Kutum Food - কুটুম ফুড

Kutum Food - কুটুম ফুড Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kutum Food - কুটুম ফুড, Matikata.
(308)

আস্থা, ভালবাসা ও বিশুদ্ধতায় পূর্ণ।

শুধু খাবার নয়, আপনার সন্তানের পুষ্টি ও খাওয়ার সমস্যার সমাধানে পাশে আছি। আপনি একটু সচেতন হলে সন্তান সুস্থ ও মেধাবী হয়ে আপনার ও দেশের মুখ উজ্জ্বল করবে এটাই আমাদের বিশ্বাস। আমরা সেই লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছি।

আপনার শিশুর কোষ্ঠকাঠিন্য হয়েছে কিনা কীভাবে বুঝবেন? আর কী করবেন তখন?(সতর্কতা + সমাধান = সন্তানের স্বস্তি)❝বাচ্চা মল ত্যাগ...
16/07/2025

আপনার শিশুর কোষ্ঠকাঠিন্য হয়েছে কিনা কীভাবে বুঝবেন? আর কী করবেন তখন?
(সতর্কতা + সমাধান = সন্তানের স্বস্তি)

❝বাচ্চা মল ত্যাগ করতে গেলে কাঁদে, পেট ফাঁপে, খাবারে অনীহা — এসবই হতে পারে কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। এটা ছোট কিন্তু শিশুর জন্য কষ্টদায়ক।❞

কীভাবে বুঝবেন শিশুর কোষ্ঠকাঠিন্য হয়েছে?
গবেষণায় দেখা গেছে, ৬ মাস থেকে ২ বছর বয়সী শিশুদের প্রায় ৩০% সময় কোষ্ঠকাঠিন্যের অভিজ্ঞতা হয়।

লক্ষণ:
✅ ৩ দিন বা তার বেশি সময় মলত্যাগ না করা
✅ মল শক্ত, ছোট ছোট বলের মতো
✅ মল ত্যাগের সময় কান্না বা পেটে চাপ দেয়া
✅ পেট ফাঁপা, ঘনঘন পেট মোচড়ানো
✅ খাবার খেতে না চাওয়া

বাস্তব উদাহরণ:
নাজমা আক্তার, ঢাকার এক মা, বলেন —
“আমার ৯ মাস বয়সী মেয়ে আগে প্রতিদিন মল ত্যাগ করত, হঠাৎ ৪-৫ দিন করে না করায় চিন্তায় পড়ে যাই। ডাক্তার বলেন, খাবারে আঁশ কম, পানি কম, আর খাওয়া অনিয়মিত ছিল।”

🌿 কোষ্ঠকাঠিন্য হলে কী করবেন?
✅ শিশুকে বেশি করে পানি খাওয়ান (৬ মাস পর থেকে)
✅ খাবারে আঁশ (fiber) যুক্ত করুন – যেমনঃ কুমড়া, কলা, ওটস
✅ প্রসেসড, মিষ্টি বা গাঢ় খাবার এড়িয়ে চলুন
✅ একই সময়ে প্রতিদিন খাওয়ানো ও বসানো অভ্যাস করুন

❤️ শিশুর স্বস্তিই আপনার শান্তি
👉 কোষ্ঠকাঠিন্যের লক্ষণ দেখলেই দ্রুত পদক্ষেপ নিন
📦 Kutum Food – 100% Chemical-free, Easy-to-digest Baby Food
📩 অর্ডার করতে ইনবক্স করুন এখনই

#কোষ্ঠকাঠিন্য

আমি শুধু পেট ভরানোর খাবার না, খুঁজছিলাম এমন কিছু—যেটা হেলদি, টেস্টি আর সন্তানের জন্য নিরাপদ…"❝অনেক দিন ধরেই খুঁজছিলাম আম...
16/07/2025

আমি শুধু পেট ভরানোর খাবার না, খুঁজছিলাম এমন কিছু—যেটা হেলদি, টেস্টি আর সন্তানের জন্য নিরাপদ…"

❝অনেক দিন ধরেই খুঁজছিলাম আমার বাচ্চার জন্য স্বাস্থ্যকর কিন্তু সুস্বাদু কোনো খাবার।
ওর মুখের স্বাদ এত সেনসিটিভ, কিছুতেই কিছু খেতে চাইত না।
কিন্তু Kutum Growth Plus–এর প্রথম চামচ খাওয়ানোর পরই বুঝে গিয়েছিলাম—এটাই আমি খুঁজছিলাম!

Kutum Food Growth Plus – বাচ্চার বয়স অনুযায়ী তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক পুষ্টি সিরিয়াল।
✅ হেলদি ✅ টেস্টি ✅ নিরাপদ ✅ মা-বাবার পরিপূর্ণ সন্তুষ্টি

📞 অর্ডার করতে ইনবক্স করুন বা কল দিন: 01603-880305
🌐 kutumfood.com

#শিশুর_পুষ্টি #মায়ের_বিশ্বাস

14/07/2025

খাবারই যদি না খায় তাহলে পুষ্টি পাবে কিভাবে? আর সুস্থ থাকবে কিভাবে?

"The secret behind my child’s healthy growth isn’t just a food—it’s care, science, and Kutum Food Growth Plus."❝আপনার শি...
13/07/2025

"The secret behind my child’s healthy growth isn’t just a food—it’s care, science, and Kutum Food Growth Plus."

❝আপনার শিশুর ওজন কম? খেতে চায় না? ঘনঘন অসুস্থ হয়?
আমরা অনেকেই জানি না, শারীরিক আর মানসিক বিকাশে দরকার ওমেগা-৩, আয়রন, জিঙ্ক, প্রোটিন…
Kutum Food নিয়ে এসেছে Growth Plus, ৬ মাস থেকে ১২ বছর বয়সী শিশুর বয়স উপযোগী পুষ্টি সহযোগী।

✅ ঘরে বসেই পাচ্ছেন হোম ডেলিভারি
✅ ১ কেজি অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রী
✅ পেমেন্ট পণ্যের পরে
✅ হাজারো সন্তুষ্ট মা-বাবা

📞 অর্ডার করতে ইনবক্স করুন বা কল করুন: 01603-880305

✨ Kutum Food Growth Plus – শিশুর প্রতিবেলার বন্ধু!

#শিশুর_বিকাশ #মায়ের_ভরসা

শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে ওমেগা-৩, প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ?শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে ওমেগা-৩ ও প্রোটিনের গুরুত্ব অপরিস...
13/07/2025

শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে ওমেগা-৩, প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ?

শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে ওমেগা-৩ ও প্রোটিনের গুরুত্ব অপরিসীম — এই দুইটি পুষ্টি উপাদান শিশুর স্মৃতি, শেখার ক্ষমতা, মনোযোগ এবং ভবিষ্যতের বুদ্ধিবৃত্তিক বিকাশের ভিত্তি তৈরি করে।

🧠 ওমেগা-৩ (Omega-3): শিশুর মস্তিষ্কের “বিল্ডিং ব্লক”
✅ কেন জরুরি:
DHA (Docosahexaenoic Acid) হল ওমেগা-৩-এর একটি গুরুত্বপূর্ণ অংশ যা শিশুর ব্রেইনের গঠন ও কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

এটি নিউরন বা স্নায়ুকোষের মধ্যে তথ্য আদান-প্রদানের গতি বাড়ায়

শিশুর দৃষ্টি শক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে

গবেষণায় দেখা গেছে, DHA সমৃদ্ধ খাবার খাওয়া শিশুদের মধ্যে ভাষা শেখা, সামাজিক আচরণ এবং সমস্যার সমাধান করার দক্ষতা বেশি হয়

🌿 ওমেগা-৩ এর উৎস:
ছোট মাছ (যেমনঃ রূপচাঁদা, শিং মাছ),
ডিমের কুসুম, ফ্ল্যাক্সসিড, চিয়া সিড (পরিমিত মাত্রায়)

💪 প্রোটিন: শিশুর “Growth Fuel”
✅ কেন জরুরি:
মস্তিষ্কের কোষ, এনজাইম ও নিউরোট্রান্সমিটার তৈরিতে প্রোটিন প্রয়োজন

প্রোটিন ছাড়া মেমোরি, মনোযোগ ও শেখার প্রক্রিয়া ব্যাহত হয়

এটি শুধু শরীর গঠনে নয়, বুদ্ধি ও অনুভূতির বিকাশেও গুরুত্বপূর্ণ

🍳 প্রোটিনের উৎস:
ডিম (৬ মাস পর থেকে শুধু কুসুম দিয়ে শুরু করা যায়)

মুগডাল, চনা ডাল, আলু ও চালের মিশ্রণ

👩‍⚕️ মা-বাবার জন্য করণীয়:
প্রতিদিনের খাদ্যতালিকায় ওমেগা-৩ ও প্রোটিনযুক্ত খাবার রাখুন

নতুন খাবার দিলেই শিশুর পছন্দ, হজম ও আচরণ লক্ষ্য করুন

শিশুর খাবার যেন নতুন, পুষ্টিকর ও সহজপাচ্য হয়, সেটা নিশ্চিত করুন

৬-১২ মাস বয়সে কেন আয়রন, ক্যালসিয়াম ও জিঙ্ক এত জরুরি?🩸 আয়রন (Iron)রক্তে হিমোগ্লোবিন তৈরি করে, যা অক্সিজেন শরীরের বিভিন্ন ...
12/07/2025

৬-১২ মাস বয়সে কেন আয়রন, ক্যালসিয়াম ও জিঙ্ক এত জরুরি?

🩸 আয়রন (Iron)
রক্তে হিমোগ্লোবিন তৈরি করে, যা অক্সিজেন শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয়

ঘাটতি হলে শিশুর রক্তশূন্যতা (anemia), দুর্বলতা, ও মনোযোগ কমে যায়
মস্তিষ্কের বিকাশে বিশেষ ভূমিকা রাখে

Sources: মুগডাল, কলা, ওটস, ডিমের কুসুম, Kutum-এর Iron-enriched BABY Growth Plus

🦴 ক্যালসিয়াম (Calcium)
হাড় ও দাঁতের গঠন মজবুত করে

ঘাটতি হলে শিশুর দাঁত উঠতে দেরি হতে পারে, হাড় নরম হয়

স্নায়ু ও পেশির কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে

Sources: দুধ, দই, চালের পেস্ট, চিড়া গুড়া, Kutum-এর সুজি ও চালভিত্তিক খাবার

🛡️ জিঙ্ক (Zinc)
শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কোষের বৃদ্ধিতে সাহায্য করে, ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে

ডায়রিয়া প্রতিরোধে ভূমিকা রাখে

Sources: মুগডাল, ডিম, কলা, কুমড়া, Kutum-এর হোমমেইড-স্টাইল মিক্স

👶 মা-বাবার জন্য পরামর্শ:
শিশুর খাবারে প্রতিদিন ছোট ছোট করে এসব উপাদান যেন থাকে তা নিশ্চিত করুন

নতুন খাবার যুক্ত করার সময় ৩ দিন পর্যবেক্ষণ করুন (3-day rule)

Kutum Food-এর মতো স্বাস্থ্যকর প্রস্তুত খাবারগুলো বেছে নিন যা আয়রন, ক্যালসিয়াম ও জিঙ্কের ঘাটতি পূরণে সহায়ক। আপনার সন্তানের খাবাড়, পুষ্টি বা যেকোন প্রয়োজনে সবসময়য় পাশে আছে ইনশাআল্লাহ
01603-880305 -WhatsApp

৬ মাস বয়সে শিশুর খাদ্য যাত্রার নতুন অধ্যায় শুরু হোক নিরাপদ হাতে! 🍲❝জন্ম থেকে ৬ মাস পর্যন্ত আপনার শিশুর জন্য পৃথিবীর সবচে...
12/07/2025

৬ মাস বয়সে শিশুর খাদ্য যাত্রার নতুন অধ্যায় শুরু হোক নিরাপদ হাতে! 🍲
❝জন্ম থেকে ৬ মাস পর্যন্ত আপনার শিশুর জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও পরিপূর্ণ খাবার হল মায়ের দুধ। এটি শুধু খাবার নয়, এটি ভালোবাসা, রোগ প্রতিরোধ, ও ভবিষ্যতের ভিত্তি।❞

🔔 তবে ৬ মাসের পর?

এখন সময় এসেছে আপনার বাচ্চার সলিড ফুডের সঙ্গে পরিচিত হওয়ার — কিন্তু ধীরে, ভালোবাসায়, আর যত্নে।

🍌 সলিড ফুড শুরু করবেন যেভাবে:
✅ ১. নরম ও মোলায়েম খাবার দিয়ে শুরু করুন,
✅ ২. প্রথম ৩ দিন একটি খাবারেই অভ্যস্ত হতে দিন (follow the 3-day rule)
✅ ৩. তারপর ধীরে ধীরে মুগডাল, আলু, কুমড়া, কলার পেস্ট যুক্ত করুন
✅ ৪. একেবারে ঝাল, চিনি, লবণ ছাড়া খাবার দিন
✅ ৫. সবসময় হালকা গরম আর মসৃণ টেক্সচারে দিন

👶 Kutum Food – আপনার শিশুর প্রথম সলিড ফুড পার্টনার
আমরা তৈরি করেছি এমনসব সহজপাচ্য ও পুষ্টিকর খাবার যা শিশুর কোমল পেটের জন্য একদম নিরাপদ:

📦 প্রস্তুত খাওয়ানোর জন্য
💯 কোনো কেমিক্যাল, চিনি বা লবণ ছাড়া
🇧🇩 তৈরি বাংলাদেশের শিশুদের জন্য

❤️ শিশুর প্রথম খাবার হোক মমতার হাতে, Kutum-এর যত্নে।
📩 ইনবক্স করুন এখনই অথবা অর্ডার করুন ওয়েবসাইটে
👉 https://kutumfood.com/step/growthspark

#মায়েরবিশ্বাস

We are beyond grateful for such love and trust.Every recommendation you make helps another family choose better health. ...
12/07/2025

We are beyond grateful for such love and trust.
Every recommendation you make helps another family choose better health. 🙏

Have you shared Kutum Food with your loved ones yet?

📦 Order now and become part of the
➡️ https://kutumfood.com/step/growthspark
📞Call 01603-880305

12/07/2025

বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট ও পুষ্টি চাহিদা পূরণে দারুনভাবে কার্যকরী কুটুম ফুডের গ্রোথ প্লাস। মাত্র ২ মিনিটে রেডি করে বাবুকে খাওয়ানো যায়।

অর্ডার করতে আমাদের ইনবক্স করুন বা কল করুন
01603-880305
ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন
kutumfood.com

আস্থা, ভালবাসা ও বিশুদ্ধতায় পূর্ণ কুটুম ফুড

Banana puree 4 ways 💛💛
08/07/2025

Banana puree 4 ways 💛💛

"Is your baby not feeling hungry? Not sleeping well? Crying too often?"👉 These could be signs of internal nutritional de...
07/07/2025

"Is your baby not feeling hungry? Not sleeping well? Crying too often?"
👉 These could be signs of internal nutritional deficiency.

🌱 Start giving Kutum Growth Plus today –
A wholesome blend of saffron, nuts, fruits, and milk.

📞 Call now: 01603-880305
🌐 Visit: kutumfood.com

আপনার বাবু কি খাবার খেতে চায় না?খাবার মুখের সামনে দিলেই কি মুখ ঘুরিয়ে নেয়?এই দৃশ্যটা আমাদের বহু মা’দের জীবনের প্রতিদিনের...
25/06/2025

আপনার বাবু কি খাবার খেতে চায় না?
খাবার মুখের সামনে দিলেই কি মুখ ঘুরিয়ে নেয়?

এই দৃশ্যটা আমাদের বহু মা’দের জীবনের প্রতিদিনের গল্প…

❌ খেতে চায় না
❌ কিছু খেলেও হজম হয় না
❌ শক্তিও বাড়ে না
❌ রোগ প্রতিরোধও দুর্বল থাকে

মা হয়ে কষ্ট লাগে না? 😔

Kutum বুঝে একজন মা'র চিন্তা।
এই যাত্রায় Kutum আছে আপনার পাশে –

Kutum Food - কুটুম ফুড এর গ্রোথ প্লাস হতে পারে আপনার এই সমস্যার সবচেয়ে কার্যকরী সমাধান। এটা বাবুরা অনেক পছন্দ করে খায় আলহামদুলিল্লাহ

Address

Matikata

Alerts

Be the first to know and let us send you an email when Kutum Food - কুটুম ফুড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share