woman's welfare association

woman's welfare association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from woman's welfare association, Mental Health Service, atishdiponkar Road, Dhaka.

মানুষকে সাহায্য করলে তিন ধরণের প্রতিক্রিয়া পাওয়া যায়-এক:কিছু মানুষকে সাহায্য করলে তারা গা ছেড়ে দেয়। সাহায্য যেহেতু আসছে ...
30/03/2023

মানুষকে সাহায্য করলে তিন ধরণের প্রতিক্রিয়া পাওয়া যায়-

এক:

কিছু মানুষকে সাহায্য করলে তারা গা ছেড়ে দেয়। সাহায্য যেহেতু আসছে কাজেই তাদের আর কিছু করার দরকার নেই- এমন একটা ভাব। যত সাহায্য আসে উনারা তত বেশী ঢিলা দিতে থাকেন। এধরণের মানুষ হলো অলস। এরা সাহায্য সহযোগীতা পেয়েও তেমন কোনো উন্নতি করতে পারে না। ফলে সাহায্য কারীরাও একসময় এদেরকে সাহায্য করার উৎসাহ হারিয়ে ফেলে।

দুই :
আরেক ধরণের মানুষ আছে যারা সাহায্যকে মূল্যায়ন করে। সাহায্যকে সুবর্ণ সুযোগ হিসাবে নিয়ে পূর্ণ উদ্যমে সেটাকে কাজে লাগাতে চেষ্টা করে। সেই সাহায্যের হাত ধরে তারা নিজেকে উন্নতির দিকে এগিয়ে নিতে চেষ্টা করে। পরিশ্রম করে ও নিজের অবস্থার পরিবর্তন করে। এরা পরিশ্রমী ও কৃতজ্ঞ ধরণের মানুষ।

তিন :

আর তৃতীয় ধরনের মানুষ উপকার আর সাহায্য পাওয়ার পরে সেই উপকারীর দিকেই কিল ঘুষি ছুড়তে শুরু করে। উপকারীর মাথায় বসেই উপকারীর সমালোচনা করতে থাকে। নানা রকম তাদের অভিযোগ -সে যেভাবে চেয়েছিলো সাহায্য সেভাবে করা হয় নাই, এই এই জিনিস গুলো তার মন মতো হয় নাই ইত্যাদি। সাহায্যের কোথায় কতটুকু খুঁত ছিল তা নিয়ে সাহায্যকারীর চৌদ্দ গোষ্ঠী তারা উদ্ধার করে ছাড়ে। ফলে বেচারা সহায্যকারী এই সব ব্যক্তিদের কাঁধ থেকে ফেলে "আপন প্রাণ বাঁচান"। এর ধরণের মানুষ হলো অকৃতজ্ঞ ধরণের মানুষ।

সাহায্য করতে চাইলে দ্বিতীয় শ্রেণীর মানুষ খুঁজে বের করুন। প্রথম শ্রেণীর মানুষদের সাহায্য করা নিরর্থক, আর তৃতীয় শ্রেণীর মানুষদের সাহায্য করা বিপজ্জনক।

আমাদের একটা ছোট অর্গানাইজেশন আছে, যেখানে কিছু বৃদ্ধ ও অসহায় এতিমদের যাবতীয় মৌলিক চাহিদা পুরনের চেষ্টা করছি আমরা এবং বাংলাদেশের ৬৪ জেলা থেকেই সেচ্ছাসেবী ও এএক্সিকিউটিভ সদস্য সংগ্রহ করছি , কেউ আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন।

হ্যাপি রমাদান

20/02/2023

মৃত মানুষের জন্য আমরা অপেক্ষা করিনা,আমাদের সব অপেক্ষা,জীবিত মানুষের জন্য!

আপনি যদি এই মুহূর্তেই মারা যান, তবে তারপর কে আপনার পাশে আছে বা কে নেই, তা তো আপনি দেখতে পাবেন না। আপনি দেখতে পাচ্ছেন না বলেই আপনাকে খুশি করবার আর কোনও দায়ই কারুর নেই। তখন আপনার লাশের পাশে থাকবে যারা, ওরা কারা? চোখ বন্ধ করে ভাবুন তো, কে তখন ছুটে আসবে কোনও স্বার্থ ছাড়াই? কে আপনার জন্য কাঁদবে বছরের পর বছর? আপনি নেই বলে কে নিজেকে একদমই শূন্য, অসম্পূর্ণ ও অসহায় ভাববে? মৃত মানুষকে খুশি রাখবার দায় কারুর থাকে না। তবু যারা তখন ছুটে আসে, তাদের মধ্যে দু-ধরনের মানুষ আছে। বেশিরভাগ মানুষই আসে মৃত ব্যক্তির নিকটাত্মীয়দের খুশি করতে বা সামাজিক নিয়ম রক্ষার্থে। মাত্র কয়েক জন আসে, যে চলে গেছে, তার শোকে মুহ্যমান হয়ে; কিংবা আসতে না পারলেও মৃত ব্যক্তির বিচ্ছেদব্যথায় তারাও অনেকটা অর্ধমৃত হয়ে যায়। ভাবুন তো, দ্বিতীয় দলে কারা থাকতে পারে?

💢কেউ কি আছে আপনার এমন কাছের মানুষ?

12/02/2023

শহর টা মিথ্যা ভালোবাসায় আসক্ত. নতুন পেলে পুরাতন বিষাক্ত 🙂🥺

city is addicted to false love. If get new, old is toxic 🙂🥺

 #বিষয়:তালাকের প্রক্রিয়া।তালাকের বিষয়ে সম্মানিত মাওলানাদের মুখে যে ফতোয়া শোনা যায় সে সকল ফতোয়ার সাথে আল্লাহর হুকুমের মিল...
09/02/2023

#বিষয়:তালাকের প্রক্রিয়া।

তালাকের বিষয়ে সম্মানিত মাওলানাদের মুখে যে ফতোয়া শোনা যায় সে সকল ফতোয়ার সাথে আল্লাহর হুকুমের মিল খুঁজে পাওয়া যায় না। তালাকের ব্যাপারে আল্লাহ যে হুকুম করেছেন আমাদের দেশে সেই হুকুমের বিপরীত ফতোয়া দেয়ার কারণে অনেক মুসলিম দম্পতি ছারখার হয়ে গিয়েছে। যারা আল্লাহর হুকুম নিয়ে অল্প বিস্তর জ্ঞান রাখেন তাদের মনে প্রশ্নের উদ্রেক হয়, কৌতূহলের কারণে তাঁরা আলেম থেকে জানতে চায়, অথচ আলেমরা কোরানের ফতোয়া না দিয়ে এদিক সেদিক দৌঁড়াতে থাকেন। মানুষ যদি সঠিক উত্তর না পায় তাহলে স্বাভাবিকভাবে ইসলামকে দোষারোপ করবে, সে কারণে তালাকের বিষয়ের উপর আল্লাহর আইনকে সবার সামনে তুলে ধরার ক্ষুদ্র চেষ্টা।
তালাকের বিষয়ে আল্লাহতায়ালা একেবারে পরিষ্কার করে বলেছেন, কোরআন কারীমে যেভাবে বলা আছে সেটি ইসলামের আইন, হুজুরেরা যদি অন্য কথা বলে থাকেন তাহলে সেটি ইসলামের কথা নয়।
তিন তালাকের যে ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে সেটি কুরআনের খেলাফ । আল্লাহ বলছেন পুরুষ যদি তালাক দেয় তাহলে তাদেরকে দুইবার তালাকের প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ আছে, নারীর বেলায় তাদেরকে একবার সুযোগ দেয়া হয়েছে।
পুরুষরা যখন তালাক দেয় অথবা নারী যখন তালাক নেয় তখন তার স্ত্রী যেন সঠিকভাবে গুনে গুনে তিনটি Menstruation পার করে। এবং ঋতু বন্ধ হয়ে যাওয়া মহিলার ক্ষেত্রে তিন মাস ইদ্ধত পালন করা অবশ্যক, গর্ভবতী মহিলার ক্ষেত্রে বাচ্চা জন্ম দেয়া পর্যন্ত সময় অপেক্ষা করতে হবে, এই ইদ্দতকালীন (সময়ে) শারীরিক সম্পর্ক করা যাবে না।
বেঁধে দেয়া সময়ের (ইদ্দত) মধ্যে যদি স্বামী এবং স্ত্রী আপোষে আবার মিলিত হওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে তাদের তালাক অকার্যকর হয়ে যাবে, আর যদি ইদ্ধতকাল পার হয়ে যায় তাহলে তাদের তালাক কার্যকর হয়ে যাবে, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি লক্ষ্য করুন- তালাক কার্যকর হয়ে যাওয়ার পরও তারা যদি আবার দুইজন সাক্ষী রেখে নিকাহ পড়ে নেয় তাতে দোষের কিছু নাই। নারী যদি তালাক নিয়ে থাকে তাহলে পুনরায় বিবাহের সুযোগ হারাবে। আমি আগেও উল্লেখ করেছি এই পদ্ধতিতে পুরুষ নারীকে দুবার তালাক দিতে পারবে এবং দুইবার পুনঃবিবাহ করতে পারবে, কিন্তু নারী পুন: বিবাহ করতে হলে অন্য স্বামীর সাথে চলে যাওয়ার পর যদি সেখানেও ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে সেই নারীর সাথে আবার বিবাহ বন্ধনে কোন দোষ নাই। এই বিবাহকে আমাদের দেশে হলালা বলা হয়ে থাকে।
নারীর তালাক নেয়ার ব্যাপারে আর একটু বিস্তারিত বলা দরকার, নারী তালাক নেওয়ার পর তালাকের আনুষ্ঠানিকতা পুরা হওয়ার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করার কথা বলা হয়েছে তাতে নারী এবং পুরুষের বেলায় তারতম্য নাই। নারীদের ক্ষেত্রে হুকুমের কিছুটা ভিন্নতা হচ্ছে নারীরা নিজে থেকে তালাক দেওয়ার হুকুম নাই, তারা স্বামীর কাছে তালাক চাইতে হবে। স্ত্রী স্বামীর কাছে তালাক চাওয়ার পরিপ্রেক্ষিতে স্বামী যদি তালাক দেয় তাহলে ইদ্ধত পার হয়ে যাওয়ার পর পরিপূর্ণ তালাক হয়ে যাবে, স্ত্রী যদি আবারো তার স্বামীর সাথে মিলিত হতে চায় তাহলে অন্য পুরুষের সাথে আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং সেই স্বামীকে তালাক দিয়ে পূর্ববর্তী স্বামীর কাছে আসাতে কোন রকম বাঁধা নাই। এই হুকুম পুরুষের ক্ষেত্রে করা হয় নাই, পুরুষ তালাক দিলে হালালা ছাড়া বিয়ে করে নিবে।

►Reference:
৩:১৭৯,৩৩:২৮, ৩৩:৪৯, ৪: ৩৪, ৪:১৩০
তালাক দেয়ার পর প্রক্রিয়া অনুসরণ কিভাবে করতে হবে তা জানতে হলে- ২:২২৭, ২:২২৮, ৬৫:১, ৬৫:০২, ৬৫:৪, ৬৫:৬, ৬৫:৭ আয়াতগুলি অধ্যয়ণ করুন।
►পুরুষের দুইবার তালাকের বিষয়ে এবং ইচ্ছা করলে আবার গ্রহণ করার ব্যাপারে সূরা বাকারাহ ৬৫:০২ এবং ২:২৩২ নম্বর আয়াতে বলা আছে।
►হালালার ব্যাপারে সূরা বাকারাহ ২২৯ এবং ২৩০ নম্বর আয়াত।
►হুজুরদের ভুল ফতোয়ার কারণে অনেক সংসারের বিনাশ হয়েছে, এখনো হচ্ছে।
►আল্লাহ সবাইকে সত্য জানার তাওফিক দান করুন।

.

08/02/2023

নারীরা পিছিয়ে পড়ার একটা বড় কারন হলো নিজের অধিকার ও দায়িত্ব নিয়ে অসচেতনতা। নারীদের আইনে কি কি অধিকার আছে, তার দায়িত্ব ও কর্তব্য নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে আমাদের woman's welfare association ইনশাআল্লাহ। আপনার আপনাদের অসুবিধা গুলি ইনবক্স করুন, মেইল করুন আপনার সাহায্যার্থে আমরা পৌছে যাবো আপনার কাছে ইনশাআল্লাহ

Address

Atishdiponkar Road
Dhaka
1214

Telephone

+8801581167787

Website

Alerts

Be the first to know and let us send you an email when woman's welfare association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to woman's welfare association:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Nearby clinics



You may also like