23/08/2025
টোটাল ওয়েলনেস কেয়ারের বর্ষ পূর্তি আনন্দে ৫০% ছাড়ে সকল চিকিৎসা ও সেবা গ্রহণের দারুণ সুযোগ!! খুব সহজেই আমাদের কে ফোন করে, ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এ নক করে আপনার এপয়েন্টমেন্টটি নিতে পারবেন।
চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন ডাঃ খালেদা এদিব তার অভিজ্ঞ ডাক্তারের ও টিমের সাহায্যে সুদূর কানাডা থেকে সরাসরি বাংলাদেশে টোটাল ওয়েলনেস কেয়ার Total Wellness Care এ রোগী দেখছেন । চিকিৎসা বিজ্ঞানের এই আলো সকলের মধ্যে ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য। বাংলাদেশের নারী ও পুরুষের দাম্পত্য জীবনের সমস্যার ঊপর পি এইচ ডি, রিসার্চ এবং ডক্টরেট করা একমাত্র ডাক্তার,
ডাঃ খালেদা এদিব বিনতে আব্দুল্লাহ
এম.বি.বি.এস, রেজি: নং-A-50433
পি.এইচ. ডি. ( রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন ) -- ইউ.এস.এ
ডিপ্লোমা- হেলথ এ্যান্ড নিউট্রিশন (ইউ.এস.এ)
এডভানসড ট্রেনিং- সেক্সুয়াল ডিস্ফাংশন ( থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত)
পোস্ট গ্র্যাজুয়েট, ক্লিনিক্যাল রিসার্চ- হার্ভার্ড মেডিকেল স্কুল
TWC হটলাইন:
+8801841745026, +8801406516131
ঠিকানা: গ-৯৫/সি, এমএফ টাওয়ার, লেভেল-৭ (লিফট-৬), বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ, গুলশান - বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২, বাংলাদেশ।
WhatsApp : +8801845085021
বয়স এবং দৈনন্দিন কাজের দরুণ মানসিক চাপের কারণে আমাদের শরীরের স্বাভাবিক কার্যকলাপ বদলে যায়।
খাওয়া দাওয়ায় অরুচি, অনেক ক্ষেত্রে বেশি খাওয়া, নিদ্রাহীনতা, সব সময় মাথা ব্যথা, ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, খিটখিটে মেজাজ, সারাক্ষণ ক্লান্তভাব ইত্যাদি সমস্যা হয়।
রিজেনারেটিভ মেডিসিন আপনার দেহের পুরনো কোষ সমূহে সজীবতা ফিরিয়ে দিতে এবং রোগাক্রান্ত কোষের নিরাময়ে অত্যন্ত কার্যকরী। এর ফলে,বয়সের সাথে কিংবা ব্যস্ত জীবন নিয়েও সুস্থ থাকা অনেকটাই সহজ হয়ে উঠবে।
ঘাটতি পূরণে প্রয়োজনীয় ভিটামিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস সরাসরি ইনফিউশন মাধ্যমে গ্রহণের ফলে দ্রুত শরীরের সজীবতা ফিরে আসে।
তবে মনে রাখবেন, পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবন যাপনের কোন বিকল্প নেই।
সেবাসমূহ:
চিকিৎসা বিজ্ঞানের নতুন সংযোজন রিজেনারেটিভ মেডিসিন চিকিৎসা ব্যবস্থা, লাইফস্টাইল মডিফিকেশন, এবং স্বতন্ত্র রোগ নির্নয় করে ডায়েট চার্ট প্রদানের সুবিধা।
যেখানে গতানুগতিক চিকিৎসার পাশাপাশি দেহ কোষের সুস্থতা নিশ্চিত করে বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভার ও কিডনি সমস্যা, কোলেস্টেরল, আই.বি.এস., হরমোন অসামঞ্জস্যতা, থাইরয়েড সমস্যা, অনিদ্রা, জয়েন্ট পেইন ও PCOS এর মত জটিল রোগের চিকিৎসা প্রদান করা হয়।
এছাড়াও রয়েছে , হাঁটু ব্যথা ও ফ্রোজেন শোলডার, পুরুষ এবং মহিলাদের যৌন সমস্যার পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন আধুনিক পি. আর. পি. চিকিৎসা ব্যবস্থা।
ডাক্তার খালেদা এদিবের এর দীর্ঘস্থায়ী রোগ চিকিৎসার বিভিন্ন অফার পেতে আজই যোগাযোগ করুন +8801841745026, +880140651 6131/
হোয়াটস অ্যাপ : 01845-085021
Youtube : https://youtube.com/?si=_1PTX7s4535sSXpF
Website: https://drkhaledaabdullah.com/bio/
আপনার সুস্থতাই আমাদের লক্ষ্য l
ডাক্তার খালেদা এদিব বিনতে আব্দুল্লাহ একজন অত্যন্ত দক্ষ রিজেনারেটিভ মেডিসিন ও যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ, যার মাধ্যমে আপনার স্বাস্থ্যে পরিবর্তন আনা সম্ভব। বাংলাদেশে তাঁর পরিচিতি একজন প্রগতিশীল চিকিৎসক হিসেবে, যিনি আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন।
বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগ, হরমোনজনিত সমস্যা, যৌনস্বাস্থ্য, এবং জয়েন্ট পেইন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর অভিজ্ঞতা অসাধারণ।
বিশ্বাসযোগ্যতা, আধুনিক পদ্ধতি, ব্যক্তিগত যত্ন—অথচ প্রতিটি পরিষেবা যেন এক অনন্য অভিজ্ঞতা।
বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও একাডেমির সাথেও তিনি কাজ করেছেন। বাংলাদেশে তিনি তার অভিজ্ঞ টিমের মাধ্যম এ চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
TWC এর ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে দীর্ঘস্থায়ী রোগ যেমন-
🎯উচ্চ রক্তচাপ
🎯গ্যাস্ট্রিক আলসার (পেটের সমস্যা)
🎯ডায়বেটিস
🎯হাটু ও জয়েন্ট ব্যথা
🎯যৌন সমস্যা
- ইরেকটাইল ডিসফাংশন/ উত্থান বা দৃঢ়তা না পাওয়া
- দ্রুত বীর্যপাত
- পুরুষ ও মহিলাদের যৌন অনীহা
- মহিলাদের যোনী ও শুষ্কতা ও ব্যথা
- প্রসাবে নিয়ন্ত্রণ হারানো
🎯 থাইরয়েড
🎯 নারী ও পুরুষের হরমোনজনিত সমস্যা
🎯 অনিদ্রা
🎯 এলার্জি
🎯 বার্ধক্যজনিত রোগব্যাধি
🎯 আলজেইমার সহ অন্যান্য জটিলতার বিরুদ্ধে আপনার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন।
ত্বক ও চুলের চিকিৎসা সমূহ:
🎯ব্রণ ও ব্রণের দাগ
🎯মেছতা
🎯আঁচিল
🎯ড্যামেজড ত্বক
🎯বলিরেখা
🎯বার্ধক্যের ছাপ
🎯রোদে পোড়া
YouTube - https://youtube.com/