Dr SR Khan

Dr SR Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr SR Khan, Doctor, Ati.

13/07/2025

“বরফ মাটি, চক যা হাতের কাছে পায় তাই ইখাওয়ার ইচ্ছা? হতে পারে ভয়ংকর এক ঘাটতির সিগন্যাল!”

একদিন চেম্বারে রোগীর মা বলল,,
স‍্যার আমার বাচ্চা প্রায়ই বরফ মাটি খেতে চায় … দিনে অনেকবার!”বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে
জি এটা শুধু অভ্যাস না… এই রোগের নাম PICA’ — আর এর পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়ংকর এক ঘাটতি…”

যে ভিটামিন/মিনারেল কমে গেলে পেশেন্ট বরফ, মাটি, চক খেতে চায় — সেটা হলো Iron Deficiency আয়রন মিনারেল ঘাটতি,মেয়েদের,ছোট শিশুদের বেশি হয় ।
কি হয়??

ক্লান্তি, মাথা ঘোরা,শারীরিক দুর্বলতা,
রক্ত শূন্যতা,বুক ধড়ফড় করা ইত্যাদি

Hemoglobin টেস্ট করাতে হবে তাইলে সঠিক টা বুঝতে পারবেন ।

কি খাবেন
কচু শাক কাচকলা কলিজা
পেয়ারা
Tab Hemofix 275mg
0+0+1…3 months
সাথে লবু খাবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ।

13/07/2025

মোবাইল ঘাটানো কমাতে → Homescreen কালো করুন
Visual Dopamine কমে → ফোকাস বাড়ে❤️

13/07/2025
13/07/2025

দ্রুত বী-র্যপাতের শত প্রকার, নানা রুপ

১.সেকেন্ড এর মধ্যেই হয়ে যায়
কোনভাবেই নিয়ন্ত্রণ করা যায় না।
Within second
5-30 second এর মধ্যে হয়ে যায়।

২.মিনিট এর মধ্যে ই শেষ
অনেক চেষ্টা সাধনা করে ২-৩ মিনিট সময় হয়।
এর বেশি সম্ভব না।
কিন্তু স্ত্রী আরও সময় চাচ্ছে।

৩.প্রবেশের আগেই শেষ
বর্তমানে এমন রোগির সংখ্যা বাড়ছে।
কোন ভাবেই ভেতরে প্রবেশ করাতে সক্ষম নয়।
অতিরিক্ত উত্তেজনার জন্য এমনটা হয়ে থাকে।
মানসিক শারীরিক তীব্র উত্তেজনা সবসময় ই বিরাজ করে।
ফোরপ্লে অবস্থায় ক্লোজড!!!

৪.অনিয়মিত শর্ট টাইম
মাঝে মধ্যে ঠিক থাকে আবার মাঝে মাঝে সময় নেই বললেই চলে।

৫.সংবেদনশীলতার জন্য সময় নেই।
সবকিছু ঠিক শুধু বিশেষ অঙ্গের
অতিরিক্ত সংবেদনশীলতার জন্য সময় অনেক কম।

৬.টেনশন ভয় হতাশা,স্ত্রীর কাছে গেলেই সময় অনেক কম হয় অন্য সময় নরমাল!

৭.আগে ঠিক ছিল এখন দ্রুত বী-র্যপাত হচ্ছে।
ধীরে ধীরে সময় কমে যাচ্ছে
Acquired type

৮.কোন ঔষধ ই কাজ করে না
রেজিস্ট্যান্স তৈরি হয়েছে।

৯.ঔষধ খেলে মোটামুটি কাজ করে কিন্তু ছেড়ে দিলে আগের অবস্থা

১০.জন্ম থেকে এই সমস্যা
সময় বাড়ে না।

১১.অনেকে টাইম হবে ভেবে বিয়েই করে না।

১২.সময় মোটামুটি হয় তবু স্ত্রী সন্তোষ্ঠ হয়না।

১৩.নিজেই জানে না তার আদৌও কোন সমস্যা আছে কিনা??

১৪.বদ অভ্যাসের জন্য আজ এই সমস্যা।
নিজেই দ্বায়ি

১৫.ডায়াবেটিস হৃদরোগ, বদহজম, আইবিএস,ব্যথার জন্য এই দ্রুত বী-র্যপাতের সমস্যা

১৬.কিছু হালুয়া কবিরাজি ওষুধ ইত্যাদির কারনে আরও খারাপ অবস্থা।

Solution
30 mint kegel excercise 2বার
হাঁসের ডিম এর কাঁচা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খাবেন
সকালে ❤️
Cap Tocogel 400mg
0+0+1
Delay spray যদি অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকে ।

12/07/2025

মেয়েদের পাঁচটি গোপন কথা।

12/07/2025

আমার টাইমিং এখন আগের থেকে ১০ গুণ বেশি হয়েছে। আমি এখন ১০–১২ মিনিট পর্যন্ত সঙ্গম করতে পারি – কোনো ওষুধ ছাড়াই। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রীও খুব খুশি।”

একজন দরিদ্র রিকশাচালক প্রতিদিন জুমার দিনে একটি কাজ করত—সেই ছিল:মসজিদের সামনের এক ভিক্ষুককে ১টি রুটি কিনে দেওয়া।তার নিজের...
11/07/2025

একজন দরিদ্র রিকশাচালক প্রতিদিন জুমার দিনে একটি কাজ করত—
সেই ছিল:
মসজিদের সামনের এক ভিক্ষুককে ১টি রুটি কিনে দেওয়া।

তার নিজের ঘরে কখনো পর্যাপ্ত খাবার থাকত না,
তবু সে বলত:
“এই জুমার দিনে কাউকে খাওয়ানো মানে নিজের জন্য বরকতের দরজা খুলে দেওয়া।”

একদিন এক ধনী ব্যক্তি মসজিদের বাইরে দাঁড়িয়ে ছিল।
সে এই দরিদ্র রিকশাওয়ালার কাজটি দেখে খুব অবাক হয়ে গেল।

ধনী ব্যক্তি তাকে ডেকে বলল:
“তুমি নিজে গরিব, তবুও অন্যকে খাওয়াও কেন?”

রিকশাচালক হেসে বলল:
“জানেন ভাই, আমি গরিব হতে পারি, কিন্তু আমার দোয়ার দরজা বন্ধ না।
জুমার দিনে কাউকে খাওয়ানো = নিজের রিজিকের তালা খোলা।”

ঠিক ৭ দিন পর…

সেই ধনী ব্যক্তি হঠাৎ হার্ট অ্যাটাকে পড়ে যায়।
হাসপাতালে নিয়ে যাওয়ার সময় যে রিকশাচালক তাকে পৌঁছে দেয়, সে-ই সেই রিকশাওয়ালা।

চিকিৎসা শেষে, সেই ধনী ব্যক্তি বলে:
“আজ তুমি না থাকলে আমি বাঁচতাম না।
তোমার সেই রুটির দান আজ তোমার সামনে সোনার দরজা খুলে দিয়েছে।”

সে তাকে একটি দোকান কিনে দেয়,
রিকশাওয়ালা হয়ে যায় একজন সফল ব্যবসায়ী।

জুমার দিনে ছোট দানও বড় রিজিকের দরজা খুলে দেয়।
বরকত আসে তখনই, যখন তুমি কিছুর বিনিময়ে কিছু পাওয়ার আশা না করেও দাও।

10/07/2025

স্বামী স্ত্রীর মধ্যে তর্কে নয়, ভালোবাসায় জিতুন

ক্ষমা করলে – সম্পর্ক গাঢ় হবে।

Patient review ❤️❤️
10/07/2025

Patient review ❤️❤️

10/07/2025

ঔষুধ ছাড়াই সে—-ক্স টাইম ৩ গুণ বেড়েছে! | Manikgonj Real Review

10/07/2025

যদি উত্তেজিত অবস্থায় ৩.৫+ ইঞ্চি হয় → মি-লনে সমস্যা হয় না❤️

স্যার আমি আমার পরিচয় গোপন রাখার জন্য অনুরোধ করছি।স্যার আমার বয়স 18 বছর। এখনো কোন প্রকার কর্মজীবনে প্রবেশ করিনি। এই সময় ব...
10/07/2025

স্যার আমি আমার পরিচয় গোপন রাখার জন্য অনুরোধ করছি।

স্যার আমার বয়স 18 বছর। এখনো কোন প্রকার কর্মজীবনে প্রবেশ করিনি। এই সময় বিয়ে করার জন্য আমি শারিরিক অথবা মানষিক কোন ভাবের প্রস্তুত নই। কিন্তু একটি কারণ বসত আর কিছুদিনের ভিতর আমাকে পারিবারিক ভাবে বিয়ে দিতে চলেছে। কারণ টা হলো আমার ক্লাস 8 এ পড়া খালাতো বোন একটি ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। তার 3 দিন পর আমার খালাতো বোন কে আবার ফিরিয়ে নিয়ে আসে। তার জন্য এইসময় আর কোন ভালো ছেলে পাবেনা তাই সবাই মিলে তার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পরে লেগেছে। আমি একটা সময় প্রচুর হস্ত-মৈথুনে আসক্ত ছিলাম। 13 বছর থেকেই আমি হস্তমৈথুনে আসক্ত হয়ে পরি। তাই আমার বী-র্যপাতের সময় অনেক কম হয়ে গেছে, এমন কি 1 মিনিটেই আমার বীর্যপাতে হয়ে যায়। এবং বয়স অনুযায়ী আমার লিং-গের সাইজ ও খুব বেশী না,,আমার বয়সী অন্যদের অনুযায়ী অনেক ছোট। আমার এই কম সময়ে বী-র্যপাত ও লিং-গের সাইজ নিয়ে অনকে টেনশনে আছি। আবার 2-4 মাস এর মধ্যেই হয়তো আমার বিয়ে হবে।
স্যার, এখন আমার করনীয় কি দয়া করে জানাবেন প্লিজ।

পরামর্শ ও করনীয় কিঃ

সত্যি তোমার এই খোলামেলা এবং সাহসী মেসেজের জন্য আমি আন্তরিকভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তুমি ১৮ বছর বয়সেই এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছো, যেখানে অনেক বড় মানুষও ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আমি ধাপে ধাপে খুব সহজভাবে সব বিষয় ব্যাখ্যা করছি এবং করণীয় বলছি—শারীরিক, মানসিক, পারিবারিক এবং আত্মবিশ্বাসের দিক দিয়ে।

তোমার সমস্যা গুলো এক নজরে:
1. তুমি এখনো মানসিক বা শারীরিকভাবে বিয়ের জন্য প্রস্তুত না।
2. তোমাকে পারিবারিক চাপে পড়ে খালাতো বোনের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
3. তুমি আগে হস্তমৈথুনে আসক্ত ছিলে, যার কারণে তোমার:
• সময়ের আগেই বীর্যপাত হয় (Pre-mature Ej-aculation)
• লি-ঙ্গের সাইজ নিয়ে আত্মবিশ্বাস কম
4. তুমি ভয় পাচ্ছো, বিয়ের পর ভালো পারফর্ম করতে না পারলে সম্পর্ক নষ্ট হবে।

এখন এগুলো নিয়ে আলোচনা করবো

১. বিয়ে বিষয়ক করণীয় (Family Pressure)

❤️বয়স ১৮ মানে তুমি প্রাপ্তবয়স্ক, কিন্তু এখনো স্বাস্থ্য, পড়াশোনা ও ক্যারিয়ার তৈরি হয়নি।
• তুমি সরাসরি বা মধ্যস্থ কাউকে দিয়ে পরিবারের বড়দের বোঝাতে পারো:
• “আমি এখনো পড়াশোনায় মনোযোগ দিতে চাই। বিয়ের মত গুরুতর সিদ্ধান্ত এখন নিলে সেটা দাম্পত্য জীবনেও সমস্যা তৈরি করবে।”
• নিজের অবস্থানটা কাউকে জানাও – যেমন মায়ের কাছের কেউ, দুলাভাই, বড় ভাই, অথবা শিক্ষকের মতো কাউকে।সবচেয়ে বড় বিষয় দোআ করা ।
ব‍্যক্তিগতভাবে বললে বিয়ে করাই বুদ্ধিমানের কাজ ও নিয়ামত মনে করছি।চরিত্র ও মন দুটোই পবিত্র থাকবে ইনশাআল্লাহ । কম বয়সে বিয়ে করে কেউ আপসোস করেনি যদি স্ত্রী নেককার হয় ।

বাকি পরামর্শ গুলো কমেন্টে দিবো ইনশাআল্লাহ

Address

Ati

Alerts

Be the first to know and let us send you an email when Dr SR Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr SR Khan:

Share

Category