Thyroid & Head-Neck Cancer - Dr. Md. Abdul Karim Mithu

Thyroid & Head-Neck Cancer - Dr. Md. Abdul Karim Mithu Dr. Md. Abdul Karim Mithu
Thyroid & Head-Neck Cancer Specialist Surgeon Thyroid and Head Neck Cancer Specialist Surgeon in Bangladesh 2022

What is Cancer?

What is Thyroid Cancer? What is Head Neck Cancer? & also, What is the treatment of Thyroid and Head Neck Cancer? (Thyroid, Parathyroid, Oral Cavity, Tongue, Larynx, Throat Cancer, Nose and Paranasal sinus)

03/11/2023

আজকের বিষয়:-
হেড-নেক ক্যান্সার বলতে আমরা কোন কোন ক্যান্সারকে বুঝি?

★মুখ বা মুখগহ্বরের ক্যান্সার
★টনসিলের ক্যান্সার
★জিহ্বা বা জিহ্বার গোড়ায় ক্যান্সার
★অন্ননালীর উপরিভাগ অর্থাৎ ফ্যারিঙ্গসের ক্যান্সার
★স্বরনালীর ও স্বরযন্ত্রের ক্যান্সার
★শক্ত তালু বা নরম তালুর ক্যান্সার
★নাক বা নাসারন্ধ্রের বায়ুকুঠুরীতে অবস্থিত সাইনাসের ক্যান্সার
★কানের সকল ক্যান্সার
★থাইরয়েড ক্যান্সার
★লালাগ্রন্থির ক্যান্সার
★প্যারোটিড ক্যান্সার
★নাক,কান,গলা অঞ্চলে যে কোন ত্বক বা লসিকাগ্রন্থির ক্যান্সার।

ডা: আবদুল করিম (মিঠু)
থাইরয়েড ও হেড-নেক ক্যান্সার সার্জন
( নাক-কান-গলা ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন)
এমবিবিএস, বিসিএস ( স্বাস্থ্য), ডিএলও,এফসিপিএস ( ইএনটি), এফএসিএস (আমেরিকা) ও এফআইসিএস।
সহকারী অধ্যাপক,জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
কনসালটেন্ট, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার।
কনসালটেন্ট, এভারকেয়ার হাসপাতাল।।

---------------------------------------------------------------------------

Topics:
Head Neck Cancer means Which Cancer?

★Oral Cancer
★Tonsil Cancer
★Tongue Cancer
★Ca of Hard Palate or Soft Palate
★Parotid Cancer
★Ca of Pharynx
★Ca of Larynx
★Ca of Vocal Cord
★Ca of Salivary gland
★ Nasal Cancer
★Thyroid Cancer
★ Lymph Node Cancer
★Any Cancer In Head Neck region

Dr. Md. Abdul Karim ( Mithu)
MBBS, BCS( Health), DLO, FCPS ( ENT), FACS ( USA)
Advanced Clinical Fellowship Training in Head-Neck Surgery
Bangabandhu Sheikh Mujib Medical University ( BSMMU)
Tata Memorial Hospital, Mumbai, India
Memorial Sloan Kettering Cancer Center Manhattan, USA
Harvard Medical School, USA
Assistant Professor
National Institute of Cancer Research & Hospital ( NICRH)
Consultant
Labaid Cancer Hospital & Sper Specialty Center
Consultant
Evercare Hospital, Dhaka.

Thyroid & Head Neck Cancer Specialist Surgeon.

  A female patient, 36 years old came with the complain of swelling in left side of the neck for 3 months. But size of n...
01/11/2023



A female patient, 36 years old came with the complain of swelling in left side of the neck for 3 months. But size of neck mass was increase day by day. She was taking Anti TB drug for 2 and ½ months.

from Left Cervical lymph node: Caseating granuloma with suppuration, Suggestive of Tuberculosis

: Left Side selective neck dissection under G/A

: 01/11/2023

----------------------------------------------------------------------------

৩৬ বছর বয়সের একজন female রোগী আমাদের কাছে আসেন।
#সমস্যা :
গলার বাম দিকে ফুলে গেছে প্রায় ৩ মাস যাবত। ফোলাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আড়াই মাস যাবত তিনি টিবি রোগের ঔষধ খাচ্ছেন।

বাম পাশের Cervical লিম্বনোড থেকে FNAC করা হয় - Suggestive of Tuberculosis

আমাদের_প্লেন: বাম পাশের গলার ব্যাবচ্ছেদকরন এবং লিম্ফনোডগুলো অপসারণ।

#অপারেশনের_তারিখ: ০১/১১/২০২৩

30/10/2023

#স্বরনালীর_ক্যান্সার

সম্পূর্ণ স্বরনালী অপসারণ এবং কৃত্রিম স্বরযন্ত্র প্রতিস্থাপন।

ডা: মো: আবদুল করিম ( মিঠু)
থাইরয়েড ও হেড নেক ক্যান্সার সার্জন
সহকারী অধ্যাপক, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
কনসালটেন্ট, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার এবং
কনসালটেন্ট, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা।।

ডা: মো: আবদুল করিম ( মিঠু) এমবিবিএস,বিসিএস( স্বাস্থ্য),ডিএলও,এফসিপিএস ( ইএনটি), এফএসিএস(আমেরিকা) ওএফআইসিএস। অ্যাডভান্সড ...
27/10/2023

ডা: মো: আবদুল করিম ( মিঠু)

এমবিবিএস,বিসিএস( স্বাস্থ্য),ডিএলও,এফসিপিএস ( ইএনটি), এফএসিএস(আমেরিকা) ও
এফআইসিএস।

অ্যাডভান্সড ক্লিনিক্যাল ফেলোশীপ ট্রেনিং ইন হেড-নেক সার্জারী - বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,
টাটা মেমোরিয়াল হাসপাতাল, মুম্বাই, ইন্ডিয়া, মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ম্যানহাটন, আমেরিকা,
হারভার্ড মেডিকেল স্কুল, আমেরিকা।

সহকারী অধ্যাপক, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।

কনসালটেন্ট, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার এবং
কনসালটেন্ট, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা।।

26/10/2023

#থাইরয়েড_ক্যান্সারের_লক্ষণ:-

প্রাথমিক অবস্থায় কোন লক্ষণ দেখা যায় না তবে থাইরয়েড ক্যান্সার বৃদ্ধির সাথে সাথে যে লক্ষণগুলো দেখা যায় :

১. গলার সামনের দিকে একটি পিন্ডের মতো মনে হয়।
২. গলার স্বরের পরিবর্তন লক্ষ করা যায়, কন্ঠস্বরের কর্কশতা বৃদ্ধি পায়।
৩. ঢোক গিলতে কষ্ট হয়।
৪. গলার সামনের লিম্ফনোডগুলো ফুলে যায়।
৫. গলা এবং গাড়ে ব্যাথা বৃদ্ধি পায়।

  : Total Laryngectomy + Partial Pharyngectomy+ Bilateral Neck Dissection + Voice Prosthesis under G/A  : 29.09.2023
23/10/2023



: Total Laryngectomy + Partial Pharyngectomy+ Bilateral Neck Dissection + Voice Prosthesis under G/A

: 29.09.2023

  ( Isthmus) ৩১ বছর, Female রোগী  #সমস্যা: • গলার সামনের দিক ফোলা প্রায় ১ বছর  #আলট্রাসোনা_রিপোর্টে : • থাইরয়েড গ্রন্থির...
21/10/2023

( Isthmus)

৩১ বছর, Female রোগী
#সমস্যা:
• গলার সামনের দিক ফোলা প্রায় ১ বছর

#আলট্রাসোনা_রিপোর্টে :
• থাইরয়েড গ্রন্থির ইথমাসের বামদিকে নডিউলার টিউমার রয়েছে ( ১.১ ×১.৯ সে.মি)।

িপোর্ট- প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার।

#চিকিৎসার_প্লেন:
থাইরয়েড গ্রন্থির সম্পূর্ণ ইথমাস অপসারণ।

#অপারেশনের_তারিখ : ১৮/১০/২০২৩

---------------------------------------------------------------------

A 31 years old, Female patient came with the complaints of........
• Swelling infront of the neck for 1 years

: Evidence of a well defined homogenously echogenic nodular lesion measuring 1.1x1.9cm (AP-TR) is noted in left side of isthmus of thyroid gland. No calcification is noted. No significant color uptake is seen. Extra thyroid bulge of the lesion is noted anteriorly. (TIRADS: 4 nodules) [10.07.2023]

- Overall features are suspicious for papillary carcinoma of thyroid (Bethesda category-V) [28.07.2023

: Ishmusectomy

: 18/10/2023

14/10/2023

#থাইরয়েড_ও_হেড_নেক_ক্যান্সার:-

#হেড_নেক_ক্যান্সার :
★মুখ ও মুখ গহব্বরের ক্যান্সার।
★জিহ্বার ক্যান্সার।
★স্বরনালী ও স্বরযন্ত্রের ক্যান্সার।
★লালাগ্রন্থীর ক্যান্সার।

# থাইরয়েড ক্যান্সার
# প্যারাথাইরয়েড এডিনোমা
# প্যারোটিড টিউমার

ডা: মো: আবদুল করিম ( মিঠু)
এমবিবিএস,বিসিএস( স্বাস্থ্য),ডিএলও,এফসিপিএস ( ইএনটি), এফএসিএস(আমেরিকা),
এফআইসিএস।
অ্যাডভান্সড ক্লিনিক্যাল ফেলোশীপ ট্রেনিং ইন হেড-নেক সার্জারী
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
টাটা মেমোরিয়াল হাসপাতাল, মুম্বাই, ইন্ডিয়া
মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ম্যানহাটন, আমেরিকা।
হারভার্ড মেডিকেল স্কুল, আমেরিকা
সহকারী অধ্যাপক, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
কনসালটেন্ট, ল্যাবএইড ক্যান্সার ও সুপার স্পেশালিটি সেন্টার।

  ( Right)    :-Swelling in rt side of the neck for 1 years  which was increase within last 4 months.H/O Two Previous Su...
13/10/2023

( Right)


:-
Swelling in rt side of the neck for 1 years which was increase within last 4 months.

H/O Two Previous Surgery -Excision
about 2 years ago.

:
Chronic Cervical lymphadenitis

: About 8 x6 cm large multi lobulated soft tissue density mass lesion is seen in the right side of upper neck including submandibular and also right upper at level I, II, III and also right supra clavicular regions showing inhomogeneous enhancement on contrast study without vascular invasion although some compression and encasement are demonstrated.

: Total Conservative Parotidectomy + Rt sided selective neck dissection under G/A

: 11.10.2023

 A Patient 70 years old, male, came with the complain of ucceration in rt buccal mucosa for 8 month. : Verrucous carcino...
06/10/2023



A Patient 70 years old, male, came with the complain of ucceration in rt buccal mucosa for 8 month.

: Verrucous carcinoma.

: Wide excision with reconstruction by submental island flap under G/A.

22/09/2023


(থাইরয়েড এবং থাইরয়েড ক্যান্সার)

★আজকের বিষয়:-
# থাইরয়েড এবং থাইরয়েড ক্যান্সার কি?
# থাইরয়েড ক্যান্সার-এর লক্ষ্মণসমূহ কি?
# থাইরয়েড ক্যান্সার হলে আমাদের কার কাছ থেকে চিকিৎসা নিতে হবে??

ডা: মো: আবদুল করিম (মিঠু)
থাইরয়েড এবং হেড-নেক ক্যান্সার সার্জন
সহকারী অধ্যাপক
জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতাল।
কনসাটেন্ট
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার।


18/09/2023

#হেড_নেক_ক্যান্সার_কি??

ডা: মো: আবদুল করিম (মিঠু)
থাইরয়েড ও হেড-নেক ক্যান্সার সার্জন
সহকারী অধ্যাপক
জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।।

  Left Superficial Parotidectomy under G/A on 27.08.23Pre-operative FNAC from left Parotid Mass: Non Specific Chronic Pa...
13/09/2023




Left Superficial Parotidectomy under G/A on 27.08.23

Pre-operative FNAC from left Parotid Mass: Non Specific Chronic Parotitis

Post Operative Histopathology Report:
Mucoepidermoid Carcinoma, low grade

: Revision Parotidectomy under G/A

Date: 11/9/23

  Left Superficial Parotidectomy under G/A on 27.08.23Pre-operative FNAC from left Parotid Mass: Non Specific Chronic Pa...
12/09/2023




Left Superficial Parotidectomy under G/A on 27.08.23

Pre-operative FNAC from left Parotid Mass: Non Specific Chronic Parotitis

Post Operative Histopathology Report:
Mucoepidermoid Carcinoma

: Revision Parotidectomy under G/A

Date: 11/9/23

 ৬৫ বছর বয়সের একজন পুরুষ রোগী আমাদের কাছে আসেন উনার ৪ বৎসর যাবত কন্ঠস্বর পরিবর্তন এবং শেষ ৭ দিন ধরে উনার  প্রচুর শ্বাসকষ...
11/09/2023



৬৫ বছর বয়সের একজন পুরুষ রোগী আমাদের কাছে আসেন উনার ৪ বৎসর যাবত কন্ঠস্বর পরিবর্তন এবং শেষ ৭ দিন ধরে উনার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে।

FOL রিপোর্ট : বাম দিকের Vocal Cord-এ একটি টিউমার রয়েছে যা Pyriform fossa পর্যন্ত ছড়িয়ে পরেছে।

অতপর রোগীর DL Biopsy করা হয় ( ২২.০৬.২০২৩)

Biopsy রিপোর্ট: Well differentiated- Squamous Cell Carcinoma

অতপর আমরা রোগীর আরেকটি FOL করে থাকি।

FOL রিপোর্ট: Huge fungating growth involving left vocal cord extending to anterior commissure. False cord and supra glottic area fixed with hemi larynx ( left)

Diagnosis: Carcinoma of larynx

Treatment Plan: Total Laryngectomy with partial paryngectomy + Voice Prosthesis + Bilateral Neck dissection.
( সম্পূর্ণ স্বরযন্ত্রের অপসারণ ও আংশিক ফ্যারিংস অপসারণ + কৃত্রিম স্বরযন্ত্র প্রতিস্থাপন + দুইপাশের গলার ব্যাবচ্ছেদকরন)

অপারেশনের তারিখ: ৩০/৮/২০২৩

06/09/2023

মো: সব্দুল আলী, ৭০ বছর
আমাদের কাছে আসেন স্বরযন্ত্রের ক্যান্সার নিয়ে অতপর পুরো স্বরনালী অপসারন এবং কৃত্রিম স্বরযন্ত্র প্রতিস্থাপন করা হয়।
অপারেশনের পরবর্তী রেডিওথেরাপি এবং
ক্যামোথেরাপি দেওয়া হয়েছে ।
বর্তমানে তিনি পুরোপুরি ক্যান্সার মুক্ত এবং স্বরনালী ব্যতিত কৃত্রিম স্বরযন্ত্রের সাহায্যে কথা বলছেন।

03/09/2023

স্বরযন্ত্রের ক্যান্সার অতপর পুরো স্বরনালী অপসারন এবং কৃত্রিম স্বরযন্ত্র প্রতিস্থাপন। বর্তমানে পুরোপুরি ক্যান্সার মুক্ত এবং স্বরনালী ব্যতিত কৃত্রিম স্বরযন্ত্রের সাহায্যে কথা বলতে সক্ষম।
(No Voice Box but Patient speak near to normal voice )

Sheikh Muzzafor Hossain , 55 years.
:- Carcinoma of vocal cord PT4N2AMX.
: Total laryngectomy with partial pharyngectomy with Right Hemithyroidectomy with Bilateral Neck Dissection with Voice Prosthesis ( TEP) on 06/03/2022.
Operatuon Done in NICRH

Post CT RT On 06/11/22 to 18/12/2022

on 03.09.23
Locoregional control of Disease with Excellent Voice outcome.
-------------------------------------------------------------------------
 রোগ – স্বরযন্ত্রের ক্যান্সার ( Laryngeal Cancer)
 অপারেশন – পুরো স্বরনালী অপসারন এবং কৃত্রিম স্বরযন্ত্র প্রতিস্থাপন। (Total Laryngectomy & Voice prosthesis )
 অপারেশনের তারিখ – ০৬/০৩/২০২৩
 অপারেশনের পরবর্তী রেডিওথেরাপি এবং কেমো থেরাপি দেওয়া হয়েছে ।
 ফলোআপ ০৩/০৯/২০২৩ তারিখে
বর্তমানে তিনি পুরোপুরি ক্যান্সার মুক্ত এবং স্বরনালী ব্যতিত কৃত্রিম স্বরযন্ত্রের সাহায্যে কথা বলছেন।

    :Carcinoma of rt border of tongue.  :Wide local excision +  Rt side selective neck dissection under G/A
29/08/2023



:Carcinoma of rt border of tongue.
:
Wide local excision + Rt side selective neck dissection under G/A

Address

Labaid Cancer Hospital & Super Speciality Center, 26 Green Road, Dhanmondi ( Saturday, Monday,Wednesday) Contact Number:= 10684
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Thyroid & Head-Neck Cancer - Dr. Md. Abdul Karim Mithu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Thyroid & Head-Neck Cancer - Dr. Md. Abdul Karim Mithu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category