21/05/2023
আসসালামু আলাইকুম।
মেডিকেলের ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট তাদের দ্বার গোড়ায় পৌঁছে দিতেই এই পেইজের যাত্রা শুরু।
মেডিকেলে ঢুকেই-
ফার্স্ট ইয়ারে বোনস, থার্ড ইয়ারে স্টেথোস্কোপ, ইনস্ট্রুমেন্ট বক্স, বিপি মেশিন কিনতে হয়।
অনেকেই বুঝে উঠতে পারে না কোনটা তাদের জন্য সঠিক হবে। বিভিন্ন দোকান থেকে কিনে অসাধু ব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হয়। যখন বুঝে উঠে, ততদিনে কিনা হয়ে যায়।
তাই,স্টেথোস্কোপ, ইনস্ট্রুমেন্ট বক্স,বিপি মেশিন এবং বোনস সহ মেডিকেলের সকল প্রয়োজনীয় পণ্য স্টুডেন্টের কাছে পৌছে দিতেই আমাদের পথযাত্রা।
আমরা কথা দিচ্ছি আপনাদের জন্য সঠিক এবং সময়োপযোগী পণ্যই পৌঁছে দিব। কারণ আমাদের এই পেজ মেডিকেল স্টুডেন্ট দ্বারায় পরিচালিত।
সকলের মেডিকেল জীবন সুন্দর এবং সাফল্যমন্ডিত হোক।