Kutum Food - কুটুম ফুড

Kutum Food - কুটুম ফুড Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kutum Food - কুটুম ফুড, ECB Chattar, Dhaka Cantonment, Dhaka.
(307)

আস্থা, ভালবাসা ও বিশুদ্ধতায় পূর্ণ।

শুধু খাবার নয়, আপনার সন্তানের পুষ্টি ও খাওয়ার সমস্যার সমাধানে পাশে আছি। আপনি একটু সচেতন হলে সন্তান সুস্থ ও মেধাবী হয়ে আপনার ও দেশের মুখ উজ্জ্বল করবে এটাই আমাদের বিশ্বাস। আমরা সেই লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছি।

"The secret behind my child’s healthy growth isn’t just a food—it’s care, science, and Kutum Food Growth Plus."❝আপনার শি...
29/09/2025

"The secret behind my child’s healthy growth isn’t just a food—it’s care, science, and Kutum Food Growth Plus."

❝আপনার শিশু খাবার খেতে চায় না? ঘনঘন অসুস্থ হয়?
আমরা অনেকেই জানি না, শারীরিক আর মানসিক বিকাশে দরকার ওমেগা-৩, আয়রন, জিঙ্ক, প্রোটিন…
Kutum Food নিয়ে এসেছে Growth Plus, ৬ মাস থেকে ১২ বছর বয়সী শিশুর বয়স উপযোগী পুষ্টি সহযোগী।

✅ ঘরে বসেই পাচ্ছেন হোম ডেলিভারি
✅ ১ কেজি অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রী
✅ পেমেন্ট পণ্যের পরে
✅ হাজারো সন্তুষ্ট মা-বাবা

📞 অর্ডার করতে ইনবক্স করুন বা কল করুন: 01603-880305

Growth Plus – শিশুর প্রতিবেলার বন্ধু!

#শিশুর_বিকাশ #মায়ের_ভরসা

কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন শিশুর শরীরে আয়রনের ঘাটতি আছে?অনেক সময় শিশুর শরীরে আয়রনের ঘাটতি (Iron Deficiency) হলেও মা-বাবা...
29/09/2025

কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন শিশুর শরীরে আয়রনের ঘাটতি আছে?

অনেক সময় শিশুর শরীরে আয়রনের ঘাটতি (Iron Deficiency) হলেও মা-বাবারা বুঝতে পারেন না। অথচ গবেষণায় দেখা গেছে, আয়রন কম থাকলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ থেমে যেতে পারে।

সতর্ক হওয়ার লক্ষণসমূহ:

1️⃣ বাচ্চা বারবার ক্লান্ত হয়ে যায়, খেলতে চায় না।
2️⃣ মুখ ফ্যাকাশে হয়ে যায় বা ঠোঁট-চোখের নিচে সাদা দেখায়।
3️⃣ খাওয়ার রুচি কমে যায়, খাবারে আগ্রহ হারায়।
4️⃣ পড়াশোনা বা মনোযোগে সমস্যা হয়।
5️⃣ বারবার সর্দি-কাশি বা অসুস্থ হয়ে পড়ে।
6️⃣ নখ ভেঙে যাওয়া বা চুল পড়া বেড়ে যাওয়া।

✅ মা-বাবার জন্য টিপস

✔️শিশুর খাবারে নিয়মিত রাখুন আয়রনসমৃদ্ধ খাবার যেমন—বিটরুট, ডাল, সবুজ শাক, মাংস, ডিম, বাদাম।
✔️Vitamin C সমৃদ্ধ খাবার (কমলা, লেবু) আয়রন শোষণে সাহায্য করে।
✔️ লক্ষণগুলো দীর্ঘদিন থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

