Health Tips - স্বাস্থ্য পরামর্শ

Health Tips - স্বাস্থ্য পরামর্শ Hello I am a medical professonel.Here I will share some video and tips about different types medicine সুস্থতা অসুস্থতার মালিক একমাত্র আল্লাহ
(1)

Cavic C Cavic C PlusCalcium Vitamin D Vitamin C হাড় ক্ষয়,দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, হাড় এবং দাঁত মজবুত কর...
08/07/2025

Cavic C
Cavic C Plus
Calcium Vitamin D Vitamin C
হাড় ক্ষয়,দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, হাড় এবং দাঁত মজবুত করতে, ক্ষতস্থান শুকাতে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে, গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম কম্বিনেশন।
খাওয়ার নিয়ম :-
এক গ্লাস পানিতে একটি ট্যাবলেট ছেড়ে দিলে মজাদার শরবত পানীয় তৈরি হয়ে যায়।
দৈনিক এক বার।

যারা কিছু খেলেই চু*লকানি বা এলার্জি বেড়ে যায় ডাস্ট এলার্জি ও ফুড এলার্জি রয়েছে এবং যে কোন এলার্জিতে এই Biltin tablet ...
08/07/2025

যারা কিছু খেলেই চু*লকানি বা এলার্জি বেড়ে যায় ডাস্ট এলার্জি ও ফুড এলার্জি রয়েছে এবং যে কোন এলার্জিতে এই Biltin tablet খেতে পারেন খুবই কার্যকরী ।

Adult dose
Tab.Biltin 20mg
0+0+1

13/06/2025
প্রতিটি ভাল কাজ সাদাকা।” (সহীহ বুখারী)..প্রত্যেক রক্তদান একটি সুস্থ সমাজের প্রতিশ্রুতি..আলহামদুলিল্লাহ,,,
12/06/2025

প্রতিটি ভাল কাজ সাদাকা।” (সহীহ বুখারী)..

প্রত্যেক রক্তদান একটি সুস্থ সমাজের প্রতিশ্রুতি..
আলহামদুলিল্লাহ,,,

 #জনসচেতনতা প্রচণ্ড গরম পড়েছে... পাশের সারির সিটে বসেছিল দুই ছেলে... দুজনই ছাত্র...কৌতূহল নিয়ে দেখছি কি করে!!হাফ লিটার (...
09/05/2025

#জনসচেতনতা

প্রচণ্ড গরম পড়েছে... পাশের সারির সিটে বসেছিল দুই ছেলে... দুজনই ছাত্র...

কৌতূহল নিয়ে দেখছি কি করে!!

হাফ লিটার (৫০০ মি.লি) পানির বোতলে প্রথমে এক প্যাকেট খাবার স্যালাইন ঢালল... একটু ঝাঁকি দিল... এরপর আরেক প্যাকেট স্যালাইন বের করল... সব মিলে দুই প্যাকেট স্যালাইন ঢালল ঐ হাফ লিটার পানির মধ্যেই...

জিজ্ঞাসা করলাম, ভাই দুই প্যাকেট কেন ঢাললেন?

- এক প্যাকেটে অত স্বাদ পাওয়া যায় না... তাছাড়া যে গরম পড়েছে, তাতে বেশি খাওয়াই ভাল।

এরকম ভুল প্রায় লোকই করে... সবাই ভাবে, স্যালাইনই তো... কি আর হবে!! কিন্তু এটা যে কত মারাত্মক ভুল, তা বেশিরভাগ লোকই জানে না...

বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আরো বেশি বিপদজনক...

কয়েক মাস আগের কথা... ডায়রিয়া হওয়ার পর খিঁচুনি নিয়ে এক বাচ্চাকে হাসপাতালে নিয়ে এসেছে।

একটু সন্দেহ হল... জিজ্ঞাসা করলাম, কি খাওয়াইছেন বাবুকে?

- কেন? স্যালাইন।

- বানাইছেন কিভাবে?

- হাফ গ্লাসের মত পানিতে এক প্যাকেট স্যালাইন গুলছি।

- নিয়ম তো হাফ লিটার বা আধা সের পানিতে স্যালাইন গুলানো। কিন্তু হাফ গ্লাস পানিতে কেন?

- ছোট বাচ্চা, অত আর স্যালাইন খেতে পারবে?

তাড়াতাড়ি বাচ্চাকে মেডিকেলে রেফার করে দিলাম। অল্প পানিতে স্যালাইন গুলানোর কারণে বেশি ঘনত্বের লবণ শরীরের ভেতরে গিয়ে লবনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে খিচুনি শুরু হয়েছে, যা খুবই মারাত্মক... কিডনি নষ্ট হওয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।

এভাবে অনেক বাচ্চা মারা যায় ডায়রিয়ার কারণে নয়, ভুলভাবে স্যালাইন বানানোর কারণে।

মনে রাখা উচিত, খাবার স্যালাইন কোন সাধারণ পানীয় নয় যে ইচ্ছেমত খাবেন। এটি ওষুধ... বমি, পাতলা পায়খানা বা গরমের ফলে প্রচন্ডরকম ঘেমে শরীর থেকে যে পানি, লবণ বের হয়ে যায়, তা পূরণ করার জন্য এটি খাওয়া হয়।

এটি নির্দিষ্ট নিয়মেই গুলতে হবে... ছোট-বড় সবার জন্য একই নিয়মে বানাতে হবে... আধা সের বা হাফ লিটার পানির মধ্যে পুরো এক প্যাকেট মিশিয়ে স্যালাইন দ্রবন প্রস্তুত করতে হবে। তবেই তা শরীরে গিয়ে কাজ করবে।

এর কম পানিতে বানালে লবনের ঘনত্ব বেড়ে গিয়ে কিডনির ক্ষতি করবে... বেশি পানিতে বানালে লবনের ঘনত্ব কমে গিয়ে সঠিকভাবে ঘাটতি পূরণ হবে না।

একবার স্যালাইন বানালে, তা সর্বোচ্চ বারো ঘণ্টা পর্যন্ত রাখা যায়, তবে ছয় ঘণ্টা পর্যন্ত রাখতেও অনেকে পরামর্শ দেন।

কখনো হাফ প্যাকেট স্যালাইন, এক গ্লাস পানি- এভাবে বানাবেন না... কিংবা পরবর্তিতে বানানোর জন্য প্যাকেটে কিছু স্যালাইন রেখেও দিবেন না... এক প্যাকেট দিয়ে একসাথে হাফ লিটারই বানাবেন...

একবার বানানোর পর, বয়স ও প্রয়োজনভেদে যতটুকু দরকার, সেখান থেকে নিয়ে সেভাবে খাবেন। শেষ হয়ে গেলে আবার হাফ লিটার পানিতে এক প্যাকেট গুলিয়ে নতুন করে বানাবেন।

ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি রোগ কিংবা হার্টের রুগীর ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে স্যালাইন খাবেন।

আর হ্যাঁ, বাজারে "টেস্টি স্যালাইন" নামক যা পাওয়া যায়, সেগুলো অবশ্যই খাওয়া যাবে না.. এগুলোতে মাত্রার কোন ঠিক তো নেই-ই, এর পাশাপাশি ওষুধ প্রশাসনেরও কোন অনুমোদন নেই। বরং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনেক কোম্পানির টেস্টি স্যালাইনে স্যাকারিন ও কাপড়ের রং পর্যন্ত পাওয়া গেছে।

-Collected
-Dr.Taraki Hasan Mehedi.

 #ডেঙ্গু এলার্টঃডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে ভয়াবহ ভাবে। এই মুহুর্তে প্রয়োজন সবার ডেঙ্গু সম্পর্কে জানা ও এডিস মশা যাতে না ...
03/05/2025

#ডেঙ্গু এলার্টঃ

ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে ভয়াবহ ভাবে। এই মুহুর্তে প্রয়োজন সবার ডেঙ্গু সম্পর্কে জানা ও এডিস মশা যাতে না কামড়াতে পারে সে ব্যাবস্থা নেয়া।

#কখন সন্দেহ করবেন আপনার ডেঙ্গু হয়েছে?

-জ্বরঃ
প্রথমদিন হতেই তীব্র জ্বর।(সাধারনত ১০২ ডিগ্রী বা এর উপরে হয়)

-ব্যথাঃ
জ্বরের সাথে তীব্র শরীর ব্যাথা,মাংসপেশীতে ব্যাথা,গিরায় গিরায় ব্যাথা,কোমরে ও চোখের পেছনে ব্যাথা

-র‍্যাশঃ
জ্বরের ২-৩ দিনের মধ্যে শরীরে লাল র‍্যাশ উঠা।র‍্যাশ চুলকাতে পারে।

-রক্তপাতের লক্ষণঃ
দাঁতের মাড়ি,নাক দিয়ে রক্ত পড়লে,চামড়ার নিচে রক্তের দাগ দেখা গেলে ,বমি বা পায়খানার সাথে রক্ত গেলে বা মেয়েদের মাসিকের সাথে বেশী রক্ত গেলে

