Rephco Pharmaceuticals Ltd - JOB Portal

Rephco Pharmaceuticals Ltd - JOB Portal REPHCO is one of the leading pharmaceuticals manufacturing and marketing company in Bangladesh. This REPHCO, a dream was born in the year 1968. Late Mr.

REPHCO Pharmaceuticals Limited is one of the leading pharmaceuticals manufacturing and marketing company in Bangladesh. In the year 1982 (16.03.1982) it was converted a Private Limited Company. REPHCO Pharmaceuticals Ltd. has received a Star Quality award from Business Initiative Directions on September 30th 2012, at the gala held in Geneva, Switzerland. Dedarul Alam, Former Managing director, REP

HCO Pharmaceuticals Ltd. had received Mother Teresa Gold Award – 2017 for the special contribution in pharmaceutical industry from Bangladesh Human Rights Defenders (BHRD) on November 14th, 2017. As a modern Pharmaceutical manufacturer, we always believe in proper development of our human resources. Our resourceful training and HRD led by professional competent people in engaged in constant supply of nutrients in the form of knowledge to run the whole human machineries.

19/06/2025

৫ আগস্টকে ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে। বিস্তারিত পড়ুন কমেন্টে ।

Tragic Loss: 3 Children Among 5 Family Members from Rajasthan Killed in Ahmedabad Air India Crash. Among the victims of ...
13/06/2025

Tragic Loss: 3 Children Among 5 Family Members from Rajasthan Killed in Ahmedabad Air India Crash.

Among the victims of the heartbreaking Air India plane crash in Ahmedabad were Pratik Joshi, his wife Dr. Komi Vyas, and their three children Pradyut, Miraya, and Nakul Joshi.

Originally from Rajasthan, the family had been living in London for the past six years. Dr. Vyas, formerly with Pacific Hospital in Udaipur, had recently left her job to join her husband in the UK permanently.

In total, 10 people from Rajasthan lost their lives in the crash.

A final photo of the family, smiling aboard the flight, has surfaced online, adding to the emotional weight of the tragedy.

Pacific Hospital in Udaipur



We Mourn 😥🖤

কোভিড ২০২৫ ইং পরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হয় কোভিড ২০২৫ এর হানা থেকে নিজেকে কিছুটা নিরাপদ করতে আমরা আবার মাস্ক পরার দ...
11/06/2025

কোভিড ২০২৫ ইং পরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হয় কোভিড ২০২৫ এর হানা থেকে নিজেকে কিছুটা নিরাপদ করতে আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:
i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।
iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।
vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃ-ত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।
* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।

এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।

তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। এটি ব্যাখ্যা করে যেকেন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।
এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

জনসচেতনতা তৈরীতে সম্ভব হলে পোষ্টটি শেয়ার করুন।

REPHCO Pharmaceuticals Limited wishes all its esteemed employees and well-wishers a joyous Eid ul-Adha! May this blessed...
06/06/2025

REPHCO Pharmaceuticals Limited wishes all its esteemed employees and well-wishers a joyous Eid ul-Adha! May this blessed occasion bring happiness, prosperity, and unity to your lives. Let us embrace the spirit of sacrifice and compassion, strengthening our bonds and spreading kindness.

Eid Mubarak to you and your loved ones! 😇


রেফকো পরিবার এর আমরা সকলে মরহুম দিদারুল আলম স্যারের রুহের মাগফিরাত ও নাজাত কামনায় পরম করুনাময় আল্লাহ তালার কাছে বিশেষ দো...
04/06/2025

রেফকো পরিবার এর আমরা সকলে মরহুম দিদারুল আলম স্যারের রুহের মাগফিরাত ও নাজাত কামনায় পরম করুনাময় আল্লাহ তালার কাছে বিশেষ দোয়া করছি । মহান সৃষ্টিকর্তা তাকে জান্নাতবাসী করুন । (আমীন)

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথ...
03/06/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।
২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।
৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।
৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।
৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।
৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।
৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।
৮. 'না' বলতে ভয় পাবেন না।
৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।
১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।
১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।
১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।
১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।
১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।
১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।
১৫. অকারণে শত্রু বাড়াবেন না।
১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।
১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।
১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।
১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।
২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।
২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

#সংগৃহীত

➡️মুচির গল্প একটি ছোট শহরে এক দরিদ্র মুচি বাস করত। তার বাড়ির পাশেই ছিল ছোট্ট একটি দোকান, যেখানে সে নিজের হাতে যত্ন করে জ...
02/06/2025

➡️মুচির গল্প
একটি ছোট শহরে এক দরিদ্র মুচি বাস করত। তার বাড়ির পাশেই ছিল ছোট্ট একটি দোকান, যেখানে সে নিজের হাতে যত্ন করে জুতো তৈরি করত। এই কাজই ছিল তার একমাত্র আয়ের উৎস, এবং সেই সামান্য টাকায় চলত তার পরিবার।

মুচি ছিল সৎ ও পরিশ্রমী , কিন্তু সময়ের সাথে তার বানানো জুতোর কদর কমতে লাগল। মানুষ ব্র্যান্ড, চকমকে দোকান আর দামি বিজ্ঞাপনের পেছনে ছুটল। তার জুতো বিক্রি না হওয়ায় তাকে অত্যন্ত কম দামে জুতো বেচতে হত। ধীরে ধীরে তার সঞ্চয় শেষ হল, সংসারে টানাপোড়েন বাড়ল। এমনকি স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি করে দিতে হলো।

মুচি হতাশ হয়ে পড়ল। কিন্তু তার স্ত্রী বলত—
“উপরওয়ালা সব দেখে। বিশ্বাস রেখো, একদিন নিশ্চয়ই তিনি পথ দেখাবেন।”
এই আশ্বাসে মুচি কিছুটা শক্তি পেত, কিন্তু ভিতরে ভিতরে এক অসহায় বেদনায় পুড়ত।

শেষে এমন একদিন এল, যখন তার কাছে কেবল একটি জোড়া জুতো ছিল। উপকরণও শেষ, টাকা নেই। সেই জুতো নিয়েই সে বাজারে গেল। অনেক কষ্টে সেটি বিক্রি করে বাড়ি ফেরার পথে সে এক ক্ষুধার্ত বৃদ্ধাকে দেখে কিছু টাকা তার হাতে তুলে দিল।

সন্ধ্যায় দোকানে ফিরে সে খেয়াল করল, এক কোণায় একটি চামড়ার টুকরো পড়ে আছে। “এক জোড়া জুতোই হয়তো বানানো যাবে,” ভাবল সে। সেই টুকরো কেটে রেখে দিল—ভেবেছিল পরদিন বানাবে।

কিন্তু সকালে দোকানে এসে চমকে উঠল!
যেখানে সে চামড়া কেটে রেখেছিল, সেখানে একজোড়া দারুণ সুন্দর জুতো তৈরি হয়ে রয়েছে! এত নিখুঁত কারুকাজ, এত ভালো ফিনিশিং—সে অবাক হয়ে গেল!

সে সেই জুতো বিক্রি করে কিছু দরিদ্রকে সাহায্য করল, বাকিটা দিয়ে উপকরণ কিনে আনল। পরদিন সে আরও চামড়া কেটে রেখে দিল। আবার সকালে তৈরি জুতো পেল!
এইভাবে দিনের পর দিন সে চামড়া রেখে যেত, আর সকাল হলে তৈরি জুতো পেত। তার অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে লাগল।

এক রাতে, তারা ঠিক করল—দেখবে, কে এই সাহায্য করছে?
তারা দোকানে লুকিয়ে রইল।
রাত গভীর হলে, তিনটি ছোট আকারের বামন দোকানে প্রবেশ করল! তারা হাসতে হাসতে জুতো তৈরি করতে লাগল। কাজ শেষে তারা চুপিচুপি চলে গেল।

পরদিন সকালে মুচির স্ত্রী বলল,
“তারা তো খুব সাধারণ পোশাক পরে, আমরা কি তাদের জন্য কিছু দিতে পারি না?”

মুচি বলল, “তুমি জামা বানাও, আমি জুতো।”
তারা পরদিন সেই উপহার দোকানে সাজিয়ে রাখল, কিন্তু চামড়া রাখল না।

রাতে বামনরা এসে উপহার দেখে আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগল। তারপর তারা চলে গেল।
আর কখনও তারা ফিরে এল না।

কিন্তু এখন আর মুচি অসহায় না। তার হাতের কাজ নিখুঁত হয়ে উঠেছে। সে জানে কীভাবে ভালো জুতো বানাতে হয়, মানুষ কী পছন্দ করে।
নিজের দক্ষতায় সে আবার ঘুরে দাঁড়াল।
ধীরে ধীরে হয়ে উঠল শহরের অন্যতম সফল মুচি।

গল্পের শিক্ষা
কখনো হাল ছেড়ো না।
সৎ পথে থাকলে, পরিশ্রম করলে এবং কাউকে সাহায্য করলে আল্লাহ ঠিকই সাহায্য করেন।
তবে তাঁর উপহার তখনই প্রকৃত মূল্য পায়, যখন আমরা সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের পথ নিজেই তৈরি করি।

01/06/2025

সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
বিস্তারিত পড়ুন কমেন্টে ।

27/05/2025

সৌদি আরবে ঈদ উল আযহার তারিখ ঘোষণা
বিস্তারিত পড়ুন কমেন্টে

একটি ব্রেইন টিজার, কিন্তু বলতে হবে কোথায় ভুল রয়েছে....তিনজন বন্ধু মিলে এক রেস্টুরেন্টে গেল । তিনজন মিলে মোট ৩০ টাকা বিল ...
26/05/2025

একটি ব্রেইন টিজার, কিন্তু বলতে হবে কোথায় ভুল রয়েছে....

তিনজন বন্ধু মিলে এক রেস্টুরেন্টে গেল । তিনজন মিলে মোট ৩০ টাকা বিল দিলো । জন প্রতি ১০ টাকা করে মোট ৩০ টাকা । হোটেল ম্যানেজার বলল, আসলে বিল হয়েছে ২৫ টাকা , অতিরিক্ত ৫ টাকা বেয়ারাকে ফেরত দিয়ে দিতে নির্দেশ দিলো । এখন বেয়ারা ৫ টাকা ফেরত দেয়ার সময় ভাবলো , ৫ টাকা তিনজনকে সমান ভাগে দেওয়া যাবে না , তাই সে ২ টাকা রেখে দিলো নিজের কাছে , বাকি ৩ টাকা তিনজনকে ১ টাকা করে ফেরত দিলো ।

এখন প্রতিজন ১০ টাকা দিয়েছিলো , ফেরত পেলো ১ টাকা করে ।
মানে জনপ্রতি খরচ করলো ৯ টাকা X ৩জন = ২৭ টাকা ।
বেয়ারা রেখেছে ২টাকা, মোট ২৭ + ২ = ২৯ টাকা ।

তাহলে ১ টাকা কোথায় গেলো ? আর ভুলটাই বা কি ?

মনোবিদ জানালেন নেতিবাচক চিন্তা থেকে মুক্তির ৭ উপায়==============================একটা মজার গবেষণায় চোখ আটকে গেল। একটা মান...
22/05/2025

মনোবিদ জানালেন নেতিবাচক চিন্তা থেকে মুক্তির ৭ উপায়
==============================
একটা মজার গবেষণায় চোখ আটকে গেল। একটা মানুষ যত নেতিবাচক চিন্তা করে স্ট্রেস বা মানসিক ধকলে পড়ে, তার ৯০ শতাংশ বাস্তবে কখনো ঘটেই না! অথচ এসব নেতিবাচক চিন্তা তাকে কুরে কুরে খায়। তার মানসিক চাপ কয়েক গুণ বাড়িয়ে মানসিক স্বাস্থ্যের বারোটা বাজিয়ে দেয়। আটকা পড়ে নেতিবাচক চিন্তার দুষ্টচক্রে। নেতিবাচক চিন্তা থেকে কীভাবে নিজেকে বাঁচানো যায়, সে সম্পর্কে ভেরি ওয়েল মাইন্ড–এ পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোর ক্ল্যারিটি ক্লিনিকের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. এমি ডারামুস।

১. লিখে ফেলুন

সত্যিকার অর্থে কোন বিষয়টি নিয়ে আপনি চিন্তিত বা এ রকম পরিস্থিতিতে আপনার কী করণীয়, লিখে ফেলুন। যেকোনো বিষয় ধাপে ধাপে লিখে ফেললে, সেটি বোঝা বা বিশ্লেষণ করা অনেক সহজ হয়ে যায়। ড. এমি ডারামুস বলেন, ‘নিজের ট্রিগারগুলো সম্পর্কে ভালোভাবে জানুন। চাপের মুখে আপনি কী ধরনের আচরণ করেন, সে সম্পর্কে জানুন। তাহলে আপনার চাপ সামাল দিতেও সুবিধা হবে।’

২. বিরতি নিন

যখনই মাথায় ঝাঁকে ঝাঁকে নেতিবাচক চিন্তা আসছে, সেই মুহূর্তে আপনি যে কাজটি করছেন, সেখান থেকে বিরতি নিন। কী করলে আপনি একটু ভালো বোধ করবেন, সেটি খুঁজে বের করুন। হয়তো ধীরে ধীরে এক গ্লাস পানি খেতে পারেন। এক কাপ চায়ে চুমুক দিতে পারেন। সবুজ প্রকৃতির দিকে তাকাতে পারেন। জানালা বা বারান্দা থেকে বাইরে বা রাস্তায় কী হচ্ছে, দেখতে পারেন। কারও সঙ্গে কথা বলতে পারেন। বাইরে থেকে একটু হেঁটে আসুন। ডিপ ব্রিদিং করতে পারেন। ব্যায়ামও করতে পারেন। গবেষণা বলছে, কাজের ফাঁকে ছোট বিরতি নিলে কাজে মনোযোগ আর কাজের মান—দুটিই বাড়ে।

৩. নেতিবাচক চিন্তার তালিকা করুন

সর্বোচ্চ কী কী খারাপ হতে পারে, সেসবের সম্ভাব্য তালিকা করুন। দেখবেন, ৫ থেকে ৬ নম্বর লিখতে লিখতেই আপনি সেসব ঘটার আশঙ্কা কাটিয়ে উঠে অনেকটা নির্ভার বোধ করছেন।

৪. নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন

সর্বোচ্চ খারাপ কী ঘটতে পারে, সেই দৃশ্যপট কল্পনা করুন। সেটি ঘটা কতটা যৌক্তিক বা বাস্তবসম্মত, তার সম্ভাবনা যাচাই করুন। এবার সেই পরিস্থিতিকে চ্যালেঞ্জ করুন। নিজেকে বলুন, এ রকম পরিস্থিতি যদি আসেও আপনি সেটার মোকাবিলা করবেন। দেখবেন, অনেকটাই হালকা লাগছে।

৫. নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় বদলে ফেলুন

আপনি হয়তো চিন্তা করেন, ‘যদি এ রকম খারাপ কিছু হয়...’। এর বদলে আপনি ইতিবাচক চিন্তা করুন। মনের ভেতর ‘যদি’ দিয়ে শুরু হওয়া কোনো বাক্য যেন নেতিবাচক না হয়, সেই চর্চা করুন। নিজেকে একটা আশাবাদী, ইতিবাচক মানুষে বদলে ফেলুন। থেরাপিস্টের সঙ্গেও আলাপ করতে পারেন।

৬. নিজের যত্ন নিন

নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। সময় নিয়ে নিজের যত্ন নিন। আপনি যখন নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী, যখন একটা পরিস্থিতি বাস্তবসম্মতভাবে বিশ্লেষণ করতে সক্ষম, তখন খুব কমই অবাস্তব নেতিবাচক কল্পনা আপনার ঘুমকে স্পর্শ করতে পারবে।

৭. সৃজনশীল কাজে মন দিন

প্রতিদিন খানিকটা সৃজনশীল কাজ করুন। সেটা হতে পারে বাগান করা, রান্না করা, ছবি তোলা, ইউটিউবিং বা অন্য কিছু।

সূত্র: ভেরি ওয়েল মাইন্ড

Address

4 Gaus Nagar , New Eskatan
Dhaka
1000

Opening Hours

Monday 09:30 - 17:30
Tuesday 09:30 - 17:30
Wednesday 09:30 - 17:30
Thursday 09:30 - 17:30
Sunday 09:30 - 17:30

Telephone

+8801713389577

Alerts

Be the first to know and let us send you an email when Rephco Pharmaceuticals Ltd - JOB Portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rephco Pharmaceuticals Ltd - JOB Portal:

Share