04/04/2025
“রেইকি শিখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন”
For Booking (+88) 01953331566
Usui/ Holy Fire ® III – Level 1 & 2 (ICRT- USA কর্তৃক নির্ধারিত)
E-Manual (ICRT- USA কর্তৃক প্রদান করা হবে)
E-Certificate (প্রদান করা হবে)
Duration: ৪ (4) দিন (প্রতিদিন ২ ঘণ্টা)
Class: Online
Cost: 6999 BDT (including E-Manual)
রেইকি কি?
রেইকি হল একটি জাপানিজ বিকল্প চিকিৎসা পদ্ধিতির নাম। এটাকে বলা হয়্য এনার্জি হিলিং। এই পদ্ধিতিতে একজন ব্যক্তি তার দুই হাতের মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে অথবা ব্যক্তির অসুস্থ জায়গায় রেইকি শক্তিকে প্রদান করে। World Health Organization (WHO) তাদের ২০১৯ এর GLOBAL REPORT এ (WHO GLOBAL REPORT ON TRADITIONAL AND COMPLEMENTARY MEDICINE 2019) (https://www.who.int/publications/i/item/978924151536) পৃষ্ঠা ৪৮ (48) এ আকুপাংচার, আয়ুর্বেদিক ঔষধ, Chiropractic, Herbal Medicine, হোমিওপ্যাথি, Naturopathy, Osteopathy, Traditional Chinese Medicine এর সাথে REIKI (রেইকি) কে বিকল্প চিকিৎসা পদ্ধিতি হিসাবে বলছে। এনার্জি হিলিংএর উদ্দেশ্যে অ্যালোপ্যাথিক ওষুধের জায়গা নেওয়া নয়, বরং এটির পরিপূরক। এনার্জি হিলার মেডিকেল চিকিৎসা নির্ণয় করে না, ওষুধ দেয় না। ডাক্তারের দেওয়া ওষুধে/ চিকিৎসাতে হস্তক্ষেপ করে না।
কেন রেইকি শিখবেন?
১. শারীরিক ও মানসিক যে কোন সমস্যার জন্য (https://www.youtube.com/watch?v=981lngXbrIU)
২. মানসিক উদ্বেগ কমাতে
৩. বিষণ্ণতা দূর করতে
৪. প্যানিক অ্যাটাক কমাতে (https://www.youtube.com/watch?v=KACXfk-EaIo)
৫. পারিবারিক সমস্যা দূর করতে
৬. অর্থনৈতিক সমস্যা দূর করতে
৭. সম্পর্কের উন্নয়ন করতে
মানুষের শরীর যখন চাপের মধ্যে থাকে তখন বিভিন্ন হরমোন তৈরি করে। এটি মানুষের মন ও শরীরের ওপর অনেক প্রভাব ফেলতে পারে
যদি আপনি এই মানসিক চাপের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েন, তাহলে একজন প্রশিক্ষিত বিশেষজ্ঞের সঙ্গে দেখা করার বিষয়টি বিবেচনা করুন, যিনি সাহায্য করতে পারেন। পাশাপাশি রেইকি শিখতে পারেন, মেডিটেশন করতে পারেন অথবা রেইকি হিলিং নিতে পারেন।