
30/05/2025
#২ বছর আগের কথা-
১৮বছর বয়সের একজন সুন্দর, উচ্ছল, প্রাণবন্ত (মা শা আল্লাহ) গর্ভবতী মেয়েকে নিয়ে তার মা আসলেন। নিয়মিত সব চেক-আপ করিয়েছেন। ৩৮ সপ্তাহের আল্ট্রাসনোগ্রাম দেখে আমি বললাম, নরমাল ডেলিভারিটা রিস্কি হয়ে যেতে পারে, আমরা সিজারিয়ান সেকশনে যাই। মেয়ে রাজি হল না। এর কিছুদিন পর ওর মা আসে অন্য রোগী নিয়ে, আমি ওর কথা জিজ্ঞেস করলে বলেন, "ম্যাডাম, আমি ওকে অনেক বলেছি,কিন্তু সে নরমালই করাবে।".....
এর প্রায় ১-২মাস পরে সেই মেয়ে, তার স্বামী, আর মা আরও কোলে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে চেম্বারে ঢুকেন। আমি
রীতিমত অবাক হয়ে যাই, ওকে দেখে, একদম মলিন একটা চেহারা। বলি, " তোমার বেবি? কবে হয়েছে? নরমাল ডেলিভারি? কোথায় করালে?" ওর মা বলে, "না, ম্যাডাম, সিজার হয়েছে, বাচ্চা খারাপ হয়ে গিয়েছিল, ও আপনার কাছে আসতে চেয়েছিল। কিন্তু ওর স্বামী আরেক জায়গায় সিজার করিয়েছে।" আমি বলি, "সমস্যা নেই, ভালো আছে তো দু'জন?" মা বলেন, "না ম্যাডাম, আমার মেয়ে ভাল নেই। ও সিজারের সময়, প্রচন্ড ভয় পেয়েছে। বাচ্চাকে খাওয়ায় না, ঘুমায় না, বাচ্চাকে একদমই সময় দেয় না।"
আমি Diagnosis করলাম, Postpartum psychosis, a rare but very dangerous situation.
প্রয়োজনীয় Counselling করে Psychiatrist এর কাছে রেফার করলাম।
# কয়েক মাস আগে, আবারও মা-মেয়ে হাজির। মেয়ে আবারও কনসিভ করেছে। এবং কাউকে কিছু না জানিয়ে MM-Kit কিনে Mifepristone এর ট্যাবলেটটা খেয়ে ফেলেছে। আমাকে strip টা দেখান, ওখানে তখনও ৪টা Misoprostol বাকি। স্বামী কিছুই জানেন না। আমি একটা আল্ট্রাসনোগ্রাম urgent দিই। দেখি বাচ্চার হার্টবিট আছে, আলহামদুলিল্লাহ। মা এর consent নিয়ে ওষুধের পাতাটা আমার ডাস্টবিনে ছুঁড়ে ফেলি। মেয়েকে Counselling, সাথে মাকেও instruction দিই। নিয়মিত চেকআপে রাখি।
৩৪ সপ্তাহে আবারও আমার রোগীর তীব্র পেট ব্যথা complaint নিয়ে ভর্তি হয়, Mild analgesic and sedative রাখি। পরের দিন, সকালে ওকে দেখে বুঝি, ওর আসলে nervous breakdown হয়েছে। আমি এবার আবারও কঠোর হই, বলি, "শোন, আমি কোনভাবেই এখন সিজার করব না, বাসায় যাও, ঔষধ খাও, রেস্টে থাক।"
২সপ্তাহ আগে, আলহামদুলিল্লাহ সিজার করলাম। সিজারের সময় আবারও প্রচন্ড অস্থির হয়ে পড়ে। মহান আল্লাহর অশেষ রহমতে এ্যানেস্হেওলজিস্ট আর ওটি স্টাফদের চেস্টায়, ৩.১কেজি এর একটা সুস্হ বাচ্চা হয় মা শা আল্লাহ।
১সপ্তাহ পরে যখন চেকআপে আসল, দেখেই মনটা ভাল হয়ে গেল। ওর বড় মেয়েটাও এসেছিল, টুকটুক করে সারা চেম্বার জুড়ে হাঁটছে আর নিজের মত খেলছে মা শা আল্লাহ। বুঝে গিয়েছে, মাকে এখন ডিস্টার্ব করা যাবে না, আর সেও তো এখন বড় বোন।
Counselling আর Contraceptive advice দেয়ার পর, সবাই যখন হাসিমুখে বিদায় নিচ্ছে, আমি ভাবছি,
"....আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"[আল-কুরআন ২:২০৯]