Dr. Afif Bashar

Dr. Afif Bashar DR. AFIF BASHAR
MBBS MRCS Part A(England)
Full BMDC registration with a license to practice

পেছনে ওষুধ কোম্পানির স্পন্সর লোগো দেখা যাচ্ছে।লিড স্পন্সর, প্লাটিনাম স্পন্সর, গোল্ড স্পন্সর।
30/08/2025

পেছনে ওষুধ কোম্পানির স্পন্সর লোগো দেখা যাচ্ছে।
লিড স্পন্সর, প্লাটিনাম স্পন্সর, গোল্ড স্পন্সর।

অনেকেই বলেন ডাক্তাররা অযথা টেস্ট দেন।আসলে ডাক্তাররা অযথা পরীক্ষা দেন না বরং রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা দেন। উদা...
17/08/2025

অনেকেই বলেন ডাক্তাররা অযথা টেস্ট দেন।
আসলে ডাক্তাররা অযথা পরীক্ষা দেন না বরং রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা দেন।

উদাহরণ হিসেবে ধরা যাক টাইফয়েড জ্বর।
রোগী যখন দীর্ঘদিন জ্বরে ভুগে আসেন, তখন শুধু চোখে দেখে বা জ্বর শুনে ডাক্তার নিশ্চিত হতে পারেন না এটা টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, নাকি অন্য কোনো সংক্রমণ।
এ সময় ডাক্তাররা Widal test, blood culture, CBC, কখনো LFT এসব পরীক্ষা লিখে দেন।

কেন এসব পরীক্ষা দরকার?

Widal / Blood culture → আসলেই টাইফয়েড আছে কি না নিশ্চিত হওয়ার জন্য।

CBC → সংক্রমণের ধরন ও রক্তের অবস্থা বোঝার জন্য।

LFT → লিভার আক্রান্ত হয়েছে কি না, সেটা দেখার জন্য, কারণ টাইফয়েডে অনেক সময় লিভারের জটিলতা হয়।

এখন কেউ যদি বলেন “অযথা টেস্ট দিচ্ছে” তাহলে ভুল হবে। আসলে এগুলো ছাড়া সঠিকভাবে রোগ নির্ণয় সম্ভব নয়।
কারণ ভুল রোগ ধরে ভুল চিকিৎসা শুরু হলে রোগীর জীবনই ঝুঁকির মধ্যে পড়তে পারে।

হ্যাঁ, কিছু কিছু ডাক্তার ব্যতিক্রম থাকতে পারেন যারা অযথা টেস্ট লিখে দেন। তবে এর জন্য পুরো ডাক্তার সমাজকে দোষারোপ করা উচিত নয়।
সত্যিকার ডাক্তাররা সবসময় রোগীর সুরক্ষার কথা ভেবেই পরীক্ষা দেন।

তাই আসুন, আমরা বুঝি পরীক্ষা রোগীকে বাড়তি চাপ দেওয়ার জন্য নয়, বরং রোগীকে সঠিকভাবে সুস্থ করার জন্য।

সরকারি মেডিকেলে ডাক্তার তৈরি করতে সরকার বিপুল টাকা খরচ করে এজন্য ডাক্তারদের ফ্রিতে চিকিৎসা দেওয়া উচিত-- এই ধারণা ভুল!বাস...
11/08/2025

সরকারি মেডিকেলে ডাক্তার তৈরি করতে সরকার বিপুল টাকা খরচ করে এজন্য ডাক্তারদের ফ্রিতে চিকিৎসা দেওয়া উচিত-- এই ধারণা ভুল!

বাস্তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় মেডিকেল শিক্ষার্থীর জন্য সরকারের খরচ অনেক কম। সরকারি মেডিকেল কলেজের অধিকাংশ শিক্ষকই মূলত সরকারি হাসপাতালের ডাক্তার, যারা রোগী দেখার পাশাপাশি স্টুডেন্ট দের পড়ান তাদের জন্য আলাদা বেতন দেওয়া হয় না। একটা হাসপাতালের সাথে কয়েকটি রুম এটাচ করে দিলেই মেডিকেল কলেজ হয়ে যায়।

অনেক নতুন সরকারি মেডিকেল কলেজে নিজস্ব হাসপাতালও নেই; সদর হাসপাতালে ক্লিনিক্যাল ক্লাস হয়, শিক্ষা উপকরণও সীমিত। উপরন্তু সরকারি মেডিকেলে শিক্ষক সংকট সবসময়ই বিদ্যমান। জোড়াতালি দিয়ে কাজ চলে ৷ সীমিত রিসোর্স এ ডাক্তাররা চিকিৎসা সেবা দেয়।

সরকারি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত নয় এবং এর কাঠামো এমন যে, এখানে ‘ডাক্তার তৈরির খরচ’ আসলে মানুষের ধারণার চেয়ে অনেক কম।
এখন বলুন জীবনে কত টাকা ট্যাক্স দিছেন? বেতনের ৩০% তো দেননি। ইন্জিনিয়াররা তো আর ফ্রিতে আপনার ব্লিডিং এর নকশা বলে দেয় না। কিংবা ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে দেয় না।






আজ চেম্বারে এসেছিলেন এক ৬০ বছর বয়সী মহিলা, চর্মরোগের সমস্যায়। মূলত উনার মেয়ে উনাকে নিয়ে এসেছেন।প্রথম দেখায় বিশ্বাসই হচ্ছ...
01/08/2025

আজ চেম্বারে এসেছিলেন এক ৬০ বছর বয়সী মহিলা, চর্মরোগের সমস্যায়। মূলত উনার মেয়ে উনাকে নিয়ে এসেছেন।
প্রথম দেখায় বিশ্বাসই হচ্ছিল না ৬০ বছর! মনে হচ্ছিল যেন ৩০ বছরের একজন কর্মক্ষম নারী। শরীর-মন দুটোই ছিল চমৎকার ফিট।

জানতে পারলাম, উনার স্বামী নেই। একা হাতে সংসার চালান, মাটি কাটার মতো কঠিন পরিশ্রম করে। আশ্চর্যের বিষয়, উনার কোনো ডায়াবেটিস নেই, উচ্চরক্তচাপ নেই, থাইরয়েডের সমস্যাও নেই।

বর্তমান সময়ে আমরা প্রায়ই দেখি, এই বয়সের বেশিরভাগ নারীই প্রতিদিন ৮-১০টি ওষুধের ওপর নির্ভরশীল। অথচ এই মহিলাকে দেখে মনে হলো শৃঙ্খলিত জীবনযাপন, নিয়মিত পরিশ্রম আর মানসিক দৃঢ়তার কী চমৎকার উদাহরণ!

কিছুক্ষণ গল্প করলাম উনার সঙ্গে, চিকিৎসা দিলাম পাশাপাশি মনটাও ভালো হয়ে গেল।
এই অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি স্বাস্থ্য ভালো রাখতে বিলাসিতা নয়, দরকার সচেতনতা, পরিশ্রম, সরল জীবন আর মানসিক শক্তি।


রাস্তা দিয়ে হাঁটছি, পাশের দু’জন লোক গল্প করছে: “জ্বর ছিলো, গেলাম ডাক্তার দেখাতে। উনি শুধু নাপা আর স্যালাইন দিলেন! কিচ্ছ...
25/07/2025

রাস্তা দিয়ে হাঁটছি, পাশের দু’জন লোক গল্প করছে:
“জ্বর ছিলো, গেলাম ডাক্তার দেখাতে। উনি শুধু নাপা আর স্যালাইন দিলেন! কিচ্ছু দিলো না! এটা কি চিকিৎসা নাকি ঠাট্টা?”

ভাইরে...
সব জ্বর মানেই অ্যান্টিবায়োটিক লাগে না।
জ্বর মানেই ইনজেকশন না।

৮০-৯০% জ্বর হয় ভাইরাস দিয়ে, যেটা নিজের আপন ভাইয়ের মতো কিছুদিন থেকে চলে যায়।
এই জ্বরের চিকিৎসা হলো:
বিশ্রাম
স্যালাইন
নাপা
পুষ্টিকর খাবার খাওয়া

ভারতে কিছুদিন আগে একটা বড়সড় বিমান দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু সেখানে কেউ বলেনি, “আমরা বিদেশ থেকে ডাক্তার আনছি।”সিঙ্গাপুর থেক...
24/07/2025

