03/10/2024
🐣আইভিএফ, IUI বা ICSI এসব নিয়ে কোনো কথা হলেই এক শ্রেণীর মানুষের প্রথম জিজ্ঞাস্যই থাকে - কতো টাকা লাগে❓ (নিশ্চয়। পরিস্কার করেই সব জানাবো 😀)
🙃খুব অবাক লাগে যখন দেখি কারো কাছ থেকেই প্রশ্ন আসেনা:
❓আমার কি আসলেই IUI বা IVF করতে হবে
❓আমার IVF সফলতার চান্স কতটুকু বা
❓প্রথম আটেম্পটেই আমি সফলতা পেতে কিভাবে IUI বা IVF এর প্রস্তুতি নিবো
❓কোথায় IVF করালে আমার সফলতার সম্ভাবনা বেশী
বুঝি, এসব প্রসিডিউর বেশ খরুচে৷ তাই হয়তো টাকার কথাটাই তোমাদের মনে প্রথম এসে যায়। 💥যারা IUI, IVF ক্ষেত্রে সব আগে টাকার কথাটাকেই প্রাধান্য দিয়ে থাকো, তাদের উদ্দেশ্যে বলবো, অর্থ মূল্যটাই কিন্তু আইভিএফ এর সফলতার মূল বিষয় নয়। এভাবে কখনো ভেবে দেখেছো কি ❓
📍সামান্য কিছু কমে পেলে বলেই সেখানে ঝাঁপিয়ে পড়ে ব্যর্থ হয়ে তোমার পুরো টাকাটাই জলে যেতে পারে। বা
📍 ঝাঁ চিকচিকে কোনো IVF সেন্টারের প্রলোভনে আকৃষ্ট হয়ে অনেক বেশী ব্যয় করেও ব্যর্থ হয়ে তোমার পুরো টাকাটাই নষ্ট হতে পারে।
📍ভেবেছো কি? কম মূল্যের প্রলোভন দেখিয়ে তোমাকে টেনে এনে, এরপর এটা, সেটা নানা কিছুর কথা বলে তোমার ডাবল অর্থ গচ্চা যেতে পারে
⛱️মনে রেখো, আইভিএফের ক্ষেত্রে খরচটা সম্পূর্ণভাবে নির্ভর করে তোমার সমস্যা, কি? কতটুকু? তোমার ইনভেস্টিগেশন কি কি করা লাগতে পারে? তোমার ওষুধপত্র কতোটুকু কি লাগতে পারে? -- এমন নানা বিষয়ের ওপর।
📍তবে সার্বিক বিচারে স্টান্ডার্ড মেইনটেইন করে আমাদের দেশে IUI করতে কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা (ওষুধপত্রসহ), IVF করতে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা (ওষুধপত্রসহ)।
📍আর দেশের বাইরের কথা যদি ভেবে থাকো, ভারত বর্ষের সবচেয়ে বেস্ট (চটকদার বিজ্ঞাপনের ভিত্তিতে বেস্ট নয় -- বরং ল্যাব স্টান্ডার্ড, চিকিৎসক, এমব্রায়োলজিস্টসহ টোটাল টীমের স্টান্ডার্ডের ভিত্তিতে বেস্ট) এবং 💦যারা স্বচ্ছতা রেখে এথিক্যাল প্রাকটিস করে (অর্থাৎ তোমার সফলতার একটুও সম্ভাবনা না দেখতে পেলে, কোনো অবস্থাতেই IVF না করে তোমায় ফিরিয়ে দেবে, এমনকি টাকা জমা রাখলেও তা তোমাকে তার পাই পয়সা বুঝিয়ে ফেরত পাঠাবে) এমন হাইলি সফিস্টিকেটেড সেন্টারে সেল্ফ এগ IVF ওষুধপত্রসহ (পরবর্তীতে কোনো লুকোছাপা খরচ ছাড়াই 😀) সব কিছু নিয়ে মিনিমাম সাড়ে ৩ হাজার থেকে সর্বোচ্চ ৪ হাজার ডলার (USD)
💀যদিও অর্থমূল্যে বিবেচনা করা এই তোমাদের মতো এক শ্রেণীর জন্য, দেশ কিংবা ভিন দেশের বহু সেন্টার "গাধার সামনে মূলো" ঝুলিয়ে খুব সহজেই টেনে নিয়ে যেতে পারে, যার ফলশ্রুতিতে তোমরা বেশ গর্বের সাথে গাল ফুলিয়ে বলে উঠতে পারো, "আমি ২ বার IUI করেছি", "আমি ৩ বার IVF করেছি".... এরপর হতাশ হয়ে সব কিছু ছেড়ে৷ ফ্যা ফ্যা করে ঘুরে এই গ্রুপে সেই গ্রুপে, এ পেজ ও পেজ ঘুরে সেই গাল ফুলিয়ে নিজের বিদ্যে (!) জাহির করা 🙃(যা অধিকাংশ ক্ষেত্রেই আরেকজন কে বিভ্রান্ত করে তাকেও তার কাতারে নিয়ে আসে)
❌তাইতো বলবো অর্থমূল্য তা কম বা বেশী যাই হোক না কেনো, তা কখনোই IVF সফলতার মাপকাঠি হতে পারেনা।।
🔻আসলেই কি তোমার IUI, IVF করতে হবে কিনা? কোথায় করলে সফলতা পাবে? -- জানতে স্বামী-স্ত্রী দুজনে একসাথে আমার এই লেখাটি মন দিয়ে পড়িও, দেখবে তুমি নিজেই এক এক্সপার্ট হয়ে গেছো।
https://www.facebook.com/share/p/ECShY5pCd1STqNRA/?mibextid=oFDknk
🔻আর প্রথম আটেম্পটেই সফলতা পেতে বা আইভিএফ, আইউআই করার আগে কিভাবে তুমি প্রস্তুতি নিবে, তা জানার আগ্রিহ থাকলে নীচের এই লেখাটি পড়ো https://www.facebook.com/share/p/Kwj4PLKj6tgHTLmE/?mibextid=oFDknk
🙏সচেতনতার লক্ষ্যে পোস্টটি ভুক্তভুগী ও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও --- আদের সাথে শেয়ার করিও।।
🍒"ফার্টিলিটি ফুচকা"র সকল পর্বগুলো কেউ যদি একসাথে পড়তে চাও তবে #ফার্টিলিটিফুচকা এর যেকোনো একটিতে ক্লিক করলেই আমার লেখা সকল "ফার্টিলিটি ফুচকা" পর্বগুলো একসাথে পেয়ে যাবে।।
<
>
🚩 Copyright © ‘মেধাস্বত্ব’ সতর্কীকরণ:
এই পোস্টটির ছবি বা লেখা হুবহু নকল বা এর প্রতিলিপি বা অনুলিপি বা অনুকৃতি বা অনুকরণ বা অনুসৃতি’র মাধ্যমে অন্য কোথাও কোনো বিশেষ বা বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার থেকে বিরত থাকুন। এধরণের কার্যকলাপ/অপচেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে কোনো পরিবর্তন ও পরিবর্ধন ব্যতীত হুবহু অর্থাৎ "ফার্টিলিটি হেল্পলাইন" এর নাম/ছবি/লেখা/লোগোসহ) যে কেহ পোস্টটি একে অন্যের সাথে যতখুশী শেয়ার ও অবাধে প্রকাশ করতে পারেন – এজন্য পূর্বঅনুমতির কোনোই প্রয়োজন নেই।
#আইভিএফ
#ফার্টিলিটিফুচকা