---

আমরা সবাই চাই আমাদের বাবুরা সুস্থ ও স্মার্টভাবে বেড়ে উঠুক।
শিশুর স্বাস্থ্য নিয়ে এমন ছোট ছোট টিপস শেয়ার করতে আমরা সবসময় পাশে আছি। আমরা চাই আপনার সন্তান সুস্থ ও মেধাবী হয়ে বেড়ে উঠে আপনাদের মুখ উজ্জ্বল করুক, দেশের মুখ উজ্জ্বল করুক। ❤️

“মা-বাবার ৫টি কমন ভুল, যা শিশুর গ্রোথ আটকে দেয়”অনেক সময় আমরা ভেবেই নেই, বাচ্চা তো খাচ্ছে—তাহলেই সব ঠিক আছে।কিন্তু সত্য হ...
27/09/2025

“মা-বাবার ৫টি কমন ভুল, যা শিশুর গ্রোথ আটকে দেয়”

অনেক সময় আমরা ভেবেই নেই, বাচ্চা তো খাচ্ছে—তাহলেই সব ঠিক আছে।
কিন্তু সত্য হলো, কিছু ছোট ছোট ভুলেই শিশুর শারীরিক ও মানসিক বিকাশ আটকে যেতে পারে।

মা-বাবার ৫টি সাধারণ ভুল:

1. শুধু পেট ভরানো খাবার দেওয়া → ভাত, আলু, রুটি খেয়েই পেট ভরে যায়, কিন্তু গ্রোথের জন্য প্রয়োজনীয় ভিটামিন-মিনারেল পায় না।

2. বৈচিত্র্য না রাখা → প্রতিদিন এক ধরনের খাবার দিলে শিশুর শরীর প্রয়োজনীয় সব পুষ্টি পায় না।

3. শিশুর ক্ষুধা না পাওয়া এড়িয়ে যাওয়া → ক্ষুধা না লাগা অনেক সময় লুকানো পুষ্টিহীনতার সিগনাল। এটা হলে দ্রুত এটা সমাধানের চেষ্টা করুন।

4. শুধু দুধের উপর নির্ভর করা → ১ বছরের পর শুধু দুধে শিশুর পূর্ণ বিকাশ সম্ভব নয়। বাড়তি খাবার এমন কিছু দিবেন যেটা বাচ্চাদের জন্য পুষ্টিকর।

5. পর্যাপ্ত ঘুম ও বাইরে খেলা না করানো → গ্রোথের জন্য খাবারের পাশাপাশি সঠিক ঘুম ও শারীরিক অ্যাকটিভিটি খুব জরুরি।

মা-বাবার জন্য টিপস:
✅ শিশুর প্লেটে সবসময় রাখুন – কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল।
✅ রঙিন খাবার (সবজি-ফল) রাখুন।
✅ শিশুর রুটিনে ঘুম ও খেলাধুলা নিশ্চিত করুন।

আমাদের বাবুরা সুস্থ ও স্মার্টভাবে বেড়ে উঠলেই পরবর্তী প্রজন্ম সুস্থ ও শক্তিশালী হবে, নিজের প্রতিভায় পৃথিবীকে আলোকিত করতে পারবে।

এই সচেতনতা আপনি অন্যদের মাঝেও ছড়িয়ে দিলে সব মা-বাবাই উপকার পাবে

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রাকৃতিক সিক্রেট খুঁজছেন?আজকের ব্যস্ত জীবন আর দূষণ-ভরা পরিবেশে সবচেয়ে বড় প্রয়োজন শক্তিশালী ...
27/09/2025

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রাকৃতিক সিক্রেট খুঁজছেন?

আজকের ব্যস্ত জীবন আর দূষণ-ভরা পরিবেশে সবচেয়ে বড় প্রয়োজন শক্তিশালী ইমিউনিটি।
কিন্তু প্রতিদিন কি পাচ্ছেন সেই সঠিক খাবারগুলো, যেগুলো আপনার শরীরকে ভেতর থেকে রোগ প্রতিরোধী করে তুলবে?

Nature’s Gold – এক জারে আছে ৫টি শক্তিশালী উপাদানঃ

🌑 কালোজিরা → রোগ প্রতিরোধ ক্ষমতার প্রাকৃতিক ঢাল

🍯 মধু → অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট

🧄 রসুন → শরীর ডিটক্স করে সংক্রমণ রোধ করে

🌸 জাফরান → মানসিক প্রশান্তি ও কোষের সুরক্ষা

🍇 খেজুর → আয়রন, মিনারেল ও ভিটামিনে সমৃদ্ধ এনার্জি বুস্টার

✔️সকালে ২ চা চামচ + রাতে ২ চা চামচ =
ভেতর থেকে সুস্থ শরীর, শক্তিশালী ইমিউনিটি আর সারাদিন প্রাণবন্ত জীবন।

প্রতিদিনের অভ্যাসে Nature’s Gold রাখুন—
আর নিজের শরীরকে দিন প্রাকৃতিক সুরক্ষার শক্তি! 💚

ব্যস্ত অফিস লাইফেও সুস্থ ও এনার্জিফুল থাকার সহজ সলিউশন!অফিসের কাজ, মিটিং আর ডেডলাইনের চাপ সামলাতে গিয়ে আমরা অনেক সময় নিজ...
27/09/2025

ব্যস্ত অফিস লাইফেও সুস্থ ও এনার্জিফুল থাকার সহজ সলিউশন!

অফিসের কাজ, মিটিং আর ডেডলাইনের চাপ সামলাতে গিয়ে আমরা অনেক সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিতে ভুলে যাই। ফলাফল? ক্লান্তি, স্ট্রেস, ত্বক নিস্তেজ হয়ে যাওয়া আর মুড সুইং।

প্রতিদিন মাত্র ৫ মিনিটের একটি রুটিন আপনাকে এনে দিতে পারে সারাদিনের এনার্জি, ফ্রেশ মাইন্ড আর সুস্থতা।

Kutum food's Nature’s Gold – কালোজিরা, মধু, রসুন, জাফরান ও খেজুরের অনন্য মিশ্রণ।

সকালে ২ চা চামচ → সারাদিন প্রাণবন্ত ও এনার্জিফুল।

রাতে ২ চা চামচ → শান্তিময় ঘুম ও স্ট্রেসমুক্ত সকাল।

এটাই হতে পারে ব্যস্ত জীবনে আপনার সুস্থতা বজায় রাখার প্রাকৃতিক সঙ্গী।

আজই আপনার ওয়েলনেস জার শুরু করুন, আর দেখুন কীভাবে আপনার ব্যস্ত অফিস লাইফও হয়ে ওঠে সুস্থ ও প্রাণবন্ত! 💛

01603-880305

“কোন ৫টি খাবার শিশুকে দুর্বল করে দেয়, অথচ মা-বাবা প্রতিদিন দিচ্ছেন!”আমরা অনেক সময় ভেবেই নেই, “বাবু তো বাহিরের বিভিন্ন খা...
27/09/2025

“কোন ৫টি খাবার শিশুকে দুর্বল করে দেয়, অথচ মা-বাবা প্রতিদিন দিচ্ছেন!”

আমরা অনেক সময় ভেবেই নেই, “বাবু তো বাহিরের বিভিন্ন খাবার খাচ্ছে, হেলদি আছে।”
কিন্তু গবেষণায় দেখা গেছে—শিশুর প্লেটে কিছু খাবার নিয়মিত পড়লে ধীরে ধীরে শরীর ও মস্তিষ্কের গ্রোথ বাধাগ্রস্ত হয়।

৫টি খাবার যা শিশুকে দুর্বল করে দেয়

১️. অতিরিক্ত ক্যান্ডি চকলেট

Research: WHO বলছে, শিশুদের দৈনিক ক্যালরির ৫% এর বেশি চিনি দেওয়া উচিত নয়।

Problem: দাঁতের ক্ষয়, স্থূলতা, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়।

২. প্যাকেটজাত জুস ও কার্বোনেটেড ড্রিংকস

রঙিন জুস, সোডা, কোলা।

Research: American Academy of Pediatrics অনুযায়ী, এগুলো শিশুর শরীরে empty calories যোগ করে কিন্তু কোনো ভিটামিন-মিনারেল দেয় না।

Problem: ওজন বেড়ে যাওয়া, ডিহাইড্রেশন, ক্যালসিয়ামের ঘাটতি।

৩️. অতিরিক্ত ভাজাপোড়া ও ফাস্ট ফুড

ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, প্যাকেট চিপস।

Research: Journal of Nutrition এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, নিয়মিত ফাস্ট ফুড খাওয়া শিশুদের IQ ও মেমরি ডেভেলপমেন্ট পিছিয়ে যায়।

Problem: ফ্যাট জমা, হজম সমস্যা, ব্রেইন ফাংশন স্লো হয়ে যায়।

৪. শুধুমাত্র বুকের দুধের উপর নির্ভরতা

১ বছরের পর শুধু বুকের দুধ খেলে শরীরের জন্য প্রোটিন/আয়রন ঘাটতি হয়।

Research: Mayo Clinic জানাচ্ছে, কেবল দুধ খেলে শিশুতে Iron Deficiency Anemia দেখা দিতে পারে।

Problem: রক্তশূন্যতা, দুর্বলতা, মনোযোগ কমে যাওয়া।

৫️. বেশি প্রসেসড খাবার (Biscuits, Instant Noodles, Packaged Snacks)

বাজারের বিস্কুট, ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেট নাস্তা।

Research: Harvard Health বলছে, প্রসেসড ফুডে থাকে Preservatives + Trans Fat যা শিশুদের লিভার ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

Problem: গ্রোথ স্লো, হরমোনের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।
---

✅ মা-বাবার জন্য সমাধান

✔️ শিশুর প্লেটে রাখুন রঙিন সবজি, ফল, শস্য, ডাল, বাদাম, প্রাকৃতিক দুধজাত খাবার।
✔️ যতটা সম্ভব Natural & Homemade খাবার দিন।
✔️ Balanced Nutrition নিশ্চিত করুন।

আমরা চাই প্রতিটি বাবু সুস্থ ও স্মার্টভাবে বেড়ে উঠুক।
Kutum Food সবসময় চেষ্টা করে শিশুদের জন্য scientifically balanced nutrition দিতে—যাতে মা-বাবা নিশ্চিন্ত থাকতে পারেন। ❤️

বাবু পেট ভরে খাচ্ছে, কিন্তু সঠিক পুষ্টিতে শরীর-মন কি ঠিকমতো বাড়ছে?মা-বাবা হিসেবে আপনার হাসি আরো অনেক বাড়বে, যখন দেখবেন আ...
27/09/2025

বাবু পেট ভরে খাচ্ছে, কিন্তু সঠিক পুষ্টিতে শরীর-মন কি ঠিকমতো বাড়ছে?

মা-বাবা হিসেবে আপনার হাসি আরো অনেক বাড়বে, যখন দেখবেন আপনার বাচ্চা শুধু খাচ্ছে না — শক্তি, বৃদ্ধি ও মনোবলও পাচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় — বাচ্চা খেতে ভালোই, কিন্তু ওজন বা উচ্চতা বৃদ্ধিতে ধীর। এর মূলে থাকতে পারে ‘ছাপিয়ে দেওয়া পুষ্টিকর উপাদান’ এর অভাব।

বিজ্ঞান বলছে — শুধু খাবার খাওয়া যথেষ্ট নয়, মাইক্রোলিউট্রিয়েন্টস, প্রোটিন, জীববিজ্ঞানগত ভারসাম্য ও গভীর অপচয় (metabolic processes) — এসব কিছু ঠিকঠাক না হলে শিশুর দেহ ও মস্তিষ্ক পুরোপুরি বিকশিত হতে পারে না।

উদাহরণস্বরূপ:

Stunting (উচ্চতা বৃদ্ধি বাধা) বা wasting (দেহিক দুর্বলতা) এসব দীর্ঘমেয়াদী প্রভাব আনতে পারে।

একসময়ের অভাব-স্তর শিশুর মস্তিষ্ক বিকাশ, স্মৃতি ও শিখন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে — গবেষণায় দেখা গেছে যে গভীর পুষ্টি ঘাটতি শিশুর মৃত্যুর কারণ হিসেবে উচ্চ মান নিয়ে আসে।

আপনার সন্তান যদি রসবোধ, খেলাধুলা, মনোযোগ বা চঞ্চলতা কম দেখায় — এই লক্ষণগুলির পেছনে থাকতে পারে পুষ্টি ঘাটতি।”

ভাবছেন তাহলে কি করবেন? শিশুকে শুধু খাবার নয়, সঠিক পুষ্টির কম্বিনেশন দিতে হবে

এই কারণেই আমরা তৈরি করেছি Kutum Food’s Growth Plus – যেখানে আছে আপেল, কমলা, নাশপাতি, বিভিন্ন রকম বাদাম ও জাফরানসহ অনেক প্রাকৃতিক উপাদান, যা শিশুদের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও প্রোটিন সরবরাহ করে।”

আজই শুরু করুন Growth Plus – আপনার সন্তানের শরীর ও মনের পূর্ণ বিকাশের জন্য।
অর্ডার করতে ইনবক্স করুন বা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।”

kutumfood.com
01603-880305

সন্তান ঠিকমতো খাবার না খেলে মা হিসেবে যে কি কষ্ট একজন মা ছাড়া কেউ বুঝতে পারে না। হৃদয়ে যন্ত্রণার পারদ জমা হতে হতে তা ভার...
01/09/2025

সন্তান ঠিকমতো খাবার না খেলে মা হিসেবে যে কি কষ্ট একজন মা ছাড়া কেউ বুঝতে পারে না। হৃদয়ে যন্ত্রণার পারদ জমা হতে হতে তা ভারী হয়ে উঠে।

মায়েদের এই কষ্ট দূর করতে ও প্রতিদিনের পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ করতে কুটুম ফুড তৈরি করেছে গ্রোথ প্লাস যা অসংখ্য মাকে তাদের খাবার কষ্ট থেকে মুক্তি দিয়েছে।
আপনি একবার ট্রাই করে দেখুন বাবু কত বেশি পছন্দ করে, আর সন্তানকে খাবারের এক নতুন যাত্রায় অংশীদার করুন

এখন অর্ডার করলে পাবেন সন্তানের খাবার সমস্যা সমাধান ও মেধাবীহিসেবে গড়ে তোলার ৬০০ টাকা মূল্যের ২ টি ইবুক একদম ফ্রী।
বিস্তারিত জানতে ইনবক্স করুন বা কল করুন।
01603-880305

আপনি কি চান আপনার শরীর থাকুক ভেতর থেকে পরিষ্কার, বাইরে থেকে ফ্রেশ?“Nature's Gold শরীরের টক্সিন বের করে ভেতর থেকে দেয় একদ...
28/08/2025

আপনি কি চান আপনার শরীর থাকুক ভেতর থেকে পরিষ্কার, বাইরে থেকে ফ্রেশ?

“Nature's Gold শরীরের টক্সিন বের করে ভেতর থেকে দেয় একদম ফ্রেশ অনুভূতি এবং একইসাথে শরীরকে করে কয়েকগুন বেশি শক্তিশালী।
Nature’s Gold-এ প্রতিটি উপাদানই রাখে আপনাকে ফুরফুরে ও সতেজ।”

Kutum Food - কুটুম ফুড
আস্থা, ভালবাসা ও বিশুদ্ধতায় পূর্ণ
01603-880305

জাফরানের ১০টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা1. মুড (Mood) উন্নয়ন ও বিষণ্নতা কমানো:জাফরানের সক্রিয় যৌগ যেমন crocin ও saf...
27/08/2025

জাফরানের ১০টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা

1. মুড (Mood) উন্নয়ন ও বিষণ্নতা কমানো:
জাফরানের সক্রিয় যৌগ যেমন crocin ও safranal—মৃদু থেকে মাঝারি স্তরের বিষণ্নতা ও উদ্বেগ কমাতে দারুন কার্যকর।

2. স্মৃতি ও মস্তিষ্কের সমর্থন (Cognitive & Alzheimer’s):
প্রাণী এবং মানুষের ক্লিনিকাল স্টাডিতে দেখা গেছে—জাফরান সংযোজন স্মৃতি উন্নত করতে পারে এবং আলঝাইমার রোগের উপসর্গ নিরাময়ে সহায়ক।

3. চোখের স্বাস্থ্যে উন্নতি (Age-related Macular Degeneration):
AMD রোগীদের ওপর RCT তে ২০ মিগ্রা/দিন জাফরান নেওয়ার ফলে ভিশন সামান্য উন্নত হয়েছে, retinal flicker sensitivity বৃদ্ধি পেয়েছে, যা সময়ের সাথে স্থিতিশীলতা দেখিয়েছে

4. অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব:
জাফরানের crocin, crocetin ও safranal—Reactive Oxygen Species (ROS) কমায় এবং inflammatory markers যেমন TNF-α, MDA-র মাত্রা হ্রাস করে, total antioxidant capacity (TAC) বৃদ্ধি করশন

5. হৃদরোগের ঝুঁকি কমানো (Cardiovascular Benefits):
মেটাবলিক সিথ্রোম ও রিস্ক ফ্যাক্টরের উপর ভিত্তি করে: fasting blood glucose (FBG), LDL, triglycerides, systolic blood pressure এবং waist circumference—all এ উল্লেখযোগ্য কম দেখেছে

6. স্বাস্থ্য উন্নয়ন (Sexual Function & Libido):
নারীদের উপর একটি RCT গবেষণা দেখিয়েছে—৪ সপ্তাহ ধরে দৈনিক ৩০ মিগ্রা জাফরান সেবনে স্বাস্থ্য উন্নয়ন ও মনের প্রশান্তি বৃদ্ধি পেয়েছে।

7. Premenstrual Syndrome (PMS) উপসর্গ হ্রাস:
গবেষণায় ৩০ মিগ্রা/দিন জাফরান সেবনে PMS-এর উপসর্গ যেমন মুড সোয়িং, আরাম না পাওয়া, কমে গেছে এবং Cortisol স্তরও কমা লক্ষণীয় হয়েছে

8. ওজন নিয়ন্ত্রণ ও ক্ষুধা হ্রাস:
জাফরান গ্রহণে body mass index (BMI), waist circumference, fat mass কমেছে; ক্ষুধা-নিয়ন্ত্রণে সাহায্য করেছে

9. ক্যান্সারের বিরোধী কার্যক্রম (Anticancer Potential):
In vitro ও প্রাণী মডেল স্টাডিতে দেখা যায়—Crocin ও crocetin কোষে apoptosis ঘটায়, angiogenesis ও tumor progression বাধা দেয়; colon, gastric, pancreatic ও liver cancer-এ নিয়ন্ত্রণকারী প্রভাব রয়েছে

10. ঘুমের গুণগত মানে উন্নতি (Sleep Quality):
৬ সপ্তাহের RCT অনুসারে, জাফরান সাপ্লিমেন্টেশন ঘুমের সময়, গুণমান, latency ও duration—সবই উন্নত করেছে, বিশেষ করে anxiety-সম্পর্কিত হালকা-মাঝারি সমস্যা থাকলে

Kutum Food এর Nature’s Gold এ আছে ইরানী জাফরান যার রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা।

Kutum Food - কুটুম ফুড
আস্থা ভালবাসা ও বিশুদ্ধতায় পূর্ণ

Address

ECB Chattar, Dhaka Cantonment
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Kutum Food - কুটুম ফুড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram