Shahria Alam Shuchee

Shahria Alam Shuchee Shahria Alam Shuchee,
BSc (Hons) in Audiology and SLP (PISER,BUP),Trained from MERF,chennai,india.

কানে শুনতে না পাওয়া এবং কথা বলতে না পারা মানুষদের শুনতে চাওয়া আর বলতে চাওয়ার আকুলতা কে অনুভব করে 'শুনতে চাই '- এর পথ চলা...
08/05/2024

কানে শুনতে না পাওয়া এবং কথা বলতে না পারা মানুষদের শুনতে চাওয়া আর বলতে চাওয়ার আকুলতা কে অনুভব করে 'শুনতে চাই '- এর পথ চলার শুরু ।যেকোনো শ্রবণ এবং বাক জনিত সমস্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান শুনতে চাই। 'শুনতে চাই' - কে সাথে নিয়ে আমি থাকছি বগুড়ার মানুষদের পাশে।

উত্তরবঙ্গের প্রথম এবং একমাত্র সার্টিফাইড এবং গ্র্যাজুয়েট অডিওলজিস্ট এন্ড স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট এর মাধ্যমে পরিচালিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ”শুনতে চাই” আসছে আপনার শহরে।

”শুনতে চাই” এখন আপনার প্রিয় শহর বগুড়াতে।

World Autism awareness day.Every person in the world is different.A person with autism is different too.Accept all diffe...
02/04/2023

World Autism awareness day.
Every person in the world is different.A person with autism is different too.Accept all differences.

17/03/2023

সচেতনতা জরুরি

I'm grateful for giving me opportunity to be a speaker on the event of National children day at Apollo imperial hospital...
17/03/2023

I'm grateful for giving me opportunity to be a speaker on the event of National children day at Apollo imperial hospitals.

Apollo imperial hospitals arranged a drawing competition event and a seminer on child nutrition and development. This is really appreciative and effective for parental awareness.

16/09/2022

একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি সমাজের অন্যান্য মানুষ গুলোর কি কোনো দায়িত্ব নেই? সামাজিক এবং মানবিক দায়িত্ববোধ থেকে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত এবং কেমন আচরণ করা উচিত নয়-এ বিষয় নিয়ে চলুন আলোচনা করি।

শাহরিয়া আলম শুচি
অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাংগুয়েজ প্যাথলজিস্ট
এ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালস,চট্টগ্রাম।

New journey
16/06/2022

New journey

আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ইমপেরিয়াল হাসপাতালে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন “অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট”।

এপয়েন্টমেন্ট কিংবা বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের কল সেন্টার নাম্বারে- +88-09612-247-247

25/04/2022

অটিজম সচেতনতার পাশাপাশি অন্যান্য স্পেশাল চাহিদা সম্পন্ন বাচ্চাদের বিষয়েও সচেতন হোন।

আলহামদুলিল্লাহ আজকাল অটিজম সচেতনতামূলক অনেক কার্যক্রম আমরা গ্রহণ করছি।তার পাশাপাশি অন্যান্য স্পেশাল চাহিদা সম্পন্ন বাচ্চাদের ব্যাপারেও আমাদের জানা উচিত।আজ চেষ্টা করেছি ক্ষুদ্র সময়ে সংক্ষিপ্ত কিছু ধারণা দেয়ার।কোনো জিজ্ঞেসা বা সাহায্য প্রয়োজন হলে ইনবক্সএ যোগাযোগ করতে পারেন। আমি এবং আমার টিম যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।

আসুন সবাই সচেতন হই এবং সচেতনতা ছড়িয়ে দিই।

15/04/2022

আপনার কি মনে হচ্ছে আপনার বাচ্চা কানে শুনছে না বা কানে কম শুনছে?
প্রাথমিক ভাবে খুব সহজেই আমরা লক্ষ্মণ গুলো বুঝতে পারি।আসুন জেনে নেই এবং দেরি না হওয়ার আগেই সচেতন হই।

15/04/2022
আসসালামুআলাইকুম। আমি শাহরিয়া আলম শুচি। একজন অডিওলজিস্ট ও স্পিচ ল্যাংগুয়েজ প্যাথলজিস্ট।এ পেশায় আসার পরে মানুষকে ভাষা এবং ...
15/04/2022

আসসালামুআলাইকুম। আমি শাহরিয়া আলম শুচি। একজন অডিওলজিস্ট ও স্পিচ ল্যাংগুয়েজ প্যাথলজিস্ট।
এ পেশায় আসার পরে মানুষকে ভাষা এবং শ্রবণ বিষয়ক স্বাস্থ্য সেবা দিতে গিয়ে আমার মনে হয়েছে এ সেক্টর সম্পর্কে মানুষের অনেক বেশি সচেতনতা প্রয়োজন। এখনকার দিনে সোসাল মিডিয়া মানুষের কাছে পৌছানোর একটি সহজ ও কার্যকরী উপায়। তাই মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
আসুন সবাই মিলে সচেতনতা ছড়িয়ে দিই।আশাকরি সবাই আমার পাশে থাকবেন।

Address

Banani Model Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahria Alam Shuchee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category