Lions Eye Institute & General Hospital

Lions Eye Institute & General Hospital Lions Eye & General Hospital is one of the best eye and general hospital in BD with excellent facility of Diagnostic Center(with MRI-CT).
(1)

Hospital is governed by Bangladesh Lions Foundation(a non profit organization of Lions of BD)

🌙 Eid-ul-Adha Mubarak! 🕋On this holy occasion of sacrifice and compassion, Lions Eye & General Hospital extends heartfel...
06/06/2025

🌙 Eid-ul-Adha Mubarak! 🕋
On this holy occasion of sacrifice and compassion, Lions Eye & General Hospital extends heartfelt wishes to everyone. May this Eid bring healing, hope, and happiness to you and your loved ones.
Stay healthy, stay blessed. 💛

লায়ন্স চক্ষু ও জেনারেল হাসপাতালের সকল সেবা ঈদের ছুটিতেও চালু আছে। আমাদের সেবাসমূহ: চোখের সকল চিকিৎসা, সকল প্যাথলজি ও ডায়...
03/06/2025

লায়ন্স চক্ষু ও জেনারেল হাসপাতালের সকল সেবা ঈদের ছুটিতেও চালু আছে।

আমাদের সেবাসমূহ:
চোখের সকল চিকিৎসা, সকল প্যাথলজি ও ডায়াগনস্টিক সেবা, জেনারেল হাসপাতাল, ICU, NICU.

10/05/2025

✍️ সরকারি হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিক, যেখানেই রোগী নিয়ে যান না কেন, নিচের পরামর্শগুলো অনুসরণের চেষ্টা করেই দেখুন না, কী ফল পাওয়া যায় !

✅ ১. সরকারি হাসপাতালে অপরিচিত যে লোকটি উপযাজক হয়ে আপনার ঘনিষ্ট হিসাবে ডাক্তারকে পরিচয় দিবে বা আপনার জন্য এখানে সেখানে ছুটোছুটি করবে, বুঝে নেবেন সে একজন দালাল। শুরুতেই তাকে মার্ক করে রাখুন। এড়িয়ে চলুন। তাতে টাকা, সম্মান ও রোগী তিনটাই বাঁচবে।

✅ ২. জরুরী বিভাগ থেকে ভর্তির পর কাগজটি নিজ হাতে বহন করে নিজের ওয়ার্ডে যাবার অভ্যাস করুন। অথবা বহনকারী লোকটি আপনাকে বড়সড় খরচ করিয়ে শুইয়ে দিতে পারে।

✅ ৩. ইমার্জেন্সীর ইএমও বা ওয়ার্ডের ডিউটি ডাক্তাররা ( ইন্টার্ন বা ইউনিটের সিএ, রেজিস্টার, আইএমও ) উচ্চশিক্ষিত ও আপনার রোগীর চিকিৎসা দেয়ার জন্য যথেষ্ঠ কোয়ালিফাইড।

সেখানে গিয়ে নিজের ক্ষমতা, শিক্ষাগত যোগ্যাতা, স্মার্টনেসের প্রমাণ দিতে যাবেন না। আপনি যতটুকু ভদ্রলোক হবেন, তারা তার চাইতে বেশি ভদ্র লোকের মত আপনাকে চিকিৎসা দিবে।

✅ ৪. হাসপাতালের সব সিরিয়াস রোগীর চিকিৎসা শুরু হয় ইএমও/ ইন্টার্ন/সিএ/আইএমও / রেজিস্ট্রারের হাত দিয়েই। তারা জানে কীভাবে রোগীকে দ্রুত সময়ে প্রাণ রক্ষাকারী চিকিৎসা দিতে হয়। বড় স্যার কখন দেখবে, কেন এখনো প্রফেসর / কন্স্যালট্যান্ট/ বড় ডাক্তার আসছে না বলে অতি স্মার্টনেসের পরিচয় দিবেন না। এতে চিকিৎসা প্রদানকারী চিকিৎসকের প্রতি আপনার অনাস্থা প্রকাশ পাবে। সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজনীয় ইমার্জেন্সী চিকিৎসা দেয়াটা তার পক্ষে বিব্রতকর হয়ে উঠলে আপনারই ক্ষতি।

✅ ৫. শুক্রবার সাধারণত হাসপাতালের কন্স্যালটেন্ট/প্রফেসর এর রাউন্ড বন্ধ থাকে। বন্ধের দিনে ইএমও/ আইএমও/ এইচএমও/ ইন্টার্নরা থাকেন। এসময় ডাক্তার নাই, ডাক্তার দেখে নাই বলে হুলস্থুল বা চেচামেচী করে কাউকে বিব্রত করবেন না বা অন্য রোগীর অসুবিধা সৃষ্টি করবেন না। ডাক্তাররাও মানুষ। মনে রাখবেন, সরকারের অন্য সব বিভাগ সপ্তাহে ২ দিন ছুটি পায়, আর হাসপাতালের ডাক্তারদের ছুটি ১ দিন।

✅ ৬. হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ঔষুধ ডাক্তাররা দিবে না। সংশ্লিষ্ট ঔষুধের জন্য নার্স বা ইনচার্জকে ভদ্র ভাষায় বলুন।

✅ ৭. রোগীর পাশ থেকে আপনার সমস্ত আত্মীয় স্বজনকে সরিয়ে ফেলুন। তারা রোগীর কোনো কল্যাণে আসবে না। তাদের জন্য চিকিৎসা প্রদানে দেরি হয়, এতে এমনকি রোগী মারাও যেতে পারে। রোগীর পাশে মানুষ যত কম থাকবে, তত রোগীর তাড়াতাড়ি সুস্থ্য হবার সম্ভাবনা বাড়বে।

✅ ৮. সরকারী হাসপাতালে বেডের জন্য অযথা অনুযোগ / অনুরোধ করে করে চিকিৎসক বা নার্সদের অস্থির করে তুলবেন না। হাসপাতালে কেউ অযথা বেড দখল করে শুয়ে থাকেনা। সবাই অসুস্থ্য রোগী। সেখানে মুচি ডোম শুয়ে থাকলেও তাকে নামিয়ে আপনাকে উঠানো যাবেনা। বেড না থাকলে একজন ডাক্তারের মা নিজে অসুস্থ্য হয়ে আসলেও তাকে মেঝেতেই থাকতে হবে। সকল রোগী সমান। আর, রোগী বেড বা মেঝে যেখানেই থাকুক, সবাইকে সমান চিকিৎসাই দেওয়া হয়।

✅ ৯. কোন ধরনের রাজনৈতিক পরিচয় দিয়ে অতিরিক্ত এটেনশন আদায়ের চেষ্টা করবেন না। যদি কোন রোগী বা তাদের আত্মীয় স্বজন হাসপাতালের ডাক্তার, নার্স বা ষ্টাফদের খুব বেশী বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, অতিরিক্ত ঝামেলা এড়ানোর জন্য তখন হয়তো তারা সবাই ঐ রোগীকে এড়িয়ে চলতে পারেন। এটা খুবই স্বাভাবিক। এতে কিন্তু ক্ষতিটা আপনারই।

✅ ১০. রোগী কী খাবে… বলে বারবার বিরক্ত করবেন না। যদি স্যালাইন চলে তাহলে ভেবে নিন তাকে আলাদা করে খাওয়াতে হবেনা। খাবার বন্ধ রাখা হয় রোগীর ভালোর জন্যই। কিছুক্ষণ না খেলে আপনার রোগী মারা যাবেনা।

✅ ১১. ক্যানুলা খুলে গেছে, স্যালাইন অফ কেন, ঔষুধ কখন খাবে, কিভাবে খাবে, ঔষুধটা চেক করে দিন তো…. এই প্রশ্নগুলো নার্সকে ভদ্রভাষায় জিজ্ঞাসা করুন। সাধারণত এগুলো তাদের দায়িত্ব। তারা শিক্ষিত ও অভিজ্ঞতাসম্পন্ন। তাদের সম্মান করুন। এগুলো ডাক্তারের কাজ নয়।

✅ ১২. চিকিৎসককে সুন্দর ও ভদ্র ভাষায় সম্বোধন করুন। একইভাবে মহিলা ও পুরুষ নার্সকে " নার্স'" সম্বোধন করুন। আয়া বা কর্মচারীদেরকেও সুন্দর ভাষায় সম্বোধন করবেন। এগুলো আপনাকে ছোট করবে না বরং সম্মানীয় বানাবে। ডাক্তার, নার্স ও কর্মচারীরাও আপনাকে সাহায্য ও সম্মান করবে।

✅ ১৩. সরকারি হাসপাতাল কিন্তু আপনার ট্যাক্সের টাকায় তৈরী! এই হাসপাতালকে নিজের টাকায় বানানো বাড়ির মতই পরিষ্কার ও সুন্দর রাখতে চেষ্টা করুন। আপনি যেখানে থুথু বা নোংরা ফেলবেন, অন্যেরা সবাই আপনার ফেলা জায়গাতেই আরো থুথু বা ময়লা ফেলে ভাসিয়ে দেবে। অপরাধের শুরুটা কিন্তু আপনিই করলেন!

✅ ১৪. হাসপাতালের ডাক্তারদের উপর বিশ্বাস রাখুন। আপনিই লাভবান হবেন। কারণ আপনাকে সেবা কম দিলে ডাক্তাররা লাভবান হবে না।

✅ ১৫. রোগী মারা গেলে ডাক্তারকে গালিগালাজ না করে স্ব-স্ব ধর্মের সৃষ্টিকর্তার কাছে অনুযোগ বা অভিযোগ করুন। ডাক্তার একজন মানুষ। তিনি চেষ্টা করেছেন কিন্তু সৃষ্টিকর্তা আপনার রোগীর সুস্থ্যতা চাননি।

সংগৃহীত, সংযোজিত ও পরিমার্জিত।🙏

14/04/2025
নতুন বছর নিয়ে আসুক আনন্দ, শান্তি আর সুস্থতার অশেষ বারতা — লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতাল-এর পক্ষ থেকে সবাইকে জানাই নবব...
13/04/2025

নতুন বছর নিয়ে আসুক আনন্দ, শান্তি আর সুস্থতার অশেষ বারতা — লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতাল-এর পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা !

08/04/2025

Lions Eye & General Hospital, Agargaon, Dhaka is offering 24/7 Eye & General Hospital services.



07/04/2025

লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতাল,আগারগাঁও,ঢাকা
➡ স্ট্রোক ও প্যারালাইসিসের চিকিৎসা।
➡বাতের ব্যথা, কোমর ও ঘাড় ব্যথা, হাটু ব্যথা, হাতে পায়ে ঝিনঝিন ও অবশ হয়ে যাওয়া ইত্যাদি চিকিৎসা সেবা।
➡আর্থ্রাইটিস জনিত ব্যথা, হাত ও কাঁধের জয়েন্ট জনিত সমস্যার চিকিৎসা।
➡স্পোর্টস ইনজুরি ও অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতা চিকিৎসা
➡স্পেশালাইজড ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে চিকিৎসা ও সুপরামর্শ প্রদান
➡ম্যানুয়ালথেরাপি ও ম্যানুপুলেশনথেরাপি চিকিৎসা প্রদান
➡ইলেক্ট্রো থেরাপি যেমন- SWD,TENS & Web Both,EMS,IFT,IRR
➡অল্প খরচে উন্নত মানের সেবা।
➡হসপিটাল হট লাইন ( ০৯৬১৭৪৪৪৮৮৮ )

"🌙 Eid Mubarak! 🏥✨This Eid, we extend our warmest wishes to our patients, healthcare heroes, and community. May this joy...
30/03/2025

"🌙 Eid Mubarak! 🏥✨

This Eid, we extend our warmest wishes to our patients, healthcare heroes, and community. May this joyous occasion bring you good health, happiness, and peace.

18/03/2025

লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতাল,
আগারগাঁও,ঢাকা-১২০৭
➡ হসপিটাল হট লাইনঃ ০৯৬১৭৪৪৪৮৮৮

18/03/2025

লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতাল
আগারগাঁও,ঢাকা-১২০৭
➡ হসপিটাল হট লাইনঃ ০৯৬১৭৪৪৪৮৮৮

*পবিত্র রমজান মাস উপলক্ষে এম আর আই, সিটি স্ক্যান সহ সকল প্রকার প্যাথলজি টেস্ট উপর রয়েছে সর্বোচ্চ ২৫% পর্যন্ত ছাড়।*লায়...
11/03/2025

*পবিত্র রমজান মাস উপলক্ষে এম আর আই, সিটি স্ক্যান সহ সকল প্রকার প্যাথলজি টেস্ট উপর রয়েছে সর্বোচ্চ ২৫% পর্যন্ত ছাড়।*
লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতাল
আগারগাঁও,ঢাকা-১২০৭
➡ হসপিটাল হট লাইনঃ ০৯৬১৭৪৪৪৮৮৮

Address

Tejgaon

Telephone

+8801403555565

Alerts

Be the first to know and let us send you an email when Lions Eye Institute & General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lions Eye Institute & General Hospital:

Share

Category