#করণীয়ঃ

-->ডেঙ্গু হয়েছে সন্দেহ হলেই ডাক্তার দেখাবেন।

-->আর প্রচুর পানি,তরল খাবার(স্যালাইন,ডাবের পানি,তাজা ফলের রস) প্রচুর খেতে থাকুন।

-->জ্বর, ব্যাথা কমানোর জন্য প্যারাসিটামলের বাইরে অন্য কোন ব্যাথার ওষুধ খাবেননা।

#ডেঙ্গু রোগের জটিলতা,মানে ডেঙ্গু কখন কখন প্রাণহানীকর হতে পারেঃ

-একজন মানুষের জীবদ্দশায় মোট চারবার তার ডেঙ্গু হতে পারে চার প্রজাতির ডেঙ্গু ভাইরাস দিয়ে।

-যতবার ডেঙ্গু হবে ততবার ডেঙ্গু অধিক জটিল আকার নিয়ে হাজির হবে।যেমন ধরেন কারো চতুর্থবার বা তৃতীয়বার ডেঙ্গু হলো তার জটিলতার সম্ভাবনা তত বেশী।

-ঢাকা শহরের বাসিন্দাদের মধ্যে এইবার যাদের ডেঙ্গু হচ্ছে তারা বেশীর ভাগ ই দ্বিতীয়/তৃতীয়/চতুর্থবার আক্রান্ত তাই এইবার ডেঙ্গুর জটিলতা বেশী দেখা যাচ্ছে।

#ডেঙ্গু রোগীর জটিলতার জন্য কি কি জিনিস খেয়াল রাখবেন?

-দাঁতের মাড়ি,পায়খানা,প্রস্রাব দিয়ে রক্ত গেলে,মেয়েদের মাসিকের সাথে অতিরিক্ত রক্ত গেলে,চামড়ার নিচে রক্ত ফোঁটা জমা হলে।

-শ্বাসকষ্ট শুরু হলে,পেট ফুলে গেলে।

-অতিরিক্ত বমি হলে, চোখ হলুদ হয়ে গেলে।

-মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে গেলে

-প্রেসার অতিরিক্ত কমে গেলে বা কমে যাওয়া শুরু করলে।

-রক্তের সিবিসি পরীক্ষার মধ্যে প্লেটলেট কাউন্ট আগের চেয়ে কমতে শুরু করলে।

ডেঙ্গুর চিকিৎসা করবেন ডাক্তাররা কিন্তু ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব চিকিৎসকসহ আমাদের সকলের।

#কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায়?

-বাড়িতে বা বাড়ির আশেপাশে কোথাও পানি জমতে দিবেননা।টব,ভাঙ্গা বাটি,নারকেলের মালা,পরিত্যাক্ত টায়ার,ছোট বড় গর্ত সব খেয়াল রাখবেন,প্রতিবেশীদের সতর্ক করবেন।

-বাসার এসির পানি কোথায় জমে খেয়াল করে পরিস্কার করবেন।

-যাদের বাথরুমের বালতিতে পানি ধরে রাখাই লাগে তারা বালতিতে ঢাকনা ব্যবহার করবেন।

-প্রয়োজনে সারাদিন ঘরে ম্যাট লাগিয়ে রাখুন,অথবা মশারি টাঙ্গিয়ে রাখুন।প্রয়োজনে কিছুক্ষণ পরপর মশার ঔষধ স্প্রে করুন।

-বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত জানলা দরজা যদ্দুর সম্ভব বন্ধ রাখুন।

-যদ্দুর সম্ভব ফুলস্লিভ জামা দিয়ে শরীর ঢেকে রাখুন।

-যাদের আগেও ডেঙ্গু হয়েছিলো তারা সাবধান থাকুন বেশী।

আমিন ইয়া রব!🖤🤲
31/12/2024

আমিন ইয়া রব!🖤🤲

29/11/2024

Ketobin Shampoo,Zinc pyrithione & Biotin Shampoo,মাথায় অতিরিক্ত খুশকি ও চুল পড়া এবং নতুন চুল গোজাতে ও মাথার পর্যাপ্ত ভিটামিন জোগাতে সাহায্য করে মাত্র ৭ দিনে।

Health Tips -স্বাস্থ্য পরামর্শ
আমার এই পেজ এ স্কিন এবং শারীরিক বিষয়ক সকল ধরনের পরামর্শ পাবেন। আপনাদের সু-স্বাস্থ্য কামনায় আমাদের পথচলা।❤️

Dear viewer 😍

If you found this video helpful,please consider subscribe to this channel,and like and share this video Facebook,

Subscribe:
http://www.youtube.com/c/AnowarHossainbd

ঔষধের তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে না রাখলে গুণগত মান ধীরে ধীরে খারাপ হতে থাকে। আপনি একটু ভেবে দেখেন  গত দুই সপ্তাহ ধরে তাপ...
30/04/2024

ঔষধের তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে না রাখলে গুণগত মান ধীরে ধীরে খারাপ হতে থাকে। আপনি একটু ভেবে দেখেন গত দুই সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে সারাদেশে, ৩ মাসের অধিক সময় তাপমাত্রা ৩০ ডিগ্রির উপর থাকে তাহলে এই ঔষধ এর কার্যকারিতা কি হবে?

আপনি ঔষধ সেবন করবেন কিন্তু রোগ সহজে সারবে না।

সঠিক তাপমাত্রায় ঔষধের গুনগত মান ঠিক রাখা হয় লাজফার্মায়।

সঠিক তাপমাত্রায় জেনুইন ওষুধের জন্য সমস্ত দেশবাসীর আস্থার জায়গা করে নিয়েছে লাজফার্মা।

শীতাতপ নিয়ন্ত্রিত এই মডেল ফার্মেসীতে পাওয়া যাবে সুলভ মূল্যে যাবতীয় দেশী-বিদেশী সকল প্রকার ঔষধ, সার্জিকাল সামগ্রী, বেবী সামগ্রী সহ অন্যান্য ডিপার্টমেন্টাল সামগ্রীর এক বিপুল সমাহার।

তাই দেরী না করে আজই চলে আসুন আমাদের এখানে।

আসুন আমরা সবাই সচেতন হই,
জনসচেতনতাই [Health Tips - স্বাস্থ্য পরামর্শ]

Lazz Shamoly Branch
Https://www.facebook.com/Healthtips843

ভিটামিন-ডি শুধু আপনার সোনামণির হাড় গঠনে সাহায্যই করে না, এই গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট রক্তে ক্যালসিয়ামের মাত্রা ব...
26/12/2023

ভিটামিন-ডি শুধু আপনার সোনামণির হাড় গঠনে সাহায্যই করে না, এই গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট রক্তে ক্যালসিয়ামের মাত্রা বজায় রেখে নিশ্চিত করে সুস্থ শৈশব।

World Antibiotic Resistance Awareness 2023 অ্যান্টিবায়োটিক  এর অপব্যবহার এর কারনে  অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর ঝু...
21/11/2023

World Antibiotic Resistance Awareness 2023

অ্যান্টিবায়োটিক এর অপব্যবহার এর কারনে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর ঝুঁকি বাড়েI

ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন, সুস্থ থাকুনI

নিজে সচেতন থাকি, অন্যকে সচেতন করতে পোস্ট টি শেয়ার করুন।







 #কিডনি_ভালো_রাখতে_কী_করবেন..? #কিডনি ভালো রাখতে সবারই পর্যাপ্ত পানি খেতে হবে। এই পানি অবশ্যই হতে হবে নিরাপদ। অসুস্থতায় ...
12/11/2023

#কিডনি_ভালো_রাখতে_কী_করবেন..?

#কিডনি ভালো রাখতে সবারই পর্যাপ্ত পানি খেতে হবে। এই পানি অবশ্যই হতে হবে নিরাপদ। অসুস্থতায় (জ্বর, ডায়রিয়া, বমি প্রভৃতি) এবং ব্যায়ামের পর পানির চাহিদা বাড়ে। বিশেষত ডায়রিয়া বা বমি হলে পর্যাপ্ত পানি, স্যালাইন এবং অন্যান্য তরল খাবার খেতে হবে অবশ্যই। গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়ের জন্যও পানির চাহিদা বেশি। আবহাওয়ার পরিবর্তনে পানির চাহিদা কমবেশি হয়।
#ওজন নিয়ন্ত্রণে রাখুন।
#সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
#রোজ অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন (রোজ না পারলেও সপ্তাহের অধিকাংশ দিন)। হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, ফ্রি-হ্যান্ড ব্যায়াম ভালো।
#ধূমপান, পান-জর্দা, অ্যালকোহল বর্জনীয়। ধূমপায়ীর কিডনিতে রক্তসঞ্চালন কমে যায়। কিডনির কর্মক্ষমতা কমে যায়। ক্যানসারের ঝুঁকিও বাড়ে।
#পর্যাপ্ত ঘুম চাই রোজ। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন।

Address

Shyamoli
Dhaka
1207

Telephone

+8801831558843

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Tips - স্বাস্থ্য পরামর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Tips - স্বাস্থ্য পরামর্শ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram