12/01/2025
জুলাই ২০২৪: এক অমলিন অধ্যায়
জুলাই ২০২৪ এর গল্প কখনো ভুলবার নয়। স্মৃতি, শিক্ষা আর সংগ্রামের এক অনন্য সাক্ষী হয়ে থাকবে এই মাস। সময়ের সেই মুহূর্তগুলো আমাদের শিখিয়েছে নতুন করে ভাবতে, ঘুরে দাঁড়াতে এবং ঐক্যবদ্ধ হতে।
তোমাদের মনে আছে সেই দিনগুলোর কথা? আমাদের ইতিহাসের এক টুকরো, যা আমাদের পরিচয়, আমাদের শক্তি। আসুন, সেই গল্পকে বাঁচিয়ে রাখি, যেন ভবিষ্যৎ প্রজন্ম জানে, আমরা কীভাবে এগিয়েছি।
#জুলাই২০২৪ #কখনোভুলবো_না #ইতিহাসেরগল্প