ভারতে কিছুদিন আগে একটা বড়সড় বিমান দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু সেখানে কেউ বলেনি, “আমরা বিদেশ থেকে ডাক্তার আনছি।”
সিঙ্গাপুর থেকেও ওরা ডাক্তার নেয়নি। অথচ আমাদের দেশে কিছু হলেই ঘোষণা আসে “সিঙ্গাপুর থেকে ডাক্তার আনা হবে।”
আমাদের দেশে কত বড় বড় ঘটনা ঘটেছে রানা প্লাজা নিমতলি ইত্যাদি সবকিছুতেই দেশের চিকিৎসকরা চিকিৎসা দিয়েছেন।
বাংলাদেশে তো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বার্ন হাসপাতাল আছে। আছে ট্রেনিংপ্রাপ্ত বার্ন বিশেষজ্ঞ, ICU, স্কিন গ্রাফটিংয়ের সুবিধা।
তাহলে আমাদের চিকিৎসকদের দিকে তাকানোর আগে আমরা বিদেশের দিকে তাকাই কেন?
ভারতের বার্ন চিকিৎসা কি আমাদের চেয়ে অনেক এগিয়ে?
নাকি আমাদের ওপর বিশ্বাসটাই নেই?
একটা দুর্ঘটনা ঘটেছে, তাতে বিদেশি ডাক্তার আনতে হবে।
আমাদের নিজেদের সিস্টেমকে বাদ দিয়ে বারবার বাইরের দিকে তাকালে, যারা দিনরাত এখানে কাজ করে যাচ্ছেন তাদের মনোবল কোথায় যাবে?

আজ উত্তরার Milestone School-এ বাংলাদেশ বিমানবাহিনীর একটি জেট বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় আগুন ছড়িয়ে পড়েছে, অনেক...
21/07/2025

আজ উত্তরার Milestone School-এ বাংলাদেশ বিমানবাহিনীর একটি জেট বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় আগুন ছড়িয়ে পড়েছে, অনেকে আহত হয়েছেন, একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

💔 এই দুঃখজনক মুহূর্তে আপনাকে সচেতন থাকতে হবে।

আশেপাশে যারা আছেন, তাদের জন্য জরুরি করণীয়ঃ
১. নিরাপত্তা নিশ্চিত করুন:
বিস্ফোরণ ও ২য় বার আগুনের সম্ভাবনা থাকায় সবাইকে দূরে সরিয়ে দিন।
২. আহতদের দ্রুত নিরাপদ স্থানে আনুন
৩. আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসাঃ
পোড়া স্থানে ঠাণ্ডা পানি ঢালুন ২০ মিনিট পর্যন্ত
বরফ, তেল, টুথপেস্ট ব্যবহার করবেন না
পরিষ্কার কাপড়ে ঢেকে দিন পোড়া জায়গা
ব্যথা হলে প্যারাসিটামল দিন, তারপর হাসপাতাল নিয়ে যান, হাসপাতাল ভর্তি উপযোগী মনে করলে ভর্তি রাখবে। যদি পোড়ার পরিমাণ কম হয় তাহলে ড্রেসিং করে বাসায় পাঠিয়ে দিবে।
৪. কেউ অজ্ঞান হলে:
শ্বাস চলছে কি না দেখুন। দ্রুত হাসপাতালে নিয়ে যান, CPR জানলে সিপিআর দিন।
৫. চোখ বা মুখ পুড়ে গেলে:
অবিলম্বে নিকটস্থ হাসপাতালে পাঠান।

হাসপাতালে গিয়ে আপনি কীভাবে সাহায্য করতে পারেন?

🩸 রক্তদান করুন:
পুড়ে যাওয়া ও ট্রমা রোগীদের রক্তের দরকার হতে পারে।

রোগীর স্বজনদের সহায়তা করুন:
অনেকে অসহায় ও মানসিকভাবে ভেঙে পড়েন পানির বোতল, ওষুধ কিনে দেওয়া বা তথ্য দিয়ে সাহায্য করুন।

তথ্য সংগ্রহে সহায়তা করুন:
আহত ব্যক্তির নাম, অবস্থান ও আত্মীয়দের খুঁজে পেতে প্রশাসন ও হাসপাতালে সহায়তা করুন।
তথ্য ছড়াতে সহায়তা করুন (ভুল খবর নয়):
নিখোঁজ ব্যক্তিদের পরিচয় যাচাই করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন।

❤️ মানবতার সময় এখনই।
✍️ ডা. আফিফ বাসার
#আগুনেপোড়া #প্রাথমিকচিকিৎসা

নতুন ভিডিও দেখে ফেলুন আর অন্ডকোষ(Testis) বাঁচান
18/07/2025

নতুন ভিডিও দেখে ফেলুন আর অন্ডকোষ(Testis) বাঁচান

টেস্টিকুলার টর্শন (Testicular Torsion) হলো এমন একটি জরুরি স্বাস্থ্য সমস্যা যেখানে অণ্ডকোষ ঘুরে গিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যা.....

সাপে কামড়ের পুরো ভিডিওবাংলাদেশে সাপে কামড় 😱 কি করবেন? কে Antivenom পাবে? | Snake Bite Full Guide Bangla | Dr Afif Bashar
31/05/2025

সাপে কামড়ের পুরো ভিডিও
বাংলাদেশে সাপে কামড় 😱 কি করবেন? কে Antivenom পাবে? | Snake Bite Full Guide Bangla | Dr Afif Bashar

🐍 বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ সাপে কামড় খায় কিন্তু কজন জানেন সঠিক করণীয়?এই ভিডিওতে আপনি জানবেন:🔹 বা.....

ঘটনাটি তখনকার, যখন আমি অনেক ছোট। রমজান মাস চলছিল। আমাদের গ্রামে তখন মসজিদে প্রতিদিন ইফতারের আয়োজন হতো। একদিন এলাকার ছোটর...
24/05/2025

ঘটনাটি তখনকার, যখন আমি অনেক ছোট। রমজান মাস চলছিল। আমাদের গ্রামে তখন মসজিদে প্রতিদিন ইফতারের আয়োজন হতো। একদিন এলাকার ছোটরা মিলে নিজেরা কিছু টাকা তুলে একটি ইফতার আয়োজন করেছিলাম।
ইফতার শেষে সবাই মাগরিবের নামাজ পড়ে যার যার বাড়িতে ফিরে গেল।

সেদিন রাতে কিছু জানতে পারিনি। পরদিন সকালে জানতে পারি, আমাদের এলাকার এক বড় ভাই যিনি আগের দিন ইফতারে উপস্থিত ছিলেন তাকে রাতে সাপে কামড়েছে।
তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই ওঝা কিছুই করতে পারেননি। ভাইটি নানা রকম উপসর্গ দেখাতে শুরু করেন। পরে যখন হাসপাতালে নেওয়া হয়, তখন অনেক দেরি হয়ে গেছে।
আমরা তাঁকে আর বাঁচাতে পারিনি। আজও সেই স্মৃতি খুব তীব্রভাবে মনে পড়ে।

এরপর আরও একটি ঘটনা আমার মনে গেঁথে আছে। একবার আমি ওঝাদের কাজ কাছ থেকে দেখার সুযোগ পাই। তাঁরা নানা মন্ত্র পড়ে ফুঁ দিতেন, তারপর বলতেন "বিষ এখন গলা পর্যন্ত উঠে এসেছে", "বিষ কোমর পর্যন্ত পৌঁছে গেছে", কিংবা "মাথা পর্যন্ত চলে গেছে, কিন্তু আমি নামিয়ে ফেলেছি!" এইসব বলা হতো রোগীকে খুশি করতে, কিন্তু বাস্তবতা ভিন্ন।

আমার মা গল্প করতেন তার ছোটবেলায় সাপ কামড়েছিল, তার মাথা পর্যন্ত বিষ উঠে গিয়েছিল। আরেকটু দেরি করে ওঝার কাছে গেলে উনি হয়তো বাঁচতে পারতেন। কিন্তু ওঝার কাছে না গেলেও আসলে কিছু হতো না।

আসলে, একবার বিষ শরীরে প্রবেশ করলে সেটা রক্তপ্রবাহের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে।
এটা কোনো নির্দিষ্ট জায়গায় আটকে থাকে না। যেমন আপনি একটি ওষুধ খেলে, তা হজম হয়ে রক্তে মিশে যায় এবং সারা শরীরে ছড়িয়ে তার কাজ করে। সাপের বিষও ঠিক একইভাবে কাজ করে তাই সময়মতো চিকিৎসা না পেলে বিপদ অবশ্যম্ভাবী।একটা কথা বলে রাখি সাপের বিষ খেলে কিন্তু কিছু হয় না। এটা একটা প্রোটিন। শুধু রক্তে মিশলেই সমস্যা।

বিষ ছড়ায় না যদি:
সাপটি non-venomous (অবিষধর) হয়।
সাপ কামড় দিলেও বিষ ঢোকায় না (dry bite)।

কামড়ের স্থান দ্রুত ও হালকা ভাবে সঠিকভাবে বাঁধা হয় এবং বিষ রক্তে প্রবেশ করার সুযোগ না পায়। বেশী টাইট করা যাবে না। আক্রান্ত স্থান নাড়াচড়া করা যাবে না। দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।

বাংলাদেশে বেশিরভাগ সাপই অবিষধর। তবু বিষধর সাপের কামড়ে সময়মতো চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।

সাপে কামড় দিলে করণীয় ও বর্জনীয় নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও তৈরি করেছি। ভিডিওটি খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে/ফেসবুকে আপলোড করব। সবাইকে দেখার আমন্ত্রণ রইল।

সচেতন থাকুন, সুস্থ থাকুন।







(ডা. জামান এর পোস্ট সংকলিত)বছর কয়েক আগের কথা। আমি তখন সদ্য MRCP পাশ করেছি ইংল্যান্ডের প্রখ্যাত রয়্যাল কলেজের সদস্য। মনে ...
23/05/2025

(ডা. জামান এর পোস্ট সংকলিত)
বছর কয়েক আগের কথা। আমি তখন সদ্য MRCP পাশ করেছি ইংল্যান্ডের প্রখ্যাত রয়্যাল কলেজের সদস্য। মনে তখন বইপত্রের ভার, ব্রেইন ঝকঝকে, আত্মবিশ্বাস তুঙ্গে। রোগী আসত, আমি দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা দিতাম। ঠিক এমন এক সময়, পঞ্চাশের কোটায় এক মহিলা আমার চেম্বারে আসলেন উচ্চ রক্তচাপ নিয়ে।

আমি খুঁটিনাটি বেশ কিছু বেসলাইন টেস্ট করালাম। রিপোর্টে দেখি ইউরিক অ্যাসিড অনেক দিন ধরেই বেশি, চর্বি (ট্রাইগ্লিসারাইড) মাত্রারিক্ত, প্রসাবে অ্যালবুমিন যাচ্ছে (প্রোটিন লস), ECG-তে হার্ট বড় হয়ে গেছে। সব মিলিয়ে এক জটিল কিন্তু পরিচিত অবস্থা।

চিকিৎসায় আমি বেছে নিলাম Losartan (Osartil)। কারণটা পরিষ্কার:

✅ প্রেসার কমায়
✅ কিডনি থেকে প্রোটিন লস কমিয়ে ক্ষতি রোধ করে
✅ ইউরিক অ্যাসিড কমায়
✅ চর্বি কমাতে সাহায্য করে
✅ হার্টের বড় হওয়া ঠেকায়, স্ট্রোক/হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়

অর্থাৎ এক ওষুধে পাঁচটি সমস্যার সমাধান এক ঢিলে পাঁচ পাখি। এমন র‍্যাশনাল চয়েস খুব কমই মেলে। রোগিনীর সব সমস্যাই এতে কাভার হচ্ছিল, এবং আমি ভেবেছিলাম, এটা তার জন্য বিধাতার আশীর্বাদস্বরূপ সিদ্ধান্ত। তিনি হাসিমুখে বিদায় নিলেন।

তারপর অনেক দিন আর দেখা হয়নি। হঠাৎ কোভিডের সময় চারপাশে লকডাউন, চেম্বারে রোগী কম একদিন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ফোনে জানালেন, দ্রুত হাসপাতালে যেতে হবে। গিয়ে দেখি, সেই পরিচিত মুখ আমার রোগিনী বেডে অচেতন। হঠাৎ বমি করে সংজ্ঞাহীন, চোখের পিউপিল পিন-পয়েন্ট, প্রেসার প্রচণ্ড হাই।

আমি অনুমান করলাম Pontine Haemorrhage, এক প্রকার মারাত্মক ব্রেইন স্ট্রোক যার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। রোগীকে দ্রুত উন্নত হাসপাতালে রেফার করতে হলো।

রেফারের আগে রোগীর মেয়ের সাথে কথা বলে জানলাম আমার দেয়া Osartil ওষুধ বন্ধ করে তিনি স্থানীয় ফার্মেসিওয়ালার পরামর্শে Tenoloc (Atenolol) খাওয়া শুরু করেন, সেটাও কয়েকদিন ধরে বন্ধ।

আমার ব্রেইন দিয়ে ভাবা ওষুধটা বাদ দিয়ে এক ক্লাস ফাইভ পাস ফার্মেসিওয়ালার কথা বিশ্বাস করলেন।

এটা কষ্টের, কারণ Atenolol এখন হাই প্রেশারের জন্য রেগুলার চয়েস না স্টাডি প্রমাণ করেছে এটা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে, হঠাৎ বন্ধ করলে রিবাউন্ড হাইপারটেনশন হয়, এমনকি খারাপ কোলেস্টেরল বাড়িয়ে ভালটা কমায়।

সব মিলেতিনি নিজেই নিজের ক্ষতি ডেকে এনেছেন, একজন অযোগ্য লোকের কথায় ভরসা করে। আগে এমন ঘটলে আমার ভেতর থেকে সহানুভূতি কাজ করত, এখন আর করে না। এখন শুধু একটা উপলব্ধি হয়

পৃথিবীতে কিছু মানুষের জন্মই হয়েছে ধ্বংস হবার জন্য।
তাদের আপনি যতই ভালো চান না কেন, তারা সেই বক্র পথেই হেঁটে যাবে।
আপনি যতই চেষ্টা করুন, তারা সরে আসবে না।

"I tried so hard, and got so far
But in the end, it doesn’t even matter…"




কিছুদিন আগে আমার কাছে একজন রোগী এসেছিলেন কাতার প্রবাসী। কারণ প্রবাসে থাকলেও ডাক্তার দেখাতে তার খরচ প্রায় ৬০০০ টাকার মতো ...
15/05/2025

কিছুদিন আগে আমার কাছে একজন রোগী এসেছিলেন কাতার প্রবাসী। কারণ প্রবাসে থাকলেও ডাক্তার দেখাতে তার খরচ প্রায় ৬০০০ টাকার মতো পড়ে যায়। এটা তার পক্ষে সম্ভব হয়নি।

বিদেশে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই বুঝতে পারেন, বাংলাদেশের চিকিৎসা কতটা সাশ্রয়ী। থাইল্যান্ডের মতো দেশে একজন ডাক্তার দেখানোর ফি ১৩-১৪ হাজার টাকা, টেস্ট ২০-২৫ হাজার টাকা, এমনকি সাধারণ ওষুধের দামও ৫০ গুণ বেশি। অথচ বাংলাদেশে অভিজ্ঞ ডাক্তাররা অনেক কম খরচে মানসম্মত চিকিৎসা দেন।

বাংলাদেশে সরকারি হাসপাতালে অনেক চিকিৎসা সম্পূর্ণ ফ্রি বা নামমাত্র মূল্যে হয়ে থাকে। আর বেসরকারি সেক্টরে, বিশেষজ্ঞ চিকিৎসকরা নিজের জ্ঞান, অভিজ্ঞতা, সময় এবং বছরের পর বছর ধরে অর্জিত দক্ষতার জন্য একটা সম্মানজনক ফি নিয়ে থাকেন যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

তাহলে প্রশ্ন হলো কেন একজন ডাক্তার ১৫০০ টাকা ফি নিলে সেটা অপরাধ হয়ে যায়?

ডাক্তারদের গরুর মাংসের দামের সঙ্গে তুলনা করে বিদ্বেষমূলক পোস্ট দেওয়া শুধু অপমানজনকই নয়, এটা পেশাজীবীদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর নামান্তর।

আরো কম খরচে অনেক ডাক্তারকে দেখাতে পারবেন। দেশে এখন অনেক ডাক্তার। আপনি কাকে চয়েস করবেন এটা আপনার ব্যাপার। সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা ফ্রি ওষুধ। বেসরকারি তেও ২০০-৩০০- ৫০০ টাকা দিয়ে দেখাতে পারবেন। সময়ের সাথে সবকিছুর দাম বাড়ছে।

ডাক্তারদের ফি নিয়ে প্রশ্ন তোলার আগে তাদের শিক্ষাজীবনের ত্যাগ, রাতভর ডিউটি, পরিবার থেকে দূরে থাকা, রোগীদের নিয়ে মানসিক চাপে থাকা এসব নিয়েও একবার ভাবুন।

আপনার জন্যই তারা দিনের পর দিন লড়ছে, সেবা দিচ্ছে। অন্তত সম্মানটা দিন।







Address

Dhaka

Website

https://afifbashar.free.nf/

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Afif Bashar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram