03/05/2025
#ডেঙ্গু এলার্টঃ
ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে ভয়াবহ ভাবে। এই মুহুর্তে প্রয়োজন সবার ডেঙ্গু সম্পর্কে জানা ও এডিস মশা যাতে না কামড়াতে পারে সে ব্যাবস্থা নেয়া।
#কখন সন্দেহ করবেন আপনার ডেঙ্গু হয়েছে?
-জ্বরঃ
প্রথমদিন হতেই তীব্র জ্বর।(সাধারনত ১০২ ডিগ্রী বা এর উপরে হয়)
-ব্যথাঃ
জ্বরের সাথে তীব্র শরীর ব্যাথা,মাংসপেশীতে ব্যাথা,গিরায় গিরায় ব্যাথা,কোমরে ও চোখের পেছনে ব্যাথা
-র্যাশঃ
জ্বরের ২-৩ দিনের মধ্যে শরীরে লাল র্যাশ উঠা।র্যাশ চুলকাতে পারে।
-রক্তপাতের লক্ষণঃ
দাঁতের মাড়ি,নাক দিয়ে রক্ত পড়লে,চামড়ার নিচে রক্তের দাগ দেখা গেলে ,বমি বা পায়খানার সাথে রক্ত গেলে বা মেয়েদের মাসিকের সাথে বেশী রক্ত গেলে
#করণীয়ঃ
-->ডেঙ্গু হয়েছে সন্দেহ হলেই ডাক্তার দেখাবেন।
-->আর প্রচুর পানি,তরল খাবার(স্যালাইন,ডাবের পানি,তাজা ফলের রস) প্রচুর খেতে থাকুন।
-->জ্বর, ব্যাথা কমানোর জন্য প্যারাসিটামলের বাইরে অন্য কোন ব্যাথার ওষুধ খাবেননা।
#ডেঙ্গু রোগের জটিলতা,মানে ডেঙ্গু কখন কখন প্রাণহানীকর হতে পারেঃ
-একজন মানুষের জীবদ্দশায় মোট চারবার তার ডেঙ্গু হতে পারে চার প্রজাতির ডেঙ্গু ভাইরাস দিয়ে।
-যতবার ডেঙ্গু হবে ততবার ডেঙ্গু অধিক জটিল আকার নিয়ে হাজির হবে।যেমন ধরেন কারো চতুর্থবার বা তৃতীয়বার ডেঙ্গু হলো তার জটিলতার সম্ভাবনা তত বেশী।
-ঢাকা শহরের বাসিন্দাদের মধ্যে এইবার যাদের ডেঙ্গু হচ্ছে তারা বেশীর ভাগ ই দ্বিতীয়/তৃতীয়/চতুর্থবার আক্রান্ত তাই এইবার ডেঙ্গুর জটিলতা বেশী দেখা যাচ্ছে।
#ডেঙ্গু রোগীর জটিলতার জন্য কি কি জিনিস খেয়াল রাখবেন?
-দাঁতের মাড়ি,পায়খানা,প্রস্রাব দিয়ে রক্ত গেলে,মেয়েদের মাসিকের সাথে অতিরিক্ত রক্ত গেলে,চামড়ার নিচে রক্ত ফোঁটা জমা হলে।
-শ্বাসকষ্ট শুরু হলে,পেট ফুলে গেলে।
-অতিরিক্ত বমি হলে, চোখ হলুদ হয়ে গেলে।
-মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে গেলে
-প্রেসার অতিরিক্ত কমে গেলে বা কমে যাওয়া শুরু করলে।
-রক্তের সিবিসি পরীক্ষার মধ্যে প্লেটলেট কাউন্ট আগের চেয়ে কমতে শুরু করলে।
ডেঙ্গুর চিকিৎসা করবেন ডাক্তাররা কিন্তু ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব চিকিৎসকসহ আমাদের সকলের।
#কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায়?
-বাড়িতে বা বাড়ির আশেপাশে কোথাও পানি জমতে দিবেননা।টব,ভাঙ্গা বাটি,নারকেলের মালা,পরিত্যাক্ত টায়ার,ছোট বড় গর্ত সব খেয়াল রাখবেন,প্রতিবেশীদের সতর্ক করবেন।
-বাসার এসির পানি কোথায় জমে খেয়াল করে পরিস্কার করবেন।
-যাদের বাথরুমের বালতিতে পানি ধরে রাখাই লাগে তারা বালতিতে ঢাকনা ব্যবহার করবেন।
-প্রয়োজনে সারাদিন ঘরে ম্যাট লাগিয়ে রাখুন,অথবা মশারি টাঙ্গিয়ে রাখুন।প্রয়োজনে কিছুক্ষণ পরপর মশার ঔষধ স্প্রে করুন।
-বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত জানলা দরজা যদ্দুর সম্ভব বন্ধ রাখুন।
-যদ্দুর সম্ভব ফুলস্লিভ জামা দিয়ে শরীর ঢেকে রাখুন।
-যাদের আগেও ডেঙ্গু হয়েছিলো তারা সাবধান থাকুন বেশী।