামা, রুকইয়াহ, কসমেটিক খৎনা, স্পোর্টস কাইরোপ্র্যাকটিক, স্পোর্টস মাসাজ, আকুপাংচার ও লিচ থেরাপী সহ বিভিন্ন ধরনের অল্টারনেটিভ ট্রিটমেন্ট দেয়া হয়।
📌হিজামার পদ্ধতি:
এই চিকিৎসা ব্যবস্থা বহু প্রাচীন। আগে বাঁশ কিংবা প্রাণীর শিং ব্যবহার করে এই চিকিৎসা করা হত। কিন্তু বর্তমানে সাধারণত গ্লাস কিংবা প্লাস্টিক কাপের সাহায্যে নেগেটিভ সাকশান এর মাধ্যমে রক্ত বের করা হয়।
📌কেন হিজামা করাবেন?
অসুস্থতা ছাড়াও সুস্থ লোকেরাও হিজামা করাতে পারেন। এতে সুস্থতার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
হিজামা নাইট্রিক অক্সাইড বুস্ট করে। এই নাইট্রিক অক্সাইডকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন মিরাকল মলিকিউল। কারন নাইট্রিক অক্সাইড সারা শরীরে উপকার পৌছায়। হাদীসে এসেছে হিজামার কাটার মধ্যে শেফা। হিজামার যে ছোট ছোট স্ক্র্যাচ দেয়া হয় সেই স্ক্র্যাচ এর কারনে স্কিনের নীচে ক্যাপিলারি ইনজুরি হয়, এই ইনুজুরির কাররনে ইনফ্যামেটরি রেসপন্স এ এন্ডোজেনাস নাইট্রিক অক্সাইড তৈরি হয়।
হিজামা করলে রাসূল সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি সুন্নাতের উপরও আমল করা হবে ইনশাআল্লাহ।
📌যে সকল সমস্যায় হিজামা উপকারীঃ
১. মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়।
২. এ্যাজমা, ব্রংকাইটিস, COPD, সাইনুসাইটিস, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, নিউমোনিয়া, লাং ইনফেকশান।
৩. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হার্ট ব্লক, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।
৪. গ্যাস্ট্রাইটিস (গ্যাসের সমস্যা), বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার, ফিসার, পাইলস, ফ্যাটি লিভার, IBS, ।
৫. এটি হেপাটাইটিস বি এর ভাইরাল লোড কমায়।
৬. ঘুমের সমস্যা, স্ট্রেস, পারকিনসন্স ডিজিজ, মানসিক সমস্যা।
৭. স্পোর্টস ইনজুরি
৮. ই।রেক্টা।ইল ডিসফাংশান, ই।জ্যাকু।লেটরি ডিসফাংশান, অন্যান্য যৌ/ন সমস্যা।
৯. থাইরয়েডের সমস্যা।
১০. Gout/ ইউরিক এসিড
১১. রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমাতে
১২. PCOS, মাসিকের সমস্যা সহ মেয়েদের অন্যান্য সমস্যা
১৩. অস্টিওপোরোসিস, রিউমাটয়েট আর্থ্রাইটিস সহ আরও অনেক রোগে উপকারী।
১৪. চুল পড়া, এলোপেশিয়া
১৫. মাদকাসক্তি/ ধুমপান নিরসনে
হযরত আবু হুরাইরা র. থেকে বর্ণিত আছে, রসূলুল্লহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০
হযরত আবদুল্লাহ বিন উমর র. থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজাহ, হাদীছ নম্বর: ৩৪৮৭
হিজামা নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
ডাক্তারের পরামর্শে হিজামা সেশন নিতে যোগাযোগ করুন হিজামা প্ল্যানেটে।