WoW Mall

WoW Mall We import authentic brands from abroad in
1) Vitamin Supplement
2) Food
3) Toiletries
4) Body care BDPharmacy.xyz – Global Supplements at Your Doorstep

At BDPharmacy, we are proudly based in Dhaka, Bangladesh, dedicated to sourcing world-class edible health supplements, vitamins, and specialty foods from trusted suppliers in the US, UK, Canada, Thailand, China and beyond. Our mission is simple — to bring authentic global wellness directly to your doorstep. We believe everyone deserves access to premium-quality products that enhance health and enrich life.

The most tastiest and healthy drink you may have tasted. ☺️
29/09/2022

The most tastiest and healthy drink you may have tasted. ☺️

Summer isn't over yet! Re-focus on your goals and recharge your energy with CELSIUS Sparkling Watermelon. 🍉 Shop Now: https://bit.ly/3DpgYCo

বায়োটিন, ভিটামিন বি-৭ এবং ভিটামিন এইচ এই ৩টি নামে মূলত পরিচিত এই সুপার ভিটামিন যা মানব দেহের জন্য অপরিহার্য।না বায়োটিন শ...
14/09/2022

বায়োটিন, ভিটামিন বি-৭ এবং ভিটামিন এইচ এই ৩টি নামে মূলত পরিচিত এই সুপার ভিটামিন যা মানব দেহের জন্য অপরিহার্য।

না বায়োটিন শুধুই ত্বক নখ এবং চূলের সৌন্দর্য বাড়ায় এটা সঠিক নয়। বিস্তারিত জানতে হলে এর কার্যপ্রক্রিয়া বুঝা জরুরি।

আমরা যে খাদ্য খাই তাতে মূলত কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনই বেশী থাকে। বায়োটিন এই উপাদান গুলোকেই টার্গেট করে মেটাবলাইজ করার জন্য।

যার মাধ্যমে দেহে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন থেকে ক্যালোরিকে অলস মেদ এ পরিনত হওয়ার আগেই এনার্জি তে রুপান্তরিত করে। দেহের গুরুত্বপূর্ণ কিছু স্থলে এই এনার্জি কে তৎক্ষনাৎ কাজে লাগিয়ে দেয়। যেমনঃ

- ক্রোমিয়ামের সাথে মিলিত হয়ে বায়োটিন রক্তের চিনির মাত্রা কমতে সাহায্য করে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে।

- নখকে শক্তিশালী হতে সাহায্য করে বলে নখ ভাঙ্গার প্রবণতা কমে এবং সুন্দর হয়।

- বায়োটিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে ও চুলকে স্বাস্থ্যবান করে, তবে এর প্রমাণ খুবই দুর্বল। যদিও বায়োটিনের ঘাটতির সাথে চুল পড়ার সম্পর্ক বিদ্যমান।

- খাদ্য থেকে প্রোয়জনীয় উপাদান নিয়ে কোলাজেন তৈরীতে সাহাজ্য করে। স্কিন টানটান করার জন্য বা পেশী টানটান রাখার জন্য কাজ করে।

- গর্ভবতী নারী ও যে মায়েরা দুধ পান করান তাদের বায়োটিন গ্রহণের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন। গর্ভাবস্থায় ৫০ শতাংশ নারীই এই ভিটামিনের ঘাটতিতে ভুগে থাকেন।

- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগ মাল্টিপল স্ক্লেরোসিস নিরাময়ে সাহায্য করে উচ্চমাত্রার বায়োটিন।

যকৃৎ, কিডনি, ইষ্ট, ডিমের কুসুম, পনির, লিগিউম জাতীয় খাবার – সয়াবিন, চিনাবাদাম ইত্যাদি, সবুজ শাকসবজি, ফুলকপি, মাশরুম, বাদাম এবং বাদামের মাখন বিভিন্ন ধরনের খাবারে পাওয়া যায় বায়োটিন।

তবে এতগুলো খাবার থেকে অল্প বায়োটিন পাওয়া যায়। সেক্ষেত্রে যাদের বায়োটিনের প্রোয়জন বেশী থাকে তারা ডিরেক্টলি সাপ্লিমেন্ট এর মাধ্যমে অধিক পরিমানে গ্রহন করতে পারবে।

Natrol অথবা Nature's Bounty ব্রান্ডের Biotin Supplement হিসেবে খুবই ভালো রিভিউ পাওয়া যায়।

বডি বিল্ডারদের বা বয়স্কদের জন্য দৈনিক 10000mcg এবং
সাধারণ সেবনে দৈনিক 3000-5000MCG বায়োটিন সেবন করা যেতে পারে।

Live Healthy with

মানবদেহে ঘুমের জন্য তৈরি হয় যে হরমোন তার নাম মেলাটোনিন।এর কাজ ব্রেইন এ সিগনাল পৌছানো যে এখন ঘুমের সময় হয়েছে। যার মাধ্যমে...
12/09/2022

মানবদেহে ঘুমের জন্য তৈরি হয় যে হরমোন তার নাম মেলাটোনিন।
এর কাজ ব্রেইন এ সিগনাল পৌছানো যে এখন ঘুমের সময় হয়েছে। যার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক একই ভাবে নিদ্রায় উপনীত হয়।

রাতের আধারের সাথে দেহে মেলাটোনিন প্রোডাকশন শুরু করে। যা বডিকে তন্দ্রা অতঃপর নিদ্রায় প্রবেশ করায়।
ঠিক একইভাবে দিনের আলোতে মেলাটোনিন প্রোডাকশন বন্ধ করে। যার দরুন দিনের বেলায় ঘুম ভেঙ্গে যায়।

অনিয়মিত জীবন ব্যাবস্থার কারণে স্লিপ সাইকেল ব্যহত হয় এতে স্বাভাবিক স্লিপ সাইকেল অনিয়মিত হয়ে পরে।
স্লিপ সাইকেল ব্যহত হওয়ার বিভিন্ন কারনগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ঘুমের সময়ে মোবাইল ফোন ব্যবহার করা।
মোবাইলের নীল আলো চোখে যাওয়ার পরে দেহে মেলাটোনিন প্রোডাকশন কে রিভার্স করে দেয় এবং এই সিগ্নাল দেয় যে এখন
কর্মঘন্টা শুরু হয়েছে। এবং দেহের অন্য সকল অঙ্গ প্রত্যঙ্গেও এই একই সিগনাল পায় বলে দেহ তখন কর্মক্ষম মোডে চলে যায়। ফলে নিদ্রা ভাব এবং দেহের ক্লান্তি চলে যায়।

নিয়মিত স্বাভাবিক নিদ্রা চক্র মিস হতে থাকে রাতের পর রাত এবং স্লিপ সাইকেল এলোমেলো হয়ে পরে।
ফলে দিনের বেলায় শরীর অধিক ক্লান্ত এবং কর্ম অক্ষম হয়ে থাকে। ক্লান্তি ও অবসাদের কারণে কাজে মনযোগ কম থাকে অলসতা ভর করে ঘুম চলে আসে।

নিয়মিত এই অনিয়ম করতে থাকায় নিদ্রা চক্র বিকৃত হয়ে যায়। যা ঠিক করা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়ে পরিনত হয়।

প্রতিদিন ঘুমের সময়ে ১টি মেলাটোনিন ট্যাবলেট সেবন করলে তৎক্ষণাৎ দেহে মেলাটোনিন হরমোন উৎপাদন শুরু হয়ে যায় এবং ঘুম চলে আসে।

প্রতি রাতে এমন ভাবে নিয়ম করে মেলাটোনিন সেবনের মাধ্যমে দেহের মেলাটোনিন প্রোডাকশন সাইকেল কে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এতে কিছু দিন সেবনের পরে দেহ নিজে নিজেই ঘুমের সময়ে নিজেকে নিদ্রা যাপনের জন্য আবারোও স্বাভাবিক প্রর্যায়ে নিয়ে আসবে।

Live Healthy with

100 ক্যাপসুলম্যাকা (Lepidium meyenii) মধ্য পেরুর আন্দিজ অঞ্চলে  বেড়ে উঠে এটি ঐতিহ্যগতভাবে একটি সাধারণ শক্তি টনিক হিসাবে ...
10/09/2022

100 ক্যাপসুল

ম্যাকা (Lepidium meyenii) মধ্য পেরুর আন্দিজ অঞ্চলে বেড়ে উঠে

এটি ঐতিহ্যগতভাবে একটি সাধারণ শক্তি টনিক হিসাবে শত শত বছর ধরে ব্যবহৃত হয়েছে।

আধুনিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী ম্যাকা পুরুষ এবং মহিলা উভয়ের স্বাস্থ্যকর প্রজনন জীবন কে বৃদ্ধি করে

1000mg 210Softgelsকোল্ড প্রেসড  এবং এক্সট্রা ভার্জিন তেল।ন্যাচারাল  ট্রাইগ্লিসারাইড ফর্মন্যাচারাল , এক্সট্রা ভার্জিন নিষ...
10/09/2022

1000mg 210Softgels
কোল্ড প্রেসড এবং এক্সট্রা ভার্জিন তেল।

ন্যাচারাল ট্রাইগ্লিসারাইড ফর্ম
ন্যাচারাল , এক্সট্রা ভার্জিন নিষ্কাশন প্রক্রিয়া।
প্রাকৃতিক পরিবেশ থেকে সংগৃহিত মাছ , প্রত্যয়িত। টেকসই।
মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি।

তারূণ্য ফিরে আসুক স্বাস্থ্যকর চুল, উজ্জ্বল ত্বক এবং শক্তিশালী নখ এর মাধ্যমে যার জন্য বেস্ট হচ্ছে বায়োটিন।খাদ্যকে শক্তিতে...
09/09/2022

তারূণ্য ফিরে আসুক স্বাস্থ্যকর চুল, উজ্জ্বল ত্বক এবং শক্তিশালী নখ এর মাধ্যমে যার জন্য বেস্ট হচ্ছে বায়োটিন।

খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে এনার্জি মেটাবলিজমে সাপোর্ট করে।
কার্বোহাইড্রেট, চর্বি এবং প্রোটিন এর মেটাবলিজমে সাপোর্ট করে।
১০০% ভেজিটারিয়ান।

Live healthy with

08/09/2022
Youtheory Men's Collagen এ Type 1 2 এবং 3 রয়েছে। যার মধ্যে Type 2 পুরুষদের জন্য খুবই কার্যকরি।ভিটামিন সি এবং বায়োটিনে স...
08/09/2022

Youtheory Men's Collagen এ Type 1 2 এবং 3 রয়েছে। যার মধ্যে Type 2 পুরুষদের জন্য খুবই কার্যকরি।

ভিটামিন সি এবং বায়োটিনে সমৃদ্ধ
পুনরায় কোলাজেন পূরণ করে
ত্বক ও চুলকে পুনরুজ্জীবিত করে
টেন্ডন এবং লিগামেন্ট সমর্থন করে
বয়স-সম্পর্কিত কোলাজেন ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

সফলতার জন্য দৈনন্দিন প্রতিযোগিতামূলক জীবনে এগিয়ে থাকতে হয়। যার জন্য সুস্বাস্থ্যবান ও ফিট থাকা অত্যন্ত জরুরী।অধিক মনযোগী...
07/09/2022

সফলতার জন্য দৈনন্দিন প্রতিযোগিতামূলক জীবনে এগিয়ে থাকতে হয়। যার জন্য সুস্বাস্থ্যবান ও ফিট থাকা অত্যন্ত জরুরী।

অধিক মনযোগী পরিস্রমী উদ্যমি ব্যাক্তি অন্যদের তূলনায় থাকে অধিক ফোকাসড অতএব সফল।

ইমেইজ লিস্ট থেকে আপনার প্রয়োজনের সাপ্লিমেন্ট সিলেক্ট করে ইনবক্সে অর্ডার করুন।

বিস্তারিত জানতে ইনবক্স বা হোয়াটসঅ্যাপে কল করুন।

Live healthy with :) (y)

07/09/2022
04/08/2022

We source variety of authentic products essential in daily life from around the world .

1) Vitamin & Supplements
2) Imported Food
3) Cosmetics
4) Mother & Baby
5) Body Care

All Imported.

Please feel free to message us regarding the item you are seeking.

Stay healthy with

Address

393, Ashraf Complex, Free School Street, Hatirpool
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when WoW Mall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to WoW Mall:

Share