Dr. Anis Ahmed

Dr. Anis Ahmed Vice Principal at State College of Health Sciences

এবারের ঈদে সবার জন্য এই ভিডিও।  সবাই বেশি বেশি শেয়ার করবেন আশা করছি।
28/03/2025

এবারের ঈদে সবার জন্য এই ভিডিও। সবাই বেশি বেশি শেয়ার করবেন আশা করছি।

ডা, আনিস আহমেদ এসোসিয়েট প্রফেসর ও ভাইস প্রিন্সিপালমেডিসিন ও শিশু বিশেষজ্ঞ স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস #...

আবার শুরু হলো পথ চলা। আশা করছি সবাই দেখবেন।
08/03/2025

আবার শুরু হলো পথ চলা। আশা করছি সবাই দেখবেন।

ডা, আনিস আহমেদ সহযোগী অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস ....

19/02/2025

Mr. Doctor ইউটিউব চ্যানেল এ আবারো আসতে যাচ্ছে নতুন ভিডিও ইনশাআল্লাহ। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আসবে নতুন ভিডিও। আবারও নিয়মিত ভিডিও দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন।

16/02/2025

মাঝে অনেক দিন বন্ধ ছিল আমার ইউটিউব চ্যানেল Mr. Doctor এ ভিডিও দেয়া । আবার যদি ভিডিও দেয়া শুরু করি তাহলে কেমন হয়?

02/01/2025

প্রচন্ড শীত। এই শীতে শরীর গরম করার জন্য বা ভালো লাগার জন্য বার বার কফি, চা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর।

14/12/2024

৬ মাসের কম বয়েসি শিশুদের এলাট্রল জাতীয় ঠান্ডার ওষুধ খাওয়াবেন না।

29/11/2024

শীতের পিঠা খান। তেলে ভাজা খাবারের চেয়ে বেশি পুস্টি গুন।

11/11/2023

একটু একটু শীত পড়েছে। সাবধানে থাকুন আর বেশী সময় রোদে থাকবেন না।

21/07/2022

আল্লাহ্ তেলাপোকা কেনো সৃষ্টি করেছেন❓
এরকম একটা কুৎসিত প্রাণী না বানালে কী হতো না❓
আসুন জেনে নিই আল্লাহর সৃষ্টির রহস্য।
_______________________________________
প্রফেসর শ্রীনি ইউনিভার্সিটি অফ টেক্সাসের বায়োলজী বিভাগের চেয়ারম্যান, একজন বিশ্বখ্যাত প্রাণী (তেলাপোকা) বিশেষজ্ঞ। হ্যাঁ, এধরনের বিশেষজ্ঞও আছে পৃথিবীতে। তিনি বের করেছেন যে, বেশিরভাগ তেলাপোকা পঁচন ধরা জিনিসপত্র খায়, যা নাইট্রোজেন আটকিয়ে রাখে।
যদি তেলাপোকা এগুলো না খেয়ে তাদের মলের সাথে মাটিতে নাইট্রোজেন ছেড়ে না দিতো, তাহলে পৃথিবীর নাইট্রোজেন চক্রে বিপুল পরিমাণ নাইট্রোজেনের প্রবাহ ব্যাহত হতো, যা বনের গাছপালার জন্য বিরাট ক্ষতির কারণ হতো।
তেলাপোকা আছে দেখেই আজকে বন-জঙ্গলে এত গাছপালা বেঁচে আছে, আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি। আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন দরকার, সেরকম নাইট্রোজেনও দরকার, কারণ নাইট্রোজেন প্রোটিন তৈরির জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান।
প্রোটিন না হলে কোনো প্রাণ বেঁচে থাকতে পারবে না। শুধু তা নয়, তেলাপোকা এমন কিছু নেই যা খায় না, যেমন আঠা, চর্বি, সাবান, চামড়া, চুল ইত্যাদি।
আল্লাহ্ তা'আলা আমাদেরকে ২০০ মিলিয়ন বছর আগে থেকে, সেই ডাইনোসরদের আমল থেকে, তেলাপোকার মতো একটি অত্যন্ত টেকসই প্রাণী দিয়ে রেখেছেন, প্রতিদিন প্রকৃতি থেকে বিপুল পরিমাণে ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য, প্রকৃতিতে প্রাণের জন্য অত্যাবশ্যকীয় নাইট্রোজেন চক্র ঠিক রাখার জন্য, গাছপালা টিকে থাকার জন্য।
“আসমান-যমীন এবং এ দু'টির মাঝে যা কিছু আছে সে সব আমি তামাশা করে সৃষ্টি করিনি।”
[সূরাহ আম্বিয়া, আয়াত : ১৬]

সংগৃহীত

25/02/2022

জীবনে আত্মিয় স্বজন, বন্ধু বান্ধব কাজে লাগুক বা না লাগুক টাকা কিন্তু ঠিকই কাজে লাগে।

16/01/2022

বিষন্নতা
মনের ওপর ঘুন পোকা বাসা বাধলে মন তার সুখ হারায়, ব্রেন তার কাজ হারায়, শরীর তার গতি হারায়। সব সময় কারন জানা যায় না , কারন জানা থাকলেও অনেক সময় বলা যায় না, বলতে গেলে মনোমালিন্য, রাগারাগি, ছাড়া ছাড়ি। সব মিলিয়ে মানুষ যখন ঝিম মেরে বসে থাকে, ভাল্লাগে রোগে ভোগে মেডিকেল্ ভাষায় তাকে বলে মেন্টাল ডিপ্রেশন আর মানুষ বলে বিষন্নতা।

অনেকেই  বলে,  ডায়াবেটিস তাই  ৬ টা  রুটি  খাচ্ছি।  ডায়াবেটিস  না  থাকলে  আরো  খেতাম , এরা ভুল  পথে  আছে
11/01/2022

অনেকেই বলে, ডায়াবেটিস তাই ৬ টা রুটি খাচ্ছি। ডায়াবেটিস না থাকলে আরো খেতাম , এরা ভুল পথে আছে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Anis Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Anis Ahmed:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category