Dietitian Esh*ta

Dietitian Esh*ta Diet therapy (diet Chart & Counseling) given.Special diet Care in Over & Under Nutrition,Diabetes, H

22/08/2025
22/08/2025

পেট বড় হয়ে যাচ্ছে? জেনে নিন কারণ ও সমাধান*

বর্তমানে অনেকেই অভিযোগ করেন—“পেট বড় হয়ে যাচ্ছে!”। এটি শুধু সৌন্দর্যের সমস্যা নয়, বরং স্বাস্থ্যের জন্যও বড় ঝুঁকি।

>> কারণসমূহ:

* অতিরিক্ত ভাজাপোড়া ও জাঙ্ক ফুড খাওয়া
* পর্যাপ্ত শরীরচর্চার অভাব
* মানসিক চাপ ও অনিদ্রা
* হরমোনের অসামঞ্জস্যতা
* বয়স বৃদ্ধির সঙ্গে মেটাবলিজম কমে যাওয়া

>> ঝুঁকি: পেটের মেদ জমলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ফ্যাটি লিভারের ঝুঁকি বেড়ে যায়।

>> সমাধান:

* প্রতিদিন নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা
* ভাজা-পোড়া ও চিনি কম খাওয়া
* ফলমূল, শাকসবজি ও আঁশযুক্ত খাবার বেশি খাওয়া
* পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ
* প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেয়া

>> মনে রাখবেন, পেটের মেদ শুধু বাইরের সৌন্দর্যের ক্ষতি করে না, ভেতরের অঙ্গপ্রত্যঙ্গকেও ক্ষতিগ্রস্ত করে। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন।

ডায়েটিশিয়ান, ওয়েটলস, চাইল্ড ও স্পেশাল চাইল্ড নিউট্রিশন স্পেশালিস্ট
🩺 পুষ্টিবিদ ঈশিতা ইসলাম
-----------------------------------------
বিএসসি (অনার্স), এমএস (খাদ্য ও পুষ্টি), ঢাকা বিশ্ববিদ্যালয়
স্পেশাল ট্রেনিং ইন ক্লিনিক্যাল নিউট্রিশন এন্ড ডায়াটিক্স (বারডেম)
পিজিটি (সিসিএনডি), বিএডিএন
পিজিটি (এনডিডি), বিএডিএন
পিজিটি (পিটিএনডি), বিইউএইচএস
রোগী দেখার সময়ঃ প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

সিরিয়াল দিতে যোগাযোগ করুন:
ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল

ভৈরবপুর (উত্তরপাড়া) ভৈরব, কিশোরগঞ্জ।
মোবাইল : ০১৮৭৭-৩৩৪৪৭৭

ডায়েট করতে গিয়ে ভুল করছেন নাতো ?একজন পুষ্টিবিশেষজ্ঞের পরামর্শমতে:বর্তমানে অনেকেই নিজের ইচ্ছেমতো বা ইন্টারনেট দেখে ডায়েট ...
13/07/2025

ডায়েট করতে গিয়ে ভুল করছেন নাতো ?

একজন পুষ্টিবিশেষজ্ঞের পরামর্শমতে:

বর্তমানে অনেকেই নিজের ইচ্ছেমতো বা ইন্টারনেট দেখে ডায়েট শুরু করেন। কিন্তু সঠিক পদ্ধতি না জানলে ডায়েট আপনার উপকারের বদলে ক্ষতিও করতে পারে। চলুন জেনে নেই এমন কিছু সাধারণ ভুল যা অনেকেই ডায়েট করতে গিয়ে করেন:

🔴 ১. একেবারে ভাত বা কার্বোহাইড্রেট বন্ধ করে দেওয়া
অনেকে ওজন কমাতে গিয়ে হঠাৎ করে ভাত বাদ দিয়ে দেন। কিন্তু শরীরের শক্তির বড় উৎসই হচ্ছে কার্বোহাইড্রেট। এটি একেবারে বন্ধ না করে পরিমাণ ও সময় বুঝে খেতে হবে।

🔴 ২. না খেয়ে থাকা (Starvation Diet)
অনেকেই না খেয়ে দ্রুত ওজন কমাতে চান। এতে শরীর দুর্বল হয়ে পড়ে, মেটাবলিজম স্লো হয়ে যায় এবং পরবর্তীতে ওজন বেড়ে যেতে পারে।

🔴 ৩. এক ধরনের খাবার খেয়ে দিনের পর দিন ডায়েট করা:
যেমন শুধু ফল বা শুধু স্যুপ খাওয়া। এতে শরীরে প্রোটিন, আয়রন, ফ্যাট, ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। দীর্ঘমেয়াদে এটি ক্ষতিকর।

🔴 ৪. পানি কম খাওয়া:
ডায়েটের সময় অনেকেই পানি খাওয়া কমিয়ে দেন, যা বিপাকক্রিয়ায় (Metabolism) সমস্যা তৈরি করে।

🔴 ৫. বাজার চলতি “ক্র্যাশ ডায়েট” ফলো করা:
ইউটিউব বা ফেসবুকে দেখা কোনো ‘৭ দিনে ৭ কেজি’ টাইপ ডায়েট আসলে ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ।

তাহলে করণীয় কী?

* ব্যক্তিগত শারীরিক চাহিদা অনুযায়ী সুষম ডায়েট পরিকল্পনা করা
* ওজন, উচ্চতা, বয়স, শারীরিক অবস্থা, রোগ থাকলে তা বিবেচনায় নিয়ে খাদ্য পরিকল্পনা করা
* পর্যাপ্ত পানি পান করা
* ঘুম ও ব্যায়াম ডায়েটের সঙ্গে যুক্ত রাখা
* নিউট্রিশনিস্ট বা চিকিৎসকের পরামর্শে ডায়েট শুরু করা

📌 আপনি কি ওজন নিয়ে দুশ্চিন্তায় আছেন? তাহলে সরাসরি চলে আসুন চেম্বারে ।

পুষ্টিবিদ ঈশিতা ইসলাম
ডায়েটিশিয়ান, ওয়েটলস, চাইল্ড ও স্পেশাল চাইল্ড নিউট্রিশন স্পেশালিস্ট
-----------------------------------------
বিএসসি (অনার্স), এমএস (খাদ্য ও পুষ্টি), ঢাকা বিশ্ববিদ্যালয়
স্পেশাল ট্রেনিং ইন ক্লিনিক্যাল নিউট্রিশন এন্ড ডায়াটিক্স (বারডেম)
পিজিটি (সিসিএনডি), বিএডিএন
পিজিটি (এনডিডি), বিএডিএন
পিজিটি (পিটিএনডি), বিইউএইচএস
রোগী দেখার সময়ঃ প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

সিরিয়াল দিতে যোগাযোগ করুন:
ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল

ভৈরবপুর (উত্তরপাড়া) ভৈরব, কিশোরগঞ্জ।
মোবাইল : ০১৮৭৭-৩৩৪৪৭৭





01/02/2025

Prominize Herbs পেজ থেকে নতুন ভিডিও নিয়ে আমি।
বিষয়: শিশুর জন্য শাল দুধের উপকারিতা

01/02/2025
26/01/2025

শিশুর জন্য মায়ের বুকের দুধের প্রাকৃতিক সমাধান Prolacto

23/01/2025

Prominize Herbs page থেকে আমি।
মায়ের যত্নে প্রাকৃতিক সমাধান Prolacto

ওজন কমানোর জন্য আশ ও আশ জাতীয় খাদ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আশ ও আশ জাতীয় খাদ...
17/01/2025

ওজন কমানোর জন্য আশ ও আশ জাতীয় খাদ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আশ ও আশ জাতীয় খাদ্য রাখা খুবই জরুরি।

ঈশিতা ইসলাম সোমা
কনসালটেন্ট ডায়েটিশিয়ান
উইমেন্স হেলথ কেয়ার সেন্টার
ভৈরব, কিশোরগঞ্জ
সিরিয়াল : ০১৮৭৭৩৩৪৪৭৭
(প্রতি শুক্রবার সকাল ০৯ টা - বিকাল ০৫টা)

14/01/2025

Prolacto নিয়ে আমরা এসেছি, Prominize Herbs এর পক্ষ থেকে।

10/01/2025

Prominize Herbs পেজ থেকে আমি।

ওজন কমানোর ফলে শ্বাসকষ্ট কমে এবং ঘুমের মান উন্নত হয়। অতিরিক্ত ওজন ঘুমের সময় শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে, যা ওজ...
10/01/2025

ওজন কমানোর ফলে শ্বাসকষ্ট কমে এবং ঘুমের মান উন্নত হয়। অতিরিক্ত ওজন ঘুমের সময় শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে, যা ওজন কমার সাথে সাথে কমে যায়।

ঈশিতা ইসলাম সোমা
কনসালটেন্ট ডায়েটিশিয়ান
উইমেন্স হেলথ কেয়ার সেন্টার
ভৈরব, কিশোরগঞ্জ
সিরিয়াল : ০১৮৭৭৩৩৪৪৭৭

Address

3, 4 Patuatuli, Sadarghat
Dhaka

Telephone

+8801999999999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dietitian Esh*ta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dietitian Esh*ta:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category