Dr. Bashudeb Kumar Saha

Dr. Bashudeb Kumar Saha Chief Consultant
Malleus ENT Specialized Hospital Ltd Best ENT Doctor in Bangladesh Dr. Bashudeb Kumar Saha, MBBS, BCS (Health), MS(ENT). I love my patients.
(13)

Dr. Bashudeb Kumar Saha
MBBS, BCS(Health), MS(ENT)
ENT Specialist & Head Neck Surgeon
Senior Consultant
ENT & Head Neck Surgery Department
Central Police Hospital, Rajarbag, Dhaka. ENT Specialist & Head Neck Surgeon. Senior Consultant (ENT), Central Police Hospital, Dhaka. Founder & Chief consultant, Malleus ENT Specialized Hospital Limited. I'm top listed Best ENT Doctor in Bangladesh. They are my inspiration.

14/10/2025

মিস্টি বাবুটির কান দেখলে আপনারও খারাপ লাগবে | Hemangioma | Dr. Bashudeb Kumar Saha

#হেমানজিওমা_টিউমার


#রক্তনালী_টিউমার
#ভাস্কুলার_টিউমার

ধন্যবাদ হায়দ্রাবাদবাংলাদেশের একজন ক্ষুদ্র ইএনটি স্পেশালিষ্ট কে স্পেশাল গেস্ট হিসেবে ফুল দিয়ে বরণ করার জন্য**************...
14/10/2025

ধন্যবাদ হায়দ্রাবাদ
বাংলাদেশের একজন ক্ষুদ্র ইএনটি স্পেশালিষ্ট কে
স্পেশাল গেস্ট হিসেবে ফুল দিয়ে বরণ করার জন্য
*******************
ডাঃ জিভিএস রাও স্যারের অধীনে চলছে আমার ফেলোশিপ ট্রেনিং।
আজ হায়দ্রাবাদের Taj Deccan এ ককলিয়ার ইমপ্লান্ট এর ওপর অনুষ্ঠিত হয় একটি সেমিনার।জন্ম গত শ্রবনত্রুটি রোগীদের ককলিয়ার ইমপ্লান্ট প্রতিস্থাপন করা হয়।
জন্মগত শ্রবণ ত্রুটি একটি কমন সমস্যা।বাংলাদেশে এই রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
একটি শিশু যদি শুনতে না পারে সে কিন্তু কথা বলতে পারবে না। চিকিৎসা না পেলে বোবা মানুষের খাতায় লিখাতে হবে তার নাম। বিষয় টা কত কষ্টের।যাদের ঘরে এমন সন্তান রয়েছে শুধুই তারাই জানে।

কিছুদিন আগে আমার চেম্বারে ১৪ বছরের মিষ্টি একটি মেয়েকে নিয়ে আমার চেম্বারে আসেন তার বাবা মা।দীর্ঘ দিন ধরে বিভিন্ন চিকিৎসা ও চেষ্টার পরও তাদের কোন সন্তান সন্ততি হচ্ছিল না। অবশেষে বিয়ের
১৪ বছর পর তাদের কোল জুড়ে আসে তাদের একমাত্র সন্তান। ভালবেসে নাম রাখেন '"আদরমনি"
ধীরে ধীরে বড় হতে থাকে আদরমনি। মুখে কোন কথা ফুটে না। চুপ চাপ স্বভাবের। খুব বেশি সাড়া শব্দ করে না।
পাড়া প্রতিবেশেী ,দাদী নানী বলে আস্তে আস্তে কথা শিখবে। বড় হলে সব ঠিক হয়ে যাবে। আদরমনি বড় হচ্ছে ঠিকই কিন্তু কথা আর ফুটছে না তার মুখে।মা বাবা দুজনের চোখে মুখে চাপা কষ্টের ছাপ। মা ডাক শুনতে পারছে না।বাবা ডাকা শুনতে পারছে না সন্তানের মুখ থেকে।
যখন তারা বুঝতে পারলো তাদের আদরমনি Congenital Deafness এ আক্রান্ত।ততদিনে তার
Cochlear Implant করানোর Golden Time over!
আদর মনি এখন বুঝতে পারে সমাজের মানুষ তাকে অবহেলা করে।আড়চোখে দেখে। আড়ালে উপহাস করে।
তাইতো সারাক্ষণ মন খারাপ থাকে তার।গোপনে অশ্রু সিক্ত হয়।কেউ না দেখলেও মা বাবার চোখ কে ফাঁকি দিতে পারেনা আদর।আদরের কান্না দেখে বুকের মধ্যে কষ্টের ঝড় ওঠে মা বাবার।
বলতে বলতে আমার চেম্বারে অঝরে কাঁদতে থাকে আদরের মা বাবা।
আমি আড়চোখে তাকিয়ে দেখি আদরের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি! আহা কি কষ্ট মেয়েটির বুকে।
অথচ একটু সচেতন হলে আদর ফিরে পেতো একটি স্বাভাবিক জীবন।
মূলত এসব ক্ষেত্রে বাচ্চাদের অন্তকর্ণের মধ্যকার শ্রবণ যন্ত্র জন্মগত ভাবে নিষ্ক্রিয় থাকে।তাই কৃত্রিম শ্রবণ যন্ত্র ( Cochlear Implant) ৯ মাস থেকে ২৪ মাসের মধ্যে প্রতিস্থাপন করলে উৎকৃষ্ট ফলাফল পাওয়া যায়।
আজকের সেমিনার থেকে উপসংহারে বলা হয়
"Time is Brain"
কথাটা কত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন।
জনস্বার্থে পোস্টটি আপনার ওয়ালে শেয়ার করুন।
হয়তো আপনার একটি শেয়ারে হাসি ফুটবে আদরের মত বাচ্চাদের মুখে।

সত্য কথা বলছি আমি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের একজন অন্ধভক্ত। ছোটবেলায় বিটিভিতে প্রতি শুক্রবার পূর্নদৈর্ঘ্য বাংলাচলচ্চিত্র ...
13/10/2025

সত্য কথা বলছি আমি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের একজন অন্ধভক্ত। ছোটবেলায় বিটিভিতে প্রতি শুক্রবার পূর্নদৈর্ঘ্য বাংলাচলচ্চিত্র প্রচারিত হত। আমাদের নিজেদের কোন টিভি ছিলনা তাই দূরের গ্রামে এক বাড়িতে গিয়ে বন্ধুরা মিলে ছায়াছবি দেখতাম।এছাড়া শীতের দিনে আমাদের গ্রামে প্রায়ই ভিসিয়ার চালানো হত। ভিসিআরে ইলিয়াস কাঞ্চনের সামাজিক সিনেমা দেখতে দেখতে আমি তার অন্ধ ভক্ত হয়ে যাই।
মানুষ টাকে আমি ভীষন পছন্দ করি।
গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে প্রিয় এই মানুষটির ব্রেন টিউমারে আক্রান্ত হবার খবরটি এবং শারীরিক অবস্থার বর্তমান ছবি দেখে ভিতরটা খান খান হয়ে যাচ্ছে। মনের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়ছে।
কত ভালবাসি প্রিয়নায়ক কে।
দ্রুত সুস্থ্য হয়ে উঠুন বাংলা সিনেমার মহানায়ক।
মানুষটির জন্য সবাই দোয়া করুন।
আমার মত ইলিয়াস কাঞ্চনের পাগলা ভক্ত কে কে আছেন জানাবেন প্লিজ।
Kanchan

আমার উৎসাহ এবং কর্ম প্রেরণা কয়েকগুণ বেড়ে গেল।ভাল কিছু সংবাদ নিয়ে দেশে ফিরছি খুব শীগ্রই Please keep me in your prayer
12/10/2025

আমার উৎসাহ এবং কর্ম প্রেরণা কয়েকগুণ বেড়ে গেল।
ভাল কিছু সংবাদ নিয়ে দেশে ফিরছি খুব শীগ্রই
Please keep me in your prayer

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড হেড নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহার খ্যাতির দ্যুতি ছড়াল বি....

10/10/2025

ফুসফুস ও জিহ্বায় ক্যান্সার হলে যেখানে টিউমার হতে পারে। Dr. Bashudeb Kumar Saha



#গলায়_ফোলা

৬৫ বছরের সেই আব্বাজানের সফল অপারেশনের জন্য আমাকে International Peace Award 2025 প্রদান করেছে Asian Businesses Partnershi...
09/10/2025

৬৫ বছরের সেই আব্বাজানের সফল অপারেশনের জন্য আমাকে International Peace Award 2025 প্রদান করেছে Asian Businesses Partnership Summit

***************************************
সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার।
১ মাস আগে আমার ডাক্তারী জীবনের শ্রেষ্ঠ অপারেশন টি সম্পন্ন করি কুমিল্লা নিবাসী ৬৫ বছর বয়সী জনাব আবুল কাশেম আব্বাজানের। যিনি দীর্ঘ ৪৫ বছর ধরে গলার সামনে বহন করছিলেন বিশাল বড় সাইজের একটি থাইরয়েড গ্লান্ডের টিউমার।জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বৃদ্ধ বাবার ঝুঁকিপূর্ণ এই অপারেশন টি টানা ১০ ঘন্টা ধরে সম্পন্ন করে অবশেষে আমরা সফল হই। এজন্য আমার টিমের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সেই সফল অপারেশন এর ফলে শান্তি ফিরে এসেছে জনাব আবুল কাশেম আব্বাজানের পুরো পরিবারে।
অপারেশনের কিছু আবেগঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়াতে বিষয় টি Asian Business Partnership Summit এর দৃষ্টি গোচর হয়।
তারই প্রেক্ষিতে আজ মালদ্বীপে অনুষ্ঠিত Human Harmony Conference & Award 2025 থেকে
আমাকে International Peace Award 2025
পুরস্কারে ভূষিত করা হয়।
আমার হাতে পুরস্কার টি তুলে দেন মালদ্বীপ সরকারে স্টেট ফর ফিশারিজ এন্ড ওসেন রিসোর্স মিনিষ্টার জনাব মোঃ মুতালিব।
এই পুরস্কার টি আমার রোগীদের মাঝে উৎসর্গ করছি।
সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।

আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি আক্রান্ত হয়েছিলেন গলার এক অজানা রোগে।যেই রোগের শেষ পরিণতি মৃত্যু। রোগী জেনে গি...
09/10/2025

আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি আক্রান্ত হয়েছিলেন গলার এক অজানা রোগে।যেই রোগের শেষ পরিণতি মৃত্যু। রোগী জেনে গিয়েছে সে আর বাঁচবে না। যদিও সে জানতো জন্ম মৃত্যু সম্পূর্ণ সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়, তারপরও সে ভাবতো সুন্দর এই পৃথিবী সে আর দেখতে পারবে না বেশি দিন..হাতে একদম সময় নেই।আস্তে আস্তে ডুবে যাচ্ছিলো তার প্রতিটি স্বপ্ন...প্রিয়জন কে ছেড়ে চলে যাবে অজানা জগতে.. তাইতো ভিতর থেকে তিল তিল করে নিঃস্ব হয়ে যাচ্ছিল। স্বামীর মুখের পানে তাকিয়ে নিঃশব্দে চোখের পানি ঝড়িয়েছে...প্রিয় সন্তানের কপালে চুমু খেয়ে গোপনে অশ্রু সিক্ত হয়েছে কত বার তার হিসেব নেই।জীবনের ক্রান্তি কালে এসে বুঝা যায় প্রিয় মানুষের গুরুত্ব। বুঝা যায় প্রিয় মানুষ কে হারানোর কষ্ট।

একটা মানুষ যখন জানতে পারে তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে তখন সে মানুষটি বেঁচে থাকার আশাটাই ছেড়ে দেয়। এমনটাই বেশীরভাগ মানুষের মনে হয়। তবে এটা সবসময় ঠিক নয়, রোগ আছে চিকিৎসাও আছে। রোগ নিয়ে ঘরে বসে থাকা যাবে না, চিকিৎসা নিতে দেরী করা যাবে না। তাহলে সহজে সুস্থ হওয়া যাবে।

বোনটির গলায় একটা ফোলা নিয়ে যখন চিকিৎসকের কাছে গিয়েছিলেন, কিছুদিন ঔষধ খাওয়ার পর সুস্থও হয়ে গেলেন। এক বছর পর যখন তার গলার সামনে আবার ফুলা দেখতে পেল তখন থেকেই তার দুশ্চিন্তা শুরু হলো। কিন্তু চিকিৎসা নিতে থেমে থাকেননি তিনি। প্রথমে মাগুরা তারপর ফরিদপুর, তারপর ঢাকায় এসে দফায় দয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন তিনি। কিন্তু ভাগ্য যেন তাকে ভালোর পক্ষে সাড়া দিতে পারছিল না একেবারেই।একই পরীক্ষা ভিন্ন ভিন্ন জায়গা থেকে করার পরে ভিন্ন ভিন্ন রিপোর্ট আসাতে অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছিল পুরো পরিবার। রিপোর্ট কখনো নরমাল কখনো টিবি কখনো ক্যান্সার!

অনেকটা দিশেহারা হয়ে বোনটি যখন আমার কাছে আসেন নতুন করে আমি তার পরীক্ষা নিরীক্ষা করে দেখি পুরো উল্টো চিত্র। আমি গলার সামনের টিউমারটির চুলচেরা বিশ্লেষণ করলাম।মেডিকেল বোর্ড গঠন করে চুড়ান্ত সিদ্ধান্ত নিলাম তার অপারেশন করার।আমার কথায় আশ্বস্ত হয়ে তারা অপারেশনের সম্মতি প্রদান করলেন।
টিউমার টির সফল অপারেশন শেষে মাংস পরীক্ষার রিপোর্টে সম্পূর্ণ নতুন একটি রোগের নাম আসে। যেটি মোটেই কোন ক্যান্সার টিউমার না।চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলে Lymphadenitis followed by Myositis.

কিছুদিন আগে তাকে দেখার জন্য আমি তাদের গ্রামের বাড়ি মাগুরাতে গিয়েছিলাম 'পেশেন্ট ফলোআপ ইন হাউজে' এ।কেমন আছে বোনটি? পুরো বিষয় টি জানাবো একটি ভিডিওর মাধ্যমে।দেখবেন আগামীকাল সকাল ১০:০০ টায়। জানতে পারবেন তার রোগ এবং তার দুঃখ সুখের গল্প ।

শেষ কিছু কথাঃ আপনারা কখোনই জটিল রোগের চিকিৎসা বা অপারেশনের সিদ্ধান্ত একটি রিপোর্টের উপর ভিত্তি করে নিবেন না। প্রয়োজনে পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে চিকিৎসা বা অপারেশন করাবেন। আপনার সচেতনতাই ভালো রাখতে পারে আপনাকে। ধন্যবাদ সবাইকে।

07/10/2025

যে কারনে বাচ্চাদের অপারেশনের সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিবেন | Dr. Bashudeb Kumar Saha
#সিস্টিক_হাইগ্রোমা

#গলায়_সিস্ট

#গলায়_ফোলা

তিনটি ছবির মাধ্যমে জানাবো একটি শিশুর কষ্টের স্মৃতি এবং তার বাবা মায়ের আনন্দের অনুভূতি। প্রতিটি পরিবারেই শিশুরা সবার প্রি...
06/10/2025

তিনটি ছবির মাধ্যমে জানাবো একটি শিশুর কষ্টের স্মৃতি এবং তার বাবা মায়ের আনন্দের অনুভূতি। প্রতিটি পরিবারেই শিশুরা সবার প্রিয়, আর বাবা মায়ের কাছে যেন তাদের শরীরের একটি অংশ। সন্তান আঘাত পেলে বাবা মা কষ্ট পায়। আর অসুস্থ সন্তানের জন্য বাবা মা দিশেহারা হয়ে যায়। এটাই যেন বাস্তবতা।

মিস্টি এই বাবুটির জন্মের পর থেকেই তার বাবা মা লক্ষ্য করে তার ঘাড়ে সামান্য একটি গোটার মত ফোলা। বয়স বাড়ার সাথে সাথে সেটি বড় হতে লাগলো এবং শিশুটির কষ্টও শুরু হলো। সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে বাবা মা যখন চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে গেল, সঠিক চিকিৎসা না পেয়ে কষ্টের পরিমান আরোও বেড়ে গেল।

অবশেষে শিশুটিকে নিয়ে যখন ম্যালিয়াস হাসপাতালে আমার কাছে আসে আমি নিবিড়ভাবে তাকে দেখলাম, আর ভাবলাম কি হতে পারে। কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হলাম এটা কোনো জটিল টিউমার নয়। মেডিকেলের ভাষায় বলা হয় সিস্টিক হাইগ্রোমা(Cystic Hygroma)রোগটি নির্ণয় করতে পেরে নিজের মধ্যে খুব ভালো লাগা কাজ করলো। বাবা মা যখন জানলো এটা কোনো ক্যানসার টিউমার না তখন তারাও খুব খুশি হলো।

বাবুটির চিকিৎসা শুরু করার প্রথম ফলোআপে যখন আমার কাছে এলো তার হাতে একটি ব্যাগ ছিল। আমি যখন জানতে চাইলাম এটার ভিতরে কি, বাবুটি তখন বললো এটার ভিতরে ইনজেকশন আছে; আমাকে দিয়ে দেন। এটা দিলে আমার অনেক ভালো লাগে। তার এই কথা তার জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে দেখলাম সত্যিই তাই। যে শিশুটি চিকিৎসার আগে কষ্ট নিয়ে নিশ্চুপ বসে থাকতো সে আজ আনন্দের সাথে আমার চেম্বারে এলো। আমি দেখলাম তার ফোলাটা অনেকটাই কমে গেছে। তার বাবা মা খুব খুশি হলো সন্তানকে যেন নতুন ভাবে ফিরে পেল।

এরকমই একটি ভিডিও দেখবেন আগামীকাল বিকাল ৫:০০ টায়।
সবাইকে একটা কথা বলতে চাই রোগ ব্যাধীকে কখোনোই অবহেলা করবেন না। আপনারা সঠিক চিকিৎসকের কাছে যাবেন তাহলেই দেখবেন এই শিশুটির মত সঠিক চিকিৎসা পাবেন। আসুন আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। আর এই বাবুটির জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন।

05/10/2025

রোগ ধনী গরীব বুঝে না সবার জন্য একই চিকিৎসা | Dr. Bashudeb Kumar Saha




#থাইরয়েড_অপারেশন

বিদেশে আসলে বুঝা যায় বাংলাদেশ কত প্রিয়। হেড নেক ক্যান্সার সার্জারিতে ফেলোশিপ ট্রেনিং শেষকরে খুব শীগ্রই ফিরবো বাংলাদেশেভা...
05/10/2025

বিদেশে আসলে বুঝা যায় বাংলাদেশ কত প্রিয়।
হেড নেক ক্যান্সার সার্জারিতে ফেলোশিপ ট্রেনিং শেষকরে খুব শীগ্রই ফিরবো বাংলাদেশে
ভালবাসি প্রিয় মাতৃভূমি কে
ভালবাসি বাংলার প্রতিটি মানুষকে
Salute Bangladesh
Love you all...

03/10/2025

দেরী করলে আপনিও রক্ষা পাবেন না জটিল ক্যান্সার থেকে | Dr. Bashudeb Kumar Saha

#থাইরয়েড_ক্যান্সার


#থাইরয়েড_অপারেশন


Address

24/1 (Lift 4), Shan Tower, Shantinagar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Bashudeb Kumar Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Bashudeb Kumar Saha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram