
08/05/2024
কানে শুনতে না পাওয়া এবং কথা বলতে না পারা মানুষদের শুনতে চাওয়া আর বলতে চাওয়ার আকুলতা কে অনুভব করে 'শুনতে চাই '- এর পথ চলার শুরু ।যেকোনো শ্রবণ এবং বাক জনিত সমস্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান শুনতে চাই। 'শুনতে চাই' - কে সাথে নিয়ে আমি থাকছি বগুড়ার মানুষদের পাশে।
উত্তরবঙ্গের প্রথম এবং একমাত্র সার্টিফাইড এবং গ্র্যাজুয়েট অডিওলজিস্ট এন্ড স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট এর মাধ্যমে পরিচালিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ”শুনতে চাই” আসছে আপনার শহরে।
”শুনতে চাই” এখন আপনার প্রিয় শহর বগুড়াতে।