
01/07/2025
যদি হুট করে দেখেন, হাতের খুবই অস্বস্তি বোধ করছেন, হাতের তালুর অংশটা একটু টান টান অনুভব করেন। সেটা যদি দিনদিন বাড়তে থাকে এবং একসময় দেখেন যে হাতের অনামিকা ও কনিষ্ঠ আংগুল টান খেয়ে ভাজ হয়ে যাচ্ছে, সেই আংগুল দুটো আর সোজা করা যাচ্ছে না। সময়ের সাথে সাথে আংগুল দুটো আরও গুটিয়ে আসে এবং হাত দিয়ে কাজ করা কঠিন হয়ে পড়ে।
এই কন্ডিশানটার নাম হলো, Dupuytren's Contracture. হাতের তালুর চামড়ার নিচের ফাসা (Palmar Fascia) মোটা এবং দড়ির মতো হয়ে হাতের ফাংশান অকেজো করে দিতে পারে।
কখনও কখনও দুই হাতে একইসাথে হতে পারে।
এই কন্ডিশানটা সিরিয়াস স্টেজে চলে গেলে একমাত্র মুক্তি হলো সার্জারী।
আমরা সার্জারী করে এই নষ্ট হয়ে দড়ির মতো হয়ে যাওয়া ফাশাটাকে ম্যাগনিফিকেশান দিয়ে দেখে দেখে নিয়ে আসি। এক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে এই সার্জারী করে আসতে হয়, যেন রক্তনালি , স্নায়ু ও টেন্ডনের কোনো ক্ষতি না হয়। সার্জারীর পর ফিজিওথেরাপি ও নিয়মিত ব্যয়ামের মাধ্যমে হাতের কর্মদক্ষতা আবারও ফিরিয়ে আনা সম্ভব।