Plastic Surgeon Dr Zaman Sunny

Plastic Surgeon Dr Zaman Sunny What is Plastic Surgery & what sort of service we can have from a plastic surgeon are the key concern

যদি হুট করে দেখেন, হাতের খুবই অস্বস্তি বোধ করছেন, হাতের তালুর অংশটা একটু টান টান অনুভব করেন। সেটা যদি দিনদিন বাড়তে থাকে ...
01/07/2025

যদি হুট করে দেখেন, হাতের খুবই অস্বস্তি বোধ করছেন, হাতের তালুর অংশটা একটু টান টান অনুভব করেন। সেটা যদি দিনদিন বাড়তে থাকে এবং একসময় দেখেন যে হাতের অনামিকা ও কনিষ্ঠ আংগুল টান খেয়ে ভাজ হয়ে যাচ্ছে, সেই আংগুল দুটো আর সোজা করা যাচ্ছে না। সময়ের সাথে সাথে আংগুল দুটো আরও গুটিয়ে আসে এবং হাত দিয়ে কাজ করা কঠিন হয়ে পড়ে।

এই কন্ডিশানটার নাম হলো, Dupuytren's Contracture. হাতের তালুর চামড়ার নিচের ফাসা (Palmar Fascia) মোটা এবং দড়ির মতো হয়ে হাতের ফাংশান অকেজো করে দিতে পারে।

কখনও কখনও দুই হাতে একইসাথে হতে পারে।

এই কন্ডিশানটা সিরিয়াস স্টেজে চলে গেলে একমাত্র মুক্তি হলো সার্জারী।

আমরা সার্জারী করে এই নষ্ট হয়ে দড়ির মতো হয়ে যাওয়া ফাশাটাকে ম্যাগনিফিকেশান দিয়ে দেখে দেখে নিয়ে আসি। এক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে এই সার্জারী করে আসতে হয়, যেন রক্তনালি , স্নায়ু ও টেন্ডনের কোনো ক্ষতি না হয়। সার্জারীর পর ফিজিওথেরাপি ও নিয়মিত ব্যয়ামের মাধ্যমে হাতের কর্মদক্ষতা আবারও ফিরিয়ে আনা সম্ভব।

Good Morning CTG ☀️A little bit blue in green...
27/06/2025

Good Morning CTG ☀️

A little bit blue in green...

17/06/2025

কি দেখে বুঝবেন স্কিন ক্যান্সার!!
স্কিন ক্যান্সারের সতর্কতা!!
স্কিন ক্যান্সার বোঝার ৭ টা সাইন!!
কখন ডাক্তার দেখাতেই হবে!!

Skin Cancer Warning!!!


Good Morning  প্লাস্টিক সার্জারী কনসাল্টেশান প্রতি শুক্রবার সকাল ও বিকেলে। এপিক হেলথকেয়ার , পাঁচলাইশ (মেডিকেল পূর্ব গেইট...
14/06/2025

Good Morning

প্লাস্টিক সার্জারী কনসাল্টেশান

প্রতি শুক্রবার সকাল ও বিকেলে।

এপিক হেলথকেয়ার , পাঁচলাইশ (মেডিকেল পূর্ব গেইট), চট্টগ্রাম

06/06/2025
06/06/2025

গরুর মাংস কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর???

04/06/2025

পুড়ে যাওয়ার পর বা বড় ধরনের আঘাতের পর, সেই ক্ষত শুকিয়ে যাওয়ার পরও একটা ভয়ংকর কমপ্লিকেশান হচ্ছে হাত বেঁকে যাওয়া, হাতের আংগুল কুচকে যাওয়া, কবজি, কনুই , বগল টেনে ধরা, হাটতে চলতে না পারা, স্বাভাবিক মুভমেন্ট না করতে পারা, বিকলাঙ্গতায় পরিণত হওয়া।

এই সমস্যার থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে, তাই নিয়ে আজকের এই আয়োজন।

এই ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, বাম হাতের (ফোর আর্মের) ভিতরের দিকে একটি বিশাল পোড়া স্কার নিয়ে। সেই পোড়ার ক্ষত ভীষণ চুলকাত...
21/05/2025

এই ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, বাম হাতের (ফোর আর্মের) ভিতরের দিকে একটি বিশাল পোড়া স্কার নিয়ে। সেই পোড়ার ক্ষত ভীষণ চুলকাতো এবং ব্যথা করতো। উনি এসে অনুরোধ করে বললেন, আমি যেন সেটা কেটে ফেলে দিয়ে অন্য জায়গা থেকে চামড়া এনে লাগিয়ে দেই।

আমি বললাম, সেটা তো সম্ভব , কিন্তু আপনি আমাকে একটু সময় দিলে তারচেয়েও চমৎকার সমাধান সম্ভব। শুধু একটি সার্জারীর দাগ থাকবে। সেটাও সময়ের সাথে সাথে চিকিৎসা করে এমন পর্যায়ে নিয়ে আসা হবে যেটা সহজে বোঝা যাবে না।

ভদ্রলোক সানন্দে রাজি হয়ে গেলেন।

আজ তার সার্জিক্যাল চিকিৎসা শেষ হলো।

এখনও সেলাই কাটা বাকি এবং সার্জারীর দাগের চিকিৎসা বাকি।

কিন্তু বলুন তো, এতো বড় দাগ গেলো কোথায়???

Happy International Women's Day 🌺
08/03/2025

Happy International Women's Day 🌺

Address

Kalabaga

Opening Hours

15:00 - 18:00

Telephone

+8801714368235

Alerts

Be the first to know and let us send you an email when Plastic Surgeon Dr Zaman Sunny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Plastic Surgeon Dr Zaman Sunny:

Share