I-Care Services Ltd.

I-Care Services Ltd. (I-Care Services Ltd.) Health Care Solutation. Your Health Is Our Priority.

অসুস্থ রোগী, বয়স্ক বাবা-মা নিয়ে চিন্তিত?
চাকরী করছেন, বাচ্চাকে কাজের বুয়ার কাছে রেখে যেতে ভয় পাচ্ছেন?
আমরা প্রশিক্ষিত নার্সিং কেয়ার/কেয়ারগিভারস দিচ্ছি বাংলাদেশের যেকোনো জায়গায়।

�আমাদের সার্ভিস সমূহ !!!�
১. কোভিড-১৯ পজিটিভ / নেগেটিভ যে কোন রোগীর বাসায় ২৪ ঘন্টা কেয়ারগিভারস দ্বারা সেবা প্রদান করা হবে।
২. ঘন্টা/ মাসিক/ বছরের জন্যও কেয়ারগিভারস বাসায় নেয়া যাবে।
৩. গর্ভবতী মায়েদের সার্বক্ষণিক দেখাশোনার জন্য নেয়া যাবে।
৪. ২৪ ঘন্টা ফিজিওথেরাপি সার্ভিস প্রদান করা হবে।
৫. বাসায় ঔষধপত্র দিয়ে অাসা হবে।
৬. অক্সিজেন সরবরাহ করা হবে।
৭. হাসপাতালে রোগী আনা-নেওয়া এবং প্রয়োজনে রোগীর সাথে সার্বক্ষণিক কেয়ারগিভারস রাখা যাবে।
৮. ইমারজেন্সি বাসায় ডাক্তার পাঠানো হবে।
৯. হাসপাতাল/ ক্লিনিকে রোগীর সাথে ২৪ ঘন্টা কেয়ারগিভারস রাখা যাবে।
১০. অনলাইনে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যাবে।
১১. বয়স্ক বৃদ্ধদের সার্বক্ষণিক যত্ন।
১২. প্রেসার ও ডায়াবেটিস মাপা।
১৩. নেবুলাইজেশন।
১৪. এনজি ফিডিং ।
১৫. আইভী ক্যানুলা।
১৬. ইঞ্জেকশন পুশিং।
১৭. স্যালাইন পুশিং।
১৮. সার্জিক্যাল ড্রেসিং।
১৯. ক্যাথেটারাইজেশন (প্রসাবের নল লাগানো)।
২০. এনজি টিউব ইনসার্সন (খাবারের নল লাগানো)।
২১. স্টিজ (যেকোনো ধরনের কাটা-ছেঁড়া সেলাই)।
২২. যারা চাকুরীজীবী তাদের বাচ্চাকে কেয়ার করা।
ইত্যাদি সহ যাবতীয় নার্সিং সেবা প্রদান করা হয়।

29/04/2022
কেয়ার গির্ভাস নিয়োগ😍
23/04/2022

কেয়ার গির্ভাস নিয়োগ😍

স্বামী- স্ত্রী  #রক্তের গ্রুপ সেইম হলে কি কোন সমস্যা?"হাজব্যান্ড ও ওয়াইফের রক্তের গ্রুপ একই  হলে নাকি বাচ্চার জন্মগত সমস...
22/04/2022

স্বামী- স্ত্রী #রক্তের গ্রুপ সেইম হলে কি কোন সমস্যা?

"হাজব্যান্ড ও ওয়াইফের রক্তের গ্রুপ একই হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয়??? প্রায় প্রতিদিনই এই একি প্রশ্নটা ফেস করতে হয়।।

উত্তরটা খুব সহজ-" কোন সমস্যা হয় না। হওয়ার কোন কারণ ও নেই"।

আমরা জানি সারা দুনিয়ায় 36%"ও" গ্রুপ, 28%"এ"গ্রুপ, 20%"বি"গ্রুপ। কিন্তু এশিয়াতে প্রায় 46% মানুষের রক্তের গ্রুপ "বি +"।এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ 5% যেখানে ইউরোপ আমেরিকায় প্রায় 15%।।

যেখানে সিংহভাগ মানুষের রক্তের গ্রুপ আমাদের দেশে "বি " +সেখানে জামাই বউয়ের গ্রুপতো মিল হবেই সেটাই স্বাভাবিক। এতে কোন সমস্যা হয় না।

কিন্তু যদি ওয়াইফের নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং হাজব্যান্ডের পজিটিভ গ্রুপ থাকে তাহলে সমস্যা হবে। যাকে Rh -Isoimmunization বলে।

পজিটিভ স্বামী নেগেটিভ স্ত্রীর প্রথম সন্তান যদি নেগেটিভ গ্রুপের হয় তাহলে কোন প্রকার সমস্যা হবে না। সমস্যা হয় তখন যদি প্রথম সন্তান বাবার রক্তের গ্রুপ পায় অথ্যাৎ যদি পজিটিভ হয়। এই পজিটিভ রক্তের গ্রুপ pregnant অবস্থায় সাধারণত কোন ঝামেলা করে না। তবে এই সন্তান জন্মের সময় বাচ্চার পজিটিভ রক্ত নেগেটিভ মায়ের রক্তের সাথে মিশে যা pregnant অবস্থায় দুরূহ। যদিও 0.1% ক্ষেত্রে রক্তের এই মিশ্রণ pregnant অবস্থায় হতে পারে। মায়ের নেগেটিভ রক্তের সহিত বাচ্চার পজিটিভ রক্তের এই মিশ্রণের কারণে মায়ের রক্তে একধরনের antibody তৈরী হয়ে থাকে যা পরবর্তী pregnant কে ঝুকিতে ফেলে, পরবর্তী pregnant এ বাচ্চাটি যদি আবারও পজিটিভ গ্রুপের হয় তবে এই antibody দ্বিতীয় বাচ্চাটিকে নষ্ট করে দেয়। এ কারণেই প্রথম পজিটিভ সন্তান জন্মের পরপরই 72 ঘন্টার মধ্যে Rh-Anti-D antibody নামক একটি প্রতিরোধক injection মাকে দিতে হবে। এই প্রতিরোধক injection মায়ের শরীরে বিদ্যমান বাচ্চার লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয় এবং antibody তৈরী করতে দেয় না, ফলে পরবর্তী সময় বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হলে ও কোন সমস্যা হয় না

তবে নেগেটিভ মায়ের পজিটিভ বাচ্চা ডেলিভারির পর যদি Rh-Antibody-D প্রতিরোধক injection মাকে না দেওয়া হয় তবে পরবর্তী পজিটিভ বাচ্চা জন্মগত ভাবে রক্ত স্বল্পতা, জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এমনকি গর্ভে সন্তান মারা ও যেতে পারে।

অনেকের ভ্রান্ত ধারনা - বাবা মায়ের রক্তের গ্রুপ একই হলে বাচ্চার থ্যালাসেমিয়া হয়।

"রোগীর সেবা করা,রাত জেগে নফল ইবাদতের চেয়ে উত্তম।"-মাওলানা তারিক জামিল ❤️
20/04/2022

"রোগীর সেবা করা,
রাত জেগে নফল ইবাদতের চেয়ে উত্তম।"
-মাওলানা তারিক জামিল ❤️

18/04/2022

এই ডাক্তারি পরামর্শটির বাস্তব উদাহরণ আমি নিজে!!!
গত মার্চের ৬ তারিখের গভীর রাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল! দ্রুত ওঠে বাথরুমে পেসাব করে বোতলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তার দুইদিন পর সিমটম শুরু হলে নিউরোসাইন্স হাসপাতালে যাই। যথারীতি সিটিস্ক্যান! ধরা পড়ে মাইনর স্ট্রোক!
পরামর্শঃ-
যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ:

আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে স্ট্রোক, হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার স্ট্রোক ,হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

খুবই গুরুত্তপুর্ন এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি‌ ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মানতে চেষ্টা করবেন ।
বিদ্রঃ সংগৃহীত, জনসচেতনতার জন্যে প্রচারিত।

09/04/2022

পৃথিবীর সবচেয়ে বড় শব্দ হচ্ছে:
"Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis"

উচ্চারণ -নিউমোনো-আল্ট্রা-মাইক্রোস্কো-পিকসিলি-কোভোল্কা-নোকনিওসিস।

যা ৪৫ অক্ষরের একটি শব্দ (একটি রোগের নাম)।

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°🔴CBC যে যে রোগে করা হয়ঃ"""''''''''""""""""""""""'"...
08/04/2022

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা
🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।
🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)
🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।
🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।
🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।
🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।
🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।
🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।
🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।
🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।
🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
🔴ChestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।
© Copied

05/04/2022

MBBS Result Published !

1st Position - 93.5 Marks (মেয়ে)

Pass Percentage - 79337 জন (55.13%)
ছেলে - 34833 -43.91 %
মেয়ে- 44504 -56.09 %
সরকারিতে চান্স -
ছেলে- ১৮৮৫ জন
মেয়ে- ২৩৪৫ জন

03/04/2022

যখন কোন মানুষ (ডাক্তার ও নার্স) অন্য মানুষের সেবা করে তখন সে জান্নাতের মধ্যে থাকে।
- সহীহ মুসলিম শরীফ ❤️।

11/03/2022

Service is our First priority.

বরিশালে এই প্রথম,,,,ট্রেনার এন্ড অ্যাসেসর পার্ট করানো হবে। যে কোনো অকুপেশনের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
03/02/2022

বরিশালে এই প্রথম,,,,

ট্রেনার এন্ড অ্যাসেসর পার্ট করানো হবে। যে কোনো অকুপেশনের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

Address

117/1, North Mugdapara
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when I-Care Services Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to I-Care Services Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram